Dr. Zahir orthopaedic Surgeon

Dr. Zahir orthopaedic Surgeon Government Service,
সিনিয়র কনসালটেন্ট - অর্থোপেডিক সার্জারী,
চেম্বার - অরোরা স্পেশালাইজড হাসপাতাল

অর্থোপেডিক, ট্রমা, আর্থ্রোসকপি ও আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ সার্জন,সিনিয়র কনসালট্যান্টডাঃ মোঃ জহিরুল ইসলামএমবিবিএস, এমএস ...
21/12/2024

অর্থোপেডিক, ট্রমা, আর্থ্রোসকপি ও আর্থ্রোপ্লাস্টি বিশেষজ্ঞ সার্জন,

সিনিয়র কনসালট্যান্ট
ডাঃ মোঃ জহিরুল ইসলাম
এমবিবিএস, এমএস (অর্থো), এফএসিএস (আমেরিকা), এফআইসিএস(আমেরিকা), ডি. অর্থো (পঙ্গু হাসপাতাল),
এও ট্রমা বেসিক ও এডভানসড, ফেলো-আথ্রোসকপি ও আর্থ্রোপ্লাস্টি (ভারত)
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল),

রোগী দেখার সময়:
প্রতিদিন (শুক্রবার বন্ধ)
বিকাল ৫ টা থেকে রাত ৯ টা
বুধবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা

চেম্বারঃ
অরোরা স্পেশালাইজড হসপিটাল
• ১৯/১, কাকরাইল, ঢাকা-১০০০

হটলাইন: ০৯৬১০৯৮৯৯৯৮

সিরিয়াল
০১৪০৪৪৫০৪০১
০১৪০৪৪৫০৪০২

শিক্ষা চলমান প্রক্রিয়া। BOFAS (British Orthopedics Foot Ankle Society)তিন দিনের প্রশিক্ষণ শেষে
25/10/2024

শিক্ষা চলমান প্রক্রিয়া।
BOFAS (British Orthopedics Foot Ankle Society)
তিন দিনের প্রশিক্ষণ শেষে

16/06/2024
05/05/2024

সৌদি আরব ও বাংলাদেশ কতটুকু ইসলামী দেশ?

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর হুসাইন আসকারি বহুবছর ধরে গবেষণা করেছেন ইসলামিক দেশগুলো কতটুকু ইসলামিক তা নিয়ে। ইসলামের রাষ্ট্র ও সমাজের নিয়মকানুন মেনে চলা দেশগুলো খুঁজতে গিয়ে দেখা গেছে যারা দৈনন্দিন জীবনে ইসলামের বিধি-বিধান মেনে চলে তারা আসলে মুসলিম দেশ নয়।

সমীক্ষায় দেখা গেছে যে সবচেয়ে বেশি ইসলাম ধর্মের নিয়ম কানুন মেনে চলা দেশ হল নিউজিল্যান্ড তারপরে লুক্সেমবার্গ। এরপর আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ষষ্ঠ এবং কানাডা সপ্তম স্থানে রয়েছে।

ইসলাম ধর্মের নিয়ম মানা মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৩৮তম, কুয়েত ৪৮তম, বাহরাইন ৬৪তম এবং আশ্চর্যজনকভাবে সৌদি আরব ১৩১তম অবস্থানে রয়েছে। গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায়, বাংলাদেশের অবস্থান সৌদিদের নীচে। হায়রে সোনার দেশ! বাংলাদেশকে মুসলিম দেশ দাবি করে ইসলামের অবমাননা করা হচ্ছে কিনা তা আল্লাহই ভালো জানেন।

গবেষণায় দেখা গেছে, মুসলিমরা নামাজ, রোজা, সুন্নাহ, কোরআন, হাদিস, হিজাব, দাড়ি, পোষাক সম্পর্কে খুব সতর্ক কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক ও পেশাগত জীবনে ইসলামের আইন মেনে চলে না।

