16/07/2022
ডোজ সম্পর্কে ১ম পোস্টঃ
আজকে আমরা Drop নিয়ে কিছু কথা বলবো, কিভাবে সহজে Drop ব্যবহার করতে পারি।
🔯কাদের Drop আর কাদের syrup দিবো??
👉উত্তর: ০-৩ মাস পর্যন্ত drop. ৩ মাসের পর থেকে সিরাপ
সাধারনত liquid form থাকে, আমাদের কে ml এর হিসেব জানতে হবে।
⏩1ml=15 drop.
⏩1drop= 4 micro drop.
🔴Note : pediatrics এর আপনি যত ml হিসেব করে ডোজ শিখবেন, ডোজ তত নিক্ষুত আর সঠিক হবে।
তাহলে আজকে শিখবো,
Drop/kg/dose: অথাৎ কোন ঔষধ প্রতি কেজিতে কত ফোট দিব।
??1) : 20-40mg/kg/day 1ml=100mg.
👉2 ফোটা/ প্রতিকেজিতে... tds
🍶2) : 10mg/kg/day. 1ml =20mg
👉১.৫ ফোটা/প্রতিকেজি bd
🍶3) : 0.2-0.4mg /kg/day. 1ml=5mg
👉১ফোটা/প্রতিকেজি tds
🍶4) (syrup) : 1-4mg/kg/day 1ml=8mg
👉৮ফোটা/প্রতিকেজি OD
🍶5) :1-3mg/kg/day 1ml=50mg.
👉1ফোটা/প্রতিকেজি od
🍶6) (syp):10-20mgmkg/day
1ml=60mg
👉১.৫ফোটা/প্রতিকেজি bd
🍶7) :10-15mg/kg/dose 1ml=80mg
👉৩ ফোটা/ প্রতিকেজি tds/qds
??8) (syp):5mg/kg/day 1ml=4mg
👉১০ফোটা/প্রতিকেজি bd
🍶9) (syp):2-4mg/kg/day 1ml=15mg
👉৩ফোটা/প্রতিকেজি..bd.
🍶10) : 10-20mg/kg/day. 1ml=25mg
👉৭ফোটা 0.5ml/প্রতি কেজি bd
উপরের ওষধ গুলো এভাবে ড্রপ আকারে সহজেই মনে রাখতে পারেন।
উদাহরণ:
1)Cefaclor 20-40mg/kg/day
1ml=100mg
২ফোটা/প্রতিকেজি tds.
তাহলে,
মনে করি ওজন ৫ কেজি
ডোজঃ ৪০×৫=২০০ মি.গ্রা.
যদি 1ml=15drop হয়
তাহলে, ১৫ ফোটার মধ্যে ঔষধ থাকছে 100mg। ওজন অনুযায়ী পাবে 200mg বা 2ml.
2ml=30 drop (200mg)
আমরা বলেছিলাম ২ফোটা/
প্রতিকেজি. তাহলে ২×৫ =১০ফোটা
যেহেতু tds ১০ফোটা করে ৩বার
অথবা 0.7ml করে Tds.
(কোন ভুল হলে অভিজ্ঞরা ঠিক করে দিবেন দয়া করে)