Rukaia Ghor

Rukaia Ghor আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই

"বর্তমান সমাজে  #বিচ্ছেদের_যাদুগুলো_অত্যান্ত_ভয়াবহ রুপ ধারন করছে, যার ফলে ডিভোর্সের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।"-আপনাদের ...
29/03/2025

"বর্তমান সমাজে #বিচ্ছেদের_যাদুগুলো_অত্যান্ত_ভয়াবহ রুপ ধারন করছে, যার ফলে ডিভোর্সের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।"
-
আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ছিল অত্যান্ত মধুময় ভালোবাসার কোন কমতি ছিল না, দুজন দুজনকে পাগলের মত ভালোবাসতেন, একজন আরেকজনকে না দেখে এক মূহুর্তও থাকতে পারতেন না।

কিন্তু হঠাৎ বুঝতে পারতেছেন যে, ২জনের সম্পর্ক একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে, কেউ কাউকে সয্য হচ্ছে না।
ভালো কথা বললেও রাগ চলে আসে, মিজাজ সব সময় খিটখিটে থাকে।
বাহিরে সবার সাথে ভালো, কিন্তু স্বামী/ স্ত্রী ২জন ২জনের মুখোমুখি হলে শরীরে রাগ-জীদ চলে আসে।
শরীরে অস্থীরতা-জ্বালাপোড়া বেড়ে যায়,
বিনা কারনেই সংসার ভুল বুঝাবুঝি, ঝগড়া-ঝাঁটি লেগেই থাকে।😥
-
যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিত বুঝে নিন যে, আপনি বিচ্ছেদের যা*দুতে আক্রান্ত।
আর এক মূহুর্ত সময় নষ্ট না করে, দ্রুত রুকইয়াহ করুন, সুস্থ হোন, সুন্দর দাম্পত্য জীবন উপভোগ করুন।
ইনশা-আল্লাহ। 💞

29/03/2025

৪ মাসের গর্ভবতী অথচ বিয়ে হয়েছে মাত্র দেড় মাসও হয় নাই!?
এটা কি জিনের সমস্যার না যিনার সমস্যা?!
#রাক্বী #রোগী #জিন #যিনা

24/02/2025

যারা উপকার পেয়েছেন আপনাদের কাছে শুধু দোয়া চাই

05/02/2025

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ,,, আল্লাহ আপনি বরকত দিন আমিন
19/01/2025

আলহামদুলিল্লাহ,,, আল্লাহ আপনি বরকত দিন আমিন

17/01/2025

১. ইস্তিগফার - আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বিও ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
২. দরুদ শরীফ - আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতায়ালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুন মাজিদ।
৩. দোয়া ইউনুস - লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।

ইয়া আল্লাহ! আর একজন মায়ের বুক যেন খালি না হয় মাবুদ। জালিমদের তুমি হেদায়েত করো। আর হেদায়েত নসিবে না থাকলে ধ্বংস করো মাবুদ।

15/01/2025

হঠাৎ ব্যবসা কিংবা ইনকাম বন্ধ হয়ে যাওয়াটা যে বদনজর এর লক্ষণ এটা অনেকেই জানে না

আল্লাহ যেন সবার সংসারে বরকত দেয় আমিন
02/01/2025

আল্লাহ যেন সবার সংসারে বরকত দেয় আমিন

আলহামদুলিল্লাহ ইয়া রব
01/01/2025

আলহামদুলিল্লাহ ইয়া রব

কেউ স্বামীর জন্য রুকাইয়া নিচ্ছেন আবার কারো স্বামী এত ভালোবাসার পর ও তাদের মন পাচ্ছেন না,,,,আল্লাহ যেন সবার সংসারে বরকত দ...
30/12/2024

কেউ স্বামীর জন্য রুকাইয়া নিচ্ছেন আবার কারো স্বামী এত ভালোবাসার পর ও তাদের মন পাচ্ছেন না,,,,
আল্লাহ যেন সবার সংসারে বরকত দেন আমিন

