Neurosurgeon in Bangladesh - Dr. Md. Mahfuzur Rahman

Neurosurgeon in Bangladesh - Dr. Md. Mahfuzur Rahman নিউরোলজি, ব্রেইন,নার্ভ, মেরুদন্ড বিশেষজ্ঞ নিউরোসার্জন
সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি
ঢাকা মেডিকেল কলেজ

সারভাইকাল ডিস্ক বা ঘাড়ের মেরুদন্ডে ডিস্ক প্রল্যাপ্স হবার কারনে আমাদের অনেক গুলো সমস্যা হতে পারে।যেমন ১) চার হাত পায়ে ঝিন...
12/05/2025

সারভাইকাল ডিস্ক বা ঘাড়ের মেরুদন্ডে ডিস্ক প্রল্যাপ্স হবার কারনে আমাদের অনেক গুলো সমস্যা হতে পারে।
যেমন
১) চার হাত পায়ে ঝিন ঝিন করা; অবশ অবশ লাগা
২) হাত ও পায়ের শক্তি কমে যাওয়া
৩) হাত দিয়ে দৈনন্দিন জীবনের সাধারণ কাজ গুলো করতেও কষ্ট হওয়া যেমন হাত দিয়ে খাওয়া; জামা কাপড় পড়া ইত্যাদি
৪) রোগ বেশি বেড়ে গেলে প্রস্রাব ঘন ঘন হওয়া বা প্রস্রাব করতে কষ্ট হওয়া; শারীরিক মেলামেশাতেও অক্ষমতা ইত্যাদি।

এই রোগ অনেক দিন ধরেই আমরা বাংলাদেশে আধুনিক প্রযুক্তি বা নিউরোসারজিকাল মাইক্রোস্কোপ ব্যবহারের মাধ্যমে অত্যন্ত নিরাপদ ভাবে নিয়মিত অপারেশন করছি।
এই অপারেশন অত্যন্ত নিরাপদ। কসমেটিক দিক থেকেও চমৎকার যেহেতু কোন দাগ থাকেনা. উপরে কোন সেলাই লাগেনা।
আর ফলাফল?
এক কথায় অসাধারণ। রোগী যেন নতুন জীবন ফিরে পায়।সব কষ্ট গুলোই ধীরে ধীরে নাই হয়ে যেতে থাকে।
তবে রোগ বেশি খারাপ অবস্থায় চলে গেলে উন্নতি আশানুরূপ নাও হতে পারে।
এরকম একটা অপারেশন এর একটা ছোট্ট বর্ণনা এই পোস্টে দিলাম। আমাদের দেশের রোগীদের সাহস বাড়ানোর জন্য।
আর ও হ্যাঁ। এই অপারেশন এ সাধারণত কোন রক্তের ও প্রয়োজন হয়না। রোগী ১ থেকে ২ দিনের মধ্যেই বাসায় যেতে বা কাজকর্ম শুরু করতে পারেন।

আমার এক প্রতিবেশীর বাবা; জামাল উদ্দিন সাহেব অনেক দিন ধরেই ব্রেইনের রক্তনালীর এক জটিল রোগে ভুগছিলেন। (Large A-com aneurys...
12/05/2025

আমার এক প্রতিবেশীর বাবা; জামাল উদ্দিন সাহেব অনেক দিন ধরেই ব্রেইনের রক্তনালীর এক জটিল রোগে ভুগছিলেন। (Large A-com aneurysm). প্রথমে যখন ব্রেইনে রক্তক্ষরণ হয়েছিল , তখনই তাকে অপারেশন এর জন্য বলা হয়েছিল। কিন্তু অপারেশন এ মৃত্যু ঝুকি অনেক বেশি শুনে তিনি আর অপারেশন এর জন্য সাহস করেন নি। কিন্তু গত ডিসেম্বরে aneurysm টি Thrombosed হয়ে এবার তার শুরু হলো খিছুনি। এবার তিনি ও তার পরিবারের সবাই মারাত্নক ভয় পেয়ে গেলেন। তাই এবার অপারেশন এর জন্য রাজি হলেন এবং আলহামদুলিল্লাহ ; আমার উপর ই অপারেশন এর জন্য ভরসা করলেন।
আল্লাহর নিকট অশেষ শোকর। একটু Electrolyte imbalance হওয়া বাদে তেমন কোন সমস্যা ছাড়াই তার aneurysm টি সফল ভাবে ক্লিপিং করে বন্ধ করে দিতে পেরেছি।এখন তিনি একদম সুস্থ।
মৃত্যুর ভয়ে যে অপারেশন করাচ্ছিলেন না; সেই অপারেশন করে সুস্থ হয়ে আমার জন্য দুইবার উপহার নিয়ে এসেছেন।
গতদিন এনেছেন নিজের গাছের আম; কুমিল্লার মিষ্টি ; ছেলের সৌদি আরব থেকে নিয়ে আসা জায়নামায; তসবিহ আর পারফিউম।
আল্লাহ ওনাকে ভালো রাখুন এবং হায়াতে তৈয়্যেবা দান করুন।
কৃতজ্ঞতা তার পুরো পরিবারের প্রতি।

আমাদের এক প্রতিবেশীর বাবা; জামাল মিয়া সাহেব কয়েক বছর ধরেই ব্রেইনে রক্তনালীর একটা জটিল রোগে ভুগছিলেন। রক্তনালীর একটা বড় ফ...
05/05/2025

আমাদের এক প্রতিবেশীর বাবা; জামাল মিয়া সাহেব কয়েক বছর ধরেই ব্রেইনে রক্তনালীর একটা জটিল রোগে ভুগছিলেন। রক্তনালীর একটা বড় ফোস্কা বা Giant A-com aneurysm এর জন্য ওনার ব্রেইনে রক্তক্ষরণ হয়েছিল কয়েক বছর আগে। তখনই ওনাকে অপারেশন করার জন্য বলা হয়েছিল। কিন্তু উনি ভয়ের কারনে করান নি।

এবার যখন খিচুনি শুরু হলো বেশ কয়েকবার; এবার সাহস করলেন এবং আমার উপরেই আস্থা রাখলেন।
আল্লাহর নিকট অশেষ শোকর।কোন রকম কমপ্লিকেশন ছাড়াই একটা ক্লিপের মাধ্যমেই ওনার বড় এনিউরিজম টা বন্ধ করে দিয়ে ভিতরের Thrombus গুলো অপসারন করে দিতে পেরেছি। এর কারনেই সে টিউমারের ন্যায় চাপ দিয়ে খিচুনি করাচ্ছিলো।
আজকে দেখা করতে এলেন তার নিজের গাছের কাচা পাকা আম; কুমিল্লার দুই বাক্স মিষ্টি; তার সৌদি প্রবাসী ছেলের নিয়ে আসা জায়নামায ; তসবিহ আর পারফিউম সহ।

সকল প্রশংসা আল্লাহর। যেই অপারেশন উনি মৃত্যুর ভয়ে করাচ্ছিলেন না; সেই অপারেশন সফল ভাবে করে দিয়ে তার কাছ থেকে আবার এত গুলো উপহার পাওয়া। আসলেই আনন্দের। ওনাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা আর দোয়া থাকবে সব সময়ের জন্য।

আজকের জটিল A-com aneurysm clipping surgery.আলহামদুলিল্লাহ , রোগী খুবই ভালো আছেন।
21/02/2025

আজকের জটিল A-com aneurysm clipping surgery.
আলহামদুলিল্লাহ , রোগী খুবই ভালো আছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণ এর অন্যতম প্রধান কারন ,রক্তনালীর ফোস্কা বা Aneurysm. এই ফোস্কা বা এনিউরিজম কে ক্লিপ করে বন্ধ করে দিত...
10/02/2025

মস্তিষ্কে রক্তক্ষরণ এর অন্যতম প্রধান কারন ,রক্তনালীর ফোস্কা বা Aneurysm. এই ফোস্কা বা এনিউরিজম কে ক্লিপ করে বন্ধ করে দিতে পারলে রোগী ভবিষ্যতে পুনরায় রক্তক্ষরণ এর ঝুকি থেকে মুক্তি পায়।
আজকে এরকম ই একটা কমপ্লেক্স A-com aneurysm আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ক্লিপিং করতে পেরেছি কোন সমস্যা ছাড়াই।

05/02/2025

Microscopic Brain Tumour Surgery with very good outcome.

05/02/2025

Microscopic Brain Tumour Surgery with very good outcome

Spondylolisthesis L4-5 Grade-II বা মেরুদন্ডের হাড় নড়ে যাওয়া রোগের সর্বাধুনিক পদ্ধতিতে (Transforaminal Lumbar Interbody F...
23/09/2024

Spondylolisthesis L4-5 Grade-II বা মেরুদন্ডের হাড় নড়ে যাওয়া রোগের সর্বাধুনিক পদ্ধতিতে (Transforaminal Lumbar Interbody Fusion বা TLIF ) সফল অপারেশন এর পর রোগী দেখা করতে আসলেন।
আলহামদুলিল্লাহ , রোগীর আগের সমস্যা একদম ই নেই। সবচেয়ে বড় ব্যাপার হলো অন্য কোন সমস্যাও নাই।
ছোট কাটা হওয়ায় উপরে কোন সেলাই ও দেয়ার প্রয়োজন পড়েনি।
রোগী মহিলা হওয়ায় ছবি তোলা হয়নি।

04/07/2024

আলহামদুলিল্লাহ ।
রোগীর খুশিই সার্জনের খুশি।
মরন ব্যাধি , মস্তিষ্কে রক্তক্ষরণ (Sub Arachnoid haemorrhage due to ruptured A-com aneurysm )এ আক্রান্ত মাদারিপুর এর সাহেব আলী ঘরামি সাহেব এর জরুরী ভিত্তিতে অপারেশন করেছিলাম আজ থেকে প্রায় ৪২ দিন আগে।
ডান চোখের আই ভ্রু এর ভিতর দিয়ে ছোট্ট করে হাড় কেটে Aneurysm clipping করেছিলাম, আলহামদুলিল্লাহ। এই অপারেশন গুলো যেরকম চ্যালেঞ্জিং ,ঠিক সেরকমই চ্যালেঞ্জিং এই রোগের অপারেশন পরবর্তী ম্যানেজমেন্ট। কারন, অপারেশন ভালো হবার পরেও বিভিন্ন কারনে যে কোন সময়ে রোগী খারাপ হয়ে মারা যেতে পারে। তাই সব Aneurysm clipping অপারেশন এর গল্প গুলোতে এরকম সুন্দর সমাপ্তি হয়না।
আল্লাহর কাছে অশেষ শোকর, অনেক চড়াই উৎরাই পেরিয়ে উনি এখন সম্পূর্ণ সুস্থ। আমার সাথে ছবি তুলতে চাইলেন।ছবি তোলার সময় হয়তো আবেগে আমাকে এক প্রকার জড়িয়েই ধরলেন। বাধা দেবার কোন কারনও ছিলনা। কারন,প্রত্যেক ভাস্কুলার নিউরো সার্জন এর কাছেই সুস্থ হয়ে যাওয়া Aneurysm clipping এর রোগী মানেই ভি আই পি রোগী।

এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন এর উপর আমার নিজের সায়েন্টিফিক পেপার প্রেজেন্ট করলাম, নিউরোসার্জনদের ইন্টারন্যাশনাল কন...
05/05/2024

এন্ডোস্কোপিক ব্রেইন টিউমার অপারেশন এর উপর আমার নিজের সায়েন্টিফিক পেপার প্রেজেন্ট করলাম, নিউরোসার্জনদের ইন্টারন্যাশনাল কনফারেন্স এ।
থার্ড ভেন্ট্রিকুলার কলয়েড সিস্ট এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে সফল ভাবে চিকিৎসা করছি আমরা বাংলাদেশেই।

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Neurosurgeon in Bangladesh - Dr. Md. Mahfuzur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Neurosurgeon in Bangladesh - Dr. Md. Mahfuzur Rahman:

Share

Category