24/05/2023
✅✅ নার্সিং ভর্তি পরীক্ষায় যা যা সাথে করে নিবেন।
1️⃣ এডমিট কার্ড - কালার।
2️⃣ এইচএসসির এডমিট কার্ড/রেজিষ্ট্রেশন কার্ড।
3️⃣ কালি দেখা যায় এমন কলম।
4️⃣ পেন্সিল, রাবার,শার্পনার।
5️⃣হাতে করেই নিবেন এগুলো, এটাই সেইফ।
🟥পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার দিন সকালে করণীয়।
Raju Ahmed
1️⃣বেশি প্রেসার নিয়ে পড়ার দরকার নাই।
2️⃣১০-১১ টার মধ্যে বিছানায় চলে যাবেন।
3️⃣সকালে উঠে ফজরের নামাজটা পড়বেন।
4️⃣মিষ্টি কিছু খাবেন,গ্লুকোজ পানি খাবেন।
5️⃣সকাল বেলা তেমন কিছু পড়ার দরকার নেই।
6️⃣যাত্রাপথে পড়া নিয়ে কোনো আলোচনা,প্রশ্নোত্তর করার প্রয়োজন নেয়।
🟥পরীক্ষার হল সম্পর্কিতঃ
1️⃣১ ঘন্টা আগে পৌছাবেন, ৯ টার আগে!
2️⃣সিটপ্লান খুজে বের করে লাইনে দাড়াবেন।
3️⃣ঘড়ি নিবেন না,হলে ঘড়ি থাকে।
4️⃣এডমিট কার্ডের সিগনেচার সেম করবেন।
সতর্ক:সিগনেচার আলাদা হলে ওএমআর বাতিল হয়ে যাবে।
🟥দাগানোর সময়:
1️⃣ আগে প্রশ্নপত্র ঠিক আছে কিনা,ভাজ,ছেড়া আছে কিনা দেখবেন!
2️⃣ আগে রোল রেজিষ্ট্রেশন পুরন করবেন,সেটকোড চোখ খোলা রেখে পুরণ করবেন।
3️⃣ OMR সিট যেন না ছেড়ে,নিচে না পড়ে,ভাজ যেন না পড়ে,কালি যেন না লেপ্টে যায়!
4️⃣ প্রশ্ন নম্বর দেখে ওএমআর এ ভরট করবেন ব্রেক যেন না হয়!খবরদার🔴🔴
5️⃣ অংক গুলো আগে করা লাগবে না।
6️⃣ প্রথমবারে সবচেয়ে পিওর ভালো পারা গুলো পুরন করার চেস্টা করবেন!
7️⃣দ্বিতীয়বার কনফিউজিং গুলো,তৃতীয়বার একদম আননোন গুলো।
8️⃣আমি বলি ৯৫-১০০ টা দাগাইতে,প্রশ্ন সহজ হলে সবার জন্য সহজ,কঠিন হলে সবার জন্য কঠিন!
9️⃣দেখাদেখি করবেন না, নার্সিং ভর্তি হলে সবাইই কিন্তু মীরজাফরের খালাত ভাই হয়!
সাবধান!!!
পরীক্ষার আগের রাতে কিছুই মনে পড়বে না,মনে হবে সব ভুলে গেছি
শুধু সৃষ্টিকর্তাকে বলবেন,আমি আমার পরীশ্রমটা করেছি,বাকিটা আপনার কাছে!
এত প্যারা নেওয়ার দরকার নেই
🔴যে যত মাথা ঠান্ডা আর রিল্যাক্স থাকবে সে তত ভালো রেজাল্ট করবে।
🔴🔴প্রশ্ন কখনোই ফাঁস হয়না এখন,দয়া করে এসব ফ্রড কথায় কান দিলে সব ভুলে যাবেন গ্যারান্টি দিচ্ছি!
শুভকামনা রইলো