10/03/2025
"কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দায়ে ০৩ পরীক্ষার্থী ও ০২ দালাল চক্রের সদস্য গ্রেফতার"
সিপিএইচ মিডিয়া সেল
[১০ মার্চ ২০২৫]
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের গত ০৯ /০৩/২৫ ইং সকাল ১০.০০ ঘটিকা হইতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ১০ তলা ভবনের ৫ম তলায় ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ভাইভা বোর্ডে নিবিড় পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষায় লিখিত পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনকারী ৩ জন পরিক্ষার্থী সনাক্ত হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী ০৩ জন ও দালাল চক্রের সদস্য ০২ জন সহ মোট ০৫ জন সদস্যকে গ্রেফতার পূর্বক পল্টন মডেল থানায় সোপর্দ করা হয়। উক্ত পরীক্ষার্থীগণ গত ০৯/০৩/২৫ ইং ভাইভা পরীক্ষা চলাকালে, লিখিত পরীক্ষা সংক্রান্তে প্রশ্ন করলে লিখিত পরীক্ষার খাতায় যে উত্তর লিখেছে তা মৌখিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে সঠিকভাবে উত্তর দিতে পারেনি এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রের লেখার সাথে পরীক্ষার্থীদের নমুনা হাতের লেখার কোন মিল পাওয়া যায়নি এবং তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক মনে হয়। এ সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থীগণ জানায় যে তারা নিজেরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে তাদের পরিবর্তে অন্য একজন লিখিত পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীগণ চাকুরী পাওয়ার জন্য দালালদের সাথে আর্থিকভাবে লেনদেন করেছেন।
নিম্নে পরীক্ষার্থী ও দালাল চক্রের নাম উল্লেখ করা হলোঃ-
(১) পরীক্ষার্থীর নামঃ আতাউর রহমান, পিতাঃ মারফত আলী, মাতা-রেজিয়া খাতুন, সাং-মরিচারচর, ওয়ার্ড-০৯ ইউপি-ওচালিখা, থানা ইশ্বরগঞ্জ, জেলা - ময়মনসিংহ।
(২) পরীক্ষার্থীর নামঃ শফিকুল ইসলাম, পিতা- মোঃ এনায়েত আলী, মাতাঃ হুনুফা বেগম, সাং-কুমিরদহ, ওয়ার্ড,-০৯, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর।
(৩) পরীক্ষার্থীর নামঃ মাহবুব হোসেন, পিতা-মোঃ মনির হোসেন, মাতা-নুরজাহান বেগম, সাং-রাজনগর, ইউপি-০৭, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী।
দালাল চক্রের সদস্য মোট ০২ জন যথাক্রমেঃ-
(১) নামঃ আল মামুন, পিতা-রোকন উদ্দিন, মাতা-আনোয়ারা বেগম, সাং-রাঘবপুর, ০৭ নং চরনীলক্ষীয়া, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ।
(২) নামঃ জাকারিয়া,পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা - জরিনা বেগম, সাং-উমানন্দ, তবকপুর ইউনিয়ন, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। উপরের উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।