Dr. Tasnim Jara

Dr. Tasnim Jara Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Tasnim Jara, Medical and health, Rajarbag.

Dr Tasnim Jara
MBBS ( DMC), Msc with Distinction (Oxford), MRCP (UK), DRCOG (UK), AFHEA (UK)

Fide, WHO
Co-Founder, Shohay Health Clinical Supervisor (UG), University of Cambridge
Specialty Doctor in Internal Medicine, Cambridge Unversity Hospital

23/07/2025

কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন..?

21/07/2025

আজকের দুর্ঘটনায় অনেক শিশু গুরুতর পোড়া আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। এ রকম ঘটনায় রোগীর জীবন বাঁচানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তাকে ইনফেকশন থেকে রক্ষা করা।

আমরা সবাই সাহায্য করতে চাই। কিন্তু অনেক সময় না জেনে কিছু করলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। আর পোড়ার পরের ইনফেকশন সাধারণ ইনফেকশনের মতো না। এটা অনেক বেশি মারাত্মক হতে পারে।

কারণ পোড়ার ফলে ত্বকের বাইরের স্তরটা ধ্বংস হয়ে যায়। কখনো কখনো ত্বকের সবগুলো স্তরই ধ্বংস হয়ে যায়। অথচ এই ত্বকই আমাদের শরীরের সবচেয়ে বড় সুরক্ষা-পর্দা। ব্যাকটেরিয়া আর অন‍্যান‍্য জীবাণু যাতে শরীরে ঢুকতে না পারে, সেটাই ছিল এর কাজ। যখন ত্বক পুড়ে যায়, তখন শরীর উন্মুক্ত হয়ে পড়ে ইনফেকশনের কাছে।

এ ছাড়া পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কমে যায়। শরীর প্রচুর তরল ও প্রোটিন হারায়, রক্তে বিভিন্ন জটিলতা তৈরি হয়। এই সব মিলিয়ে ইনফেকশন ছড়িয়ে পড়তে খুব অল্প সময় লাগে। শুরুতে সামান্য জ্বর দিয়ে শুরু হলেও, সেটা দ্রুত রক্তে ছড়িয়ে গিয়ে সেপসিস করতে পারে, যা অনেক সময় মৃত্যুর দিকে নিয়ে যায়।

তাই যারা রোগীকে দেখতে যাচ্ছেন বা বিভিন্নভাবে রোগীকে সাহায্য করার চেষ্টা করছেন, তাদের জন্য কিছু তথ্য। এই বিষয়গুলো খেয়াল রাখলে বড় ক্ষতি এড়ানো সম্ভব:

১। রোগীর আশেপাশে ভিড় করবেন না। যদি কোন কারণে যেতেই হয়, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে যাবেন। রোগীর বেড বা ফার্নিচার স্পর্শ করবেন না। গ্লাভস, মাস্ক, গাউন ব্যবহার করতে পারলে আরও ভালো।

২। ৭০% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কিনে রাখুন। কেউ যদি দেখতে আসেন, তাকে রোগীর বিছানায় না বসতে বলুন।

৩। অনেকেই প্রাথমিকভাবে পোড়া জায়গায় ডিম, টুথপেস্ট বা ঘরোয়া কিছু লাগান। দয়া করে এসব করবেন না। এগুলো ইনফেকশনের ঝুঁকি বাড়ায়, আর পোড়া জায়গার আসল অবস্থা বোঝাও কঠিন হয়।

৪। ড্রেসিং পরিবর্তনের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। কোন কারণে যদি আপনার ড্রেসিং পরিবর্তন করতে হয়, তাহলে ডাক্তার বা নার্সদের কাছ থেকে ভালো করে শিখে নিতে হবে কীভাবে ড্রেসিং করতে হয়। না জেনে এই কাজে হাত দেওয়া ঠিক না।

৫। প্রতিবার ড্রেসিংয়ের সময় পোড়া জায়গা খেয়াল করে দেখতে হবে। যদি ফোলা বাড়ে, ব্যথা বেড়ে যায়, বা পুঁজের মতো কিছু দেখা যায়, অবিলম্বে চিকিৎসককে জানাতে হবে।

৬। যেসকল রোগীর শ্বাসনালী পুড়ে গেছে, তাদের যদি শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৭। টিটেনাস টিকা দেওয়া আছে কি না জেনে নেবেন। না থাকলে চিকিৎসককে জানাতে হবে।

এই কথাগুলো এখন জানলে, আজকে যারা হাসপাতালে আছেন, তাদের অনেকের জীবন বাঁচাতে আপনি ভূমিকা রাখতে পারবেন।

20/07/2025

কক্সবাজারের পথসভায় আমার বক্তৃতা

16/07/2025

মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ।

গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে: বগুড়া, কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না।

আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানেরা যাতে বৈষম্যের শিকার না হয়, সেজন্য আমাদের লড়াই। গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।

অনেকে আমাদেরকে ৭১-বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের। ৪৭, ৭১, ২৪-এ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।

কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার।

পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়। ✊

রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বর...
15/07/2025

রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গোদার বাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না।

এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভুথানের নেতাদের সাথে নিয়ে।

১৭ জুলাই, বিকেল ৪টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে।

জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন।

রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আখতার হোসেন - তারা সবাই থাকছে।

যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে। ❤️

পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।- তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, এনসিপি
14/07/2025

পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।

- তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, এনসিপি

প্রিয় ভোলা ও বরিশালবাসী, আমরা আগামীকাল আসছি আপনাদের দুয়ারে দুয়ারে।
14/07/2025

প্রিয় ভোলা ও বরিশালবাসী, আমরা আগামীকাল আসছি আপনাদের দুয়ারে দুয়ারে।

07/07/2025

স্বপ্নদোষ কেন হয়? সমাধান কী?

যৌন রোগের লক্ষণ..!
06/07/2025

যৌন রোগের লক্ষণ..!

✋একটু থামুন✋💟এটি হতে পারে আপনার দা'ম্পত্য জীবন সুখের যাওয়ার কারণ✅অতিরিক্ত হস্ত>মৈথুন অভ্যাসের কারনে যৌ>ন দূর্বল>তায় পড়ে...
06/07/2025

✋একটু থামুন✋
💟এটি হতে পারে আপনার দা'ম্পত্য জীবন সুখের যাওয়ার কারণ

✅অতিরিক্ত হস্ত>মৈথুন অভ্যাসের কারনে যৌ>ন দূর্বল>তায় পড়েছেন, যা পুরু>ষের জন্য অত্যন্ত পীড়াদায়ক এবং অপমান জনকও বটে। এই যৌ>ন দূর্বল;তা থেকে মুক্তি পেতে আমরাই নিয়ে এসেছি ন্যা'চারাল উপায়ে স্থায়ী সমাধান,

✅হারি'য়ে যাওয়া যৌ'বনকে ফি'রিয়ে আনুন, সঙ্গি'নী'কে খুশি রাখুন,
✅পা'র্শ্ব প্রতি'ক্রিয়া নেই।
✅সা'ইন্সল্যা'বের পরী'ক্ষিত।
✅বি এস টি আই অনুমোদন প্রাপ্ত!
↪️সমাধানের জন্য Order Now তে ক্লিক করুন⤵️

Address

Rajarbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Tasnim Jara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share