Blood Club

Blood Club নিজে রক্ত দিন অন্যকে রক্ত
দিতে উৎসাহিত করুন!✊

বাবা মায়ের একমাত্র ছোট্ট একটা মেয়ে।নাম : আর্নিকা তাসনীন দিশা।পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স থার্ড ইয়ারে অধ্যায়নরত।গত বছর হু...
06/09/2024

বাবা মায়ের একমাত্র ছোট্ট একটা মেয়ে।নাম : আর্নিকা তাসনীন দিশা।পাবনা এডওয়ার্ড কলেজে অনার্স থার্ড ইয়ারে অধ্যায়নরত।গত বছর হুট করেই বিরল রোগে আক্রান্ত হয়ে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষনে।
রোগের নাম এপ্লাস্টিক এনিমিয়া।এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল।নিম্নমধ্যবিত্ত পরিবারের সব টুকু দিয়ে গত এক বছর চিকিৎসা করাতে করাতে পরিবারটি আজ নি:স্ব।পরিবারে একমাত্র উপার্জন কারী হলো তার বাবা।ছোট ভাইটি ক্লাস নাইনে পড়ে।ছোট্ট একটা মেয়ে এভাবে বিনা চিকিৎসায় টাকার অভাবে চলে যাবে এটা মেনে নেয়া খুব ই কষ্টদায়ক।দয়া করে মেয়েটিকে বাচাতে সবাই এগিয়ে আসুন।
সবাই বেশি করে শেয়ার করে সকলের কাছে দয়া করে পৌছে দিন।
বিকাশ নাম্বার : 01814547737
ব্যাংক একাউন্ট নাম্বার : 1691570017837
ডাচ বাংলা ব্যাংক,পাবনা ব্রাঞ্চ।
কেউ সরাসরি দেখা করে দিতে চাইলে সেটাও করতে পারেন।

পাবনা অঞ্চলের বাস কাউন্টার ঢাকার টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে রবিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে এই ...
16/06/2024

পাবনা অঞ্চলের বাস কাউন্টার ঢাকার টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে রবিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে এই মেয়েটির মা মারা গিয়েছেন। মেয়েটির নাম সম্ভবত ইশা আর তার বোন তিশা। মেয়েটি বলছে- তার বাবার নাম কামাল, চাচার নাম জিসান, বাড়ি চাটমোহর। যোগাযোগ 01742363787
দ্রুত শেয়ার করে মেয়েটির আপনজনকে খুঁজে বের করুন, দয়া করে।

আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়া,,,,,,,لَا إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ اْلَحمْدُ وَهَو...
15/06/2024

আরাফার দিনে শ্রেষ্ঠ দোয়া,,,,,,,
لَا إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ اْلَحمْدُ وَهَوُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ.
(লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির)
-আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই, প্রশংসাও তাঁর। এবং তিনি সকল বিষয়ের ওপর ক্ষমতাবান।[1] আরাফার ময়দানে এই দোয়াটি রাসূলুল্লাহ (ﷺ)বেশি বেশি পড়েছেন।[2]

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্ত...
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন। 🤲

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এটি একটি বংশগত রোগ৮-ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বাংলাদেশ বিশ্বের অন্যতম থ্যালাসেমিয়াপ্...
08/05/2024

