TTS Homoeo Medicare

TTS Homoeo Medicare Best Homoeopathy in your city

08/11/2024
আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক।
05/11/2024

আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক।

টিটিএস হোমিও মেডিকেয়ারে (রাজশাহী শাখায়)উদ্বোধনের দিনেই মেডিসিন গ্যালারিতে সাজানোর আগেই অনেক রোগী চলে এসেছেন।আলহামদুলিল্ল...
02/11/2024

টিটিএস হোমিও মেডিকেয়ারে (রাজশাহী শাখায়)উদ্বোধনের দিনেই মেডিসিন গ্যালারিতে সাজানোর আগেই অনেক রোগী চলে এসেছেন।

আলহামদুলিল্লাহ! আল্লাহ সকলকে শেফা দান করুক!

পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্বের কারণপুরুষের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:❅ হরমোনের সমস্যা: টেস্টোস্টেরনের অ...
27/10/2024

পুরুষ এবং মহিলাদের বন্ধ্যাত্বের কারণ

পুরুষের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

❅ হরমোনের সমস্যা: টেস্টোস্টেরনের অভাব বা অন্যান্য হরমোনের অস্বাভাবিকতা।

❅ সংশ্লিষ্ট রোগ: মেনোরথ্রেসিস, কিম্বাল টিউমার, বা অন্যান্য যৌন সংক্রামক রোগ।

❅ জিনগত সমস্যা: ক্রোমোজোমাল অস্বাভাবিকতা।

❅ লাইফস্টাইল: ধূমপান, অ্যালকোহল, ওজনের সমস্যা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।

❅ পরিবেশগত কারণ: তাপ, বিষাক্ত পদার্থ বা রাসায়নিকের প্রভাব।

❅ মেডিকেল শর্ত: যৌন স্বাস্থ্য সমস্যা, যেমন ভ্যারিকোসিল।

এইসব কারণে পুরুষের শুক্রাণুর সংখ্যা এবং গুণমান কমে যেতে পারে, যা বন্ধ্যাত্বের দিকে নিয়ে যায়।

মহিলাদের বন্ধ্যাত্বের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে:

❅ ডিম্বাণুর সমস্যা: পলিসিস্টিক ওভার সিনড্রোম (PCOS) বা অন্যান্য ডিম্বাণু সংক্রান্ত সমস্যা।

❅ হরমোনের অস্বাভাবিকতা: থাইরয়েড বা অন্যান্য হরমোনের ভারসাম্যের অভাব।

❅ ম্যাডিকেল শর্ত: এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েডস, বা অন্যান্য জরায়ু সংক্রান্ত সমস্যা।

❅ অবস্ট্রাকশন: ফ্যালোপিয়ান টিউবের বন্ধ হওয়া বা আঘাত।

❅ বয়স: ৩০ বছরের পর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।

❅ লাইফস্টাইল: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ওজনের সমস্যা এবং মানসিক চাপ।

এই কারণগুলো মহিলাদের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এবং বন্ধ্যাত্বের দিকে নিয়ে যেতে পারে।

পুরুষের যে ০৫টি  #গোপন সমস্যায় সেলেনিয়াম কার্যকর 🚩 দ্রুত বীর্যপাত: সহবাস শুরুর সাথে সাথে বীর্যপাত হলে সেলেনিয়াম মেডিসিন ...
26/07/2024

পুরুষের যে ০৫টি #গোপন সমস্যায় সেলেনিয়াম কার্যকর

🚩 দ্রুত বীর্যপাত: সহবাস শুরুর সাথে সাথে বীর্যপাত হলে সেলেনিয়াম মেডিসিন কার্যকর।

🚩 উত্থানজনিত সমস্যা: সহবাসের সক্ষমতা না থাকলে, লিঙ্গ শক্ত না হলে সেলেনিয়াম কার্যকর।

🚩 শুক্রতারল্য: যদি বীর্য পাতলা হয়ে যায় তবে সেলেনিয়াম কার্যকর। ঘনত্ব বৃদ্ধিতে, শুক্রাণুর গতিশীলতায় বৃদ্ধিতে সেলেনিয়াম ভাল কাজ করে।

🚩 প্রস্রাব বা পায়খানার সাথে ক্ষয়: ক্ষয় রোগের জন্য সেলেনিয়াম কার্যকর।

🚩 শিথিলতা: সহবাসের সময় লিঙ্গ শিথিল হলে সেলেনিয়াম ভাল কাজ করে।

বিস্তারিত জানতে

selenium 3x, selenium 30, selenium 200 | selenium homeopathic medicine | Dr. Reckeweg Selenium 3xSelenium Trituration Tablet is used to prevent selenium def...

