Central Police Hospital, Dhaka.

Central Police Hospital, Dhaka. Central Police Hospital , Rajarbag, Dhaka.

03/11/2025

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিম্নোক্ত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে —
🔹 পদবী: ওয়ার্ডবয়
🔹 বিভাগ: ক্যাথল্যাব (Cath Lab) ও সিসিইউ (CCU)
🩺 দায়িত্বসমূহ:
রোগী স্থানান্তর, ভর্তি ও ছাড়পত্র প্রক্রিয়ায় সহায়তা করা।
চিকিৎসক ও নার্সদের নির্দেশে রোগী পরিচর্যা ও মনিটরিং-এ সহায়তা করা।
ক্যাথলবস্থ সকল যন্ত্রপাতি ও মেশিন সহ ECG, , Monitor, Suction Machine, Defibrillator ইত্যাদি যন্ত্র পরিষ্কার ও ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা।
পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ (Cleanliness & Infection Control):যন্ত্রপাতি, বেড ও ওয়ার্ড নিয়মিত জীবাণুমুক্ত রাখা। স্টেরাইল পরিবেশ বজায় রাখা ও ইনফেকশন কন্ট্রোল নীতিমালা মেনে চলা।
ব্যবহৃত সামগ্রী সঠিকভাবে বায়োমেডিকেল ওয়েস্ট ব্যাগে সংরক্ষণ
চিকিৎসক এর নির্দেশে রোগী প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সহায়তা করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান ও দায়িত্বশীল আচরণ করা। রোগীর ব্যক্তিগত হাইজিন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সহযোগিতা

যোগ্যতা:
*ন্যূনতম এস.এস.সি (বিজ্ঞান বিভাগ প্রাধান্য দেওয়া হবে)
*ক্যাথল্যাব ও সিসিইউ-তে কমপক্ষে ৪–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অত্যাবশ্যক।
*দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও রোগীসেবায় আন্তরিক হতে হবে।
*বাংলা পড়তে ও লিখতে পারা এবং ইংরেজি পড়তে জানা অত্যাবশ্যক।
*অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
বেতন ও সুবিধা:
অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
হাসপাতালের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা
আবেদনের শেষ তারিখ:
শনিবার, ৮ ই নভেম্বর,২০২৫
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি ও এক কপি ছবি সহ আবেদন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বাহিরে রক্ষিত বক্সে জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে ১০ ই নভেম্বর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে জানানো হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান-
১০ ই নভেম্বর, ২০২৫,
সময় : সকাল ১০ টা
পুলিশ সুপার অপস এন্ড ডেভেলপমেন্ট এর কার্যালয়
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
(১০ তলা ভবনের ৫ম তলায়)

বিঃদ্রঃ যারা ইতিপূর্বে এই পদের জন্য আবেদন করেছে, পুন: আবেদন প্রয়োজন নেই।

28/10/2025

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিম্নোক্ত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে —
🔹 পদবী: ক্যাথাল্যাব টেকনিশিয়ান
🔹 বিভাগ: ক্যাথল্যাব (Cath Lab) ও সিসিইউ (CCU)
🩺 দায়িত্বসমূহ:
হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসকদের সহায়তা করা। ক্যাথ ল্যাব ও সিসিইউ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করা, পেস মেকার ইমপ্লান্টেশন এবং অন্যান্য ইন্টারভেনশন প্রক্রিয়ার সহায়তা করা।
চিকিৎসক এর নির্দেশে
ক্যাথলবস্থ সকল যন্ত্রপাতি ও মেশিন সহ ECG, , Monitor, Suction Machine, Defibrillator ইত্যাদি যন্ত্র ব্যবহার।

জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান ও দায়িত্বশীল আচরণ করা।

যোগ্যতা:

*ক্যাথল্যাব ও সিসিইউ-তে কমপক্ষে ৪–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অত্যাবশ্যক।
বেতন ও সুবিধা:
অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
হাসপাতালের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা
আবেদনের শেষ তারিখ:
বৃহস্পতি বার, ৩০/১০ /২০২৫
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি ও এক কপি ছবি সহ আবেদন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বাহিরে রক্ষিত বক্সে জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে ১ লা নভেম্বর ২০২৫ বেলা ১২ টায় মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে জানানো হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান-
১ নভেম্বর, ২০২৫, সময় : বেলা ১২ টা
পুলিশ সুপার অপস এন্ড ডেভেলপমেন্ট এর কার্যালয়
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
(১০ তলা ভবনের ৫ম তলায়)

