11/11/2025
📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
বগুড়া ইমপালস হসপিটাল এ জরুরি ভিত্তিতে একজন মহিলা হসপিটাল কাউন্সেলর নিয়োগ দেওয়া হবে।
🏥 পদের নাম: হসপিটাল কাউন্সেলর (মহিলা)
📍 কর্মস্থল: বগুড়া ইমপালস হসপিটাল (মোহাম্মদ আলী হাসপাতালের পাশে)
📆 আবেদন করার শেষ তারিখ: যত দ্রুত সম্ভব
যোগ্যতা:
ন্যূনতম স্নাতক/সমমান ডিগ্রি
রোগী ও অভিভাবকদের সাথে সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে
হাসপাতাল বা হেলথ সেক্টরে অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
দায়িত্বসমূহ:
রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান
ভর্তি, ছাড়পত্র ও সার্বিক রোগী সেবার বিষয়ে সহায়তা করা
হাসপাতালের বিভিন্ন বিভাগে সমন্বয় করে কাজ করা
📞 যোগাযোগ: 01768667224
🩺 বগুড়া ইমপালস হসপিটাল
(মোহাম্মদ আলী হাসপাতালের পাশে, বগুড়া)