Nursing Counselling

Nursing Counselling Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Counselling, Medical and health, Rajshahi.

31/08/2024

প্রাইভেট নার্সিং কলেজ এ Bsc তে ভর্তি হতে চাইলে নক করুন,,,,, 📲০১৯৬০৯৯২৩৫৭

08/06/2023

কে কোথায় ভর্তি হয়েছেন?

24/05/2023

✅✅ নার্সিং ভর্তি পরীক্ষায় যা যা সাথে করে নিবেন।

1️⃣ এডমিট কার্ড - কালার।
2️⃣ এইচএসসির এডমিট কার্ড/রেজিষ্ট্রেশন কার্ড।
3️⃣ কালি দেখা যায় এমন কলম।
4️⃣ পেন্সিল, রাবার,শার্পনার।
5️⃣হাতে করেই নিবেন এগুলো, এটাই সেইফ।

🟥পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার দিন সকালে করণীয়।
Raju Ahmed

1️⃣বেশি প্রেসার নিয়ে পড়ার দরকার নাই।
2️⃣১০-১১ টার মধ্যে বিছানায় চলে যাবেন।
3️⃣সকালে উঠে ফজরের নামাজটা পড়বেন।
4️⃣মিষ্টি কিছু খাবেন,গ্লুকোজ পানি খাবেন।
5️⃣সকাল বেলা তেমন কিছু পড়ার দরকার নেই।
6️⃣যাত্রাপথে পড়া নিয়ে কোনো আলোচনা,প্রশ্নোত্তর করার প্রয়োজন নেয়।

🟥পরীক্ষার হল সম্পর্কিতঃ

1️⃣১ ঘন্টা আগে পৌছাবেন, ৯ টার আগে!
2️⃣সিটপ্লান খুজে বের করে লাইনে দাড়াবেন।
3️⃣ঘড়ি নিবেন না,হলে ঘড়ি থাকে।
4️⃣এডমিট কার্ডের সিগনেচার সেম করবেন।

সতর্ক:সিগনেচার আলাদা হলে ওএমআর বাতিল হয়ে যাবে।

🟥দাগানোর সময়:

1️⃣ আগে প্রশ্নপত্র ঠিক আছে কিনা,ভাজ,ছেড়া আছে কিনা দেখবেন!
2️⃣ আগে রোল রেজিষ্ট্রেশন পুরন করবেন,সেটকোড চোখ খোলা রেখে পুরণ করবেন।

3️⃣ OMR সিট যেন না ছেড়ে,নিচে না পড়ে,ভাজ যেন না পড়ে,কালি যেন না লেপ্টে যায়!

4️⃣ প্রশ্ন নম্বর দেখে ওএমআর এ ভরট করবেন ব্রেক যেন না হয়!খবরদার🔴🔴

5️⃣ অংক গুলো আগে করা লাগবে না।

6️⃣ প্রথমবারে সবচেয়ে পিওর ভালো পারা গুলো পুরন করার চেস্টা করবেন!

7️⃣দ্বিতীয়বার কনফিউজিং গুলো,তৃতীয়বার একদম আননোন গুলো।

8️⃣আমি বলি ৯৫-১০০ টা দাগাইতে,প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ,কঠিন হলে সবার জন্য কঠিন!

9️⃣দেখাদেখি করবেন না, নার্সিং ভর্তি হলে সবাইই কিন্তু মীরজাফরের খালাত ভাই হয়!
সাবধান!!!

পরীক্ষার আগের রাতে কিছুই মনে পড়বে না,মনে হবে সব ভুলে গেছি
শুধু সৃষ্টিকর্তাকে বলবেন,আমি আমার পরীশ্রমটা করেছি,বাকিটা আপনার কাছে!
এত প্যারা নেওয়ার দরকার নেই
🔴যে যত মাথা ঠান্ডা আর রিল্যাক্স থাকবে সে তত ভালো রেজাল্ট করবে।

🔴🔴প্রশ্ন কখনোই ফাঁস হয়না এখন,দয়া করে এসব ফ্রড কথায় কান দিলে সব ভুলে যাবেন গ্যারান্টি দিচ্ছি!

