রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড - Ruqyah World

রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড - Ruqyah World কুরআন-সুন্নাহ ও জায়িয পদ্ধতিতে রুক্বইয়্যাহ।

তাবীয-তুমারসহ যাবতীয় শিরক-কুফরী ছাড়া কুরআন-সুন্নাহ ও সালাফদের পদ্ধতিতে জ্বিন, যাদু, বদনযর, শারিরীক ও মানসিক অসুস্থতা, যৌন ও ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়।

কবিরাজ, ফকির, ওঝা, ও তান্ত্রিকদের থেকে সাবধান!

11/06/2025

|| আমরা যেভাবে রুক্বইয়্যাহ করি!


(১) ভিডিওতে রুক্বইয়্যাহকারীর ন্যায় আমরাও এভাবে রুক্বইয়্যাহ করি। পার্থক্যটা শুধু তিনি সাউন্ডবক্স ব্যবহার করেন এবং আমরা খালি গলায় তিলাওয়াত করি। তবে সাউন্ড বক্স ব্যবহার করাতে কোনো আপত্তি নেই, যদি সার্বিক পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকে।
(২) আমরা সরাসরি রুক্বইয়্যাহকে সঠিক রুক্বইয়্যাহ পদ্ধতি মনে করি। তাই অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে রুক্বইয়্যাহ করিনা। যদিও কিছু ‘আলিম শর্ত সাপেক্ষে অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে রুক্বইয়্যাহ করাকে জায়িয বলেছেন। কিন্তু অনলাইনে রুক্বইয়্যাহ করার একটা রিস্ক হলো- রোগীর শরীরে জ্বিন হাযির হওয়া। অর্থাৎ এসময় রোগী নিজেকে কন্ট্রোল না-ও রাখতে পারে। কারণ সব জ্বিন এক নয়। সেক্ষেত্রে জ্বিন হাযির আশেপাশের লোকদের মারধর বা জিনিসপত্র ভেঙে ফেলতে পারে।

(৩) রুক্বইয়্যাহর সময় কখনো রোগীর কাছাকাছি যেতে হয় বা চারপাশে হেঁটে-হেঁটে তিলাওয়াত করতে হয়।
(৪) প্রয়োজনে রোগীর শরীর স্পর্শ করতে হয়।
(৫) পেটে যাদু থাকলে বমির মাধ্যমে বের করতে হয়।
(৬) রুক্বইয়্যাহর পানি রোগীর শরীর বা বাসায় স্প্রে করতে হয়।
(৭) আমরা তাবীয, তাগা, সুতা পড়া বা কোনো শিরকী জিনিস দেই না।
(৮) আমরা বাসা বন্ধ করিনা বরং এটা কুফরী পদ্ধতি; পক্ষান্তরে একপ্রকার ভণ্ডামী বলে মনে করি।
(৯) আমরা রোগীর শরীরে জ্বিন হাযির করতে পারিনা; বরং যখন আল্লাহর ইচ্ছা যখন হবে তখনই জ্বিন হাযির হবে বলে বিশ্বাস করি।
(১০) আমরা কোনো জ্বিনের সাহায্য নেই না; এমনকি জ্বিন মুসলিম প্রমাণিত হলেও নয়। কারণ এটাকে নাজায়িয-শিরক মনে করি।

বিশেষ দ্রষ্টব্য :
রোগী মহিলা হলে নন-মাহরাম মেইনটেইন করা হয়। অর্থাৎ মহিলা রোগীদের শরীরে স্পর্শ করা হয়না। একান্ত প্রয়োজন বা অনুমতির বিষয়টি রিমেম্বার।

যোগাযোগ :
রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড ফেসবুক পেইজ https://www.facebook.com/RuqyahWorld
রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড টেলিগ্রাম চ্যানেল https://t.me/Ruqyah_World
ইমেল ruqyahworld64@gmail.com
হোয়াটসঅ্যাপ নাম্বার +8801722743148

▌জ্বিন-যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ!জ্বিন-যাদুর লক্ষণগুলোকে আমরা তিনভাগে ভাগ করেছি। (১) শরীর, (২) স্বপ্ন এবং (৩) মান...
25/09/2024

▌জ্বিন-যাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ!



