Dr. Mohammad Asif Hossain

Dr. Mohammad Asif Hossain Junior Consultant (Medicine)
Medicine Specialist
FCPS (Medicine)
GMC UK- Registered
MRCP (UK)
SCE UK (Neurology)
BCS (Health)
MBBS (DMC)

30/09/2025



আমরা জানি Statin দিলে myalgia, cramps তথা মাংসপেশীতে ব্যথা হতে পারে। কিন্তু, Co-existence ঔষধ হিসেবে যদি Fibrate দেওয়া থাকে তবে, সেই সম্ভাবনা ৪২ গুণ পর্যন্ত বাড়তে পারে বলে গবেষণায় দেখা যায়।

🏴এখন ধরুণ, statin দিচ্ছেন, চেষ্টা করতে হবে lowest recommended pharmacological dose এ দেওয়া।
মাংসপেশিতে ব্যথা থাকলে বা সন্দেহজনক সমস্যা দেখা দিলে অবশ্যই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। সাধারণত, এক্ষেত্রে CK টেস্ট করা হয়। এক্ষেত্রে, কয়েকটা বিষয় মনে রাখতে হবে,

✔️ধরুন- Statin ঔষধ চলছে,

👉 রোগীর কোন সমস্যা নেই (Asymptomatic) কিন্তু CK বেশী- তাহলে CK আবার ২ সপ্তাহ পরে আবার করতে হবে- এবারও Asymptomatic CK বেশি থাকলে Statin বন্ধ করতে হবে।

👉 রোগীর myalgia/muscle pain আছে সাথে CK বেশী- Statin অবশ্যই বন্ধ করতে হবে। কিছু জায়গায় এখানে co Q10 recommend করে।

- ১. এখন statin বন্ধ করার পর যদি muscle pain চলে যায় এবং CK normal হয়ে যায় তাহলে statin induced myopathy ভাবতেই পারেন। সেক্ষেত্রে পরবর্তী চিকিৎসা গাইডলাইন অনুযায়ী করতে হবে।

- ২. Statin বন্ধ করলেন কিন্তু রোগীর সমস্যা আর CK ঠিক হলো না/ বেড়ে গেলো তাহলে অবশ্যই muscle biopsy করতে হবে কারণ অনুসন্ধান করার জন্যে।

🔴🔴 বিশেষ ভাবে মনে রাখবেন, Statin দিলেন প্রথমবার, এরপরেই অল্প দিনের মধ্যেই রোগী প্রচন্ড মাংসপেশীতে দূর্বলতা, খাবার গিলতে সমস্যা দেখা দিলো। CK অনেক বেশী। EMG করলেন fibrillation potential পাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই Anti SRP Antibody বা HMGCR Antibody করবেন। কারণ রোগটি হতে পারে। এখানে একটা বড় সমস্যা হলো, statin বন্ধ করে দেওয়ার পরেও pathophysiology progressively চলতে থাকে। মানে Statin বন্ধের পরেও মাংসপেশির ব্যথা আর CK বাড়তেই থাকবে। চিকিৎসা হিসেবে IV Immunoglobulin/Steroid দেওয়া যেতে পারে।

©

15/09/2025

আগামীকাল #বৃহস্পতিবার_বিকেলে এবং #শুক্রবার_সকালে ডা মো: আসিফ হোসেন রয়্যাল হাসপাতাল রাজশাহীতে রুগী দেখবেন ইনশাআল্লাহ।

Location:
রাজশাহী রয়্যাল হাসপাতাল
২য় তলা
রুম নং-২০৫

For Serial:
+8801762685090
+8801568386861
01712-240340

11/09/2025

Congratulations to all brand "new doctors" and recommended brilliant "BCS Cadres of 48th BCS" (Health). May Almighty Allah (SWT) keep your journey smooth and glorious.

10/09/2025

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকাল এবং বিকেলে ডা মো: আসিফ হোসেন রয়্যাল হাসপাতাল রাজশাহীতে রুগী দেখবেন ইনশাআল্লাহ।

For Serial:
+8801762685090
+8801568386861
01712-240340

Missing Owl Eye Sign/Winking Owl Sign:Here left pedicle of marked lumber vertebra is absent.Can be congenitally absent b...
05/09/2025

Missing Owl Eye Sign/Winking Owl Sign:

Here left pedicle of marked lumber vertebra is absent.

Can be congenitally absent but

Must exclude..

