Dr Abdul Halim

Dr Abdul Halim Dr. Md.

Abdul Halim
MBBS, BCS (Health), FCPS (Surgery)
General, Laparoscopic & Colorectal Surgeon.

ডাঃ মোঃ আব্দুল হালিম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)
জেনারেল, ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন।

🩺✨ নিয়মিত অপারেশন ও চেম্বার সেবা ✨🩺২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া-তেআমি নিয়মিত বিভিন্ন ধরণের অপারেশন করে...
01/09/2025

🩺✨ নিয়মিত অপারেশন ও চেম্বার সেবা ✨🩺

২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া-তে
আমি নিয়মিত বিভিন্ন ধরণের অপারেশন করে যাচ্ছি সফলভাবে—

✔️ ল্যাপারোস্কপিক ও জেনারেল সার্জারি
✔️ পিত্তথলি, অ্যাপেন্ডিক্স ও হার্নিয়া অপারেশন
✔️ পাইলস, ফিস্টুলা ও ফিশার সার্জারি
✔️ থাইরয়েড ও স্তন সংক্রান্ত অপারেশন
✔️ টিউমার ও গুটি অপসারণ

🔹 শুধু তাই নয়, রোগীদের আরও সহজ সেবা দিতে আমি নিয়মিত চেম্বার করছি —
🏥 বগুড়া ইমপালস হসপিটাল
🏥 ইবনে সিনা হাসপাতাল, বগুড়া

💡 উদ্দেশ্য একটাই—
👉 রোগীদের কাছে সহজলভ্য, নিরাপদ ও আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়া।

🙏 দোয়া ও ভালোবাসা রাখবেন, আপনাদের সুস্থতাই আমার অঙ্গীকার।

🩺✨ জেনারেল সার্জন – জীবনের প্রয়োজনীয় চিকিৎসক ✨🩺আমরা অনেক সময় জানি না, জেনারেল সার্জনরা আসলে কি কি চিকিৎসা করেন?আসুন জেনে...
01/09/2025

🩺✨ জেনারেল সার্জন – জীবনের প্রয়োজনীয় চিকিৎসক ✨🩺

আমরা অনেক সময় জানি না, জেনারেল সার্জনরা আসলে কি কি চিকিৎসা করেন?
আসুন জেনে নেই 👉

🔹 পেটের অপারেশন – পিত্তথলি, অ্যাপেন্ডিক্স, অন্ত্রের সমস্যা
🔹 হার্নিয়া সার্জারি
🔹 আঘাত বা দুর্ঘটনার পর ট্রমা কেয়ার
🔹 থাইরয়েড ও স্তন সংক্রান্ত অপারেশন
🔹 পাইলস, ফিস্টুলা ও ফিশার সার্জারি
🔹 লিভার, গলব্লাডার, স্প্লিন ও অগ্ন্যাশয়ের অপারেশন
🔹 টিউমার বা গুটি অপসারণ
🔹 ল্যাপারোস্কপিক (ক্যামেরার মাধ্যমে ছোট কাটার) অপারেশন

💡 অর্থাৎ, জেনারেল সার্জনরা দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা জটিল সমস্যার সমাধান করেন এবং জীবন রক্ষায় রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

❤️ সুস্থ থাকতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন।
👉 জটিল কোনো সমস্যায় অবহেলা নয়, বিশেষজ্ঞ জেনারেল সার্জনের কাছে দ্রুত যোগাযোগ করুন।

আহ্বানেঃ-
ডাঃ মোঃ আব্দুল হালিম
এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য),এফসিপিএস (সার্জারী)
কনসালটেন্ট সার্জন
২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল।

07/08/2025

ল্যাপারোস্কপিক সার্জারি (Lapcol/ল্যাপকোল) হলো একটি আধুনিক ও মিনিমালি ইনভেসিভ সার্জারি পদ্ধতি, যার মাধ্যমে পেটের ছোট ছিদ্র দিয়ে অপারেশন করা হয়। সাধারণত Gallbladder (পিত্তথলি) অপসারণে ব্যবহৃত হয় — যাকে আমরা সহজভাবে ল্যাপকোল বলে থাকি (Laparoscopic Cholecystectomy)।

নিচে ল্যাপকোল অপারেশনের সুবিধাগুলো তুলে ধরা হলো:

---

✅ ল্যাপকোল/ল্যাপারোস্কপিক সার্জারির সুবিধাসমূহ:

1. ছোট কাটাছেড়া (Minimal Incision):

