21/08/2024
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।
আজ ঘটে যাওয়ার ঘটনার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করছি। সিসিটিভি ফুটেজ গুলো চেক করলে ঘটনার সত্যতা পাওয়া সম্ভব।
দুপুর ১২টায় বোরকা নিকাব পরা কিছু মেয়ে, অসংখ্য টুপি পাঞ্জাবী পরা বাহিরের ছেলে একটা ব্যানার তৈরি করে স্লোগান দেওয়া শুরু করে,দারোয়ান দাদু বারবার ইনফর্ম করে যে ভেতরে মেয়েদের হোস্টেল+সাধারণ ছাত্রী আছে।ক্যাম্পাসে ঢোকা বারণ।শুধু গার্ডিয়ান ও মেয়েরা এখানে গ্রহণযোগ্য। তারা জোর পূর্বক ক্যাম্পাসে ঢুকে "নারায়ে তাকবির" স্লোগান দেওয়া শুরু করে।
এখানে তাদের দাবী ছিল বোরকা নিকাব পরা মেয়েদের ১০০ ভাগ স্বাধীনতা, কোনোরূপ হেনস্থার স্বীকার তারা যেন না হয় এ মর্মে অঙ্গীকার।পাশাপাশি অভিযুক্ত স্যার দের বহিস্কার।
দুপুর সাড়ে ১২টার পর তারা ১০-১২ জনের "পুরুষদের" একটি প্রতিনিধি দল পাঠায় শিক্ষক কমন রুমে,সেখানে কলেজের অধ্যক্ষ, উপধ্যাক্ষ সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
কিন্তু স্যার দের বারংবার বলার পরেও ভুক্তভোগী মেয়েটি+তার অভিভাবকদের সরাসরি উপস্থিতি, নাম পরিচয় কিছুই পরিষ্কার হচ্ছিলো না।শুধু কিছু নিকাব মেয়েদের দলকে দেখিয়ে বলা হচ্ছিলো এরা ভুক্তভোগী।যদি শিক্ষকেরা কেউই তাদের চিনতে পারছিলেন না,সন্দেহ হচ্ছিলো এরা বাহিরের মেয়ে।তারা চিৎকার চেঁচামেচি করে শুরুতেই মিটিং চালু করে।এর পর তাদের একজন প্রতিনিধি শান্তভাবে নিজের বক্তব্য শুরু করে,এরপর একটি মেয়েকে সাধারণ ছাত্রীদের পক্ষে কিছু বলতে ডাকা হয়, কিন্তু তার বক্তব্য পুরোটা না শুনেই ধাক্কা দিয়ে ওই বাইরের ছেলে গুলো মেয়েটাকে বের করে দেয়।
অতঃপর নিজেরা স্যার দের সাথে যা নয় তা ব্যবহার করে।স্যাররা তাদের দাবী মেনে নেয়,এরপরো তারা বলে স্যার দের ক্ষমা চাইতে হবে।স্যাররা এর উত্তরে বললেন সবাই মিলে পদত্যাগ করবেন যদি কোনো শিক্ষককে ক্ষমা চাইতে হয়।
অতঃপর আমরা যারা সাধারণ ছাত্রীরা ভেতরে ছিলাম আমাদেরকে স্যাররা বাইরে চলে যেতে বলেন।
বাইরে গিয়ে দেখি ২০০+ ছেলে পুরো ক্যাম্পাস ঘেরাও করে রেখেছে।সাধারণ মেয়েদের মধ্যে অনেকেই মিটিং রুমে যেতে চাচ্ছিলো, ওই ছেলে গুলো মেয়েদের যা ইচ্ছে গালিগালাজ করে পাশাপাশি এক মেয়ে এসে যখন বলল আপনারা মেয়েদের কলেজ থেকে বের হন,তাকে ওই ছেলে উত্তরে বলল "তোর বোরকা খুল,তোকে আজকে পাইছি" বলে সাধারণ মেয়েদের গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে।
এই হলো পর্দা নিয়ে আন্দোলন করতে আসা বাহিরের উটকো ছেলেদের সাধারণ শিক্ষার্থীদের সাথে ব্যবহারের নমুনা।
আপনারা নিকাবী মেয়েরা যারা গতকাল "ভাইদের নিয়ে এসে আন্দোলন করবো" মর্মে এই ছেলেদের মহিলা কলেজে ঢুকিয়েছেন।আপনারা এ ঘটনার জবাব দেন।
নিজেদের পর্দার অধিকারকে স্টাব্লিশ করতে গিয়ে সাধারণ মেয়েদের মলেস্ট করে যাওয়া ভাইদের বিচার আপনারা করেন।
পর্দার বিষয়ে শিক্ষক পরিষদ বিবৃতি দিয়েছে,কোনো মেয়ে আর হেনস্থার স্বীকার হবে না।
তাহলে এখন আজ যেসকল ছাত্রী নিকাবী আপুদের ভাইদের দ্বারা মলেস্টেড হলো তাদের বিচার করবে কে??
এ প্রশ্নের জবাব দিয়ে যাবেন।
মেয়েদের সমস্যা মেয়েদের অধ্যক্ষ সলভ করবে,বাহিরের ছেলেরা ইচ্ছ মত কলেজে ঢুকে আমাদেরই স্যার ম্যাডামদের সাথে বেয়াদবি করার জবাব কে দেবে? বিচার কে করবে?
সবচেয়ে এলার্মিং ব্যাপার এরা "জঙ্গীবাদ নির্মুল করুন" সাইনবোর্ড টাও ভেঙ্গে দিয়েছে।
এরা কারা? উদ্দেশ্য কী? নিকাবী আপুদের অধিকার তো রক্ষা হলো,এরপর আপনাদের ভাইদের উদ্দেশ্য অন্য কিছু নয়তো?
মৌলবাদের,অন্য কোনো রাজনৈতিক দলের কলেজে কোনো স্থান নাই, সাধারণ শিক্ষার্থীরা এখানে কোনো রাজনীতি সহ্য করবে না মনে রাখবেন।