Central Police Hospital, Dhaka "Official"

Central Police Hospital, Dhaka "Official" Central Police Hospital , Rajarbag, Dhaka.

06/06/2025

"ঈদের দিনে নিজেদের পরিবারের জায়গায়
দেশকে রেখে, আমরা আছি সবার পাশে।"
ঈদ মোবারক।
বাংলাদেশ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।

" ১৩টি জেলা পুলিশ হাসপাতালের ১১-১৬ গ্রেডের বিভিন্ন পদের নিয়োগের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা।"
24/04/2025

" ১৩টি জেলা পুলিশ হাসপাতালের ১১-১৬ গ্রেডের বিভিন্ন পদের নিয়োগের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা।"

সুস্থতার বার্তা নিয়ে ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে।    ><
30/03/2025

সুস্থতার বার্তা নিয়ে ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে। ><

20/03/2025
"কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দায়ে ০৩ পরীক্ষার্থী ও ০২ দালাল ...
10/03/2025

"কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দায়ে ০৩ পরীক্ষার্থী ও ০২ দালাল চক্রের সদস্য গ্রেফতার"

সিপিএইচ মিডিয়া সেল
[১০ মার্চ ২০২৫]

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের গত ০৯ /০৩/২৫ ইং সকাল ১০.০০ ঘটিকা হইতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ১০ তলা ভবনের ৫ম তলায় ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ভাইভা বোর্ডে নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষায় লিখিত পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনকারী ৩ জন পরিক্ষার্থী সনাক্ত হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী ০৩ জন ও দালাল চক্রের সদস্য ০২ জন সহ মোট ০৫ জন সদস্যকে গ্রেফতার পূর্বক পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। উক্ত পরীক্ষার্থীগণ গত ০৯/০৩/২৫ ইং ভাইভা পরীক্ষা চলাকালে, লিখিত পরীক্ষা সংক্রান্তে প্রশ্ন করলে লিখিত পরীক্ষার খাতায় যে উত্তর লিখেছে তা মৌখিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে উত্তর দিতে পারেনি এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের লেখার সাথে পরীক্ষার্থীদের নমুনা হাতের লেখার কোন মিল পাওয়া যায়নি এবং তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক মনে হয়। এ সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থীগণ জানায় যে তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে তাদের পরিবর্তে অন্য একজন লিখিত পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীগণ চাকুরী পাওয়ার জন্য দালালদের সাথে আর্থিকভাবে লেনদেন করেছেন।

নিম্নে পরীক্ষার্থী ও দালাল চক্রের নাম উল্লেখ করা হলোঃ-

(১) পরীক্ষার্থীর নামঃ আতাউর রহমান, পিতাঃ মারফত আলী, মাতা-রেজিয়া খাতুন, সাং-মরিচারচর, ওয়ার্ড-০৯ ইউপি-ওচালিখা, থানা ইশ্বরগঞ্জ, জেলা - ময়মনসিংহ।
(২) পরীক্ষার্থীর নামঃ শফিকুল ইসলাম, পিতা- মোঃ এনায়েত আলী, মাতাঃ হুনুফা বেগম, সাং-কুমিরদহ, ওয়ার্ড,-০৯, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।
(৩) পরীক্ষার্থীর নামঃ মাহবুব হোসেন, পিতা-মোঃ মনির হোসেন, মাতা-নুরজাহান বেগম, সাং-রাজনগর, ইউপি-০৭, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।

দালাল চক্রের সদস্য মোট ০২ জন যথাক্রমেঃ-
(১) নামঃ আল মামুন, পিতা-রোকন উদ্দিন, মাতা-আনোয়ারা বেগম, সাং-রাঘবপুর, ০৭ নং চরনীলক্ষীয়া, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ।
(২) নামঃ জাকারিয়া,পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা - জরিনা বেগম, সাং-উমানন্দ, তবকপুর ইউনিয়ন, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। উপরের উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

১৩ টি জেলা পুলিশ হাসপাতাল এর ১১ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন পদের ২৯ টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য গত ০৭/০২/২০২৫ খ্রি. ...
20/02/2025

১৩ টি জেলা পুলিশ হাসপাতাল এর ১১ থেকে ১৬ গ্রেডের বিভিন্ন পদের ২৯ টি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য গত ০৭/০২/২০২৫ খ্রি. তারিখে গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল।

"কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে সেবার মান আরও বৃদ্ধির নির্দেশ দিলেন আইজিপি।"সিপিএইচ মিডিয়া সেল[২২ জানুয়ারী ২০২৫]...
22/01/2025

"কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনকালে সেবার মান আরও বৃদ্ধির নির্দেশ দিলেন আইজিপি।"

সিপিএইচ মিডিয়া সেল
[২২ জানুয়ারী ২০২৫]

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম মহোদয় মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের ডিজিটাল চিকিৎসা সেবা গ্রহণ প্রক্রিয়া, রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন, মেডিসিন স্টোর, রিপোর্ট ডেলিভারি, ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা গ্রহীতা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবা গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। মহোদয় বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধির জন্য পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা প্রদান করেছেন। আইজিপি মহোদয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্স সহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

14/01/2025

Effective 14 January 2025, our Page Name will change from "Central Police Hospital Controlroom" to "Central Police Hospital, Dhaka " Official" to better align with purpose of the Page. Thank you.

28/12/2024

Cph Care অ্যাপ টিউটোরিয়াল

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Central Police Hospital, Dhaka "Official" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Police Hospital, Dhaka "Official":

Share

Category