রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ

  • Home
  • Bangladesh
  • Raipur
  • রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ

রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ ''উত্তম সাস্থ সেবায় আমরা অঙ্গিকারবদ্ধ'

অতিরিক্ত গরমে করণীয় ও বর্জনীয়।গ্রীষ্মপ্রধান দেশ বাংলাদেশ। খুব ছোটবেলা থেকেই গরম আবহাওয়ার সাথে আমরা বেশ মানিয়ে নিয়েছি এবং...
22/06/2019

অতিরিক্ত গরমে করণীয় ও বর্জনীয়।

গ্রীষ্মপ্রধান দেশ বাংলাদেশ। খুব ছোটবেলা থেকেই গরম আবহাওয়ার সাথে আমরা বেশ মানিয়ে নিয়েছি এবং বলতে গেলে আমরা গরমেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। বাংলা বছরের শুরুটাও হয় গ্রীষ্মকাল দিয়ে। শীতের জীর্ণতাকে কাটিয়ে সবাই বেশ অপেক্ষা করে গ্রীষ্মের জন্য। খুব সম্ভবত বাংলাদেশে গ্রীষ্মকালেই সবচেয়ে বেশী পরিমাণে মিষ্টি ফল পাওয়া যায়। আর এজন্যই গ্রীষ্মকালকে আমরা মধুমাস বলি। কিন্তু সেই মধুমাস আর নেই। আবহাওয়ার গত কয়েক বছরে যে পরিবর্তন এসেছে তা বেশ অস্বাভাবিক এবং স্বাভাবিক জনজীবনে বেশ প্রভাব ফেলছে। আর গত কয়েক দিনে সারাদেশে তাপমাত্রার যে বিপর্যয়, তাতে অবস্থা বেশ অসহনীয় ও ভয়ানক পর্যায়ে চলে গেছে।

#অতিরিক্ত_গরমে_করণীয়ঃ

১. ঠান্ডা পরিবেশে থাকুন
ঘরে যথাসম্ভব ঠান্ডা পরিবেশে অবস্থান করুন। অপ্রয়োজনীয় কারণে দিনে, বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা বাইরে বের না হওয়া ভালো। বের হলে অবশ্যই ছাতা সাথে নিবেন। গরমে কালো রঙের ছাতা পরিহার করুন।
গরমে বাইরে বের হওয়ার সময় ছাতা নিবেন।

২. প্রচুর পানি পান করুন
সারা দিনে প্রচুর পানি পান করুন। বাইরে বের হওয়ার সময় পানি সাথে নিন। দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করুন।
পানি পান করুন।

৩. আরামদায়ক পোশাক পরিধান করুন
গরমে আরামদায়ক পোশাক পরিধান করুন। বাচ্চাদের জন্য সুতির হাল্কা রঙের কাপড় নির্বাচন করুন। খুব গরমে কালো রঙ পরিহার করুন।

৪. মৌসুমী ফল গ্রহণ করুন
প্রচুর পরিমানে ফল ও ফলের জুস খান। গরমের সময় টক ফল খুবই ভালো। কিন্তু যাদের নিম্ন রক্তচাপ, গরমের সময় তারা অতিরিক্ত টক খাওয়া থেকে বিরত থাকুন।

৫. সবুজ সালাদ বা সবজি খান
প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ সালাদ বা সবজি রাখুন। এতে শরীরে পানি ও খনিজের ঘাটতি হবে না এবং শরীর ঠান্ডা থাকবে।
খাবারের তালিকায় রাখুন সবুজ সবজি ও সালাদ।

#অতিরিক্ত_গরমে_বর্জনীয়ঃ

১. সফট অথবা হার্ড ড্রিঙ্কস নেওয়া থেকে বিরত থাকুন
অতিরিক্ত গরমে সফট অথবা হার্ড ড্রিঙ্কস নেওয়া থেকে বিরত থাকুন। ড্রিঙ্কস শরীরের পানিকে নিরূদিত করে যা শরীরে পানি স্বল্পতা তৈরী করে। এছাড়াও ঘন ঘন পানি পিপাসা পায় এবং গলা শুখিয়ে আসে। তাই গরমে সাময়িক তৃষ্ণা মেটাতে অবশ্যই ড্রিঙ্কস না।
গরমে যেকোনো ড্রিঙ্কস কে না বলুন।

২. পানি পানের সময় সতর্ক থাকুন
গরমের কারণে যেকোনো যায়গা থেকে পানি পান থেকে বিরত থাকুন। দূষিত পানি থেকে পানিবাহিত রোগ হতে পারে। এজন্য পানি পান করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বাইরে পানি পান করার ক্ষেত্রে অবশ্যই মিনারেল ওয়াটার গ্রহণ করুন।
বিশুদ্ধ পানি পান করুন।

৩. ফাস্টফুডকে না বলুন
ফাস্টফুড এবং তেল চর্বি জাতীয় খাবারকে না বলুন। ফাস্টফুড এবং তেল চর্বি জাতীয় খাবার শরীরের জন্য খারাপ। গরমে তেলে ভাজা বা রিচ ফুড খাওয়া থেকে বিরত থাকুন। গরমে এ জাতীয় খাবার যত বেশী খাবেন, তত বেশী গরম লাগবে। সুতরাং এ ধরনের খাবার না খাওয়াই ভালো। স্ট্রীট ফুড বর্জন করুন অতিরিক্ত গরমে।
গরমে ফাস্টফুডকে না বলুন।

৪. স্যালাইন খাওয়ার সময় সতর্ক থাকুন
গরমের কারণে ঘরে থাকতে চাইলেও অনেকেই আছেন শারীরিক পরিশ্রম করেন। তাদেরকে কাজের জন্য বাইরে যেতেই হয়। অনেকেই আছেন দিন আনেন দিন খান। সেক্ষেত্রে যেন শরীরে পানি বা লবণের স্বল্পতা না হয় এই জন্য স্যালাইন খেতে পারেন। বাইরে চলাচলের সময় কাছে স্যালাইন রাখতে পারেন। যদি শরীর দুর্বল মনে হয়, সেক্ষেত্রে সাথে সাথে স্যালাইন খেয়ে নিতে পারেন। এতে দুর্বলতা কমবে।
প্যাকেটের গায়ে নির্দেশিত পরিমাণ পানির চেয়ে কম পানি দিয়ে স্যালাইন খাবেন না। শুধু স্যালাইন গুড়া খেলে বা কম পানি দিয়ে স্যালাইন খেলে লবণের ঘনত্ব বেড়ে কিডনির ক্ষতি হতে পারে।

#পরিশেষেঃ
এই গরমে নিজের পাশাপাশি পরিবারের যত্ন নিন। বাইরে চলাফেলার সময় বয়স্ক এবং শিশুদের দিকে খেয়াল রাখুন এবং তাদেরকে অগ্রাধিকার দিন যানবাহনে চলাচলের ক্ষেত্রে। কেউ অসুস্থ হলে সচেতনতার সাথে সিদ্ধান্ত নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন।

সূত্রঃ
#সাইন্টিফিক_আমেরিকান

তথ্য সংগ্রহেঃ
সাহিদুল ইসলাম

আসসালামু আলাইকুম। আহলান সাহলান!    🌙      মাহে রমজান! #রায়পুর_মা_ও_শিশু_হাসপাতাল_প্রাঃ -এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবি...
06/05/2019

আসসালামু আলাইকুম।

আহলান সাহলান! 🌙 মাহে রমজান!

#রায়পুর_মা_ও_শিশু_হাসপাতাল_প্রাঃ -এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই পবিত্র সিয়াম সাধনার মাস, #রমজান_মাস -এর শুভেচ্ছা ও মোবারকববাদ।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

আল্লাহ যেন আমাদের সকলকে এই মাসের পবিত্রতা রক্ষা করে ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ তাক্বওয়া অর্জন করার তাওফিক দান করেন, আমীন।

01/09/2017
২৬শে মার্চ ২০১৬ইং “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে  #রায়পুরমা_ও_শিশু_হাসপাতাল_প্রাঃ -এর কর্তৃক আয়োজিত “বিনা মূল্যে চিকিৎসা ...
26/03/2016

২৬শে মার্চ ২০১৬ইং “মহান স্বাধীনতা দিবস” উপলক্ষে #রায়পুরমা_ও_শিশু_হাসপাতাল_প্রাঃ -এর কর্তৃক আয়োজিত “বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প” -এ শত ব্যাস্ততার মাঝে কর্মরত আয়োজকগনের একাংশ।

সুখবর!             সুখবর!!               সুখবর!!!রোগী ভাই বোনদের জন্য সুখবর।আসছে আগামী ২৬শে মার্চ ২০১৬ইং (রোজ শনিবার)  #...
07/03/2016

সুখবর! সুখবর!! সুখবর!!!

রোগী ভাই বোনদের জন্য সুখবর।
আসছে আগামী ২৬শে মার্চ ২০১৬ইং (রোজ শনিবার) #মহান_স্বাধীনতা_দিবস উপলক্ষে
“রায়পুর মা ও শিশু হাসপাতাল (প্রাঃ)” -এর পক্ষ থেকে
শিশু, মেডিসিন এবং গাইনী রোগীদেরকে
‘বিনামূল্যে চিকিৎসা সেবা’
প্রদান করা হবে।

স্থানঃ হাসপাতাল প্রাঙ্গন।

সিরিয়ালের জন্য যোগাযোগ করুণ-
০১৭৯৫১৫৩১৯৯, ০১৬২২৯০০৯০৪

''রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ'' এর ''ডায়াগনষ্টিক ওয়েটিং লবি'' ।
13/01/2016

''রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ'' এর ''ডায়াগনষ্টিক ওয়েটিং লবি'' ।

Address

Bus Stand, Main Road
Raipur
3710

Alerts

Be the first to know and let us send you an email when রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রায়পুর মা ও শিশু হাসপাতাল -প্রাঃ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category