North Bengle Homoeo Medical Board & Research Centre

North Bengle Homoeo Medical Board & Research Centre জটিল ও দুরারোগ্য ব্যাধি ডাক্তারগণের যৌথ প্রচেষ্টা ও পরামর্শের মাধ্যমে সুচিকিৎসা প্রদান।

গত ২ দশক ধরে সামাদিয়া হোমিও ফার্মেসী তে ডাঃ গোলাম সারোয়ার স্যার এর তত্ত্বাবধানে, রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা হতে আগত হ...
20/01/2023

গত ২ দশক ধরে সামাদিয়া হোমিও ফার্মেসী তে ডাঃ গোলাম সারোয়ার স্যার এর তত্ত্বাবধানে, রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা হতে আগত হোমিও ডাক্তারদের প্রশিক্ষণের কার্যক্রম অব্যহত রয়েছে।রাজশাহী বিভাগে সামাদিয়া হোমিও ফার্মেসী হোমিওপ্যাথির প্রাচীন জ্ঞানচর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে।

নিচে ডাক্তারদের ক্লাসের দুইটি খন্ডচিত্র দেওয়া হলোঃ

17/10/2022
20/09/2022

"North Bengle Homoeo Medical Board & Research Center" এর লক্ষ্য ও উদ্দেশ্য....

১)সাম্প্রতিককালে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির তুলনায় অধিক জনপ্রিয়তা ও আধুনিক সমাজের দৃষ্টি কেড়েছে।এর প্রধান একটি কারণ হলো, অ্যালোপ্যাথির আধুনিকায়ন ও এর সহজলভ্যতা।সেই দিককে বিবেচনা করে আমরা আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যেগ নিয়েছি যাতে করে আপনারা আধুনিক হোমিওপ্যাথির সাথে পরিচিতি লাভ করতে পারেন এবং এর সুফল ও সহজলভ্যতা আরও ভালোভাবে ভোগ করতে পারেন।সেই গুরুত্বপূর্ণ দিকটির কথা বিবেচনা করে আমরা আপনাদের জন্য এনেছি......

# হোমিওপ্যাথি সম্বন্ধে প্রাথমিক জ্ঞান, দক্ষতা ও প্রশিক্ষণ লাভ করার বিশেষ সুযোগ।

# যারা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যাবস্থায় ক্যান্সার, লিভার ক্যান্সার, টিউমার ,ব্রেইন টিউমার, হার্ট, গ্যাংগ্রীন সহ জটিল সব বিভিন্ন রোগের চিকিৎসা করাতে চান তারা আমাদের সাথে বিনামূল্যে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।

# দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান হতে ফেরত ও বিদেশ ফেরত জটিলতাপূর্ণ রোগীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠানে।

# আমাদের কাছে রোগী আবেদনের পর, রোগীর বিভিন্ন রিপোর্ট এর ভিত্তিতে সবচেয়ে জটিলতাপূর্ণ ৫ জনকে নির্বাচিত করা হবে।এবং সাধারণ রোগীদেরকে ছাটাই করা হবে।

# যেহুতু একক সিদ্ধান্তের চেয়ে সংঘবদ্ধ সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য। সুতরাং আমাদের homoeo medical board এর অভিজ্ঞতাসম্পূর্ণ প্রতি ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার ১ জন রোগীকে দীর্ঘক্ষন পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের ভিত্তিতে রোগীলিপি প্রস্তত করবেন।

সহযোগিতায়ঃ উত্তরবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি প্রতিষ্ঠান সামাদিয়া হোমিও ফার্মেসী,মালোপাড়া,রাজশাহী।
প্রতিষ্ঠাতা পরিচালকঃ-
ডাঃ মো গোলাম সারোয়ার। (D.H.M.S)

যেকোনো পরামর্শের জন্য ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন এই নম্বরে-0175-3039999. এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজঃ- North Bengle Homoeo Medical Board And Research center.

আমাদের সর্বোচ্চ লক্ষ্য ও উদ্দেশ্য হলো হোমিওপ্যাথির আধুনিকায়ন ও হোমিওপ্যাথির সহজ ব্যাবহার নিশ্চিতকরণ।

আলহামদুলিল্লাহ, বহু প্রতিক্ষার পর উত্তরবঙ্গের বিখ্যাত জেলা রাজশাহী তে চালু হলো,বিশ্বমানের হোমিওপ্যাথি প্রতিষ্ঠান "North ...
17/09/2022

আলহামদুলিল্লাহ,
বহু প্রতিক্ষার পর উত্তরবঙ্গের বিখ্যাত জেলা রাজশাহী তে চালু হলো,
বিশ্বমানের হোমিওপ্যাথি প্রতিষ্ঠান
"North Bengle Homoeo Medical Board And Research Centre"
হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে এবং বিভিন্ন জটিল ও গোপন সমস্যার সমাধানে আমাদের অভিজ্ঞ ডাক্তারমহলের সাথে বিনামূল্যে পরামর্শ করতে পারবেন।

15/08/2022

একের চেয়ে যৌথ সিদ্ধান্ত অধিক নির্ভুল

Address

সাহেব বাজার
Rajshahi
6100

Telephone

+8801753039999

Website

Alerts

Be the first to know and let us send you an email when North Bengle Homoeo Medical Board & Research Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to North Bengle Homoeo Medical Board & Research Centre:

Share

Category