জ্বিন-যাদুর লক্ষণগুলোকে আমরা তিনভাগে ভাগ করেছি। (১) শরীর, (২) স্বপ্ন এবং (৩) মানসিক।

▪️শরীর সংক্রান্ত :
(১) শরীর ক্লান্ত থাকার পরেও রাত্রে ঘুম না ধরা, অথবা ঘুম ধরলেও মাঝ রাতে হঠাৎ জেগে উঠা।
(২) ঘুমের মধ্যে বারবার এপাশ-ওপাশ করা।
(৩) অস্বাভাবিক বা অদ্ভুত নাক ডাকার শব্দ।
(৪) পুরো শরীরে প্রচুর ব্যথা হওয়া। অথবা শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে ব্যথা হওয়া। গিরাই-গিরাই ব্যথা অনুভব করা।
(৫) শরীর জালাপোড়া করা। শরীরের কোনো অঙ্গে মাংস লাফানো।
(৬) শরীর বাঁকা হয়ে যাওয়া। কোনো অঙ্গ হঠাৎ অসার হয়ে যাওয়া।
(৭) ঠিকমতো খাওয়া-দাওয়া করার পরেও শরীর শুকিয়ে যাওয়া।
(৮) মুখ ও চোখের সুন্দর্য্য কমে যাওয়া। চোখের নিচে কালো দাগ পড়া। মুখে ব্রণ উঠা, চিকিৎসা করেও কাজ না হওয়া।
(৯) শরীরের কারণ ছাড়া জ্বর বা গরম থাকা। অনেকসময় থার্মোমিটারেও জ্বর প্রকাশ পায় না।
(১০) পেট ভরা-ভরা লাগা। খাওয়ার রুচি কমে যাওয়া।
এমনিতেই বা খেতে বসলেই বমি-বমি লাগা।
(১১) এমনিতেই পেট শক্ত হয়ে বা ফুলে থাকা।
(১২) পেটে অস্বাভাবিক কোনোকিছুর নড়াচড়া অনুভব করা।
(১৩) অস্বাভাবিক গ্যাস্টিকের সমস্যা যা ঔষধ খেয়েও তেমন সমাধান হয়না।
(১৪) সর্বদা অসুখ-বিসুখ লেগে থাকা। ঔষধ সেবনেও কোনো কাজ না হওয়া।
(১৫) শরীর সুস্থ থাকার পরেও কাজকর্মে প্রচুর আলসেমী লাগা, অল্প কাজেই হাঁপিয়ে উঠা।
(১৬) পড়তে বসলে মাথা ব্যথা করা, পড়তে মন না বসা। ভালোভাবে পড়াশোনা করেও পরীক্ষার রিজাল্ট খারাপ হওয়া। শুধু পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাওয়া।
(১৭) পড়তে বা লিখতে বসলে হাত-পা কাঁপাকাঁপি করা। স্মরণশক্তি কমে যাওয়া। কোনোভাবেই পড়া মনে না থাকা।
(১৮) মাথার চুল উঠে যাওয়া।
(১৯) সবসময় মাথা গরম থাকা।
(২০) কারণ ছাড়ায় হঠাৎ শ্বাসকষ্ট হওয়া। ডাক্তারী চিকিৎসায় এর কোনো কারণ খুঁজে না পাওয়া।
(২১) বেশিরভাগ ঘাড়ে চাপ লাগা, ভারভার লাগা। মনে হয় ঘাড়ে কেউ বসে আছে। ঘাড় বাঁকা হয়ে যাওয়া।
(২২) হঠাৎ চোখ লাল হওয়া বা অস্বাভাবিক বড় হয়ে যাওয়া।
(২৩) বুকে ব্যথা। বুকে চাপ লাগা, বুক ধড়ফড় করা।
(২৪) শরীর বা হাতে-পায়ে কামড় বা আঁচড়ের দাগ।
(২৫) কোমড়ে ব্যথা। কোমড়ের হাড়ক্ষয় হওয়া।
(২৬) মেয়েদের অনিয়মিত মাসিকস্রাব। মাসিকের সময় খুব বেশি ব্যথা। নির্দিষ্ট সময়ের আগে বা পরে মাসিক হওয়া।
(২৭) লজ্জাস্থানে খুব বেশি চুলকানো। সুগন্ধি ব্যবহারের পরেও দুর্গন্ধ হয়ে থাকা।
(২৮) স্বামী-সহবাসের আগ্রহ হঠাৎ কমে যাওয়া। সহবাস করতে গিয়ে পুরুষের লিঙ্গ নিথিয়ে পড়া।
(২৯) মেয়েদের স্তন অস্বাভাবিক বড়ো। মাঝেমধ্যে খুব ব্যথা হওয়া বা ফুলে থাকা বা শুকিয়ে যাওয়া। ডাক্তারী চিকিৎসায় এর কোনো সমাধান খুঁজে না পাওয়া।
(৩০) গোসলের সময় শরীর ভালভাবে পরিষ্কার করলেও ময়লা থেকে যাওয়া।
(৩১) অস্বাভাবিক খাওয়া-দাওয়া। মিষ্টি বা নির্দিষ্ট কোনো খাবারের উপর বেশি ঝোঁক। একাধিক মানুষের খাদ্য একাই খাওয়া।
(৩২) ছেলেদের হস্তমৈথুনের নোংরা অভ্যাস। শত চেষ্টা করেও এই জঘন্য কাজ থেকে বের হতে না পারা।
(৩৩) প্রসাব করতে গিয়ে তা আটকিয়ে যাওয়া। খুব দেরিতে প্রসাব বের হওয়া।
(৩৪) পাইলসের সমস্যা। ডাক্তারী চিকিৎসায় সমাধান না পাওয়া।
(৩৫) দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য।
(৩৬) শরীরে রক্তশূণ্যতা। হঠাৎ গায়ের রঙ কালচে বা রঙ পরিবর্তন হওয়া।
(৩৭) বাচ্চা না হওয়া। বারবার বাচ্চা নষ্ট হওয়া।
(৩৮) শরীরের কোনো অঙ্গ প্যারালাইজড হওয়া। মেডিকেল চিকিৎসায় এর কোনো কারণ খুঁজে না পাওয়া।

