Dr. Fakhruddin Raji

Dr. Fakhruddin Raji Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Fakhruddin Raji, Doctor, Rajarbag.

02/07/2025

সতর্ক থাকা জরুরি

প্রতিদিন চেম্বারে কত হাসিমুখ আসে যেই মুখগুলোর হাসি কয়ক মাস আগেও ছিলো না। এই মুখ গুলো কে এখন থেকে আটকে রাখবো নিজের সাথে। ...
23/06/2025

প্রতিদিন চেম্বারে কত হাসিমুখ আসে যেই মুখগুলোর হাসি কয়ক মাস আগেও ছিলো না। এই মুখ গুলো কে এখন থেকে আটকে রাখবো নিজের সাথে।

আপনার শ্বাসকষ্ট আক্রান্ত সন্তানের হাসিমুখ নিশ্চিত করতে দেরি না করে হোমিও চিকিৎসা নিন। তার সুচিকিৎসার সুযোগ টাকে অবহেলায় হাতছাড়া করবেন না।

ছবিটা হবিগঞ্জ চেম্বারের একজন কিউট পেশেন্টের। অভিভাবক এবং পেশেন্ট দুজনের হাসিই আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাই স্মৃতি করে রাখা।

হোমিওপ্যাথিক চিকিৎসায় এ্যাজমা ( Asthma) বা শ্বাসকষ্ট স্থায়ীভাবে ভালো হয় আমরা জানি। এই ভালো হওয়ার হার বয়স অনুপাতে বিভিন্ন...
14/06/2025

হোমিওপ্যাথিক চিকিৎসায় এ্যাজমা ( Asthma) বা শ্বাসকষ্ট স্থায়ীভাবে ভালো হয় আমরা জানি। এই ভালো হওয়ার হার বয়স অনুপাতে বিভিন্ন হয়। যত বয়স কম আরোগ্যের হার তত বেশি।

২০ বছরের কম বয়সীদের মধ্যে আরোগ্য হার শতকরা ৯০ হতে ৯৫ ভাগ। এই হার যারা অন্তত ৩ বা ততোধিক মাস নিরবিচ্ছিন্ন হোমিও চিকিৎসা গ্রহন করেছে এবং পরামর্শ মোতাবেক জীবন যাপন করেছে তাদের মধ্যে।

কয়েকটি কারনেই এই বয়সীদের মধ্যে আরোগ্যের হার বেশি হয়। প্রথমত বয়স কম হওয়ার কারনে রোগের জটিলতাও তুলনামূলক কম থাকে। দ্বিতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রেই শরীরে অন্যান্য রোগের উপস্থিতিও থাকে না তেমন। বিশেষ করে উচ্চ ব্লাড সুগার, উচ্চ ব্লাড প্রেসার ইত্যাদি। তৃতীয়ত, এই বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও হয় বেশি।

এমন উচ্চ আরোগ্য হার হওয়ার পরও অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাবের কারনে সঠিক সময়ে তাদের সন্তানদের হোমিও চিকিৎসা শুরু করা যায় না। রোগের বয়স বেড়ে জটিলতা তৈরি হওয়ার আগ পর্যন্ত বেশিরভাগ অভিভাবকই হোমিও চিকিৎসা গ্রহন করেন না। রোগ জটিল পর্যায়ে পৌছার পর তখন স্বাভাবিকভাবেই আর সহজে রেসপন্স হওয়ার মত স্থানে থাকে না।

সন্তানের এলার্জি এবং এ্যাজমার সমস্যা কে জটিল করে তোলার পূর্বেই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ গ্রহন করুন।

ডাঃ হাফেজ মোঃ ফখরুদ্দীন রাজী

08/05/2025
30/01/2025

The crescent for the month of Shaban 1446 has been sighted in Saudi Arabia..

‎اللهمّ بلغنا رمضان

05/08/2024

আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ!!

এ্যাজমা এলার্জি জনিত সমস্যার নিরাপদ এবং স্থায়ী সমাধান আপনার শহরেই। আসসালামু আলাইকুম। আপনার কি এ্যাজমা বা এলার্জি রোগ আছে...
16/05/2024

এ্যাজমা এলার্জি জনিত সমস্যার নিরাপদ এবং স্থায়ী সমাধান আপনার শহরেই।

আসসালামু আলাইকুম। আপনার কি এ্যাজমা বা এলার্জি রোগ আছে? আল রাজী এ্যাজমা রিসার্চ এন্ড ট্রিটমেন্ট সেন্টার তিন দশকেরও বেশি সময় ধরে সফলতার সাথে এই রোগের চিকিৎসা সেবা দিয়ে আসছে।

সিলেটে আমাদের চেম্বার প্রায় ২৫ বছর যাবত। সিলেট প্রতি মাসে একবার প্রতিষ্ঠানের প্রধান জনাব আলহাজ্ব ডাঃ মোঃ শফিউল্লাহ ভূঁইয়া স্যার আসতেন। বিগত আট বছর যাবত জনাব ডাঃ হাফেজ মোঃ ফখরুদ্দীন রাজী স্যার নিয়মিত মাসে একবার সিলেটে রোগী দেখছেন।

এ্যাজমা এলার্জি সহ যেকোনো জটিল রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমাদের সিলেট চেম্বারে।

চিকিৎসকঃ

হাফেজ মোঃ ফখরুদ্দীন রাজী
বিএ (অনার্স), এমএ (ইংলিশ), ডিএইচএমএস(ঢাকা)
হোমিওপ্যাথিক চিকিৎসক, গভঃ রেজিঃ নং ২২৮৩৪

সিলেট চেম্বার
বাড়ি নং ৮, রোড নং ৩৮, ব্লক- সি, শাহজালাল উপশহর, সিলেট।

রোগী দেখার তারিখ সময়ঃ ১৮/১৯/২০ তারিখ সকাল ১১ টা হতে সন্ধ্যা ৭ টা।

অনলাইনে এপোয়েনমেন্ট নিতে সরাসরি/ ইমো/হোয়াটসঅ্যাপ এ যুক্ত হয়ে যোগাযোগ করতে পারেন। 01755-155 666, 01612-054-776

শাখা চেম্বার সমূহঃ সিলেট, ফেনী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া।

#এ্যাজমা
#এলার্জি
#এ্যাজমা_মুক্ত_বাংলাদেশ_চাই াজী_এ্যাজমা_কন্ট্রোল_মুভমেন্ট_ফর_চিলড্রেন #ফ্রি_চিকিৎসা

Address

Rajarbag

Telephone

+8801776291884

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Fakhruddin Raji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Fakhruddin Raji:

Share

Category