
06/09/2024
বাবা মায়ের একমাত্র ছোট্ট একটা মেয়ে।নাম : আর্নিকা তাসনীন দিশা।পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স থার্ড ইয়ারে অধ্যায়নরত।গত বছর হুট করেই বিরল রোগে আক্রান্ত হয়ে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।
রোগের নাম এপ্লাস্টিক এনিমিয়া।এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল।নিম্নমধ্যবিত্ত পরিবারের সব টুকু দিয়ে গত এক বছর চিকিৎসা করাতে করাতে পরিবারটি আজ নি:স্ব।পরিবারে একমাত্র উপার্জন কারী হলো তার বাবা।ছোট ভাইটি ক্লাস নাইনে পড়ে।ছোট্ট একটা মেয়ে এভাবে বিনা চিকিৎসায় টাকার অভাবে চলে যাবে এটা মেনে নেয়া খুব ই কষ্টদায়ক।দয়া করে মেয়েটিকে বাচাতে সবাই এগিয়ে আসুন।
সবাই বেশি করে শেয়ার করে সকলের কাছে দয়া করে পৌছে দিন।
বিকাশ নাম্বার : 01814547737
ব্যাংক একাউন্ট নাম্বার : 1691570017837
ডাচ বাংলা ব্যাংক,পাবনা ব্রাঞ্চ।
কেউ সরাসরি দেখা করে দিতে চাইলে সেটাও করতে পারেন।