03/11/2025
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নিম্নোক্ত পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে —
🔹 পদবী: ওয়ার্ডবয়
🔹 বিভাগ: ক্যাথল্যাব (Cath Lab) ও সিসিইউ (CCU)
🩺 দায়িত্বসমূহ:
রোগী স্থানান্তর, ভর্তি ও ছাড়পত্র প্রক্রিয়ায় সহায়তা করা।
চিকিৎসক ও নার্সদের নির্দেশে রোগী পরিচর্যা ও মনিটরিং-এ সহায়তা করা।
ক্যাথলবস্থ সকল যন্ত্রপাতি ও মেশিন সহ ECG, , Monitor, Suction Machine, Defibrillator ইত্যাদি যন্ত্র পরিষ্কার ও ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা।
পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণ (Cleanliness & Infection Control):যন্ত্রপাতি, বেড ও ওয়ার্ড নিয়মিত জীবাণুমুক্ত রাখা। স্টেরাইল পরিবেশ বজায় রাখা ও ইনফেকশন কন্ট্রোল নীতিমালা মেনে চলা।
ব্যবহৃত সামগ্রী সঠিকভাবে বায়োমেডিকেল ওয়েস্ট ব্যাগে সংরক্ষণ
চিকিৎসক এর নির্দেশে রোগী প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সহায়তা করা।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান ও দায়িত্বশীল আচরণ করা। রোগীর ব্যক্তিগত হাইজিন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সহযোগিতা
যোগ্যতা:
*ন্যূনতম এস.এস.সি (বিজ্ঞান বিভাগ প্রাধান্য দেওয়া হবে)
*ক্যাথল্যাব ও সিসিইউ-তে কমপক্ষে ৪–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা অত্যাবশ্যক।
*দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও রোগীসেবায় আন্তরিক হতে হবে।
*বাংলা পড়তে ও লিখতে পারা এবং ইংরেজি পড়তে জানা অত্যাবশ্যক।
*অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
বেতন ও সুবিধা:
অভিজ্ঞতা, দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামো
হাসপাতালের নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ-সুবিধা
আবেদনের শেষ তারিখ:
শনিবার, ৮ ই নভেম্বর,২০২৫
আগ্রহী প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি ও এক কপি ছবি সহ আবেদন প্রতিদিন অফিস চলাকালীন সময়ে প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের বাহিরে রক্ষিত বক্সে জমা দিতে হবে।
আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদেরকে ১০ ই নভেম্বর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে জানানো হবে।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান-
১০ ই নভেম্বর, ২০২৫,
সময় : সকাল ১০ টা
পুলিশ সুপার অপস এন্ড ডেভেলপমেন্ট এর কার্যালয়
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
(১০ তলা ভবনের ৫ম তলায়)
বিঃদ্রঃ যারা ইতিপূর্বে এই পদের জন্য আবেদন করেছে, পুন: আবেদন প্রয়োজন নেই।