শুভকামনা রইলো

নিউরন নার্সিং কোচিং সেন্টার সারাদেশ ব্যাপি নিউরন বেশ নাম উজ্জল করেছে,, এইস এস সি ২০২২ সকল পরিক্ষার্থীদের জানায় নিউরন এর ...
02/11/2022

নিউরন নার্সিং কোচিং সেন্টার
সারাদেশ ব্যাপি নিউরন বেশ নাম উজ্জল করেছে,, এইস এস সি ২০২২ সকল পরিক্ষার্থীদের জানায় নিউরন এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা,,,
নার্সিং ভর্তি কোচিং করতে চাইলে যোগাযোগ করুনঃ
০১৭৩১-০৩৫২৫৭

নিউরন নার্সিং কোচিং সেন্টার নিয়ে কিছু কথা....... নিউরন নার্সিং কোচিং সেন্টার দেশের সর্ব বৃহৎ নার্সিং কোচিং সেন্টার। এই ক...
02/10/2022

নিউরন নার্সিং কোচিং সেন্টার নিয়ে কিছু কথা.......
নিউরন নার্সিং কোচিং সেন্টার দেশের সর্ব বৃহৎ নার্সিং কোচিং সেন্টার। এই কেচিং এর শাখা ৩২ টি, পুরো দেশ ব্যাপি নিউরনের নাম ছড়িয়ে পরেছে। এর হেড অফিস #চন্ডিপুর কদমতলা মোড়, লক্ষিপুর, রাজশাহী। নিউরনের চাহিদা এত বেশি যে, যার কারনে রাজশাহী শহরে নিউরন নামে বিভিন্ন কোচিং চালু করেছে অনেকেই, যেমন
* নিউরন এডভান্স
* নিউরন স্পেশাল
* নিউরন প্লাস
*নিউরন পাবলিকেশন
* নিউরো
*নিউক্লিয়াস
শহরে আসল নিউরন খুজে বের করতে সত্যি অসম্ভব হয়ে দাড়িয়েছে বর্তমানে। নিউরন কোচিং সেন্টার শুধুই নিউরন নামে। এর পরিচালক এর নাম " মোঃ সাইফুল ইসলাম "। নিউরন এ ভর্তি হওয়ার আগে অবশ্যই আসল নিউরন যাচাই করবেন। আসল নিউরন বের করার সহজ উপাই গুগলে এর রিভিউ চেক করা এবং সঠিক ঠিকানা খোজ করা।
আরো বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৩১-০৩৫২৫৭

08/08/2022

সুখবর সু খবর সু খবর
নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারে আবারো ১৫ আগস্ট উপলক্ষে পুরো আগস্ট মাস বিশাল ছাড়ে এ্যাডমিশন এবং রি এ্যাডমিশন ভর্তি চলছে।
এই ছাড় শুধু মাত্র আগস্ট মাসে চলোমান থাকবে ।
যারা রি -এ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টার লক্ষীপুর ,কদমতলা মোড় ,
প্রধান কার্যালয় রাজশাহী
যোগাযোগ করুনঃ
+880 1731-035257

19/07/2022

প্রিয় শিক্ষার্থীবৃন্দ
আসলামুআলাইকুম,,,,
এবারে ২০২২-২৩ যারা নার্সিং ভর্তি পরিক্ষা দিবে তাদের জন্য নিউরন নার্সিং কেচিং সেন্টার থেকে আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন,,
এডভান্স ব্যাচদের বিশেষ ছাড়ে এখন থেকেই ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে,,
এবং রি-এডমিশনদের আগামী ০৫.০৭.২০২২ তারিখ থেকে ক্লাস শুরু হবে,,,
ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা আরো কিছু তথ্য জানতে চাইলে কল করুনঃ ০১৭৩১-০৩৫২৫৭
#রাজশাহী_প্রধান_শাখা,,,,,,,

18/07/2022

নার্সিং এ কেউ পড়ে নাকি❓❓
আসুন দেখা যাক নার্সিং এ ক্যারিয়ার কেমন।

💠 সরকারি এবং বেসরকারিভাবে নার্সিং পড়ার জন্য আগে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আপনি নার্সিং পড়তে পারবেন। হোক সেটা Bsc, diploma কিংবা midwifery 🙂

এছাড়া বেসরকারি ভাবে দেশের প্রথম সারির নামকরা নাররাইং কলেজ গুলোতে সীট পেতে হলে আপনাকে ভালো মার্ক অর্জন করে মেরিট লিস্টে থাকতে হবে প্রথম দিকে।

⛔ নার্সিং এ কাজের ধরন কি কি ❓

- Assistant Nurse
- Staff Nurse
- Senior Staff Nurse (SSN)
- Nursing Supervisor
- Deputy Nursing Superintendent
- Nursing Superintendent

🔺 শিক্ষকতা হিসেবে নার্সিংঃ

- Nursing Lecturer,
- Nursing Assistant Professor
- Professor
- Vice Principal
- Principal

