DR. Onupom Treatment

DR. Onupom Treatment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR. Onupom Treatment, Medical and health, Rajshahi.

16/07/2022


ডোজ সম্পর্কে ১ম পোস্টঃ

আজকে আমরা Drop নিয়ে কিছু কথা বলবো, কিভাবে সহজে Drop ব্যবহার করতে পারি।

🔯কাদের Drop আর কাদের syrup দিবো??
👉উত্তর: ০-৩ মাস পর্যন্ত drop. ৩ মাসের পর থেকে সিরাপ

সাধারনত liquid form থাকে, আমাদের কে ml এর হিসেব জানতে হবে।

⏩1ml=15 drop.
⏩1drop= 4 micro drop.

🔴Note : pediatrics এর আপনি যত ml হিসেব করে ডোজ শিখবেন, ডোজ তত নিক্ষুত আর সঠিক হবে।

তাহলে আজকে শিখবো,
Drop/kg/dose: অথাৎ কোন ঔষধ প্রতি কেজিতে কত ফোট দিব।

??1) : 20-40mg/kg/day 1ml=100mg.
👉2 ফোটা/ প্রতিকেজিতে... tds

🍶2) : 10mg/kg/day. 1ml =20mg
👉১.৫ ফোটা/প্রতিকেজি bd

🍶3) : 0.2-0.4mg /kg/day. 1ml=5mg
👉১ফোটা/প্রতিকেজি tds

🍶4) (syrup) : 1-4mg/kg/day 1ml=8mg
👉৮ফোটা/প্রতিকেজি OD

🍶5) :1-3mg/kg/day 1ml=50mg.
👉1ফোটা/প্রতিকেজি od

🍶6) (syp):10-20mgmkg/day
1ml=60mg
👉১.৫ফোটা/প্রতিকেজি bd

🍶7) :10-15mg/kg/dose 1ml=80mg
👉৩ ফোটা/ প্রতিকেজি tds/qds

??8) (syp):5mg/kg/day 1ml=4mg
👉১০ফোটা/প্রতিকেজি bd

🍶9) (syp):2-4mg/kg/day 1ml=15mg
👉৩ফোটা/প্রতিকেজি..bd.

🍶10) : 10-20mg/kg/day. 1ml=25mg
👉৭ফোটা 0.5ml/প্রতি কেজি bd

উপরের ওষধ গুলো এভাবে ড্রপ আকারে সহজেই মনে রাখতে পারেন।

উদাহরণ:
1)Cefaclor 20-40mg/kg/day
1ml=100mg
২ফোটা/প্রতিকেজি tds.

তাহলে,
মনে করি ওজন ৫ কেজি
ডোজঃ ৪০×৫=২০০ মি.গ্রা.
যদি 1ml=15drop হয়
তাহলে, ১৫ ফোটার মধ্যে ঔষধ থাকছে 100mg। ওজন অনুযায়ী পাবে 200mg বা 2ml.
2ml=30 drop (200mg)

আমরা বলেছিলাম ২ফোটা/
প্রতিকেজি. তাহলে ২×৫ =১০ফোটা
যেহেতু tds ১০ফোটা করে ৩বার
অথবা 0.7ml করে Tds.

(কোন ভুল হলে অভিজ্ঞরা ঠিক করে দিবেন দয়া করে)

20/06/2022

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR. Onupom Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share