25/05/2021
ব্ল্যাক ফাঙ্গাস বলে কোনো রোগের অস্তিস্ত্ব আছে কি? রোগটার নাম তো Mucormycosis. আমি জানি না কেন মিডিয়া সকাল থেকে ব্ল্যাক ফাঙ্গাসের পেছনে পড়েছে? তদোপরি কিছু মানুষ ব্ল্যাক ফাঙ্গাসের ভয়ে মাটিতে হাত দিচ্ছেন না। আবার সকল মিডিয়া বলছে ব্ল্যাক ফাঙ্গাস নাকি ভারতে ঢুকে গেছে।
ব্ল্যাক ফাঙ্গাস বলে কোনো রোগ নেই। রোগটার নাম Mucormycosis.. ও ভারতে ঢোকে নি। ও ভারতেই ছিল। Rhizopus sp., Mucor sp. মিলিতভাবে Mucormycosis নামে একটি রোগ তৈরী করে। Rhizopus ভারতে ঢোকে নি, Rhizopus ভারতেই ছিল। পঁচা সবজি, পঁচা জেলি, বাসি রুটি, পাউরুটি, কেক এসবের ওপরে যে ফাঙ্গাস বা ছত্রাককে দেখেন সেটাই। এটা কি আপনার বাড়িতে ২০২০ থেকে হচ্ছে? ছোটবেলায় দেখেন নি? অনেক সময় ছোটবেলায় মায়েরা পাউরুটি বা বাসি রুটি হাত দিয়ে না ধরে ফেলতেন। কারণটা এই Rhizopus sp.(ইন্টারের বোটনি বইয়ের শৈবাল ও ছত্রাকেও এটির নাম পাওয়া যাবে)
তাহলে ব্ল্যাক ফাঙ্গাস ঢুকে গেছে, চলে এসেছে এসবের মানে কি?
সাদা ফাঙ্গাস? জীবনে কখনও গুপ্তাঙ্গে সাদা সাদা অ্যালার্জি হয়েছে? যার জন্যে প্যান্ট পরতে পারেন নি, বা গায়নো অন্য কিছু পরতে না করে দিয়েছিল। বা পিঠে বা মুখে? সেটাই সাদা ফাঙ্গাস। সেটা Candida sp.। একটা পাউডার চলছে এই ছত্রাকের নামে। এদিকে আপনি বলছেন এরা নতুন এসেছে?
কিসে করে এসেছে ভাই? এরোপ্লেনে করে এসেছে? Mucormycosis কোভিডের মত নয়। কোভিড হলে লোকে Pneumonia য় মরে। কোভিড হল ভাইরাস নিউমোনিয়া। Streptococcus pneumoniae যে নিউমোনিয়া করে, সেটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, কোভিড ভাইরাস ওর অত বুদ্ধি নেই। ও তাই অন্যভাবে নিউমোনিয়া করে। তার সাথে কিছু আনুষাঙ্গিক বৈশিষ্ট্য আছে। এতদিন সেটাই শোনা যাচ্ছিল। আবার কদিন আগে শুনলাম ZEE 24 ঘন্টায়, কোভিড নাকি নিউমোনিয়া না করে ফুসফুসে Thrombosis করছে। সবটা শুনে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, মিডিয়া বুঝতেই পারছে না আমরা কোনটায় বেশি ভয় পাব।
Mucormycosis বললে আমরা কম ভয় পাব। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস। সব ব্ল্যাক। আমরা বেশি ভয় পাব। তাই বেশি ভয় দেখানো যায় কিভাবে সেটাই চলছে। যাই হোক। সবার Mucor mycosis হয় না, হবেও না। যাদের হবে তারা হল,
১. HIV patient
২.Cancer Patient
৩. Diabetes patient
৪. COVID - 19 patient ( হলেও হতে পারে, না হলেও হতে পারে। Mild Covid এ হবে না।)
৫. Steroid addicted মানে মূলত যারা বডি বিল্ডিং করতে বা মডেলিং প্রফেশানে আছে সুন্দর দেখাতে স্টেরয়েড নেয় তাদের হওয়ার চান্স বেশি। এদের হয়ও কোভিড ছাড়াই।
সবেতেই ভয় পাবেন না। Mucor mycosis হাওয়াতে ছড়ায় না। ছত্রাক মানেই ভয়ঙ্কর। এই সব ক্যাপশান আর খবরের হেডিং এড়িয়ে চলুন। আপনি যে মাশরুমের তরকারি চেটেপুটে খান আমার মত। মাশরুমের তরকারির গন্ধেই আমার মত আপনাদের অনেকেরই যে পেট ভরে যায়, সেই মাশরুমটাও ছত্রাক।
Collected.