Food Safety Facts

Food Safety Facts Food Safety Officer|| Food Safety consultant|| A Government Official, Employed to serve people.

18/09/2025

সি.পি. বাংলাদেশ কোং লিমিটেড এর প্রস্তুতকৃত মাছের খাদ্য নমুনা পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের উদ্দেশ্যে সংগ্রহ কার্যক্রম।

মাছের খাদ্যের মাধ্যমে মাছে এবং মাছের মাধ্যমে মানুষে যেন কোনো হেলথ হ্যাজার্ড না আসে সেই প্রয়াস।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।

14/09/2025

"ভর্তা হোটেল" এবং "সুজনের ভর্তা হোটেল" বউ বাজারে অভিযান, ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা।।

অদ্য ১৪-০৯-২০২৫ খ্রি. তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কর্তৃক যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

10/09/2025

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এর যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় মধুমিতা সুইটস এন্ড দধি ভান্ডারকে ২০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।

04/09/2025
নিরাপদ খাদ্য অফিসার বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিং কার্যক্রম। বিভিন্ন মুড়ি ও চিড়ার মিল।
01/09/2025

নিরাপদ খাদ্য অফিসার বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিং কার্যক্রম।
বিভিন্ন মুড়ি ও চিড়ার মিল।

ভেজাল রোধে...আভিযানিক কার্যক্রম।
24/08/2025

ভেজাল রোধে...
আভিযানিক কার্যক্রম।

18/08/2025

আজ ১৮ আগস্ট ২০২৫ খ্রি তারিখে মহাশক্তি ট্রেড ইন্টারন্যাশনাল প্রাঃ লিমিটেড, মির্জাপুর, শেরপুর, বগুড়ায় জেলা প্রশাসন বগুড়া ও উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া এর সার্বিক দিকনির্দেশনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয় এর যৌথ অভিযান ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময়, উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না থাকাসহ নানা অনিয়ম পরিলক্ষিত হয় যা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘন জনিত অপরাধ। এসকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০, ০০০/- (আশি হাজার টাকা) তাৎক্ষণিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জনাব মোঃ মেহেদী হাসান, সহঃ পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মোঃ রাসেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার বগুড়া এর সমন্বয়ে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।

Monitoring activities...
29/05/2025

Monitoring activities...

ভেজাল খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা....
26/05/2025

ভেজাল খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা....

Upajila coordination meeting...
25/05/2025

Upajila coordination meeting...

মনিটরিং কার্যক্রম
25/04/2025

মনিটরিং কার্যক্রম

শাকসবজিপ্রেমী প্রায় সব ভোজনরসিকের কাছেই কচুশাক পরিচিত একটা খাবার। অনেকে কচুশাক ফেলনা মনে করেন! অথচ এই কচুশাকে রয়েছে প্রচ...
25/04/2025

শাকসবজিপ্রেমী প্রায় সব ভোজনরসিকের কাছেই কচুশাক পরিচিত একটা খাবার। অনেকে কচুশাক ফেলনা মনে করেন! অথচ এই কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি, সি ও ক্যালসিয়াম, আয়রনসহ অন্যান্য পুষ্টিগুণ।

আমাদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে কচুশাকের জুড়ি নেই। আসুন জেনে নেয়া যাক কচুশাকের পুষ্টিগত গুণাগুণ-

প্রচুর ভিটামিন এ
কচুশাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ; যা আমাদের রাতকানা, ছানিপড়াসহ চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয়।

অক্সিজেন সরবরাহ করে
কচুশাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকায় এর লৌহ উপাদান দেহে সহজে আত্তীকরণ হয়ে যায়। শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে কচুশাকের জুড়ি নেই। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এমনিতেই অক্সিজেনের সরবরাহ কমে যায়। তখন মানুষ আসুস্থ হয়ে পড়ে। এমন অবস্থায় শরীরে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে কচুশাক কার্যকর ভূমিকা রাখে।

শরীর গঠন করে
কচুশাকে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, যা দেহের বৃদ্ধি ও কোষ গঠনে বড় ভূমিকা রাখে। কচুশাকের ভিটামিন কোষের পুনর্গঠনে সহায়তা করে।

আঁশযুক্ত খাবার
ভিটামিনযুক্ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ, যা অন্ত্রের বিভিন্ন রোগ দূরে রাখে; পরিপাকক্রিয়া ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে।

রক্ত তৈরি করে
কচু শাকের আয়রন ও ফোলেট শরীরে রক্তের পরিমাণ বাড়ায়। ফলে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত থাকে।

হাড় গঠন করে
কচুশাকের সবচেয়ে বড় উপকারিতা হল, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও ফসফরাস। আমাদের দাঁত ও শরীরে হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে এসব উপাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেনে নেয়া ভালো
কচুশাকের একটা সমস্যা আমরা দেখে থাকি, যে মাঝে মাঝে তরকারিতে এটি সামান্য গলা চুলকায়। এটা ছাড়া কচু শাকের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে এই শাক যদি একরাত পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে এই সমস্যা সহজেই চলে যায়।

১০০ গ্রাম সবুজ কচুশাকে রয়েছে
প্রতি ১০০ গ্রাম সবুজ কচুশাকে থাকে- ৬.৮ গ্রাম শর্করা, ৩.৯ গ্রাম প্রোটিন, ১০ মিলিগ্রাম লৌহ, ০.২২ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.২৬ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লেবিন), ১২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ১.৫ গ্রাম স্নেহ বা চর্বি, ২২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৫৬ কিলোক্যালরি খাদ্যশক্তি। প্রতি ১০০ গাম কালো কচুশাকে থাকে-৮.১ গ্রাম শর্করা, ৬.৮ গ্রাম প্রোটিন, ৩৮.৭ মিলিগ্রাম লৌহ, ০.০৬ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.৪৫ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লোবিন), ৬৩ মিলিগ্রাম ভিটামিন সি, ২.০ গ্রাম স্নেহ বা চর্বি, ৪৬০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৭৭ কিলোক্যালরি খাদ্যশক্তি।

Address

Shirish Das Lane, Jaleshwaritola, Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Food Safety Facts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram