20/09/2022
"North Bengle Homoeo Medical Board & Research Center" এর লক্ষ্য ও উদ্দেশ্য....
১)সাম্প্রতিককালে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথির তুলনায় অধিক জনপ্রিয়তা ও আধুনিক সমাজের দৃষ্টি কেড়েছে।এর প্রধান একটি কারণ হলো, অ্যালোপ্যাথির আধুনিকায়ন ও এর সহজলভ্যতা।সেই দিককে বিবেচনা করে আমরা আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যেগ নিয়েছি যাতে করে আপনারা আধুনিক হোমিওপ্যাথির সাথে পরিচিতি লাভ করতে পারেন এবং এর সুফল ও সহজলভ্যতা আরও ভালোভাবে ভোগ করতে পারেন।সেই গুরুত্বপূর্ণ দিকটির কথা বিবেচনা করে আমরা আপনাদের জন্য এনেছি......
# হোমিওপ্যাথি সম্বন্ধে প্রাথমিক জ্ঞান, দক্ষতা ও প্রশিক্ষণ লাভ করার বিশেষ সুযোগ।
# যারা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যাবস্থায় ক্যান্সার, লিভার ক্যান্সার, টিউমার ,ব্রেইন টিউমার, হার্ট, গ্যাংগ্রীন সহ জটিল সব বিভিন্ন রোগের চিকিৎসা করাতে চান তারা আমাদের সাথে বিনামূল্যে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
# দেশের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান হতে ফেরত ও বিদেশ ফেরত জটিলতাপূর্ণ রোগীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠানে।
# আমাদের কাছে রোগী আবেদনের পর, রোগীর বিভিন্ন রিপোর্ট এর ভিত্তিতে সবচেয়ে জটিলতাপূর্ণ ৫ জনকে নির্বাচিত করা হবে।এবং সাধারণ রোগীদেরকে ছাটাই করা হবে।
# যেহুতু একক সিদ্ধান্তের চেয়ে সংঘবদ্ধ সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য। সুতরাং আমাদের homoeo medical board এর অভিজ্ঞতাসম্পূর্ণ প্রতি ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার ১ জন রোগীকে দীর্ঘক্ষন পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণের ভিত্তিতে রোগীলিপি প্রস্তত করবেন।
সহযোগিতায়ঃ উত্তরবঙ্গের বিখ্যাত হোমিওপ্যাথি প্রতিষ্ঠান সামাদিয়া হোমিও ফার্মেসী,মালোপাড়া,রাজশাহী।
প্রতিষ্ঠাতা পরিচালকঃ-
ডাঃ মো গোলাম সারোয়ার। (D.H.M.S)
যেকোনো পরামর্শের জন্য ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যেকোনো তথ্য জানতে যোগাযোগ করুন এই নম্বরে-0175-3039999. এবং ভিজিট করুন আমাদের ফেসবুক পেজঃ- North Bengle Homoeo Medical Board And Research center.
আমাদের সর্বোচ্চ লক্ষ্য ও উদ্দেশ্য হলো হোমিওপ্যাথির আধুনিকায়ন ও হোমিওপ্যাথির সহজ ব্যাবহার নিশ্চিতকরণ।