মাত্র ৩-৪টি ছোট ছিদ্র (৫–১০ মিমি) হয়, বড় কাটা লাগে না।

2. কম ব্যথা (Less Pain):

খোলামেলা সার্জারির চেয়ে অনেক কম ব্যথা হয়।

3. দ্রুত সেরে ওঠা (Faster Recovery):

রোগী সাধারণত ১–২ দিনের মধ্যেই বাসায় ফিরতে পারেন।

কম সময় হাসপাতালে থাকতে হয়।

4. কম রক্তক্ষরণ (Minimal Blood Loss):

ছোট ছিদ্র দিয়ে অপারেশন করায় রক্তপাত খুব কম হয়।

5. কম সংক্রমণের ঝুঁকি (Lower Risk of Infection):

ক্ষত ছোট হওয়ায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকে।

6. কম দাগ (Minimal Scarring):

চামড়ায় বড় দাগ থাকে না, যা অনেকেই সৌন্দর্যগত কারণে পছন্দ করেন।

7. দ্রুত কাজে ফেরা (Quick Return to Work):

রোগী খুব দ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন।

8. অপারেশনের সময় পুরো অঙ্গ পরিষ্কার দেখা যায়:

ক্যামেরার মাধ্যমে ভিতরের অংশ বড় স্ক্রিনে দেখা যায়, ফলে অপারেশন আরও নিখুঁত হয়।

07/08/2025

📢 ঘোষণা!
আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় এখন থেকে আমার এই পেজে নিয়মিতভাবে পাবেন 🎥 ভিডিও কনটেন্ট ও 🩺 স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য।

✅ রোগের লক্ষণ ও প্রতিকার
✅ স্বাস্থ্য সচেতনতা
✅ সহজবোধ্য মেডিকেল পরামর্শ
✅ দৈনন্দিন জীবনের স্বাস্থ্য টিপস

🧑‍⚕️ আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার।

21/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Shout out to my newest followers! Excited to have you onboard! Raj Mondol Jibon, Asmaul Hossain, Asadul Khan, Farhan Ish...
21/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Raj Mondol Jibon, Asmaul Hossain, Asadul Khan, Farhan Ishtiak

 #হেলথ_টিপস★গরমে সুস্থ থাকার সহজ কিছু উপায়★গ্রীষ্মের প্রচন্ড এই দাবদাহে আমাদের সকলের জীবন হয়ে পড়ছে অতিষ্ঠ। এই গরমে সুস্থ...
10/05/2025

#হেলথ_টিপস
★গরমে সুস্থ থাকার সহজ কিছু উপায়★

গ্রীষ্মের প্রচন্ড এই দাবদাহে আমাদের সকলের জীবন হয়ে পড়ছে অতিষ্ঠ। এই গরমে সুস্থ থাকার জন্য সবাই নানান ধরনের উপায় বের করার চেষ্টা করছেন। প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন আমাদের অনেকেই। অতিরিক্ত গরমের কারণে শরীরে দেখা দিচ্ছে নানা রকম সমস্যা। সূর্যের কড়া চাহনিতে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়ে যাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য। অস্বাভাবিক এই গরমে হতে পারে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা।

এই গরমে কিভাবে আমরা নিজেদেরকে সহজে সুস্থ রাখতে পারি – চলুন এ বিষয়ে জেনে নেই বিশেষজ্ঞদের কিছু টিপস্‌।



১। প্রচুর পানি পান করুন

এই গরমে সুস্থ থাকতে হলে প্রচুর পরিমাণে পানি পান করুন। পানির কোন বিকল্প নেই। প্রতিদিন ঘামের সাথে প্রচুর পানি ও লবণ আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর তাই প্রতিদিন ৪ লিটার পানি অবশ্যই পান করুন।

২। মৌসুমি রসালো ফল খান

প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন প্রচুর রসালো ফল। রসালো ফল আপনার শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ভিটামিন, মিনারেল ও খনিজের অভাব দূর করবে। খাস ফুডে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মৌসুমি ফল, প্রত্যন্ত দেশি-বিদেশি নানা রকম ফল সহ বিভিন্ন রকমের পাহাড়ি ফল।

৩। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবজি

প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রচুর পরিমাণে সবজি রাখুন এবং তরকারিতে ঝোল রাখুন। এই সময় শরীর থেকে প্রচুর পানি বের হয় বলে শাকসবজি জাতীয় খাবারের কোন বিকল্প নেই।