👉Metastasis
👉Tuberculosis
👉Primary Bone Tumour (Osteoblastoma/Osteoid Osteoma, Aneurysmal bone cyst)
👉 Multiple Myeloma

 ধরুন, আপনি একজন তরুণ অথর্ব অপরিপক্ব চিকিৎসক। একজন ৫২ বছরের রুগী আপনার কাছে বার বার মাথা ব্যথা নিয়ে আসলো। ব্যথাটা কয়েক ম...
30/08/2025



ধরুন, আপনি একজন তরুণ অথর্ব অপরিপক্ব চিকিৎসক। একজন ৫২ বছরের রুগী আপনার কাছে বার বার মাথা ব্যথা নিয়ে আসলো। ব্যথাটা কয়েক মাস ধরে। ভদ্রলোক মাথার এম আর আই স্ক্যান করিয়ে ফেলেছেন। কিন্তু, এই মাথাব্যথাটা মূলত ঘুমের সময় হয়। এতোটাই মাথাব্যথা যে, রুগী প্রতিনিয়তই ঘুম থেকে উঠে যায় এই ব্যথা নিয়ে। ঘুম থেকে উঠার পর ব্যথাটা ঘন্টাখানেক থাকে। কোন চোখে সমস্যা নেই, লালচে ভাব নেই, পানি পড়ে না। মাথাব্যথাটা ট্রাইজেমিনাল অটোনোমিক কেফালজিয়া বা ক্ষেত্রবিশেষে মাইগ্রেনের মতো একপাশে না। দেখা গেল, চোখে ছানি আছে। তবে দৃষ্টিশক্তি ভালো। কোন দুইটা দেখার প্রবণতা নেই। স্নায়বিক দূর্বলতা নেই। চোখের রেটিনা যন্ত্র নিয়ে দেখতে যাওয়ার সময়, রুগীর মুখ থেকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পাওয়া গেল, কফি খেলে কিছুটা উপকার মনে হয়। ইতোমধ্যেই, পরবর্তী পরীক্ষায় রক্তচাপ, রেটিনা আর চোখের অপটিক স্নায়ু ও স্বাভাবিক মনে হলো। বুঝা গেল, এটা Hypnic Headache হতে পারে। ঘুম থেকে জোর করে উঠিয়ে দেয় বলে এই মহান মাথাব্যথাকে "Alarm Clock Headache" ও বলে। এসকল ক্ষেত্রে Indomethacin দিলে চমৎকার ফলাফল পাওয়া যেতে পারে।

আরো যে কয়টা মাথাব্যথার ক্ষেত্রে Indomethacin দিলে অসাধারণ ফল পাওয়া যায় সেগুলো নিম্নে দেওয়া হলো-

Paroxysmal Hemicrania
Hemicrania Continua
Primary Cough Headache
Primary Stabbing Headache
Primaey S*x Headache

(সুতরাং, মাথাব্যথার সঠিক কারণ সমাধান করাটা অতীব গুরুত্বপূর্ণ। আর, Primary Headache Disorder তখনই প্রাইমারী যখন সেকেন্ডারি কারণ পাওয়া যাবে না/অথবা এক্সক্লুড করা হবে প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে।

♠ গল্পে উল্লেখিত ব্যাকগ্রাউন্ড ঘটনাটি লেখকের দৃষ্টিতে কাল্পনিক। কারো সাথে সামঞ্জস্যতা পাওয়া গেলে লেখক দায়ী নহে।)

29/08/2025



Patient came to us with Swallowing difficulty with Progressive weakness. is a very important sign which can lead to underlying diagnosis.

  নীচের ছবির রুগীটার Mitral Stenosis with atrial fibrillation আছে। একটু খেয়াল  করে দেখা যাবে, লেফট নিপলের নীচে একটা ছোট ...
27/08/2025



নীচের ছবির রুগীটার Mitral Stenosis with atrial fibrillation আছে। একটু খেয়াল করে দেখা যাবে, লেফট নিপলের নীচে একটা ছোট Scar Mark আছে। সাধারণত, Mitral Stenosis এর পেসেন্টের এমন horizontal scar mark এর কারণ হল mitral valvotomy/commisurotomy or minimally invasive mitral valve surgery. খুবই ক্লিন কাট ব্যাপার। কিন্তু খেয়াল করলে দেখা যাবে এমন একটা scar mark ডান পাশেও আছে। মানে bilateral similar incision mark. কিন্তু এমন কেন? তাহলে তো mitral valve এর কোন প্রোসিডিউর আনা যাচ্ছে না।

আসলে এটা হচ্ছে Bilateral Gynecomastia এর জন্যে male breast reduction surgery scar. Mitral Stenosis with Atrial Fibrillation এর রুগী digoxin আর spironolactone খেতে পারে। এই দুইটা ঔষধই কিন্তু Gynecomastia করতে পারে। এই অবস্থার জন্যে রুগী এই সার্জারি করেছেন।

Interesting Facts to be shared!!

আগামী শুক্রবার ডা মো: আসিফ হোসেন ইনশাআল্লাহ রয়্যাল হাসপাতাল রাজশাহীতে রুগী দেখবেন। For Serial: +8801762685090+8801568386...
24/08/2025

আগামী শুক্রবার ডা মো: আসিফ হোসেন ইনশাআল্লাহ রয়্যাল হাসপাতাল রাজশাহীতে রুগী দেখবেন।

For Serial:
+8801762685090
+8801568386861

👉 Ataxia + Opthalmoplegia + hyperreflexia =Bickerstaff's encephalitis👉 Ataxia + opthalmoplegia + Areflexia = Miller Fish...
23/08/2025

👉 Ataxia + Opthalmoplegia + hyperreflexia =Bickerstaff's encephalitis
👉 Ataxia + opthalmoplegia + Areflexia =
Miller Fisher syndrome

  ১. একজন রুগী Known patient of CKD (দীর্ঘস্থায়ী কিডনীর সমস্যা) আসলেন সারা শরীরে ব্যথা নিয়ে। এরকম রুগীদের প্রচন্ড ব্যথা ...
16/08/2025



১.