স্বামীকে বশ করার হালাল যাদু---------------অনেকেই অভিযোগ করেন স্বামী তার কথা শুনে না বা পরনারীতে আসক্ত। এজন্যও বিভিন্ন রু...
26/12/2024

স্বামীকে বশ করার হালাল যাদু
---------------
অনেকেই অভিযোগ করেন স্বামী তার কথা শুনে না বা পরনারীতে আসক্ত। এজন্যও বিভিন্ন রুকইয়াহও চেয়ে বসেন। কিন্তু আপনি কি জানেন সম্পূর্ণ হালাল ভাবেই আপনি আপনার স্বামীকে যাদু করতে পারেন? এর জন্য দরকার একটু সচেতনতা।
আমাদের সমাজে স্বামী-স্ত্রী অমিলের পিছনে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের প্রতি দায়িত্ব, অধিকার ও ভালোবাসার অভাব কাজ করে। বেশিরভাগ দম্পত্তিই জানেন না তাঁদের এই “বিবাহ বন্ধনের উদ্দেশ্য কি”।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সূরাতুর রুম এর ২১ নং আয়াতে বলেনঃ
“এবং তার নিদর্শনাবলীর মধ্যে হচ্ছে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সঙ্গী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের মাঝে প্রশান্তি (সুকুন) খুঁজে পাও এবং তিনি তোমাদের মাঝে দয়া ও ভালোবাসা সৃষ্টি করেছেন।”
এই আয়াতে আল্লাহ আমাদেরকে বিয়ের উদ্দেশ্য বলে দিয়েছেন। আল্লাহ আমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যেন আমরা একে অপরের মাঝে “প্রশান্তি” খুঁজে পাই। এই প্রশান্তি বলতে শারিরীক ও মানসিক দুইধরণের প্রশান্তিকেই অন্তর্ভুক্ত করে। শারিরীক প্রশান্তির কথা সবাইই বুঝি, কিন্তু মানসিক প্রশান্তির ব্যাপারে কতজনই বা সচেতন।
আপনি চিন্তা করুন খাদিজাহ বিনতে খুইয়ালিদ রাদ্বিয়াল্লাহু আনহার কথা। রাসূলুল্লাহ (ﷺ) যখন হিরা গুহাতে জিব্রীল রাদ্বিয়াল্লাহু আনহুকে প্রথম দেখে ভীত সন্ত্রস্ত ছিলেন, জীবনের প্রথম তিনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হলেন, একজন মালাকের সম্মুখীন হলেন, সেই মালাক তাঁকে বুকে করে তিনবার চাপ দিলেন। আপনি চিন্তা করুন, একজন না জানা মানুষের জন্য এটি কতটা ভীতিকর অভিজ্ঞতা। এই মূহুর্তে কে তাঁকে সান্তনা দিয়েছিলেন? তিনি হলে রাসূলুল্লাহ (ﷺ) এর সম্মানিতা স্ত্রী, খাদিজাহ রাদ্বিয়াল্লাহু আনহা। তিনিই তাঁকে শান্ত করেছিলেন। বুঝিয়েছিলেন যে তিনি মানুষের সাথে সদাচরণ করেন তাই আল্লাহ তার অমঙ্গল করবেন না। এটাই হচ্ছে সুকুন। যখন আপনার স্বামী বাইরে থেকে হন্তদন্ত হয়ে ফিরে আসবেন, দুশ্চিন্তাগ্রস্ত আর চরম ব্যস্ততময় দিন পার করে ঘরে ফিরবেন, তখন যেন তিনি আপনার কাছে ফিরে প্রশান্তি পান। তখন যেন তিনি আপনাকে আস্থাভাজন ভেবে সব খুলে বলতে পারেন। তখন যেন তিনি তার প্রয়োজনীয় সামগ্রী হাতের কাছে তৈরী পান। আপনি সমস্যার সমাধান করতে না পারুন, তাকে তো মানসিক ভাবে শান্ত করতে পারেন। আপনি যদি রাসূলুল্লাহ (ﷺ) এর মতন স্বামী চান, তাহলে আপনাকে হতে হবে খাদিজাহ রাদ্বিয়াল্লাহু আনহার মত।