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এটি একটি বংশগত রোগ
৮-ই মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বাংলাদেশ বিশ্বের অন্যতম থ্যালাসেমিয়াপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও দেশে এটি আলোচনার বিষয় হয়ে উঠতে পারেনি। যদিও প্রতিরোধযোগ্য রোগটি নীরব মহামারির আকার ধারণ করেছে কিন্তু থ্যালাসেমিয়াকে এখন পর্যন্ত দেশে এটিকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে নাবাংলাদেশ এর অন্যতম) থ্যালাসেমিয়ার প্রাদুর্ভাব দেখা যায়। আন্তর্জাতিক মাইগ্রেশনের কারণে এই রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ২০০৬ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থ্যালাসেমিয়াকে বিশ্বের পাবলিক হেলথ সমস্যা হিসেবে ঘোষণা করে। প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ায় দুই লাখের বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে এবং প্রায় ৭ কোটি মানুষ এই রোগের বাহক।২০১৭ সালে প্রকাশিত “থ্যালাসেমিয়া ইন সাউথ এশিয়া : ক্লিনিক্যাল লেসনস ল্যার্ন্ট ফ্রম বাংলাদেশ” শীর্ষক গবেষণা প্রবন্ধ অনুযায়ী বাংলাদেশের শতকরা ১০-১২ ভাগ মানুষ এই রোগের বাহক; অর্থাৎ প্রায় দেড় থেকে দুই কোটির মতো মানুষ তাদের অজান্তে এই রোগের বাহক। একই গবেষণায় দেখা গেছে, দেশে কমপক্ষে ৬০-৭০ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-কিশোর রয়েছে। গবেষণা প্রবন্ধটি বিখ্যাত ‘অরফানেট জার্নাল অব রেয়্যার ডিজিজেস’-এ প্রকাশিত হয়। শুধু অসচেতনতার কারণে সহজে প্রতিরোধযোগ্য এই রোগটি নিয়ে প্রতি বছর প্রায় ৭-১০ হাজার শিশু থ্যালাসেমিয়া রোগে জন্মগ্রহণ করছে।বাংলাদেশের প্রায় ৪২ ভাগ মানুষ বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বাস করে। থ্যালাসেমিয়া রোগীকে নিয়মিত রক্ত (মাসে ১ থেকে ৪ ব্যাগ) জোগাড় করার পাশাপাশি চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ১০-২৫ হাজার টাকা খরচ হয়, যা বেশিরভাগ পরিবারের সাধ্যের বাইরে। এ কারণে রোগীর পাশাপাশি পুরো পরিবার মানসিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।যে সমস্ত রোগীর নিয়মিত রক্ত সঞ্চালন করতে হয় তাদের প্রতি মাসে ১-৪ ব্যাগ রক্ত জোগাড় করতে হয়। ৭৭ ভাগ পরিবার সন্তানের জন্য নিয়মিত রক্ত জোগাড় করতে সমস্যার মুখোমুখি হন এবং দেশে বহুল পরিচিত ব্লাড ডোনার ক্লাব এবং সংস্থা থেকে তারা (৭৮%) আশানুরূপ সাপোর্ট পায় না। কমিউনিটি লেভেলে রক্তের বড় সংকট বাংলাদেশেঅপর্যাপ্তভাবে রক্ষিত রক্ত দিয়ে ট্রান্সফিউশন করলে ইমিউনোলজিক্যাল রিয়েকশনের কারণে রোগী মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, দেশে মাত্র ৩১ ভাগ রক্ত সংগ্রহ করা হয় স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে। স্বেচ্ছাসেবী রক্তদাতা সংস্থা বা ক্লাবগুলোর কার্যক্রম মূলত শহর বা সিটি এলাকায় সীমাবদ্ধ। দক্ষিণ এশিয়ায় স্বেচ্ছাসেবী রক্তদাতার সংখ্যা বাংলাদেশে সর্বনিম্ন পর্যায়ে।
আসুন আমরা সচেতনতা বৃদ্ধি করি
থ্যালাসেমিয়া মুক্ত পরিবার গড়ি
জনসচেতনতায় : 🩸 Blood Club 🩸 সেচ্ছাসেবী দল ♻️

Alhamdullah💓 AN TO  ভাইয়ের ❝৬তম❞ 🅱️➕ রক্ত দান সম্পূর্ণ করেছেন আজ 💓🤲পাবনা সদর হাসপাতালে 🏥সবাই রোগী ও রক্তযোদ্ধা ভাইয়ের  জ...
08/05/2024

Alhamdullah💓
AN TO ভাইয়ের
❝৬তম❞ 🅱️➕ রক্ত দান সম্পূর্ণ করেছেন আজ 💓🤲
পাবনা সদর হাসপাতালে 🏥
সবাই রোগী ও রক্তযোদ্ধা ভাইয়ের জন্য দোয়া করবেন

আল্লাহ জেনো বড় ভাইয়ের দেওয়া ভালবাসার মূল্যবান দান কবুল করেন এবং সবসময় সুস্থতা দান করেন আমিন

🩸 Blood Club 🩸
সেচ্ছাসেবী দলের পক্ষ থেকে দোয়া ও ভালবাসা রইল প্রিয় বড় ভাই আপনার জন্য 💓
আল্লাহ আপনার দীর্ঘ নেক হায়াত দান করুক আমিন 🤲🥹

পাবনায় চিকিৎসা করাতে এসে হারিয়ে গেছে!নামঃ বুলবুলি  খাতুন বয়স : ৭০ বছর ঠিকানা : কাঁঠালপোতা, মেহেরপুর সদর মেহেরপুর। গতকা...
06/05/2024

পাবনায় চিকিৎসা করাতে এসে হারিয়ে গেছে!

নামঃ বুলবুলি খাতুন
বয়স : ৭০ বছর
ঠিকানা : কাঁঠালপোতা, মেহেরপুর সদর মেহেরপুর।
গতকাল রবিবার (৫ মে) পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হারিয়ে গেছে। মানষিক সমস্যা আছে, কথা বলতে পারে না। হারানোর সময় পরনে ছিল লাল ম্যাকছি।
যোগাযোগ নম্বর: 01953552053, 01639614212

ভাষা হাড়িয়ে গেছে 😢আমরা মনুষ্য জাতি বড়ই খারাপ 😞কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাস...
30/04/2024

ভাষা হাড়িয়ে গেছে 😢
আমরা মনুষ্য জাতি বড়ই খারাপ 😞

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী জাকির হোসেন (কালন) মিয়ার এক মাত্র মেয়ে, সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেনী ছাত্রী তানজিম সুলতানা ঝুমু (৯) স্কুল থেকে বাড়ি ফেরার পথে খিলপাড়া-লক্ষিপুর সড়কের পাশে ছোট্ট মেয়েটিকে ধর্ষণ করে হত্যার পর ধান ক্ষেতে ফেলে রেখে যায় কুলাঙ্গাররা।

পাবনার সুজানগরে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার।
29/04/2024

পাবনার সুজানগরে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার।

-প্রচন্ড গরমের সময় শিশুদের প্রয়োজন ছাড়া বাইরে নেবেন না। তীব্র গরমে কাজ করার সময় নিয়মিত বিরতি নিন। গর্ভবতী মা, শিশু ও বয়স...
28/04/2024

-প্রচন্ড গরমের সময় শিশুদের প্রয়োজন ছাড়া বাইরে নেবেন না। তীব্র গরমে কাজ করার সময় নিয়মিত বিরতি নিন। গর্ভবতী মা, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন।

- প্রাপ্তবয়স্কদের তুলনায় বাচ্চাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম। তারা তাপ থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীল। এজন্যে শিশুদের ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করুন।

- অত্যধিক তাপ মানুষের স্বাস্থ্যের জন্যে বিপজ্জনক। বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা, বয়োবৃদ্ধ এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগাক্রান্ত যেমন-ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনী রোগে আক্রান্ত ব্যক্তিদের হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি।

- অতিরিক্ত তাপ পানিশূন্যতা, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার মতো মৃদু স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। পাশাপাশি গুরুতর স্বাস্থ্য সমস্যা যেমন- হৃদরোগ, কিডনীর সমস্যা, পেশী ও স্নায়ুর বৈকল্য, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

- ⁠অতিরিক্ত তাপের গুরুতর উপসর্গগুলোর জন্যে জরুরি চিকিৎসা প্রয়োজন। এর লক্ষণগুলো হচ্ছে কনফিউশন বা বিভ্রান্তি, শরীর অসাড় হয়ে পড়া, অজ্ঞান হওয়া, শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, হ্রদস্পন্দন বা শ্বাসক্রিয়ার হার বেড়ে যাওয়া ও খিঁচুনি হওয়া।

নির্দেশনায়ঃ স্বাস্থ্য অধিদপ্তর

আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট মানবতার প্লাটফর্ম 🩸 Blood Club 🩸 (৬০০) তম ডোনেশনে অগ্রযাত্রায় সকল সেচ্ছাসেবী রক্তদাতা এবং ...
28/04/2024