একজন রুগী Known patient of CKD (দীর্ঘস্থায়ী কিডনীর সমস্যা) আসলেন সারা শরীরে ব্যথা নিয়ে। এরকম রুগীদের প্রচন্ড ব্যথা হয় renal osteodystrophy এর জন্যে। পেসেন্টকে চিকিৎসক ব্যথার NSAIDs ঔষধ বাদ দিয়ে বলেছেন কিডনির সমস্যা জন্য। ব্যথা হলে প্যারাসিটামল সাজেস্ট করেছেন which is quite rational, আমি হলেও এটাই করতাম।

পরবর্তীতে, পেসেন্ট আসছে শ্বাসকষ্ট নিয়ে। Lungs এক্কেবারে ক্লিয়ার। ECG মোটামুটি নরমাল। এরপরে, Creatinine করলাম ১.৯ (আগেও ১.৮ ছিল, AKI মনে হলো না), Serum Electrolyte করালাম সোডিয়াম ১৩৪, পটাশিয়াম ৫.০, HCO3 ১৬ মানে এসিডোসিস। তারমানে, এটা metabolic acidosis নো ডাউট।

ABG advice করলাম, পরে রিপোর্ট দেখি High Anion Gap Metabolic Acidosis. রুগীকে acidosis এর জন্যে dialysis এর কথা বললাম। রুগী সম্ভবত ডায়ালাইসিস করালোও, কিন্তু শ্বাসকষ্ট পুরোপুরি কমে না।

তখন মনে হলো, এটা Paracetamol induced Pyroglutamic acidosis হতে পারে। Increasing paracetamol usage in a CKD patient can lead to this. Prove করার ক্ষমতা/ সামর্থ্য উনার ছিল না, আমারও ছিল না। 😞 Paracetamol এক্কেবারে বন্ধ করে Mucomist দেওয়া হলো, রুগী কিছুটা রিলিফ পেলেন।

২.

৭৮ বছর বয়সী মহিলা আসলো ৪ দিন ধরে মাথাব্যথা, পিঠে ব্যথা আর জ্বরের সমস্যা নিয়ে। হাতের চামড়ায় কিছু ঘা ছিল। ধারণা করা হলো হাতের ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে (Sepsis). রুগীকে দেওয়া হয় paracetamol ও flucloxacillin.

ব্লাড কালচারে Staphylococcus aureus (MSSA) পাওয়া গেল। পরে দেখা যায় রোগীর স্পন্ডাইলোডিস্কাইটিস ও হার্টের ভালভে (মাইট্রাল ও অ্যাওর্টিক) ইনফেকশন infective endocarditis আছে।

ফলশ্রুতিতে, চিকিৎসা দেওয়া হলো দীর্ঘদিন ধরে ফ্লুক্লক্সাসিলিন এবং নিয়মিত প্যারাসিটামল।

সমস্যা বাধলো অন্য জায়গায়,
ধীরে ধীরে রোগীর বাইকার্বোনেট HCO3 ২৫ → ১২ mmol/L এ নেমে যায়। সাথে রুগী অবসাদ হয়ে পড়ে।

ABG করা হলো, পাওয়া গেল High Anion Gap Metabolic Acidosis.

পরে evaluation করে সাধারণ কারণগুলো (কিডনি ফেইলিওর, ল্যাকটিক অ্যাসিড, কিটোঅ্যাসিডোসিস, টক্সিন ইত্যাদি) এক্সক্লুড করা হয়।

বিশেষ ইউরিন টেস্টে পাওয়া যায়: ৫-অক্সোপ্রোলিন (পাইরোগ্লুটামিক অ্যাসিড) অনেক বেশি।

Final Diagnosis: Flucloxacillin & paracetamol induced 5 Oxoprolin (Pyroglutamic acidosis)

Treatment: ফ্লুক্লক্সাসিলিন ও প্যারাসিটামল বন্ধ করা হয়।

(Scenario 2: Taken from a case report from https://anzsnevents.com/4899/)



সুতরাং, longstanding paracetamol in 👉 even Therapeutic dose in CKD patient; long-standing paracetamol in therapeutic dose + Flucloxacillin combination গুলো সচেতনার সাথে ব্যবহার করা উচিত।

আর সাধারণ মানুষের জন্যে রেজিস্ট্রার্ড চিকিৎসকের সঠিক পরামর্শ ছাড়া কোন ঔষধ দীর্ঘদিন সেবন করা উচিত নয়।

আরো পড়ুন:

https://bmcnephrol.biomedcentral.com/articles/10.1186/s12882-024-03678-9

https://acutecaretesting.org/

©

Findings Diagnosis
13/08/2025

Findings
Diagnosis

Address

Rajshahi Royal Hospital (pvt) Limited
Rajshahi
6000

Telephone

+8801712240340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Asif Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mohammad Asif Hossain:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram