BNK Hospital Limited

BNK Hospital Limited সেবা ও মানবতার কল্যানে,
আমরা আছি আপনার পাশে।

-বেইলি রোড অগ্নিকান্ডে আমরা গভীরভাবে শোকাহত 🥲
01/03/2024

-বেইলি রোড অগ্নিকান্ডে আমরা গভীরভাবে শোকাহত 🥲

আন্তর্জাতিক মৃগী দিবসে,আমরা মৃগী রোগে আক্রান্তদের অবিশ্বাস্য যাত্রায় আলোকিত করছি। বড় এবং ছোট মাইলফলক থেকে, প্রতিটি ধাপ...
14/02/2024

আন্তর্জাতিক মৃগী দিবসে,
আমরা মৃগী রোগে আক্রান্তদের অবিশ্বাস্য যাত্রায় আলোকিত করছি।
বড় এবং ছোট মাইলফলক থেকে, প্রতিটি ধাপ এগিয়ে যাওয়া স্থিতিস্থাপকতা এবং শক্তির জয়। আসুন আমরা তাদের সাহস এবং সংকল্প উদযাপন করি যখন আমরা সচেতনতা বাড়াতে এবং বাধাগুলি ভেঙে দিতে একসাথে কাজ করি।
#মৃগীরোগ সচেতনতা দিবস (১২ই ফেব্রুয়ারী)
#মাইলস্টোনসনমাইযাত্রা"

বি এন কে হসপিটাল লিঃ | BNK HOSPITAL LTD

 #শোকবার্তাআমরা অত্যান্ত দুঃখের সহিতে জানাচ্ছি যে, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ( আইসিইউ কনসালটেন্ট)  (ডাঃ মোঃ হাসিব উ...
14/02/2024

#শোকবার্তা
আমরা অত্যান্ত দুঃখের সহিতে জানাচ্ছি যে, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ( আইসিইউ কনসালটেন্ট)
(ডাঃ মোঃ হাসিব উদ্দিন খান) স্যারের মততাময়ী "মা" গতকাল রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতলে ইন্তেকাল করেন।
ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাউজিউন।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
স্যারের মায়ের মৃত্যুতে #বিএনকে পরিবার গভীরভাবে শোকাহত।
🏣বি এন কে হাসপাতাল লিমিটেড
মালিবাগ মোড় সংলগ্ন ৭/এ শান্তিবাগ ঢাকা ১২১৭ যোগাযোগঃ- ০২-২২২২২৯৩৮৯-০১৭১৪৮২৬১২৬-০১৯১৪৫৫৫৯৪৪।
📛আমাদের সেবা সমুহঃ-📛
❇️ ২৪ ঘন্টা ইমারজেন্সি সার্ভিস।
❇️ আই সি ইউ (ICU)
❇️ এন আই সি ইউ (NICU)
❇️ এইচ ডি ইউ (HDU)
❇️ পি আই সি ইউ (PICU)
❇️ এম্বুলেন্স সার্ভিস (AMBULANCE SERVICE)
❇️ ফার্মেসী (Pharmacy)
❇️ ডক্টর চেম্বার (DOCTORS CHAMBER)
❇️ সকল ধরনের অপারেশন।
❇️ ডায়াবেটিক সেন্টার।
❇️ স্পেশাল নিওরো এন্ড কিডনি ইউনিট।

🩺 হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ 🩺ডাঃ গোলাম মুক্তাদীর খান|এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমএস (...
17/01/2024

🩺 হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ 🩺
ডাঃ গোলাম মুক্তাদীর খান|
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য),
এমএস (কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারী),
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোট হাসপাতাল।
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন বিএনকে হসপিটালে।
🔰 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944
আমাদের সেবা সমূহ ?
✅ ইমার্জেন্সি সার্ভিস
✅ ফার্মেসী সার্ভিস
✅ ল্যাব ও ইমেজিং সার্ভিস
✅ সকল ধরনের অপারেশন
✅ ডক্টর চেম্বার
✅ ডায়াবেটিক সেন্টার
✅ ডায়ালাইসিস সার্ভিস
✅ ICU, HDU, CCU, NICU, PICU
✅ স্পেশাল নিউরো এন্ড কিডনি ইউনিট
✅ এ্যাম্বুলেন্স সার্ভিস
✅ 24/7 সার্ভিস
আসুন, সেবা নিন, সুস্থ থাকুন...
|হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ|