▪️ঘুম সংক্রান্ত :
(৩৯) ঘুমের মধ্যে কিছু খাওয়া। ঘুম থেকে উঠে খাবারের স্বাদ মুখে লেগে থাকা। কখনো পেট ভরে যাওয়া।
(৪০) স্বপ্নে ক্ববরস্থান, নোংরা জায়গায় ঘুরে বেড়ানো।
(৪১) স্বপ্নে প্রাসাদ, নদী, মরুভূমি বা সুন্দর জায়গায় হাঁটাহাঁটি করা।
(৪২) স্বপ্নে কোনো সুন্দর চেহারার ছেলে বা মেয়ের সাথে ঘুরে বেড়ানো।
(৪৩) স্বপ্নে একাধিকবার স্বপ্নদোষ। দু‘আ-কালাম বা সব চেষ্টা করেও স্বপ্নদোষ না কমা।
(৪৪) ঘুমাতে গেলেই শরীর ঝাঁকি দিয়ে উঠা।
(৪৫) ঘুমের মধ্যে কান্নাকাটি করা, হাসা ও অসস্থি লাগা।
(৪৬) ঘুমের একা-একা বা কারো সাথে কথা বলা।
(৪৭) স্বপ্নে কালো সাপ, কালো কুকুর, বিড়াল বা হিংস কোনো প্রাণী দেখা। সাপ, কুকুর বা হিংস প্রাণী আপনাকে ধরার চেষ্টা করছে, আপনি বাঁচার জন্য দৌঁড়াচ্ছেন। আপনাকে কামড় দিচ্ছে, আপনি তাদের সাথে মারামারি করতেছেন, মেরে ফেলতেছেন ইত্যাদি।
(৪৮) স্বপ্নের মধ্যে উপর থেকে পরে যাওয়া অথবা কেউ আপনাকে উড়ে নিয়ে যাচ্ছে।
(৪৯) স্বপ্নে আগুন দেখা। আপনি আগুনে পরে যাচ্ছেন অথবা আপনার শরীরে আগুন লেগেছে ইত্যাদি।
(৫০) অত্যধিক ঘুম, ঘুম ক্লিয়ার হওয়ার পরেও শুধু ঘুম ধরা। কাজকর্মে সবসময় ঘুম লেগে থাকা।
(৫১) ঘুমের মধ্যে বোবা জ্বিনে ধরা। এইসময় শুধু গ্যাংড়ানো কিন্তু কথা বলতে না পারা। কেউ ডাকলে বা কিছু দু‘আ পড়লে ঠিক হয়ে যাওয়া।
(৫২) ঘুমের মধ্যে সাপের মতো ফোসফাস করে মুখ দিয়ে শব্দ করা।
(৫৩) ঘুমের মধ্যে হাত-পা অটোমেটিক শূন্যে উঠে যাওয়া।
(৫৪) ঘুমিয়ে গেলে কারো স্পর্শ অনুভব করা। মনে হয় শিওরে কেউ বসে বা শুয়ে আছে। মাথার কাছে কেউ দাড়িয়ে আছে বা চেয়ে আছে।
(৫৫) ঘুমের ঘোরে হঠাৎ করে বাহিরে চলে যাওয়ার ইচ্ছা করা।
(৫৬) ঘুম থেকে চিৎকার দিয়ে উঠা।
(৫৭) স্বপ্নে বেশি-বেশি বাথরুম দেখা বা শুয়ে থাকতে দেখা।