এই বোধটারই চরম অভাব আজকের দম্পত্তিরদের মাঝে। এছাড়াও বোনেরা আরো কিছু ভুল করেন যার কারণে স্বামীরা দূরে সরে যায়। সংক্ষেপে এমনঃ
-------------------
→→ স্বামী হিসেবে একজন পুরুষ তার স্ত্রীর কাছ থেকে আনুগত্য কামনা করে। এবং এই আনুগত্যই হচ্ছে “মূল অস্ত্র” যেটা দিয়ে স্ত্রী তার স্বামীকে পুরোপুরি নিজের করে পেতে পারে। শরীয়াহ অনুমোদিত সমস্ত কাজে স্বামীর আনুগত্য করা ওয়াজিব। শাইখ আল আলবানী তার আদাবুল যিফাফ গ্রন্থে বলেনঃ
“স্বামীর কামনা পূরণ করার ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব। তাই এটা আরো বেশি জরুরী যে স্বামীর কামনা পূরণ করার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ কাজ যেমন তার সন্তান লালন পালন করা, তার পরিবারের হিফাযত করা ও অন্যান্য দায়িত্বগুলো পালন করার ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা।”
স্বামীর প্রতি আনুগত্য কোন পর্যায়ের হওয়া উচিত ইবনে মাজাহতে বর্ণিত একটি হাদীসে থেকেই বুঝা যায়। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ
“যদি আমাকে আল্লাহ ব্যাতীত অন্য কাউকে সিজদাহ করার আদেশ দেওয়া হতো, তাহলে আমি স্ত্রীদের নির্দেশ দিতাম তাঁদের স্বামীকে সিজদাহ করতে।” (আলবানি হাদিসটিকে সহীহ বলেছেন।)
→→বিয়ে নামক সামাজিক বন্ধনের অন্যতম মূল উদ্দেশ্যই হল নিজের কামনা বাসনাকে হালাল উপায়ে পূরণ করা। এক্ষেত্রেও ইসলাম নারীদেরকে স্বামীর আনুগত্য জরুরী করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
“সেই স্বত্তার কসম যার হাতে আছে মুহাম্মাদের (ﷺ) প্রাণ। কোন নারী আল্লাহর প্রতি দায়িত্ব সম্পূর্ণ করতে পারে না, যতক্ষণ না সে তার স্বামীর প্রতি দায়িত্ব পূর্ণ করে। যদি কোন স্বামী তার স্ত্রীকে আহবান করে, আর স্ত্রী যদি উটের জিনের উপরও থাকে তার (স্ত্রীর) প্রত্যাখ্যান করা উচিত নয়। ”
→→বোনদের মাঝে যে ঘাটতি ভয়াবহ আকারে দেখা যায় সেটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ না করা। ইউনিভার্সিটিতে আমাদের স্যার বলতেন, “পৃথিবীর বুকে এমন কোন স্বামী নেই, যে কিনা এ কথা শুনেনি যে আমি বলেই তোমার সংসার করেছি। অন্য কেউ হলে কবেই চলে যেত।”
রাসূলুল্লাহ (ﷺ) একটি হাদীসে নারীদের বেশি জাহান্নামী হওয়ার পিছনে কারণ হিসেবে উল্লেখ করেন (ভাবানুবাদ) “তাঁরা স্বামীদের প্রতি অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে। দশটা জিনিস পাওয়ার পর, একটি জিনিস না পেলেই তারা অকৃতজ্ঞতা স্বরূপ বলে বসে আমি কিছুই পাইনি।”
শাইখ ওয়াহিদ বিন আবদুস সালাম তাঁর “কুর’আনিক চিকিৎসা” বইতে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করেন। সেটির ভাব কথা এমনঃ