অর্থোপেডিক, ট্রমা এন্ড স্পাইন সার্জারী বিশেসজ্ঞডাঃ মোঃ মহসিন মিজ্ঞাএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জা...
27/12/2023

অর্থোপেডিক, ট্রমা এন্ড স্পাইন সার্জারী বিশেসজ্ঞ

ডাঃ মোঃ মহসিন মিজ্ঞা
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিক সার্জারী)
অর্থোপেডিক বিশেসজ্ঞ ও ট্রমা সার্জ্ন
কনসালটেন্ট
অর্থোপেডিক সার্জারী বিভাগ
পঙ্গু হাসপাতাল, ঢাকা।
🔰 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944
আমাদের সেবা সমূহ ?
✅ ইমার্জেন্সি সার্ভিস
✅ ফার্মেসী সার্ভিস
✅ ল্যাব ও ইমেজিং সার্ভিস
✅ সকল ধরনের অপারেশন
✅ ডক্টর চেম্বার
✅ ডায়াবেটিক সেন্টার
✅ ডায়ালাইসিস সার্ভিস
✅ ICU, HDU, CCU, NICU, PICU
✅ স্পেশাল নিউরো এন্ড কিডনি ইউনিট
✅ এ্যাম্বুলেন্স সার্ভিস
✅ 24/7 সার্ভিস
আসুন, সেবা নিন, সুস্থ থাকুন...

26/12/2023
অসুস্থতার দিনগুলোতে মুমিনের উপলব্ধি,আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জীবন এবং মৃত্যু দান করেছেন মানুষকে পরীক্ষা ...
22/12/2023

অসুস্থতার দিনগুলোতে মুমিনের উপলব্ধি,
আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তিনি জীবন এবং মৃত্যু দান করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। ভালো জিনিস দিয়ে যেমন পরীক্ষা করেন, আবার দুঃখ-কষ্ট দিয়েও তিনি পরীক্ষা করেন। আল্লাহ বলেন, ‘জীবমাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি পরীক্ষা করার জন্য তোমাদের মন্দ ও ভালোতে লিপ্ত করি এবং তোমাদের সবাইকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে।

’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৩৫)
তিনি আমাদের মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা দ্বারা পরীক্ষা করে থাকেন। আমরা আমাদের অজ্ঞতাবশত অনেক সময় নানা মন্তব্য করে থাকি, বিরক্ত হয়ে অধৈর্য হয়ে যাই। বিভিন্ন ধরনের অভিযোগ করে আল্লাহ তাআলা থেকে নিরাশ হয়ে যাই। আর এই ফাঁকে শয়তান আমাদের নানাভাবে প্ররোচণা দিতে থাকে।

আমাদের কৃতকর্ম স্মরণ করিয়ে দিয়ে সে আমাদের আল্লাহ থেকে নিরাশ করে দেয়। অথচ প্রকৃত মুমিন কখনো আল্লাহ তাআলা থেকে নিরাশ হতে পারে না। অসুস্থ অবস্থায় সে ধৈর্য ধারণ করবে। কারণ আল্লাহ তাআলা বান্দাকে তার কল্যাণের জন্যই ছোট-বড় বিভিন্ন মুসিবত দিয়ে থাকেন।এই অসুস্থতা কল্যাণের জন্যই।
আত্মাকে শোধন করার জন্য

অসুস্থতার মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশোধন করে থাকেন। বান্দার যখন পাপ বেড়ে যায় আর তার পাপ মোচন করার জন্য সে কোনো আমল না করে তখন বান্দার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা তাকে ছোট ছোট মুসিবতে আক্রান্ত করেন। দুঃখ-কষ্ট দিয়ে, অসুস্থতা দিয়ে। এর মাধ্যমে দুনিয়ার ক্ষণিকের কষ্টের মাধ্যমে পরকালের নির্মল সুখ লাভ করবে।