৪। পরিহার করুন চা, কফি

ব্ল্যাক টি, কফি শরীরকে অত্যন্ত শুষ্ক করে তোলে। যেহেতু গ্রীষ্মকালে আমরা প্রচুর ঘামি, সেহেতু শরীরের থেকে বেরিয়ে যায় প্রচুর পানি। তাই ব্ল্যাক টি বা কফি পান যথাসম্ভব কমিয়ে দিন। তবে প্রয়োজন এ আপনারা খাস ফুডের গ্রীন টি পান করতে পারেন যা আপনাকে এই গরমেও রাখবে সতেজ।

৫। শরবত থাকুক

গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত পান করুন লেবুর শরবত কিংবা বেলের শরবত। সম্ভব হলে ডাবের পানি পান করুন। লেবুতে আছে ভিটামিন সি। বেলে আছে ভিটামিন, মিনারেল, শর্করা। ডাবের পানিতে আছে আয়োডিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন ইত্যাদি। এ জাতীয় পানীয় শরীরকে করবে সতেজ ও ঠান্ডা এবং শরীরে ভিটামিন, আয়োডিন-এর অভাব দূর করে শরীরের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়াও আপনারা খাস ফুডের বিভিন্ন হারবাল উপাদানের শরবত খেতে পারেন। যেমনঃ তালমিছরি, আদা গুঁড়া, ইসবগুলের ভুষি, চিরতা গুঁড়া ইত্যাদি। এসব আপনার পানি শূন্যতার পাশাপাশি আপনাকে সুস্থতার যোগান দিবে।

৬। নিয়মিত ব্যবহার করুন ছাতা

বাহিরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর। স্কিন ক্যান্সার-এর অন্যতম কারণ এই অতি বেগুনি রশ্মি। এছাড়াও অতিরিক্ত তাপমাত্রার জন্য অজ্ঞান হয়ে যাওয়া এমনকি হিট স্ট্রোকও হয়ে থাকে। তাই নিয়মিত ব্যবহার করুন ছাতা।

৭। হালকা ব্যায়াম হোক নিত্যদিনের সঙ্গী

প্রতিদিন সকালে হালকা ব্যায়াম করুন। ব্যায়াম দেহ ও মনকে চাঙা করে, সতেজ রাখে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, শরীরে শক্তি বৃদ্ধি করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৮। পরিধান করুন হালকা রঙের সুতি ও ঢিলেঢালা পোশাক

গরমে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরামদায়ক পোশাক পরিধান করা। এই গরমে পরিধান করুন সুতি জাতীয় কাপড়ের পোশাক এবং পোশাকটি ঢিলেঢালা পরিধান করার চেষ্টা করুন। এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে ব্যবহার করুন হালকা রঙের পোশাক।

এইসব সামান্য কিছু নিয়ম মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি পরিবারের অন্যান্য সদস্যদেরও সুস্থ রাখা সম্ভব। তাই এই প্রচন্ড গরমে সুস্থতা বজায় রাখতে কিছু নিয়ম মেনে চলুন।

26/04/2025

কিডনিতে খনিজ পদার্থ (যেমন ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড) জমে কঠিন পাথরের মতো গঠন তৈরি হলে তাকে রেনাল স্টোন বা কিডনির পাথর বলে।

---

কারণ (Causes)

কম পানি পান করা

অতিরিক্ত সল্ট (লবণ) বা প্রোটিনযুক্ত খাদ্যাভ্যাস

ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া

বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)

জেনেটিক বা পারিবারিক ইতিহাস

কিছু মেডিকেল কন্ডিশন (যেমন Hyperparathyroidism)

---

লক্ষণ (Symptoms)

কোমর বা পাশের তীব্র ব্যথা (Flank Pain)

প্রস্রাবে জ্বালাপোড়া

প্রস্রাবে রক্ত আসা (Hematuria)

প্রস্রাবের চাপ থাকা কিন্তু কম আসা

বমি বমি ভাব বা বমি

জ্বর ও ঠান্ডা লাগা (Infection থাকলে)

---

পরীক্ষা (Diagnosis)

আল্ট্রাসনোগ্রাফি (Ultrasound KUB)

এক্স-রে (X-ray KUB)

CT Scan (Non-contrast CT)

Urine Test (Routine & Microscopy)

Blood Test (Serum Creatinine, Calcium level)

---

চিকিৎসা (Treatment)

1. ছোট পাথর (5-7mm):

ESWL (পাথর ভাঙার মেশিন, Lithotripsy)

URS (Ureteroscopy)