“এ পর্যায়ে আমি মুসলিম নারীদের জন্য একটি উপদেশ পেশ করছি। আর তা হল সে ইচ্ছা করলে তার স্বামীকে হালাল যাদু করতে পারে। নারী স্বামীকে আকৃষ্ট করার জন্য অধিক সৌন্দৰ্য্য ও সাজ-সজ্জা করবে, তাহলে তার স্বামীর দৃষ্টি অসুন্দর ও কুশ্রী বস্তুর প্রতি যাবে না। এমনিভাবে মুচকি হাসি, উত্তম কথা, কোমল আচরণ, স্বামীর সম্পদ সংরক্ষণ, তার সন্তানাদির প্রতি অত্যধিক যত্নবান হওয়া এবং আল্লাহর নাফরমানী ব্যতিত সকল ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা ইত্যাদি দ্বারা সে স্বামীর উপর প্রভাব বিস্তার করতে পারে।
পরিতাপের বিষয় যে, আমরা যদি আমাদের আধুনিক সমাজের দিকে তাকাই তাহলে এর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখতে পাই। বর্তমান সমাজে নারীরা তাদের উত্তম পোষাক-পরিচ্ছদ ও শাড়ি-গহনা ইত্যাদি পরিধান করে কোন অনুষ্ঠানে বা কোন বন্ধু-বান্ধবের সাক্ষাতের সময় বা বিশেষ কোন কমিউনিটি সেন্টারে কোন আয়োজনে। সে এমনভাবে নিজেকে সাজায় যেন আজকেই তার বাসর উদযাপনের দিন। আর যখন সে তার স্বামীর ঘরে ফিরে আসে তার সকল সৌন্দর্য ও অলংকারাদি খুলে এবং আরেকটি অনুষ্ঠানের জন্য রেখে দেয় ।
অথচ তার অসহায় যে স্বামী তাকে এসব পোষাক ও অলংকার ক্রয় করে দিল, সে তাঁকে একটি দিনের জন্যও এগুলো পরিহিত অবস্থায় দেখতে পায় না। তার সামনে সর্বদা এমন পুরাতন কাপড় পরিধান করে যা থেকে ঘাম, পেয়াজ ও রসূনের দূর্গন্ধ বের হয়। এই নারীর যদি সামান্য বিবেক থাকত তাহলে সে বুঝতে পারত যে, তার স্বামীই এ সৌন্দর্যের অধিক উপযোগী।
হে নারী! তোমার স্বামী যখন তাঁর কর্মে বেরিয়ে পড়ে তুমি ঘরের কাজকর্ম জলদি গুছিয়ে ফেল । অতঃপর গোসল করে নিজেকে সৌন্দর্যমণ্ডিত কর এবং স্বামীর অপেক্ষা কর । যখন তোমার স্বামী তাঁর কাজ হতে ঘরে ফিরে সুন্দর স্ত্রী, প্রস্তুতকৃত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাবে তখন তোমার প্রতি তাঁর ভালবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। বিশেষত এসব যখন তুমি স্বামীর জন্য সৌন্দর্যের ব্যাপারে আল্লাহর হুকুম পালন করবে ও তাঁকে হারাম হতে রক্ষা করার নিয়তে করবে।
কেননা উদরপূর্ণ লোক খাবারের প্রতি আসক্ত থাকে না। খাবারের প্রতি আকর্ষণ থাকে একমাত্র তারই, যে খাবার হতে বঞ্চিত হয়েছে।”

আলহামদুলিল্লাহ কতই না উত্তম নসীহাহ দিয়েছেন শাইখ!!

আমাদের বিপক্ষে যখন শরিয়ত যায় তখন আমরা সেটা মানতে পারিনা,,,,শুধু ততক্ষণ পর্যন্তই মানি যতক্ষণ নিজেদের পক্ষে আসে,,,আল্লাহ স...
22/12/2024

আমাদের বিপক্ষে যখন শরিয়ত যায় তখন আমরা সেটা মানতে পারিনা,,,,শুধু ততক্ষণ পর্যন্তই মানি যতক্ষণ নিজেদের পক্ষে আসে,,,আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিক আমিন

Address

Rajarbag

Alerts

Be the first to know and let us send you an email when Rukaia Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share