আবু সাইদ খুদরি (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট-ক্লেশ, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে বিঁধে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৬৪২)
সবরের পরীক্ষা করা হয়

অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা বান্দার ধৈর্য ও আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস কতটুকু, তা পরীক্ষা করে থাকেন। আল্লাহ চান বান্দা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যাক। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যখন তাঁর কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান, তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে নিক্ষেপ করেন। আর যখন তিনি তাঁর কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান, তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান হতে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। তিনি আরো বলেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদের (বিপদে ফেলে) পরীক্ষা করেন। যে লোক তাতে (বিপদে) সন্তুষ্ট থাকে, তার জন্য (আল্লাহ তাআলার) সন্তুষ্টি বিদ্যমান। আর যে তাতে অসন্তুষ্ট হয় তার জন্য (আল্লাহ তাআলার) অসন্তুষ্টি বিদ্যমান। (জামে তিরমিজি, হাদিস : ২৩৯৬)

সুস্থতার নিয়ামত অনুভব

প্রবাদ আছে যেকোনো জিনিসের মূল্য তার বিপরীত জিনিস দ্বারাই প্রতিভাত হয়। সুস্থতা, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত এবং তার মূল্য কত! তা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বান্দাকে মাঝেমধ্যে অসুস্থতা দিয়ে থাকেন। আর অসুস্থ ব্যক্তি আল্লাহর অনুগ্রহের কথা বেশি স্মরণ করে থাকেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন দুটি নিয়ামত আছে, যে দুটিতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। আর তা হচ্ছে, সুস্থতা আর অবসর। (সহিহ বুখারি, হাদিস : ৬৪১২)

দ্বিগুণ প্রতিদান লাভ

অনেক সময় আল্লাহ তাঁর বান্দাকে অসুস্থতা দিয়ে থাকেন এ জন্য যে সে যেন তার আমলের প্রতিদান কয়েক গুণ লাভ করে। কারণ বান্দা সুস্থ অবস্থায় নিয়মিত যেসব আমল করত, অসুস্থ হওয়ার কারণে তা না করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য সেই আমলের সওয়াব আরো বাড়িয়ে দেন। এটা বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ। আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তির শরীরে একটি মাত্র কাঁটার আঘাত কিংবা তার চেয়েও কোনো নগণ্য আঘাত লাগলে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বাড়িয়ে দেন কিংবা তার একটি গুনাহ মোচন করে দেন। (সহিহ মুসলিম, হাদিস : ৬৪৫৬)

আবু মুসা আশআরি (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যখন বান্দা পীড়িত হয় কিংবা সফরে থাকে, তখন তাঁর জন্য তা-ই লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় আমল করত। (সহিহ বুখারি, হাদিস : ২৯৯৬)

অসহায় মানুষের কথা স্মরণ

আমাদের চারপাশে অনেক দুঃখী মানুষ আছে, যারা জটিল রোগে আক্রান্ত হয়ে দিন গুজরান করছে, আমরা তাদের ভুলে থাকি। আল্লাহ তাআলা মাঝেমধ্যে আমাদের অসুস্থ করেন, তাদের স্মরণ করানোর জন্য। আর্তমানবতায় যাদের দিন অতিক্রম হচ্ছে, তাদের বিপন্ন জীবন স্মরণ করানোর জন্য।

বান্দার অক্ষমতার কথা স্মরণ

মানুষ যখন রোগাক্রান্ত হয়ে অনেক চেষ্টা করেও সে সুস্থ হতে পারে না, তখন সে তার অক্ষমতা অনুভব করে। দুনিয়াতে সে যতই বীরদর্পে ঘুরে বেড়াক না কেন, আল্লাহর সামনে সবই তুচ্ছ; এ কথা সে হারে হারে অনুভব করতে পারে। তখন তার দিল কোমল হয়, অসহায়দের প্রতি তার সহমর্মিতা বৃদ্ধি পায়, আল্লাহর দিকে ফিরে আসার জন্য মন আকুলিবিকুলি করে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষকে দুর্বলরূপে সৃষ্টি করা হয়েছে।’ (সুরা : নিসা, আয়াত : ২৮

🔰 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944

🩺 হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ 🩺ডাঃ গোলাম মুক্তাদীর খান|এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এমএস (...
21/12/2023

🩺 হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ 🩺
ডাঃ গোলাম মুক্তাদীর খান|
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য),
এমএস (কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারী),
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোট হাসপাতাল।

নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন বিএনকে হসপিটালে।
🔰 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944
আমাদের সেবা সমূহ ?
✅ ইমার্জেন্সি সার্ভিস
✅ ফার্মেসী সার্ভিস
✅ ল্যাব ও ইমেজিং সার্ভিস
✅ সকল ধরনের অপারেশন
✅ ডক্টর চেম্বার
✅ ডায়াবেটিক সেন্টার
✅ ডায়ালাইসিস সার্ভিস
✅ ICU, HDU, CCU, NICU, PICU
✅ স্পেশাল নিউরো এন্ড কিডনি ইউনিট
✅ এ্যাম্বুলেন্স সার্ভিস
✅ 24/7 সার্ভিস
আসুন, সেবা নিন, সুস্থ থাকুন...
|হৃদরোগ, রক্তনালী ও বক্ষব্যাধী সার্জারী বিশেসজ্ঞ|

🩺 গাইনী, স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন 🩺ডা. সাদিয়া জেরিফাএমবিবিএস, বিবিএস (স্বাস্থ্য)এমসিপিএস, এফসিপিএস (গাইনি)সহকা...
20/12/2023

🩺 গাইনী, স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন 🩺

ডা. সাদিয়া জেরিফা
এমবিবিএস, বিবিএস (স্বাস্থ্য)
এমসিপিএস, এফসিপিএস (গাইনি)
সহকারী অধ্যাপক
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
জাতীয় ক্যান্সার গবেষনা ইনস্টিটিউট ও হাসপাতাল

🔰 অ্যাপয়েন্টমেন্টেমের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944

🩺 নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ 🩺সহযোগী অধ্যাপক ডাঃ মো. কামরুল আহসান খানএমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)এমডি (শিশু স্বাস্...
19/12/2023

🩺 নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ 🩺
সহযোগী অধ্যাপক ডাঃ মো. কামরুল আহসান খান
এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমডি (শিশু স্বাস্থ্য), এমডি (নবজাতক),
মেম্বার এসসিপি (আমেরিকা)
সহকারী অধ্যাপক (শিশু)
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয়
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছেন বিএনকে হসপিটালে।
🔰 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন
মালিবাগ মোড় সংলগ্ন, ৭/এ, শান্তিবাগ, ঢাকা
02-222229389,01714-826126, 01914-555944
আমাদের সেবা সমূহ ?
✅ ইমার্জেন্সি সার্ভিস
✅ ফার্মেসী সার্ভিস
✅ ল্যাব ও ইমেজিং সার্ভিস
✅ সকল ধরনের অপারেশন
✅ ডক্টর চেম্বার
✅ ডায়াবেটিক সেন্টার
✅ ডায়ালাইসিস সার্ভিস
✅ ICU, HDU, CCU, NICU, PICU
✅ স্পেশাল নিউরো এন্ড কিডনি ইউনিট
✅ এ্যাম্বুলেন্স সার্ভিস
✅ 24/7 সার্ভিস
আসুন, সেবা নিন, সুস্থ থাকুন...
#নবজাতক #শিশুরোগ #শিশুরোগ_বিশেষজ্ঞ

ডায়াবেটিস কি ? ডায়াবেটিস (চিনি, ডায়াবেটিস) এমন একটি রোগ। যা রক্তে গ্লুকোজ বা চিনির উপস্থিতির মাত্রা বৃদ্ধি করে। খাবার...
18/12/2023