▶️ নার্সিং অধিদপ্তরে কাজের সুযোগঃ
- Director, Deputy Director (Admin)
- Deputy Director (Education)
- Project Officer
- Assistant Director (Admin)
- Assistant Director (Education)

আপনার অভিজ্ঞতা এবং কাজের ধরনের উপর নির্ভর করবে আপনি কোন অবস্থানে নিজেকে দেখতে চান ও কাজের ধরন কি হবে।

🔹 জীবনের এই স্তরে এসে সকলেরই ইচ্ছা হয় বাইরের দেশের স্কলারশিপ পাওয়ার। আসুন দেখা যাক বাইরের দেশে উচ্চ শিক্ষার সুযোগঃ

▪️বিদেশে চাকরি পেতে হলে নার্সদের প্রশিক্ষিত হওয়ার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।

▪️ আপনি বাইরের দেশ থেকে MSc, PHD করার সুযোগ পাবেন।

▪️ ট্রেইনিং, ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

▪️ Canada , America সহ উন্নত দেশ গুলোতে আপনি NCLEX [ National Council Licensure Examination ], দক্ষতা ও কাজের উপর ভিত্তি করে সহজেই মাইগ্রেশন ও চাকরি করার সুযোগ পাবেন।

▪️বর্তমানে কুয়েত আমাদের দেশ থেকে উচ্চ বেতনে নার্স নিচ্ছে আপনি চাইলে সুযোগ নিতে পারেন।

▪️ এছাড়া বাংলাদেশের অনেক নার্স সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং ইউরোপের বিভিন্ন দেশ যেমন স্কটল্যান্ড, সুইডেন ও যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে কাজ করছেন।

▶️ হাসপাতালে একজন RN এর কাজ কি কিঃ

🔹 চিকিৎসকের সহযোগী হিসেবে হাসপাতাল বা ক্লিনিকের আউটডোর ও ইনডোর, অপারেশন থিয়েটারে কাজ করতে হয়।

🔹 ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বাস্থ্য পরীক্ষা।

🔹 রোগীর স্বাস্থ্যের অগ্রগতি বা অবনতি সম্পর্কে ডাক্তারকে নিয়মিত জানানো।

🔹 ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিকভাবে ঔষধ প্রদান।

🔹 রোগীর স্বাস্থ্যের অগ্রগতি ও অবনতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদন তৈরি।

🔹 ডাক্তারের প্রেসক্রিপশন ও পরামর্শ সঠিকভাবে বোঝা ও সে অনুযায়ী রোগীর পরিচর্যা করা।

🔹 রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা ও ডাক্তারকে জানানো।

🔹 রোগীর সার্বিক পরিচর্যার দায়িত্ব নেয়া।

⛔ নার্সিং এ কি কি বিষয় পড়তে হয়??

▪️ Anatomy
▪️ Physiology
▪️ Pathophysiology
▪️ Pharmacology
▪️ Microbiology
▪️ Community Nursing
▪️ Computer
▪️ English
▪️ Fundamental Of Nursing
▪️ Population Control & Family Planning
▪️ Nutrition and Dietetics
▪️ Maternal and Child Health Nursing
▪️ Psychology
▪️ Psychiatric Nursing
▪️ Research studies
▪️ Nursing Management and Epidemiology
▪️ Nursing Administration

⛔ নার্সিং কি এতই সোজা??

🔹 উপরের বিষয় গুলো সহ আপনাকে কোর্স শেষে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল আয়োজিত রেজিষ্ট্রেশন/লাইসেন্সিং পরীক্ষায় অংশ নিতে হয়। এতে উত্তীর্ণ হবার মাধ্যমে নিবন্ধিত হলেই পেশা হিসাবে নার্সিং নিতে পারবেন।

নিউরন নার্সিং ভর্তি কোচিং
প্রধান কার্যালয় রাজশাহী
যে কোন প্রয়োজনে
০১৭৩১-০৩৫২৫৭
আঁখি মণি

রি এডমিশন ও এডভান্স ব্যাচে  #বিশাল_ছাড়ে ভর্তি চলছে..ভর্তি চলছে..ক্লাস শুরুঃআগামী ২৫ জুলাই থেকে(রি এডমিশন দের)যোগাযোগ ঃলক...
17/07/2022

রি এডমিশন ও এডভান্স ব্যাচে #বিশাল_ছাড়ে ভর্তি চলছে..ভর্তি চলছে..
ক্লাস শুরুঃআগামী ২৫ জুলাই থেকে(রি এডমিশন দের)
যোগাযোগ ঃলক্ষীপুর,চন্ডীপুর কদমতলার মোড়,রাজশাহী।
মোবাইলঃ০১৭৩১-০৩৫২৫৭