27/10/2025

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিম্নোক্ত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে —
🔹 পদবী: ওয়ার্ডবয়
🔹 বিভাগ: ক্যাথল্যাব (Cath Lab) ও সিসিইউ (CCU)
🩺 দায়িত্বসমূহ:
রোগী স্থানান্তর, ভর্তি ও ছাড়পত্র প্রক্রিয়ায় সহায়তা করা।
চিকিৎসক ও নার্সদের নির্দেশে রোগী পরিচর্যা ও মনিটরিং-এ সহায়তা করা।
ক্যাথলবস্থ সকল যন্ত্রপাতি ও মেশিন সহ ECG, , Monitor, Suction Machine, Defibrillator ইত্যাদি যন্ত্র পরিষ্কার ও ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা।
পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ (Cleanliness & Infection Control):যন্ত্রপাতি, বেড ও ওয়ার্ড নিয়মিত জীবাণুমুক্ত রাখা। স্টেরাইল পরিবেশ বজায় রাখা ও ইনফেকশন কন্ট্রোল নীতিমালা মেনে চলা।
ব্যবহৃত সামগ্রী সঠিকভাবে বায়োমেডিকেল ওয়েস্ট ব্যাগে সংরক্ষণ
চিকিৎসক এর নির্দেশে রোগী প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সহায়তা করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান ও দায়িত্বশীল আচরণ করা। রোগীর ব্যক্তিগত হাইজিন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সহযোগিতা

যোগ্যতা:
*ন্যূনতম এস.এস.সি (বিজ্ঞান বিভাগ প্রাধান্য দেওয়া হবে)
*ক্যাথল্যাব ও সিসিইউ-তে কমপক্ষে ৪–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অত্যাবশ্যক।
*দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও রোগীসেবায় আন্তরিক হতে হবে।
*বাংলা পড়তে ও লিখতে পারা এবং ইংরেজি পড়তে জানা অত্যাবশ্যক।
*অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
বেতন ও সুবিধা:
অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
হাসপাতালের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা
আবেদনের শেষ তারিখ:
শনিবার, ১লা নভেম্ব,২০২৫
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি ও এক কপি ছবি সহ আবেদন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বাহিরে রক্ষিত বক্সে জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে ৩রা নভেম্বর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে জানানো হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান-
৩ রা নভেম্বর, ২০২৫, সময় : সকাল ১০ টা
পুলিশ সুপার অপস এন্ড ডেভেলপমেন্ট এর কার্যালয়
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
(১০ তলা ভবনের ৫ম তলায়)

06/10/2025
( নিয়োগ বিজ্ঞপ্তি) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল,রাজারবাগ, ঢাকায়  আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সহ  কিছু সংখ্যক সি...
30/09/2025

( নিয়োগ বিজ্ঞপ্তি)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল,রাজারবাগ, ঢাকায় আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা সহ কিছু সংখ্যক সিনিয়র এবং জুনিয়ার কনসালটেন্ট ডাক্তার,নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর ও ওয়ার্ড বয়/আয়া নিয়োগ দেওয়া হবে।

"আমরা গভীরেভাবে শোকাহত"--ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্...
21/07/2025

"আমরা গভীরেভাবে শোকাহত"
--
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশু সহ সকল বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমরা গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছি।

আহতদের জরুরি রক্তের প্রয়োজনে "পুলিশ ব্লাড ব্যাংক" পর্যাপ্ত পরিমাণে ব্লাড সরবরাহের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
Police Blood Bank, Rajarbag, Dhaka.
Hotline: 01320037333

21/07/2025

ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের জরুরি রক্তের প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন।
"পুলিশ ব্লাড ব্যাংক" পর্যাপ্ত পরিমাণে ব্লাড সরবরাহের জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
Police Blood Bank, Rajarbag, Dhaka.
01320037333

06/06/2025

"ঈদের দিনে নিজেদের পরিবারের জায়গায়
দেশকে রেখে, আমরা আছি সবার পাশে।"
ঈদ মোবারক।
বাংলাদেশ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।

" ১৩টি জেলা পুলিশ হাসপাতালের ১১-১৬ গ্রেডের বিভিন্ন পদের নিয়োগের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা।"
24/04/2025

" ১৩টি জেলা পুলিশ হাসপাতালের ১১-১৬ গ্রেডের বিভিন্ন পদের নিয়োগের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা।"

সুস্থতার বার্তা নিয়ে ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে।    ><
30/03/2025

সুস্থতার বার্তা নিয়ে ঈদের আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে। ><

Address

2 Rajarbag
Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Central Police Hospital, Dhaka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Police Hospital, Dhaka.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category