▪️মানসিক সংক্রান্ত :
(৫৮) নামায-কালামে মন না বসা, পড়তে ভালো লাগেনা, বিরক্ত লাগে।
(৫৯) কোনোমতে শুধু ফরয নামায পড়া হয় কিন্তু সুন্নাত বা নফল পড়তে মন চায় না।
(৬০) নামাযে প্রচুর ভুল হওয়া। কত রাকা‘আত পড়লাম, কি দু‘আ পড়লাম, কি সূরাহ পড়লাম খেয়াল থাকেনা।
(৬১) উযুতে ওয়াসওয়াসা সৃষ্টি। উযু ঠিকমতো হলো কিনা, ঠিকমতো অঙ্গপ্রত্যঙ্গ ধুলাম কিনা, কতবার ধুলাম তা মনে না থাকা। একই অঙ্গ বারবার ধৌত করা।
(৬২) ওসিডি বা শুচিবায়ুর সমস্যা।
(৬৩) কুরআন তিলাওয়াত করতে অসহ্য লাগা, পড়লেই মাথা ঘোরে বা মাথা ব্যথা করে। কুরআন দেখলেনই বিরক্ত লাগে।
(৬৪) তিলাওয়াত শুনতে চাইনা কিন্তু গানবাজনা বা অন্যান্য কিছুতে কোনো সমস্যা হয়না।
(৬৫) কুরআন দেখলেই ভয় লাগে। তিলাওয়াত শুনলে শরীর কাঁপে বা দম বন্ধ হয়ে যায়।
(৬৬) কুরআন নিয়ে খারাপ চিন্তাভাবনা মাথায় আসে।
(৬৭) আল্লাহ সম্পর্কে খারাপ চিন্তাভাবনা মাথার আসে।
(৬৮) হঠাৎ কোনো কারণ ছাড়ায় রাগ উঠা বা কান্না চলে আসা।
(৬৯) কারণ ছাড়ায় হঠাৎ মা, সন্তান, স্ত্রী, স্বামী বা কারো সাথে রাগারাগি করা, গালাগালি করা। তার উপর রাগ উঠা। তাকে সহ্য না হওয়া। তাকে দেখলেই অসুস্থ হয়ে যাওয়া ইত্যাদি।
(৭০) সবসময় একা থাকতে মন চাওয়া।
(৭১) কারো সাথে কথা বলতে গিয়ে তোতলানো।
(৭২) বাথরুম বেশি পছন্দ করা বা বাথরুমে থাকতে মন চাওয়া।
(৭৩) বাথরুম দেখে ভয় লাগা। বাথরুমে বেশিসময় অবস্থান করা।
(৭৪) অন্ধকার বেশি পছন্দ হওয়া।
(৭৫) কালো সাপ ভালো লাগা বা যেকোনো সাপ স্পর্শ করতে মন চাওয়া।
(৭৬) সাপ দেখে ভয় লাগা, কালো সাপ দেখলেই ভয় পেয়ে যাওয়া।
(৭৭) রুমের দরজা-জানালা খুলে রাখা। এগুলো বন্ধ করলেই অস্থীর হয়ে যাওয়া, দম বন্ধ হয়ে যাওয়া।
(৭৮) কালো রঙ পছন্দ করা। নীল রঙ, পদ্মফৃল, বাঁশি, ঢাকঢোল পছন্দ করা বা হিন্দু-খ্রীষ্টানদের বিভিন্ন কিছু পছন্দ করা বা ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি।
(৭৯) সবসময় ভয়-ভয় লাগা।
(৮০) মনে হয় কেউ আমাকে দেখছে বা তাকিয়ে আছে।
(৮১) একা থাকা অবস্থায় কোনো ছায়া দেখা বা কারও স্পর্শ অনুভব করা।
(৮২) একা হাঁটার সময় মনে হয়- কেউ পিছনে-পিছনে আমার সাথে হাঁটতেছে।
(৮৩) অজানা কোনো শব্দ শোনা ইত্যাদি।
(৮৪) অনেকদিন হলেও ছেলে বা মেয়ের বিয়ে না হওয়া।
(৮৫) সবাই পছন্দ করে, কিন্তু পরে ছেলে বা মেয়ে পক্ষ ‘না’ করে দেয়।
(৮৬) নিজেকে পাগল-পাগল লাগা। একা-একা হাসাহাসি করা।
(৮৭) একা উল্টাপাল্টা কথা বলা। কারো ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়া।
(৮৮) পাগলদের মতো হাঁটাচলা, কাপড়চোপড় ইত্যাদি মিলে যাওয়া।
(৮৯) হঠাৎ নিখোঁজ হওয়া। কোথাও খুঁজে না পাওয়া। আবার হঠাৎ করে খুঁজে পাওয়া।
(৯০) একা-একা কোনো বড় ও লম্বা গাছে উঠে যাওয়া। একা মোবাইলের টাওয়ারের উপর উঠা যাওয়া।
(৯১) কোনো মানুষের প্রতি অতিরিক্ত ভালোবাসা, মাত্রারিক্ত টান অনুভব করা।
(৯২) হঠাৎ করেই কোনো বদ, শত্রু বা অপছন্দনীয় মানুষের বশে চলে যাওয়া। তার কথা মোতাবেক সবকিছু করা।
(৯৩) আয়নাতে নিজের ছবিতে অন্য কাউকে দেখা। নিজের চেহারা বিকৃত দেখা। নিজের ছবি দেখে ভয় পেয়ে যাওয়া।
(৯৪) পুরুষদের সহ্য হয়না।
(৯৫) নিজের রুম, বাথরুম, বেডরুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
(৯৬) রাতের শোয়ার আগে অপ্রয়োজনীয় সাজসজ্জা গ্রহন করা।
(৯৭) কোনো মানুষের উপর অতিরিক্ত আসক্তি।
(৯৮) কোনো মানুষের প্রতি অতিরিক্ত ভয়।
(৯৯) দৃষ্টিভ্রম হওয়া। অর্থাৎ কোনোকিছুর দিকে তাকালে সেখানে অন্যকিছু দেখা বা আকৃতি পরিবর্তন হওয়া।
(১০০) বাড়ি থেকে টাকা-পয়সা বা কোনোকিছু হারিয়ে যাওয়া। কখনো খুঁজে পাওয়া বা একেবারেই নিখোঁজ থাকা।

যোগাযোগ :
রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড ফেসবুক পেইজ
https://www.facebook.com/RuqyahWorld
রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড টেলিগ্রাম চ্যানেল
https://t.me/Ruqyah_World
ইমেইল
ruqyahworld64@gmail.com
হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম
+8801722743148

04/06/2024

রুক্বইয়্যাহ ওয়ার্ল্ডের কার্যক্রম অতিশীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ

Address

Bogra
Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড - Ruqyah World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রুক্বইয়্যাহ ওয়ার্ল্ড - Ruqyah World:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram