13/05/2021
ঈদের হাওয়া লাগুক প্রাণে,
মন ভরে যাক নতুন গানে,
ঘুম ঘুম চোখে স্বপ্নিল চাওয়া,
ঈদে হোক সবকিছু পাওয়া।
আসুন স্বাস্থ্যবিধি মেনে পরিবার ও অসহায় মানুষদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি।
সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
বাত, ব্যথা, প্যারালাইসিস, মাইগ্রেন, অনিদ্রা, মাথা ব্যথা, করোনা পরবর্তী জটিলতা এবং যৌন অক্ষমতার বিশ্বমানের চিকিৎসা এখন শশী হেলথ কেয়ার, মগবাজার, ঢাকায়। চাইনিজ TCM কনসালটেন্ট ও দেশী বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত একটি সমন্বিত চিকিৎসা কেন্দ্র।