অনেকেই হস্তমৈথুনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার পর সাথে সাথেই হস্তমৈথুন ছেড়ে দেন অথবা ছেড়ে দেওয়ার কথা ভাবেন। যেটা শর...
05/05/2022

অনেকেই হস্তমৈথুনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হওয়ার পর সাথে সাথেই হস্তমৈথুন ছেড়ে দেন অথবা ছেড়ে দেওয়ার কথা ভাবেন। যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। হস্তমৈথুন কোন নিয়মে ছাড়তে হবে অথবা কোন নিয়মে ছাড়লে যৌন জীবনে কোন ক্ষতিকর প্রভাব পরবে না সে বিষয় সম্পর্কে জানতে দেখুন

আমরা হস্তমৈথুন ছাড়তে গিয়ে নানান ধরনের জটিলতায় ভূগি। আজ জানব হস্তমৈথুন ছাড়ার সঠিক নিয়ম।বিস্তারিত জানতে ডা.মো. রুহ...

টিটিএস হোমিও মেডিকেয়ার এর পক্ষ থেকে ফ্রি ইফতার ক্যাম্পেইন এর ১২তম দিন।আলহামদুলিল্লাহ!!
14/04/2022

টিটিএস হোমিও মেডিকেয়ার এর পক্ষ থেকে ফ্রি ইফতার ক্যাম্পেইন এর ১২তম দিন।

আলহামদুলিল্লাহ!!

টিটিএস হোমিও মেডিকেয়ার এর পক্ষ থেকে ফ্রি ইফতার ক্যাম্পেইন এর ২য় দিন।আলহামদুলিল্লাহ!!
04/04/2022

টিটিএস হোমিও মেডিকেয়ার এর পক্ষ থেকে ফ্রি ইফতার ক্যাম্পেইন এর ২য় দিন।

আলহামদুলিল্লাহ!!

হার্নিয়ার হোমিও চিকিৎসা হার্নিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনালি বা অন্য যে কোনো অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাইরে চলে আসা।...
03/04/2022

হার্নিয়ার হোমিও চিকিৎসা

হার্নিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনালি বা অন্য যে কোনো অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাইরে চলে আসা। হার্নিয়া একটি সাধারণ রোগ। জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এ রোগ হতে পারে। ইনগুইনাল হার্নিয়া বেশি হয়ে থাকে। কুচকির মাঝামাঝি ১/২ ইঞ্চি ওপরে এটির প্রাথমিক অবস্থান। এ রোগে আক্রান্ত বেশিরভাগ রোগীই থাকেন পুরুষ। রোগের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পেট বা এবডোমেন ওয়ালের দুর্বলতা। তবে দুর্বলতার কারণেও এ রোগ হতে পারে। যেমন জন্মগত, অপারেশন, আঘাত এবং ইনফেকশন ইত্যাদি। রোগের উপসর্গ হলো হাঁটাচলা করলে, ভারী কিছু ওঠাতে চাইলে কিংবা হাঁচি-কাশি দিলে কুচকির ওপরে গোলাকার বলের মতো ফুলে ওঠে এবং শুয়ে থাকলে এটা দূর হয়ে যায়। মাঝে মধ্যে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। কিছুদিন এভাবে চলার পর গোলাকার ফোলাটি ইসক্রুটামে (অ-কোষ থলিতে) নেমে আসে এবং শুয়ে থাকলে আপনাআপনি পেটের ভেতর শব্দ করে চলে যায়। ফোলা অংশটি বড় হতে থাকে এবং মাঝে মধ্যে চাপ দিয়ে ভেতরে ঢোকাতে হয়। তারপর ধীরে ধীরে চাপ দিলেও আর পেটের ভেতরে ঢোকানো সম্ভব হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হার্নিয়া রোগটি নির্মূল করা যায়। এ জন্য অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিন।

https://youtu.be/RJqcET7Qpqs

Azoospermia (পুরুষের বন্ধ্যাত্ব)থেকে মুক্তি লাভ!আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি রোগ থেকে মুক্তি দান কর...
30/03/2022

Azoospermia (পুরুষের বন্ধ্যাত্ব)থেকে মুক্তি লাভ!

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি রোগ থেকে মুক্তি দান করেন।
টিটিএস হোমিও মেডিকেয়ার থেকে চিকিৎসা নিয়ে পুরুষ বন্ধ্যাত্ব (Azoospermia) থেকে মুক্তি লাভ করা আরো একজন রোগীর রিপোর্ট শেয়ার করলাম।

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি রোগ থেকে মুক্তি দান করেন।টিটিএস হোমিও মেডিকেয়ার থেকে চিকিৎসা নিয়ে সম্প...
20/03/2022

আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি রোগ থেকে মুক্তি দান করেন।
টিটিএস হোমিও মেডিকেয়ার থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ন ভেরিকোসিল থেকে মুক্তি লাভ করা একজন রোগীর রিপোর্ট শেয়ার করলাম।

থাইরয়েডের রোগ:লক্ষণ এবং চিকিৎসা আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শ...
17/03/2022

থাইরয়েডের রোগ:লক্ষণ এবং চিকিৎসা

আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়া সাধন করার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা বিশ্বে অন্যতম হরমোনজনিত সমস্যা হিসেবে চিহ্নিত। হরমোনজনিত রোগের ক্ষেত্রে ডায়াবেটিসের পরই এর অবস্থান। মূলত নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকেন।

থাইরয়েড গ্রন্থিতে নানা ধরনের সমস্যা হতে পারে। যদি এই গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন তৈরিতে ঘাটতি দেখা দেয়, তবে সেটি হাইপোথাইরয়েডিজম। এটি থাইরয়েডের সবচেয়ে পরিচিত সমস্যা। নারীদের ক্ষেত্রে এটি পুরুষদের তুলনায় প্রায় আট গুণ বেশি হয়ে থাকে

https://youtu.be/-csQkTA69ow

আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম থাইরয়েড। মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় ....

16/03/2022

গরম পানি পান করার উপকারিতা।

07/03/2022

আঁচিল দূর করার ০৫টি ঘরোয়া উপায়

আঁচিল এক ধরনের ভাইরাসজনিত সংক্রামণ। আমাদের শরীরের বিভিন্ন অংশে উঠতে দেখা যায়। আঁচিল কিছুটা ফোস্কার মত। মুখের ত্বকে উঠলে এটি খুব বিব্রতকর দেখায়। আঁচিল সাধারণত দীর্ঘস্থায়ী হয়। উঠলে যেন আর যেতেই চায় না। তাই আঁচিল দূর করার জন্য বিভিন্ন প্রকার ওষুধ খাওয়া হয়। এই ওষুধের পরিবর্তে আপনি প্রাকৃতিক উপায়ে আঁচিল দূর করতে পারেন।

আঁচিল দূর করার ০৫টি প্রাকৃতিক উপায়:

❂ অ্যালোভেরা জেল : অ্যালোভেরা ত্বকের জন্য বেশ উপকারী। আঁচিলের উপর কিছু পরিমাণ অ্যালোভেরা জেল লাগিয়ে ম্যাসেজ করুন। ত্বকে জেল শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলেই হবে।

❂ কলার খোসা : কলার খোসার মাধ্যমে আঁচিল দূর করা সম্ভব। খোসার ভিতরের অংশটি বের করে পেস্ট তৈরি করে নিতে হবে। এখন আঁচিলের উপর লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসায় অ্যান্টি অক্সিডেন্ট আছে যা আঁচিল দূর করতে সাহায্য করে।

❂ পেঁয়াজের রস : আঁচিল দূর করতে পেঁয়াজেরও প্রয়োজন রয়েছে। পেঁয়াজ কুচি করে কেটে নিন। পেঁয়াজ কুচি ও আধা চামচ লবণ মিশিয়ে সারাদিন ঢাকনা দিযে রেখে দিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি আঁচিলের উপর ব্যবহার করুন। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিরাতে এটি ব্যবহার করুন দেখবেন আঁচিল দ্রুত সেরে গেছে।

❂ টি ট্রি অয়েল : টি ট্রি অয়েলে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ত্বকের যে কোন ইনফেকশন দ্রুত দূর করতে সাহায্য করে। প্রথমে কিছু তুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার টি ট্রি অয়েলে ভিজিয়ে নিয়ে আঁচিলের উপর লাগান। কয়েক ঘন্টা এভাবে রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি দিনে তিনবার ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে।

❂ রসুন : রসুনের মাধ্যমেও আঁচিল সহজে দূর করা যায়। কয়েকটি রসুনের কোয়া কুচি করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ত্বকের আঁচিলের উপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে বেশিক্ষণ রাখবেন না, ক্ষতি হতে পারে।

টিটিএস হোমিও মেডিকেয়ার
হেল্পলাইন:০১৯১২০৮০০৮৮

সহবাসের সময় বৃদ্ধিতে কার্যকর | Yohimbinum |Increase timing & man powerhttps://youtu.be/0fmT2wCWzPY
27/02/2022

সহবাসের সময় বৃদ্ধিতে কার্যকর | Yohimbinum |Increase timing & man power

https://youtu.be/0fmT2wCWzPY

পুরুষদের সহবাসের সময় বৃদ্ধিতে কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন Yohimbinum ।যেটি ব্যবহারে দীর্ঘ সময় ধরে সহবাস করা যায় ,শ...

Address

City Center, Moni Chattar, Saheb Bazar
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when TTS Homoeo Medicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to TTS Homoeo Medicare:

Share

Nearby clinics