
12/05/2025
সারভাইকাল ডিস্ক বা ঘাড়ের মেরুদন্ডে ডিস্ক প্রল্যাপ্স হবার কারনে আমাদের অনেক গুলো সমস্যা হতে পারে।
যেমন
১) চার হাত পায়ে ঝিন ঝিন করা; অবশ অবশ লাগা
২) হাত ও পায়ের শক্তি কমে যাওয়া
৩) হাত দিয়ে দৈনন্দিন জীবনের সাধারণ কাজ গুলো করতেও কষ্ট হওয়া যেমন হাত দিয়ে খাওয়া; জামা কাপড় পড়া ইত্যাদি
৪) রোগ বেশি বেড়ে গেলে প্রস্রাব ঘন ঘন হওয়া বা প্রস্রাব করতে কষ্ট হওয়া; শারীরিক মেলামেশাতেও অক্ষমতা ইত্যাদি।
এই রোগ অনেক দিন ধরেই আমরা বাংলাদেশে আধুনিক প্রযুক্তি বা নিউরোসারজিকাল মাইক্রোস্কোপ ব্যবহারের মাধ্যমে অত্যন্ত নিরাপদ ভাবে নিয়মিত অপারেশন করছি।
এই অপারেশন অত্যন্ত নিরাপদ। কসমেটিক দিক থেকেও চমৎকার যেহেতু কোন দাগ থাকেনা. উপরে কোন সেলাই লাগেনা।
আর ফলাফল?
এক কথায় অসাধারণ। রোগী যেন নতুন জীবন ফিরে পায়।সব কষ্ট গুলোই ধীরে ধীরে নাই হয়ে যেতে থাকে।
তবে রোগ বেশি খারাপ অবস্থায় চলে গেলে উন্নতি আশানুরূপ নাও হতে পারে।
এরকম একটা অপারেশন এর একটা ছোট্ট বর্ণনা এই পোস্টে দিলাম। আমাদের দেশের রোগীদের সাহস বাড়ানোর জন্য।
আর ও হ্যাঁ। এই অপারেশন এ সাধারণত কোন রক্তের ও প্রয়োজন হয়না। রোগী ১ থেকে ২ দিনের মধ্যেই বাসায় যেতে বা কাজকর্ম শুরু করতে পারেন।