PCNL (Percutaneous Nephrolithotomy)

কখনও কখনও সার্জারি লাগতে পারে (Open Surgery)

---

প্রতিরোধ (Prevention)

দৈনিক প্রচুর পানি পান করা

অতিরিক্ত লবণ ও প্রোটিন কম খাওয়া

নিয়মিত শরীর চর্চা করা

প্রস্রাবে কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসা নেওয়া

নির্দিষ্ট কিছু খাবার (Oxalate-rich foods) কম খাওয়া

🔍 সার্জারি নিয়ে প্রশ্ন? নির্ভরযোগ্য সমাধান এখানে!বিশেষজ্ঞ পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা ও সচেতনতার বার্তা—সবকিছু এক জায়গায়।👨‍...
22/04/2025

🔍 সার্জারি নিয়ে প্রশ্ন? নির্ভরযোগ্য সমাধান এখানে!
বিশেষজ্ঞ পরামর্শ, বাস্তব অভিজ্ঞতা ও সচেতনতার বার্তা—সবকিছু এক জায়গায়।
👨‍⚕ ভয় নয়, সচেতন হোন!
সার্জারির আগে-পরে কী করণীয়, জানুন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে।
💬 সার্জারির বিষয়ে জানুন, ভয় দূর করুন!
সঠিক সিদ্ধান্তের জন্য দরকার সঠিক তথ্য ও দিকনির্দেশনা।
📢 আপনার স্বাস্থ্য, আপনার সচেতনতা!
সার্জারি বিষয়ক সঠিক পরামর্শ ও গাইডলাইন পেতে পেজটি ফলো করুন।
💡 জেনে বুঝে এগিয়ে যান!
সার্জারি সংক্রান্ত বিভ্রান্তি নয়, জেনে নিন বাস্তব ও বিজ্ঞানভিত্তিক তথ্য।

ডাঃ মোঃ আব্দুল হালিম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি)
জেনারেল, ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন।
মোবাইলঃ +880 1768-667224


নিয়মিত চেম্বার করছেন ডাঃ মোঃ আব্দুল হালিম এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য)এফসিপিএস (সার্জারী)কনসালটেন্ট সার্জন ২৫০ শয্যা বিশি...
22/04/2025

নিয়মিত চেম্বার করছেন
ডাঃ মোঃ আব্দুল হালিম
এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী)
কনসালটেন্ট সার্জন
২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল,বগুড়া।

21/04/2025

রোগীর নামঃ "মোঃজাহিদুল ইসলাম"
বয়সঃ ৫০ বছর
সমস্যাঃ সেবাসিয়াস সিস্ট

(সেবাসিয়াস সিস্ট) হলো একটি সাধারণ, ধীরগতিতে বৃদ্ধি পাওয়া কোমল ও গোলাকার চামড়ার নিচের গাঁট বা ফোলাভাব, যা ত্বকের নিচে তৈরি হয়।
🧬 কি কারণে হয়?

সাধারণত এটি হয় sebaceous gland (ত্বকে তৈলাক্ত গ্রন্থি) ব্লক হয়ে গেলে। এই গ্রন্থি থেকে sebum নামে একধরনের তৈলাক্ত পদার্থ নিঃসরণ হয়, যা চুল ও ত্বককে স্যাঁতসেঁতে রাখে। যখন এই নিঃসরণ পথ বন্ধ হয়ে যায়, তখন ওই স্থানে তরল বা আধা-ঠাসা পদার্থ জমে সিস্ট তৈরি হয়।

🔍 লক্ষণ:
>ত্বকের নিচে গোলাকার, নরম গাঁট
>ধীরে ধীরে বড় হয়
>চাপ দিলে ব্যথা হতে পারে (বিশেষ করে সংক্রমিত হলে)
>মাঝে মাঝে হলুদ বা সাদা তরল বের হতে পারে
>চুলকানি বা লালচে ভাব দেখা যেতে পারে

🌿 হৃদয়ে বাংলার ঐতিহ্য ধারণ করে, আমরা এগিয়ে যাই নতুন স্বপ্নের পথে! বাংলা নববর্ষের শুভেচ্ছা! 💖🍀
13/04/2025

🌿 হৃদয়ে বাংলার ঐতিহ্য ধারণ করে, আমরা এগিয়ে যাই নতুন স্বপ্নের পথে! বাংলা নববর্ষের শুভেচ্ছা! 💖🍀

Address

Bogra
Puran Bogra
5800

Telephone

+8801768667224

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Abdul Halim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category