30/06/2024
রাজশাহী জেলায় বিশ্ব ক্লাবফুট দিবস ২০২৪ উদযাপন
World Clubfoot Day 2024 Celebration at Rajshahi
রাজশাহীতে ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল এবং ওয়াক ফর লাইফ ক্লাবফুট প্রকল্পের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দাতাসংস্থা মিরাকলফিট ও একশন অন পোভার্টি'র সহযোগিতায় নানান কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব ক্লাবফুট দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে ক্লাবফুট মুক্ত শিশু ও তাদের অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ক্লাবফুট দিবসের বিশেষ র্যালি বের করা হয়। এরপর র্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় অত্র হাসপাতালে এসে শেষ হয়। পরবর্তীতে উক্ত হাসপাতালের সম্মেলন কক্ষে ক্লাবফুট সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ হাফিজ; যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল হক; ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মামুনুর রহমান এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে রাজশাহী জেলায় অবস্থিত ওয়াক ফর লাইফ ক্লাবফুট পুনর্বাসন কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ও পনসেটি প্র্যাকটিশনার মোঃ মেহেদী হাসান বলেন, "চিকিৎসায় অবহেলিত ক্লাবফুট নিয়ে জীবন যাপনকারী ব্যক্তিরা জীবনের সব ক্ষেত্রে বাধার মুখোমুখি হয় যেমন- শিক্ষা হতে বঞ্চিত হওয়া, কর্মসংস্থানের সুযোগ ও সামাজিক অংশগ্রহণে সীমাবদ্ধতা, দারিদ্রতা এবং সর্বোপরি সমাজ ও জাতির জন্য এরা একটা বোঝা হয়ে যায়। জন্মগত ত্রুটি সমূহের মধ্যে ক্লাবফুট অন্যতম। অনেকে একে মুগুর পা বলে থাকে। এটি শিশুদের একটি জন্মগত শারীরিক বিকৃতি যেখানে শিশুর পায়ের পাতার আকৃতি বা অবস্থান ভিতরের দিকে মোচড়ানো থাকে। শিশু বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরের ভর পায়ের একপাশে পরে, ফলে ত্বকের পৃষ্ঠের উপর ক্ষতের সৃষ্টি ও ব্যথার কারণ হয়। ব্যক্তিটি সাধারণ জুতা পরতে সক্ষম হয় না। এছাড়াও এরূপ দৃশ্যমান বিকৃতির জন্য লোকজন বিভিন্ন ভাবে বৈষম্য বা কুটক্তি করে।"
উল্লেখ্য, বর্তমানে রাজশাহীতে ডায়াবেটিক এসোসিয়েশন জেনারেল হাসপাতাল-এ সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ওয়াক ফর লাইফ ক্লাবফুট পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ওয়াক ফর লাইফ ক্লাবফুট পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধান ও সার্বিক দিকনির্দেশনায় রয়েছেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ওবায়দুল হক, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক বিভাগ এবং ডা. দীন মোহাম্মদ সোহেল, আবাসিক সার্জন (অর্থো)।
রাজশাহী জেলায় ক্লাবফুট চিকিৎসাসেবা সম্পর্কে জানতে যোগাযোগ করুন:
01744559708