26/08/2025
বাংলাদেশি মানুষদের জন্য দ্রুত ওজন কমানোর খাদ্য তালিকা এমন হতে হবে যা আমাদের সহজলভ্য খাবার দিয়ে তৈরি, পুষ্টিকর আবার ক্যালোরি কম। তবে মনে রাখবেন—ওজন কমানো মানে না খেয়ে থাকা নয়, বরং সঠিক ক্যালোরি নিয়ন্ত্রণ আর নিয়মিত ব্যায়াম।
✅ ওজন কমানোর খাদ্য তালিকা
🌅 সকাল (খালি পেটে)
১ গ্লাস গরম পানি + লেবুর রস
চাইলে ২-৩ টি ভিজানো বাদাম
🍳 নাস্তা (সকাল ৮–৯ টা)
১ কাপ ওটস/ডালিয়া (পানি বা লো-ফ্যাট দুধ দিয়ে)
অথবা
২ টি ডিমের সাদা অংশ + ১ টুকরা ব্রাউন ব্রেড + শসা/টমেটো
🍎 দুপুরের আগে (১১–১১:৩০ টা)
১ টি ফল (আপেল/কমলা/পেয়ারা/পেঁপে)
🍛 দুপুর (১–২ টা)
১ কাপ ভাত (লাল চাল বা বাসমতী ভালো)
১ কাপ সবজি (ভাজি/সেদ্ধ)
১ টুকরা মাছ/মুরগি (গ্রিল/সেদ্ধ/কম তেলে রান্না)
সালাদ (শসা, গাজর, লেটুস, টমেটো)
☕ বিকেল (৪–৫ টা)
১ কাপ গ্রিন টি বা লেবু চা (চিনি ছাড়া)
১ মুঠো ভাজা ছোলা/বাদাম
🌙 রাত (৮–৯ টা)
১ কাপ সবজি স্যুপ
অথবা
২ টি রুটি (আটা/লাল আটা) + ডাল/সবজি + ১ টুকরা মাছ
🛏️ ঘুমানোর আগে (যদি ক্ষুধা লাগে)
১ কাপ গরম পানি বা গ্রিন টি
⚡ দ্রুত ওজন কমানোর টিপস
প্রতিদিন কমপক্ষে ৩-৪ লিটার পানি খান।
চিনি, ভাজা-পোড়া, সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড বাদ দিন।
প্রতিদিন ৩০–৪৫ মিনিট হাঁটা/ব্যায়াম করুন।
🗓️ ৭ দিনের ডায়েট চার্ট (Weight Loss – Bangladesh Friendly)
✅ ১ম দিন
সকাল (খালি পেটে): গরম পানি + লেবুর রস
নাস্তা: ২টা সেদ্ধ ডিমের সাদা অংশ + ১ টুকরা ব্রাউন ব্রেড + শসা
দুপুর: ১ কাপ ভাত + ডাল + গ্রিলড মাছ + সালাদ
বিকেল: গ্রিন টি + ১ মুঠো বাদাম
রাত: ২টা রুটি + সবজি + সেদ্ধ মুরগি
✅ ২য় দিন
সকাল: গরম পানি + ২টা ভিজানো বাদাম
নাস্তা: ওটস (দুধ/পানি দিয়ে) + ১ টুকরা কলা
দুপুর: ১ কাপ ভাত + মিক্সড ভাজি + ডাল + ১ টুকরা মাছ
বিকেল: লেবু পানি + ১টা আপেল
রাত: সবজি স্যুপ + ১টা সিদ্ধ ডিম
✅ ৩য় দিন
সকাল: গরম পানি + লেবুর রস
নাস্তা: ১টা সেদ্ধ ডিম + ১ টুকরা ব্রাউন ব্রেড + শসা
দুপুর: ১ কাপ ভাত + মুরগি সেদ্ধ/গ্রিলড + সালাদ
বিকেল: গ্রিন টি + ভাজা ছোলা
রাত: ২টা রুটি + ডাল + সবজি
✅ ৪র্থ দিন
সকাল: গরম পানি + আদা চা (চিনি ছাড়া)
নাস্তা: পেঁপে/কমলা/পেয়ারা
দুপুর: ১ কাপ ভাত + ডাল + মাছ/মুরগি + সবজি
বিকেল: গ্রিন টি + ২টা খেজুর
রাত: সবজি স্যুপ + সেদ্ধ ডিম
✅ ৫ম দিন
সকাল: গরম পানি + লেবু
নাস্তা: ডালিয়া + আপেল কুচি
দুপুর: ১ কাপ ভাত + ডাল + মাছ + সালাদ
বিকেল: শসা + গাজর (কাঁচা)
রাত: ২টা রুটি + ডাল/সবজি
✅ ৬ষ্ঠ দিন
সকাল: গরম পানি + ২টা ভিজানো বাদাম
নাস্তা: ১টা সিদ্ধ ডিম + ব্রাউন ব্রেড
দুপুর: ১ কাপ ভাত + গ্রিলড মুরগি/মাছ + সালাদ
বিকেল: গ্রিন টি + ১টা কমলা
রাত: সবজি স্যুপ + ১টা রুটি
✅ ৭ম দিন (ডিটক্স ডে 🥦)
সকাল: লেবু পানি + শসা
নাস্তা: ফলের সালাদ (আপেল, পেয়ারা, পেঁপে)
দুপুর: কেবল সবজি + স্যুপ (ভাত নয়)
বিকেল: গ্রিন টি + বাদাম
রাত: শুধু সালাদ + সেদ্ধ ডিম
⚡ করণীয় নিয়ম
প্রতিদিন ৮ গ্লাসের বেশি পানি খাবেন।
ভাজা, তেল-চর্বি, মিষ্টি বাদ দিন।
প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটবেন।
রাতে খাবার খেয়ে ২ ঘণ্টা পর ঘুমাবেন।
রাতের খাবার সর্বোচ্চ ৯টার মধ্যে শেষ করুন।
সপ্তাহে অন্তত ১ দিন ভাত একেবারেই না খেয়ে শুধু সবজি/সালাদ খেতে পারেন।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
ইনশাল্লাহ আগামী তিন দিন (শনিবার রবিবার সোমবার) চেম্বারে উপস্থিত থাকবো।
সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
চেম্বারে আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন ❤️→ 01910-429983
★রোগী দেখার সময়-
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
(মঙ্গলবার এবং শুক্রবার ব্যতীত)
★চেম্বার এর ঠিকানা-
নিরাময় ডায়াগনস্টিক সেন্টার
হাসপাতাল রোড, পূর্বধলা উপজেলা,নেত্রকোনা।
★যোগাযোগে - 01910-429983
★রোগী দেখার সময়-
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
(মঙ্গলবার এবং শুক্রবার ব্যতীত)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ডা. মো: আবু বকর আল রাজী( মুন)
এম.বি.বি.এস (ডি,ইউ),এ.ই.ও(অর্থোপেডিক্স)
এম.সি.জি.পি(মেডিসিন),সি.এম.ইউ(আল্ট্রা)
ফিজিক্যাল মেডিসিনে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাস্পাতাল।
Dr. Md Abu Bakar Al Razi(Moon)
M.B.B.S(DU),A.E.O(Orthopedics)
M.C.G.P(Medicine ),C.M.U(Ultra)
Advance training in physical medicine
Mymensingh Medical College And Hospital
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️