ডায়াবেটিস কি ?
ডায়াবেটিস (চিনি, ডায়াবেটিস) এমন একটি রোগ। যা রক্তে গ্লুকোজ বা চিনির উপস্থিতির মাত্রা বৃদ্ধি করে। খাবার খেয়ে শরীরে গ্লুকোজ হয়। এই গ্লুকোজ কোষগুলিতে ইনসুলিন-মুক্তির হরমোন হিসাবে কাজ করে। যাতে তারা শক্তি পেতে পারে। ডায়াবেটিস রোগ বোঝার আগে ইনসুলিনের গুরুত্ব বুঝতে হবে। ইনসুলিন হ’ল এরকম একটি হরমোন। যা শরীরে কার্বোহাইড্রেট এবং ফ্যাটগুলির বিপাক নিয়ন্ত্রণ করে। ইনসুলিন ছাড়া গ্লুকোজ শরীরে প্রবেশ করতে পারে না। এটি রক্তনালীতে জমা হয়। এ জাতীয় পরিস্থিতিতে ব্যক্তি তার উর্জা পায় না। এটি কোনও ব্যক্তিকে ডায়াবেটিসে আক্রান্ত করে তোলে।
ডায়াবেটিস মূলত দুটি প্রকারের।
প্রকার 1: – এই ডায়াবেটিস বেশিরভাগ কম বয়সী শিশু বা 20 বছরের কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়। ডায়াবেটিসে টাইপ 1 ইনসুলিন শরীরে তৈরি হয় না।
প্রকার 2: – ইতিমধ্যে সুগারে আক্রান্ত ব্যক্তিদের, বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয়। টাইপ 2 ডায়াবেটিসে শরীরে ইনসুলিন তৈরি হয়। তবে এটি সঠিকভাবে কাজ করে না বা শরীরের মতে, প্রয়োজনীয় পরিমাণে ইনসুলিন তৈরি হয় না।
টাইপ ১ ডায়াবেটিস এর লক্ষণ ও উপসর্গ:
টাইপ ১ ডায়াবেটিস এর লক্ষণগুলো গুরুতর এবং কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে উপসর্গের দ্রুত প্রকাশ ঘটে। এর মধ্যে আছে:
১. ঘন ঘন প্রস্রাবের বেগ আসা
২. ক্ষুধা, তৃষ্ণা বৃদ্ধি
৩. ঝাপসা দৃষ্টি
৪. ক্লান্তিভাব
৫. কোন কারণ ছাড়াই ওজন কমতে থাকা ইত্যাদি
কখনো কখনো টাইপ ১ ডায়াবেটিস এর প্রাথমিক উপসর্গগুলো ডায়াবেটিক কিটোএসিডোসিস (ডিকেএ) নামক জীবননাশক ব্যাধির লক্ষণ হিসেবে সামনে আসে। ডিকেএ এর লক্ষণগুলির মধ্যে আছে:
১. নিঃশ্বাসে ফলের মতো গন্ধ
২. চামড়া শুষ্ক হয়ে যাওয়া
৩. বমি বমি ভাব
৪. পেট ব্যথা
৫. শ্বাসকষ্ট
৬. মনোযোগ দিতে অসুবিধা
৭. বিভ্রান্তি বোধ করা ইত্যাদি
ডিকেএ খুবউ গুরুতর এবং বিপদজনক। যদি আপনার বা আপনার সন্তানের ডিকেএর লক্ষণ বা উপসর্গ আছে বলে মনে হয়, তাহলে অবিলম্বে স্বাস্থ্যসেবা গ্রহণ করুন।
টাইপ ১ ডায়াবেটিস এর পরবর্তী জটিলতা:
টাইপ ১ ডায়াবেটিস এ আক্রান্ত রোগীরা সময়ের সাথে সাথে রক্তে উচ্চ শর্করার উপস্থিতির কারণে নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন। যেমন:
১. হৃদরোগ
২. স্ট্রোক
৩. কিডনি রোগ
৪. চোখের সমস্যা
৫. দাঁতের সমস্যা
৬. স্নায়ু ক্ষয়
৭. পায়ের সমস্যা
৮. বিষণ্ণতা
৯. নিদ্রাহীনতা ইত্যাদি।
আপনার যদি টাইপ ১ ডায়াবেটিস হয়ে থাকে, তবে আপনি আপনার রক্তের গ্লুকোজ, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা বজায় রাখুন। পাশাপাশি ডায়াবেটিস এর জন্য ডাক্তারের পরামর্শ মতো নিজের যত্ন নিন। তাহলে ডায়াবেটিস এর জটিলতাগুলো বিলম্বিত হবে অথবা সহনীয় মাত্রায় থাকবে।
টাইপ ২ ডায়াবেটিস এর লক্ষণ ও উপসর্গ:
১. ঘন ঘন প্রস্রাবের বেগ আসা
২. ক্ষুধা, তৃষ্ণা বেড়ে যাওয়া
৩. ক্লান্তি অনুভব করা
৪. চোখে ঝাপসা দেখা
৫. হাতে পায়ে অসাড়তা বা শিহরণ অনুভব করা
৬. ঘা সারতে দেরি হওয়া
৭. ওজন হ্রাস ইত্যাদি
টাইপ ২ ডায়াবেটিস এর লক্ষণগুলো প্রায়শ ধীরে ধীরে বিকাশ লাভ করে, বেশ কয়েক বছর ধরে। কখনো কখনো উপসর্গের প্রকাশ এত মৃদু হয়ে থাকে যে আপনি সেগুলো লক্ষ্যও করতে পারবেন না। অনেকের আবার কোন উপসর্গই প্রকাশ পায় না। কিছু রোগী ডায়াবেটিস সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা যেমন ঝাপসা দৃষ্টি বা হৃদরোগ না হওয়া পর্যন্ত তাদের ডায়াবেটিস রোগে আক্রান্ত হবার কথা জানতে পারেন না।
টাইপ ২ ডায়াবেটিস এর জটিলতা:
ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ডায়াবেটিস ম্যানেজমেন্ট করা হয়, তাহলে ডায়াবেটিস এর সাথে জড়িত অনেক স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে সেটিতে অবহেলা করলে নানাবিধ স্বাস্থ্য সমস্যা ও রোগ দেখা দিতে পারে, যেমন:
১. হৃদরোগ ও স্ট্রোক
২. স্নায়ু ক্ষয়
৩. কিডনি রোগ
৪. পায়ের সমস্যা
৫. চোখের রোগ
৬. মাড়ির রোগ ও অন্যান্য দন্তজনিত সমস্যা
৭. যৌন সমস্যা
৮. মুত্রাশয়ের সমস্যা ইত্যাদি
টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত অনেকের নন অ্যালকোহলিল ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি) থাকে। আপনার ওজন বেশি হলে বা আপনি স্থূলকায় হলে ওজন কমানোর মাধ্যমে এনএএফএলডির সমাধান সম্ভব। টাইপ ২ ডায়াবেটিস অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন স্লিপ অ্যাপনিয়া, বিষণ্ণতা, কিছু ধরণের ক্যান্সার এবং ডিমেনশিয়ার সাথেও সম্পর্কিত।
গর্ভকালীন ডায়াবেটিস:
গর্ভাবস্থায় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে যে ডায়াবেটিস হয়, সেটিই গর্ভকালীন ডায়াবেটিস। সাধারণত এই ধরণের ডায়াবেটিস গর্ভাবস্থার ২৪ থেকে ২৮ তম সপ্তাহে নির্নয় করা হয়।
গর্ভকালীন ডায়াবেটিস থাকলে গর্ভাবস্থায় আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি আপনার গর্ভের শিশুও নানা সমস্যায় পড়তে পারে, যেমন:
১. ওজন বৃদ্ধি – ৯ পাউন্ড বা তার বেশি, যা ডেলিভারিতে জটিলতার সৃষ্টি করে
২. সময়ের আগেই জন্ম নেওয়া, যা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে
৩. ব্লাড সুগার কম থাকা
৪. পরবর্তীতে টাইপ ২ ডায়াবেটিস এর বিকাশ লাভ ইত্যাদি.
ডায়াবেটিস হলে কোন কোন খাবার খেতে পারবেন?
ডায়াবেটিস রোগীর খাবার মানে সকল খাবারের গ্রুপ থেকে বিভিন্ন স্বাস্থ্যকর খাবার খাওয়া। খাবারের গ্রুপ গুলো হলঃ
শাক সবজি ননস্টার্চি: সবুজ শাক , গাজর , ব্রোকলি, মরিচ এবং টমেটো
স্টার্চি: ভুট্টা , আলু এবং সবুজ মটর ইত্যাদি
ফল কমলা, তরমুজ, বেরি, আপেল, কলা, আঙ্গুর, বড়ই ইত্যাদি
শস্য গম, চাল, কর্নমিল, বার্লি, ওটস, কুইনোয়া ইত্যাদি
উদাহরণ: রুটি, পাস্তা, সিরিয়াল
শর্করা লাল আটার রুটি
পাউরুটি
লাল বা বাদামী চালের ভাত
নান রুটি
কাঁচ কলা ইত্যাদি
প্রোটিন মাংস চামড়া ছাড়া মুরগি বা টার্কি
মাছ
ডিম
বাদাম এবং চিনাবাদাম
শুকনো মটরশুটি এবং মটর, যেমন ছোলা
শিম ইত্যাদি
দুধ ও দুগ্ধজাত – নন ফ্যাট বা কম ফ্যাট দই,
ছানা,
পনির ইত্যাদি
চর্বি বিভিন্ন ধরনের তেল, মাখন ইত্যাদি
ফল ও শাক-সবজি :
ফলমূল ও শাক-সবজিতে ভিটামিন ডি, খনিজ পদার্থ ও আঁশ প্রচুর পরিমাণে থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ অনেক কম থাকে। তাই এগুলো ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় রাখা উচিৎ।
ডায়াবেটিস রোগের খাবার তালিকায় কি পরিমাণে ফল ও শাক-সবজি রাখবেন?
প্রতিদিন কমপক্ষে ৫ পরিবেশন ফল ও শাক-সবজি খাওয়া উচিৎ। হাতের তালুতে যতটুকু খাবার উঠে তাকেই ১ পরিবেশন বলে।
শর্করা জাতীয় খাবার :
অনেক শর্করা জাতীয় খাবার আছে যা খুব তাড়াতাড়ি রক্তে সুগার লেবেল বাড়িয়ে দেয়। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। এই সব খাবারকে বলা হয় উচ্চ গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার। তাই কম গ্লাইসেমিক খাবার ডায়াবেটিস রোগীর খাবার তালিকায় রাখা উচিৎ।
ডায়াবেটিস রোগের খাবার তালিকায় কি পরিমাণ শর্করা জাতীয় খাবার রাখবেন?
অল্প পরিমাণে শর্করা জাতীয় খাদ্য প্রতিদিন খাওয়ার চেষ্টা করা উচিৎ।
প্রোটিন জাতীয় খাবার
প্রোটিন জাতীয় খাবার পেশীকে সুস্থ রাখে। ডিম, মাছ ও মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তাছাড়া শিম, বরবটি, ডাল, বাদাম, বীন জাতীয় খাবারেও প্রোটিন থাকে। এইগুলো খাবার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন
ডায়াবেটিস রোগের খাবার তালিকায় কি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার রাখবেন?
এই গ্রুপ থেকে প্রতিদিন কিছু পরিমাণ খাবার আপনার তালিকায় রাখার চেষ্টা করবেন। প্রতিদিন মাংস খাবেন না এবং সপ্তাহে ১ বা ২ দিন তৈলাক্ত মাছ খেতে পারেন।
দুধ ও দুগ্ধজাত খাবার
দুধ ও দুগ্ধজাত খাবার হাড় ও দাতের গঠনের জন্য উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে। অনেক দুগ্ধজাত খাবার রয়েছে যেখানে প্রচুর পরিমাণে চর্বি ও ফ্যাট থাকে। তাই কম চর্বি যুক্ত খাবার আপনার তালিকায় রাখা উচিৎ।

Address

7/A Shantibag, Dhaka
Rajarbag
1217

Alerts

Be the first to know and let us send you an email when BNK Hospital Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BNK Hospital Limited:

Share

Category