আসসালামু আলাইকুম
আমাদের ছোট্ট মানবতার প্লাটফর্ম 🩸 Blood Club 🩸 (৬০০) তম ডোনেশনে অগ্রযাত্রায়
সকল সেচ্ছাসেবী রক্তদাতা এবং যারাই আমাদের পাশে থেকে ভালোবাসে এই ছোট্ট প্লাটফর্ম'টি কে এতো দূর নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই
সকল সেচ্ছাসেবী এবং রক্তদাতা ভাই/বোনদের জন্য দোয়া দরখাস্ত রইল
তিব্র দাবদাহে থাকবো সবাই সাবধানে নিয়ম মেনে এক সাথে
ধন্যবাদ 🥰🩸✊

তীব্র গরমে গর্ভবর্তী মায়েদের প্রয়োজন বিশেষ যত্ন। তীব্র গরমে, ঝুঁকির কারণে, থাকতে হবে সাবধানে। গরম যখন চরমে, সবাই চলি নিয়...
27/04/2024

তীব্র গরমে গর্ভবর্তী মায়েদের প্রয়োজন বিশেষ যত্ন।

তীব্র গরমে, ঝুঁকির কারণে, থাকতে হবে সাবধানে।
গরম যখন চরমে, সবাই চলি নিয়মে।💜🌺

এক ব্যাগ রক্ত অমূল্য রতনহিংসা-বিদ্বেষ ভুলে, ধর্ম বর্ণ নির্বিশেষেএসো গাই মানবতার গান,যদি নিঃস্বার্থভাবে কোন কাজ করতে চানঅ...
25/04/2024

এক ব্যাগ রক্ত অমূল্য রতন
হিংসা-বিদ্বেষ ভুলে, ধর্ম বর্ণ নির্বিশেষে
এসো গাই মানবতার গান,
যদি নিঃস্বার্থভাবে কোন কাজ করতে চান
অসহায় রোগীকে সেচ্ছায় করুন রক্তদান।
🩸 Blood Club 🩸
যদি হই রক্তদাতা❤ জয় করবো মানবতা 🩸✊

নাম পরিচয়হীন ব্যক্তিটি মারা গেছেন। আজ শনিবার(২০ই এপ্রিল) দুপুরে পাবনা শহরের প্যারাডাইসের পেছনে রুপকথা রোডে একটি চায়ের ...
20/04/2024

নাম পরিচয়হীন ব্যক্তিটি মারা গেছেন। আজ শনিবার(২০ই এপ্রিল) দুপুরে পাবনা শহরের প্যারাডাইসের পেছনে রুপকথা রোডে একটি চায়ের দোকানে স্ট্রোক করেন। পথচারীরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাছে মোবাইল ছিল না। কেউ পরিচয় পেলে সদর হাসপাতালে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
***শেয়ার করার অনুরোধ রইল

15/04/2024

পাবনা আইডিয়াল হাসপাতালে গতরাতে সিজার করা দুটি রোগীই মারা গিয়েছেন। সিভিল সার্জন পরিদর্শনে এসে চরম অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছেন।

01/04/2024

🌺 আলহামদুলিল্লাহ 🌺

মারকাযুত তাক্বাওয়া হাফিজিয়া ( মাদ্রাসা) পলিটেকনিকেল পাবনা
Blood Club এর উদ্যোগে( 20 ) রমাদানে আয়োজিত ইফতার মাহফিলে।
সত্যিই ইফতার এক আনন্দময় মুহূর্ত। সারা দিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় ইফতারের সময়। প্রফুল্লতায় ভরে যায় দেহমন।তেমনি হালকা হয় গুনাহের বোঝা। ❤️ ইফতারের আরও বহু ফজিলত রয়েছে। এই ফজিলত আমরা নিজেরা ইফতার করে যেমন অর্জন করতে পারি। তেমনি অন্যকে ইফতার করানোর মাধ্যমেও পেতে পারি। একজন রোজাদার দিনভর রোজা রেখে যে নেকি অর্জন করবেন, সমপরিমাণ নেকি আমাদেরও অর্জিত হবে, যদি সেই রোজাদারকে ইফতার করাই। এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায়? তাই তো ইফতার করানোর পুণ্যময় সংস্কৃতি এখনো বিদ্যমান।

যদি হই রক্তদাতা❤ জয় করবো মানবতা 🩸✊



#একটিভালোকাজ
#আমরাচাইলেইসম্ভব

Address

Mujahid Club
Raghunathpur-Pabna
6600

Telephone

+8801303071257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Club:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category