মুসলিমরা বিশ্বের অন্য কারো চেয়ে বেশি ধর্মীয় উপদেশ, ওয়াজ নাসিহত শোনে, কিন্তু কোনো মুসলিম দেশ বিশ্বের সেরা দেশ হতে পারেনি। কিন্তু গত ষাট বছরে মুসলমানরা জুমার খুতবা অন্তত ৩০০০ বার শুনেছে। আর আজকাল মিডিয়াতে হাজারো রকম ইসলামী উপদেশ শুনেই চলছে, কিন্তু জাতিগত পরিবর্তন নেই। অনেকে বলেন, মুসলমানরা দরিদ্র বলে ভালো হতে পারেনা। কিন্তু জরিপে দেখা গেছে দরিদ্র মুসলিম দেশে যারা সম্পদশালী হন তাদের বেশিরভাগ একদিকে ধর্মপালনকারী থাকেন, আর সম্পদ আহরণের বেলায় হয়ে যান অসীম দুর্নীতিবাজ।

উল্লেখ্য, একজন অসাধু চীনা ব্যবসায়ী বলেন, 'মুসলিম ব্যবসায়ীরা আমাদের কাছে দুই নম্বর জাল জিনিস তৈরির অর্ডার নিয়ে আসে এবং বলে অমুক অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাতে। পরে আমি তাদেরকে আমাদের সাথে খেতে বললে তারা বলে এই খাদ্য হালাল নয়, তাই আমি খাব না। তাহলে নকল পণ্য বিক্রি করা কি হালাল?'

একজন জাপানি নওমুসলিম বলেছেন, 'আমি পশ্চিমা দেশগুলোতে অমুসলিমদের ইসলামের বিধি-বিধান অনুসরণ করতে দেখি, আর পূর্বের দেশগুলোতে আমি ইসলাম দেখি কিন্তু মুসলমান দেখিনা। আলহামদুলিল্লাহ, ইসলাম ও মুসলমানের মধ্যে পার্থক্য জেনে আমি ইতিমধ্যে আল্লাহর ধর্ম গ্রহণ করেছি।"

ইসলাম শুধু নামাজ পড়া এবং রোজা রেখে না খেয়ে থাকা নয়, এটি একটি জীবন বিধান এবং অন্যদের সাথে যোগাযোগ ও সংসর্গের একটি বিষয়।

যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামায পড়ে কপালে দাগ লাগিয়ে ফেলেছে, ফরজ ও নফল রোজা রাখে অথচ সে আল্লাহর দৃষ্টিতে মুনাফিক হতে পারে।

কারণ রাসূল (সাঃ) বলেছেন, “প্রকৃত দরিদ্র জনগোষ্ঠীর সর্বহারা ও শূন্য মানুষ তারাই যারা কিয়ামতের দিন রোজা, নামাজ, বহুবার হজ, আর প্রচুর দান-খয়রাত সহ হাজির হবে, কিন্তু দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ, অসৎ কামাই, অন্যের উপর জুলুম, অবিচার, এবং অন্যের হক বা অধিকার হরণ করার কারণে খালি হাতে তারা জাহান্নামে যাবে।" সহীহ : মুসলিম ৫৯-(২৫৮১), তিরমিযী ২৪১৮। আরো আছে।
যারা ক্ষমতা পান ও সম্পদশালী হন মূলতঃ তাদের উদ্যেশ্যে এই হাদীস বলা হয়েছে।

ইসলামের দুটি অংশ রয়েছে, একটি হল 'ইমান' নামক বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা, এবং অন্যটি হল 'এহসান' নামক ঈমানের বিষয়, যা ন্যায়সঙ্গতভাবে সঠিক সামাজিক নিয়ম অনুসরণ করে পালন করার কথা বলে। উভয়ই একসাথে পালন না করলে ইসলাম অসম্পূর্ণ থেকে যায় যা প্রতিটি নামধারী মুসলিম দেশে ঘটছে এখন।

ধর্মীয় নিষেধাজ্ঞা বা হালাল হারাম মেনে চলা একজনের ব্যক্তিগত দায়িত্ব এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যেকার একটি বিষয়। কিন্তু সামাজিক রীতিনীতি মেনে চলা শুধু একজন বান্দা ও আরেকজন বান্দার মধ্যেকার ব্যাপার এবং সুন্দর ও শান্তির পৃথিবীর জন্যে সেটিই সবচেয়ে বেশি প্রয়োজনীয়।

অন্য কথায়, মুসলিমরা যদি তাদের জীবনে ইসলামী নীতির চর্চা না করে তাহলে মুসলিম সমাজ হবে ঘুষ, দুর্নীতি, অবিচার, অত্যাচার দিয়ে ভরা একটি কলুষিত এবং অসম্মানজনক সমাজ।