📢 ভর্তি চলছে 📢        📢 ভর্তি চলছে 📢🔴 নার্সিং ভর্তি আগ্রহীদের জন্য সুখবর  🔴দেশের সর্ববৃহৎ, সর্বাধিক জনপ্রিয় ও সফল...নিউর...
20/06/2022

📢 ভর্তি চলছে 📢 📢 ভর্তি চলছে 📢

🔴 নার্সিং ভর্তি আগ্রহীদের জন্য সুখবর 🔴

দেশের সর্ববৃহৎ, সর্বাধিক জনপ্রিয় ও সফল...
নিউরন নার্সিং ভর্তি কোচিং রাজশাহী এডমিশন ও রি-এডমিশন ব্যাচে ভর্তি চলছে ...

📲 মোবাইলঃ ০১৭৩১-০৩৫২৫৭
চন্ডীপুর কদমতলার মোর, লক্ষীপুর,রাজশাহী।


🔯 নিউরন নার্সিং ভর্তি প্রস্তুতি কোর্সসমূহঃ
📜 বিএসসি ইন নার্সিং
📜 ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
📜 ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

🚫🚫 দেশ সেরা নার্সিং ভর্তি কোচিং নিউরন।
কিন্তু দেশের বিভিন্ন জেলায় নিউরনের শাখা না থাকায় নিউরন নামের আগে, পরে কিছু যোগ করে অনেকেই নিউরনের সুনাম ব্যবহারের চেষ্টা করছে! শুধুমাত্র নিউরন নাম নিশ্চিত হয়েই ভর্তি হবেন। রাজশাহী জেলায় নিউরনের একমাত্র অফিসঃ চন্ডীপুর কদমতলা মোর,লক্ষ্মীপুর,রাজশাহী। 🚫🚫

🟧 নিউরন নার্সিং ভর্তি কোচিং,রাজশাহী বৈশিষ্ট্যঃ
✒️ বই, নোট ও লেকচার শীট ফ্রি।
✒️ বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা ক্লাস গ্রহণ।
✒️ নিয়মিত ক্লাস, ক্লাসেই পড়া আদায় এবং পুর্বের দিনের ক্লাসের উপর পরীক্ষা।
✒️ সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক মডেল টেস্ট এবং পুরস্কার প্রদান।
✒️ সকল শিক্ষার্থীদের আলাদাভাবে মনিটরিং।
✒️ A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য সর্বোচ্চ ছাড়।
✒️ অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ছাড়।
✒️ ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা।
✒️ সার্বক্ষণিক তত্ত্বাবধান।

🔷 বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ভর্তি যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগ থেকে ২০১৯/২০২০ সালে SSC বা সমমান এবং ২০২১/২০২২ সালে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। SSC ও HSC সর্বমোট জিপিএ ৭.০০ এবং SSC ও HSC আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে । পাশাপাশি জীব বিজ্ঞানে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
🔷 ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ভর্তি যোগ্যতাঃ যেকোন বিভাগ থেকে ২০১৯/ ২০২০ সালে SSC বা সমমান এবং ২০২১/২০২২ সালে HSC বা সমমান উত্তীর্ণ হতে হবে। SSC ও HSC সর্বমোট জিপিএ ৬.০০ এবং SSC ও HSC আলাদাভাবে জিপিএ ২.৫০ থাকতে হবে ।

★ নিউরন নার্সিং ভর্তি কোচিং, রাজশাহীতে ভর্তি হয়ে সঠিক দিকনির্দেশনায় প্রস্তুতি নিন...
🔴 সেকেন্ড টাইমারদের জন্য রি-এডমিশন ব্যাচে ক্লাস শুরু হবে ১৫ জুলাই, ২০২২।
🟣 ২০২২-২০২৩ সেশনে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর ২০২২।

🔸🔶🔸 যোগাযোগ 🔸🔶🔸
নিউরন নার্সিং কোচিং সেন্টার,রাজশাহী
মোবাইলঃ০১৭৩১-০৩৫২৫৭

ডিপ্লমা ইন নর্সিং সাইন্স  ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর,,,
20/05/2022

ডিপ্লমা ইন নর্সিং সাইন্স ভর্তি পরীক্ষার
প্রশ্নের উত্তর,,,

বিএসসি ইন নার্সিং সাইন্স  ভর্তি পরীক্ষার  প্রশ্নের উত্তর,,,
20/05/2022

বিএসসি ইন নার্সিং সাইন্স ভর্তি পরীক্ষার
প্রশ্নের উত্তর,,,

Address

Rajshahi

Telephone

+8801731035257

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Counselling posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share