রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বগুড়া। Real Life Plus, Bogra.

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বগুড়া। Real Life Plus, Bogra.

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বগুড়া। Real Life Plus, Bogra. আপনি কি মাদকাসক্তির অভিশাপ থেকে মুক্তি পেতে চান?

"Real Life Plus" আপনাকে সহায়তা করতে প্রস্তুত।

আমাদের উন্নত চিকিৎসা, প্রশিক্ষিত চিকিৎসক দল এবং নিরাপদ পরিবেশে আপনি পেতে পারেন একটি নতুন জীবন।

10/10/2025

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক ♥️ ফোনঃ ০১৭১২৭৫৪৩৯১

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বগুড়া । ফোন ঃ ০১৭১২ ৭৫৪৩৯১
09/10/2025

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বগুড়া । ফোন ঃ ০১৭১২ ৭৫৪৩৯১

নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে,আজ "রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগী পরিদর্শন করেন ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন...
08/10/2025

নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে,আজ "রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগী পরিদর্শন করেন ডাঃ মোঃ ইব্রাহিম হোসেন জোয়ারদার ( মেডিকেল অফিসার মানসিক বিভাগ টি এম এস এস মেডিকেল কলেজ হাসপাতাল ) সাহেব।এ সময় তিনি দীর্ঘসময় মনোযোগ সহকারে রোগীদের শারীরিক মানসিক অবস্হা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনানুযায়ী চিকিৎসার দিক নির্দেশনা প্রদান করেন।মাদকাসক্তি চিকিৎসায়,রিয়্যাল লাইফ রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানে সর্বদাই বদ্ধপরিকর।
মাদকাসক্ত ব্যক্তি কখনই ভালো হয়না,এ ভ্রান্ত ধারণা পরিত্যাগপূর্বক রিয়্যাল লাইফের সেবা নিন,মাদকাসক্ত ব্যক্তিকে সুস্হ স্বাভাবিক জীবন যাপনে সহায়তা করুন-
ধন্যবাদান্তে,
মোছাঃ সুইটি খাতুন
নির্বাহী পরিচালক,
মেবাইল নং-০১৭১২-৭৫৪৩৯১

আবারো কোন এক নতুন বন্ধুকে সুস্হ সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য বগুড়ার পথে, রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে...
07/10/2025

আবারো কোন এক নতুন বন্ধুকে সুস্হ সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য বগুড়ার পথে, রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অক্লান্ত চেষ্টা, সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারাজীবন এভাবে আপনাদের পাশে থাকতে পারি ♥️🫶♥️ ফোনঃ ০১৭১২৭৫৪৩৯১

♥️"রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের  রিকভারি,বন্ধু জলিল ভাই মাদকমুক্ত সুস্হতার পথ পরিক্রমায়, একটি একটি দিন...
07/10/2025

♥️"রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রিকভারি,বন্ধু জলিল ভাই মাদকমুক্ত সুস্হতার পথ পরিক্রমায়, একটি একটি দিন করে আজ ৯ম বছর পূর্ণ করে ১০তম বর্ষে পদার্পণ করলেন।জলিল ভাই সহ সকল রিকভারির জন্য দোয়া করবেন।♥️♥️ ফোন ঃ ০১৭১২৭৫৪৩৯১

মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় 🥲
06/10/2025

মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয় 🥲

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

🩺 রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 🩺আমরা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।নিয়মিত মেড...
04/10/2025

🩺 রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র 🩺
আমরা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
নিয়মিত মেডিসিন স্পেশালিস্ট এবং মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের চেকআপ করানো হয় রুগি দেখছেন ডাঃ রতন সরকার এম,বি,বি,এস স্যার ✅
🔹 রোগীর শারীরিক সুস্থতা
🔹 মানসিক স্থিতিশীলতা
🔹 আসক্তি থেকে মুক্তির ধারাবাহিক অগ্রগতি
— সব কিছুতেই থাকে আমাদের বিশেষ নজর।
🌿 আপনার প্রিয়জনের জন্য বিশ্বস্ত ও যত্নশীল সেবা পেতে যোগাযোগ করুন—
রিয়্যাল লাইফ প্লাস
মাদকাসক্ত চিকিৎসা ও মানসিক পুনর্বাসন কেন্দ্র।
📍 পপুলারের পশ্চিম পাশে ঠনঠনিয়া দক্ষিন পারা (বগুড়া)
📞 01712754391 / 01711874799

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভ সকাল ♥️ ফোনঃ ০১৭১২৭৫৪৩৯১
03/10/2025

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে সবাইকে শুভ সকাল ♥️ ফোনঃ ০১৭১২৭৫৪৩৯১