লর্ড বার্নার্ড শ একবার বলেছিলেন, "ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং মুসলমানরা সবচেয়ে খারাপ অনুসারী।"

আল্লাহ আমাদেরকে আল্লাহর নিজের মনোনীত ধর্ম ইসলামের অনুসরণ করে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমীন। তা না হলে কেয়ামতের দিনে মুসলিম নামের মানুষগুলি সারাজীবন অবধারিত জান্নাতের আশা করে পেছনে পরে রইবে আর সঠিক দ্বীনের ওপর চলা মানুষেরা ডান হাতে তার রিজুমি নিয়ে জান্নাতুল ফেরদৌস চলে যাবে হাসতে হাসতে।

(২০১০ সন থেকে রহমান ও আসকার কর্তৃক বিভিন্ন জার্নালে প্রকাশিত অনেকগুলি সমীক্ষা ও গবেষণা পত্রের সারাংশ নিয়ে বাংলা লেখাটি তৈরি করা হয়েছে।)

ছবি: নিউইয়র্কে বাল্ডউইন শহরতলীতে হাঁটতে গিয়ে "নূহ লিয়ার নৌকা" নামের একটি ফুড শপের ছবিটি তুলেছিলাম এই কথা ভেবে যে, নামের জন্যে যেমন নূহের নৌকা হয়না, তেমনি ইসলাম আর মুসলিম নাম হলেই সবাই আসল মুসলমান হয়না।
লেখক ডাক্তার আরিফুর রহমান

10/04/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

এক নজরে ঈদের সুন্নতগুলো:

১। অন্য দিনের তুলনায় আগে আগে ঘুম থেকে জাগ্রত হওয়া।

২। গোসল করা।

৩। শরিয়তসম্মত সাজসজ্জা করা।

৪। সুগন্ধি ব্যবহার করা।

৫। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় আহার (যেমন খেজুর) গ্রহণ করা।

৬। সকাল সকাল ঈদগাহে যাওয়া।

৭। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতরা আদায় করা।

৮। সম্ভব হলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসা।

৯। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।

১০। ঈদগাহে যাওয়ার সময় নিম্নোক্ত তাকবির পাঠ করা:

(আল্লাহু আকবার আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।)
🌷🌷

আল-হাদীদ 57:20তোমরা জেনে রাখ, প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন খেল তামাশা ও কৌতুক ও জাঁকজমক ও তোমাদের মাঝে পারস্পরিক গর্ব অহংকা...
05/04/2024

আল-হাদীদ 57:20

তোমরা জেনে রাখ, প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন খেল তামাশা ও কৌতুক ও জাঁকজমক ও তোমাদের মাঝে পারস্পরিক গর্ব অহংকার এবং ধন—সম্পদের মধ্যে ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা। এমন বৃষ্টির উদাহরণের মতো, যার উদ্ভিদসমূহ কৃষকদের চমৎকৃত করে, তারপর শুকিয়ে যায়, ফলে তুমি তা হলুদবর্ণ দেখতে পাও, তারপর সেটা খড়কুটা হয়ে যায়। আর আখিরাতের মধ্যে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবন তো কেবলই ধোঁকার সামগ্রী।

Get Proggamoy Quran App: https://play.google.com/store/apps/details?id=com.proggamoyquran

28/03/2024

আলহামদুলিল্লাহ।
আমার আম্মা
সাদিয়া তাসনিম,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
"খ' ইউনিটে ২২তম হয়ে, ভর্তির জন্য মনোনিত হয়েছে।
দোয়া কামনা।

06/09/2023

আলহামদুলিল্লাহ, Recently Promoted to Senior Consultant -Orthopedic Surgery,
And posted to National Institute of Traumatology & Orthopaedic Rehabilitation (NITOR) - পঙ্গু হাসপাতাল, শের-ই-বাংলা নগর, ঢাকা।

25/04/2023

Alhamdulillah,
Promoted to Senior Consultant - Orthopedic Surgery.

Address

অরোরা স্পেশালইজড হাসপাতাল, ১৯/১ কাকরাইল, (কর্ণফুলি গার্ডেন সিটির বিপরীতে), ঢাকা।
Rajarbag
1000

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:10
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801819463974

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Zahir orthopaedic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Zahir orthopaedic Surgeon:

Share