29/09/2025

রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সুস্হ জীবনে ফিরে এসে এক বন্ধুর বাস্তব জীবনের সুন্দর অনুভুতি সবাই তাহার জন্য দোয়া করবেন♥️🫶🏻♥️

আপনার সন্তান/ প্রিয়জন মাদকের নেশায় আসক্ত?তাহলে এই পোস্টটি আপনার জন্য।কিভাবে বুঝবেন আপনার সন্তান মাদকে আসক্ত?যদি দেখেন ...
28/09/2025

আপনার সন্তান/ প্রিয়জন মাদকের নেশায় আসক্ত?
তাহলে এই পোস্টটি আপনার জন্য।

কিভাবে বুঝবেন আপনার সন্তান মাদকে আসক্ত?
যদি দেখেন আপনার সন্তানের আচার আচরণে কিছু পরিবর্তন , যে শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে অপরিচিতের মতো আচরণ করছে। ঘুমের প্যাটার্ন পাল্টে যাচ্ছে। আগে যে সকালে স্কুলে যেতো, এখন সে নানা অজুহাতে স্কুলে যেতে চাইছে না। বিভিন্ন অজুহাতে টাকা চাইছে যে, আজকে এটা কিনতে হবে, কাল অন্য কাজে টাকা লাগবে।মন-মেজাজের হঠাৎ পরিবর্তন, ঘুম থেকে উঠে মেজাজ খারাপ করা, খাওয়া-দাওয়ার দিকে নজর না থাকা বা অতিরিক্ত ঘুমানো, রাতে জেগে দিনে ঘুমানো, এ ধরণের প্রবণতা দেখা গেলে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

একজন মাদকাসক্ত পাগল নয় খারাপও নয় সে মাদকে আসক্তির কারনে এসব আচরন করছে।
মাদক গ্রহণের ফলে কী কী ধরনের ক্ষতি হয়, যারা মাদক গ্রহণ করেন তারা বুঝেন না। মাদক গ্রহণ করার ফলে দেহের ক্ষতি তো হচ্ছেই, মানসিক ক্ষতিও হয়। মাদক গ্রহনের ক্ষেত্রে বিশেষ করে যুবসমাজ কৌতূহলে অথবা বন্ধুদের চাপে মাদকাসক্ত হচ্ছেন।শারীরিক ক্ষতির মধ্যে রয়েছে লিভারের সমস্যা, হেপাটাইটিস, কিডনি ক্ষতিগ্রস্ত হয়, জটিল রোগ, মানসিক রোগ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়।
এসবের সমাধান রয়েছে চাই সঠিক চিকিৎসা।

* আমাদের রয়েছে চিকিৎসা উপযোগী মনোরম পরিবেশ।
* মানসিক ও মেডিসিন বিশেষজ্ঞদের তত্বাবধানে সঠিক চিকিৎসা।
* মাদকাসক্তি চিকিৎসায় গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানী দ্বারা গ্রুপ ও
ব্যক্তিগত কাউন্সিলিং।
* রোগীকে চিকিৎসার পরবর্তীতে সুস্থ রাখতে সহায়তা করে
পারিবারিক কাউন্সিলিং।
* ধর্মীয় অনুশাসনের জন্য রয়েছে ধর্মীয় শিক্ষা ও পাঁচ ওয়াক্ত
নামাযের সু-ব্যবস্থা ।
* রোগীর প্রয়োজন অনুযায়ী পর্যন্ত খাবার ব্যবস্থা।
* শিক্ষা ও সচেতনমূলক ক্লাস।
* সকল রোগীদের জন্য পৃথক বেড ও আসবাবপত্র রাখার জন্য
লকারের ব্যবস্থা।
* ২৪ ঘন্টা বিদ্যুৎতের ব্যবস্থা।
* মেডিটেশন ।
* সুস্থ বিনোদন।

রোগীর প্রতি মানবিক আচরণ আমাদের চিকিৎসা সেবার মূল প্রতিপাদ্য।
সার্বক্ষণিক অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত
ও আধুনিক সিকিউরিটি ব্যবস্থা।

সঠিক চিকিৎসায় একজন‌ মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব । কিন্তু তার জন্য চাই সঠিক চিকিৎসা।

চিকিৎসা ও সহায়তার জন্য যোগাযোগ করুন:
রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বগুড়া । ০১৭১২৭৫৪৩৯১

Address

ঠনঠনিয়া দক্ষিণ পাড়া (পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পশ্চিম পাশে), বগুড়া।
Puran Bogra
5800 MOBILENO:+8801712754391

Alerts

Be the first to know and let us send you an email when রিয়্যাল লাইফ প্লাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বগুড়া। Real Life Plus, Bogra. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram