South Indian Treatment Plan

South Indian Treatment Plan Medical information & Tourism. Visa Consults. Travel Agency

22/08/2025

Angioplasty - Medical animation.

Send a message to learn more

আমরা সবাই যদি স্ট্রোক চেনার এই ছোট্ট কৌশলটা শিখে ফেলি, হয়তো একদিন সেটা আমাদের প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে।---একট...
13/08/2025

আমরা সবাই যদি স্ট্রোক চেনার এই ছোট্ট কৌশলটা শিখে ফেলি, হয়তো একদিন সেটা আমাদের প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে।

---

একটি সত্য ঘটনা, যা বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি

একটি জমজমাট অনুষ্ঠানে, হাসি-আনন্দে ভরা মুহূর্তে, এক ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেলেন।
সবাই ছুটে গেলেন তাঁর দিকে।
তিনি উঠে দাঁড়ালেন, হাসলেন, বললেন—

> “কিছু হয়নি, নতুন জুতোর হিল মেঝের টাইলসে আটকে গিয়েছিল।”

কেউ কেউ এম্বুলেন্স ডাকতে চাইলো, কিন্তু তিনি হাত নেড়ে বললেন—“প্রয়োজন নেই।”
তিনি আবার খাবার নিলেন, অতিথিদের সঙ্গে গল্প করলেন, এমনকি অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকলেনও।
তবুও… কেউ খেয়াল করেনি, তাঁর শরীর যেন অল্প কেঁপে কেঁপে উঠছে।

---

পরদিন দুপুরে

ভদ্রমহিলার স্বামী ফোন করলেন—

> “তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

সেদিন সন্ধ্যা ছয়টার মধ্যে তিনি মারা গেলেন।
ডাক্তাররা বললেন—অনুষ্ঠানের সময়ই তিনি স্ট্রোক করেছিলেন।
যদি তখন কেউ চিনতে পারতেন, হয়তো ফলাফল অন্য রকম হতো।

---

স্ট্রোকের আসল বিপদ

স্ট্রোক সবসময় তৎক্ষণাৎ মৃত্যু ঘটায় না। অনেককে সারা জীবনের জন্য বিছানায় শুয়ে থাকতে হয়—হাত-পা অকেজো, মুখ বেঁকে যাওয়া, কথা হারানো… একা, অসহায়, নির্ভরশীল।
সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো—আমরা প্রায়শই বুঝতেই পারি না, কী ঘটছে।

---

সময়ই জীবন

বিশেষজ্ঞরা বলেন—স্ট্রোকের পর প্রথম ৩ ঘণ্টা হচ্ছে “গোল্ডেন টাইম”। এই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিতে পারলে অনেক সময় সম্পূর্ণ সুস্থ করা সম্ভব।
কিন্তু এর জন্য প্রথমে চেনা শিখতে হবে।

---

স্ট্রোক চেনার সহজ ৩ ধাপ – S T R

যখন সন্দেহ হবে, রোগীকে এই তিনটি কাজ করাতে বলুন—

1. S – Smile
তাঁকে হাসতে বলুন। মুখের একপাশ বেঁকে গেলে সতর্ক হন।

2. T – Talk
তাঁকে একটি সহজ বাক্য বলতে বলুন, যেমন:

> “আজকের দিনটা সুন্দর।”
কথা জড়িয়ে গেলে, ভুল উচ্চারণ হলে সতর্ক হন।

3. R – Raise both hands
তাঁকে দুই হাত একসাথে তুলতে বলুন। এক হাত দুর্বল হয়ে নামতে থাকলে দেরি না করে হাসপাতালে নিন।

---

আরেকটি বাড়তি টিপস – Tongue (জিভ)

যদি সুযোগ থাকে, রোগীকে জিভ বের করতে বলুন।
জিভ যদি বেঁকে একদিকে চলে যায়, তাও স্ট্রোকের লক্ষণ হতে পারে।

---

আপনার করণীয়

📌 S, T, R – এই তিন ধাপ মনে রাখুন।
📌 যে কোনও একটি পরীক্ষায় সমস্যা হলে সময় নষ্ট করবেন না।
📌 সরাসরি নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং ডাক্তারকে বিস্তারিত বলুন।

একটি জীবন বাঁচানো মানে—একটি পরিবার বাঁচানো।
আজ শিখুন, কাল হয়তো এটি আপনার হাতেই হবে কারও শেষ ভরসা।

10/08/2025

হ্যালো!

কেমন আছেন সবাই?

প্রস্রাব আটকে রাখলে অনেক রকম স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন মূত্রনালীর সংক্রমণ, কিডনির সমস্যা, এবং প্রস্রাব নিয়ন্ত্রণহ...
17/06/2025

প্রস্রাব আটকে রাখলে অনেক রকম স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন মূত্রনালীর সংক্রমণ, কিডনির সমস্যা, এবং প্রস্রাব নিয়ন্ত্রণহীনতা। দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয়।

প্রস্রাব আটকে রাখলে কী হতে পারে:

মূত্রনালীর সংক্রমণ (Urinary Tract Infection - UTI):
প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়, যা সংক্রমণ সৃষ্টি করে।

কিডনির সমস্যা (Kidney Problems):
প্রস্রাব আটকে থাকলে কিডনির কার্যকারিতা কমে যেতে পারে এবং কিডনিতে পাথরও হতে পারে।

প্রস্রাব নিয়ন্ত্রণহীনতা (Urinary Incontinence):
দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয়ের পেশি দুর্বল হয়ে যায়, ফলে প্রস্রাব নিয়ন্ত্রণ করতে সমস্যা হতে পারে।

হাইড্রোনেফ্রোসিস (Hydronephrosis):
মূত্রাশয় অতিরিক্ত প্রস্রাব ধারণ করলে, তা কিডনির দিকে ফিরে যেতে পারে, যার ফলে কিডনি ফুলে যায় এবং ব্যথা হতে পারে।

প্রস্রাব ধরে রাখার সমস্যা (Urinary Retention):
প্রস্রাব আটকে রাখলে পরবর্তীতে প্রস্রাব করতে অসুবিধা হতে পারে।

সৃষ্ট সমস্যা (Other issues):
প্রস্রাব আটকে রাখলে পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হতে পারে, এবং মূত্রাশয় প্রসারিত ও দুর্বল হতে পারে।

করণীয়:

নিয়মিত প্রস্রাব ত্যাগ করুন।
প্রস্রাব করার আগে বেশি সময় ধরে না রাখা উচিত।
শরীরে পর্যাপ্ত পরিমাণে জল পান করে মূত্রনালীর স্বাস্থ্য ভালো রাখুন।
যদি প্রস্রাব আটকে থাকার সমস্যা বা প্রস্রাবের কোনো অন্য সমস্যা অনুভব করেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

আইভিএফ (IVF) এর পুরো নাম হলো In Vitro Fertilization, বাংলায় বলা যায় "শুক্রাণু ও ডিম্বাণুর শরীরের বাইরে মিলন ঘটিয়ে সন্তান...
09/05/2025

আইভিএফ (IVF) এর পুরো নাম হলো In Vitro Fertilization, বাংলায় বলা যায় "শুক্রাণু ও ডিম্বাণুর শরীরের বাইরে মিলন ঘটিয়ে সন্তান ধারণের চিকিৎসা"। এটি বন্ধ্যাত্ব (infertility) সমস্যা কাটিয়ে সন্তান নেয়ার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি।

👉👉 আইভিএফ ট্রিটমেন্ট কীভাবে হয়?

👉👉 আইভিএফ চিকিৎসা সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়:

১. ডিম্বাণু উৎপাদনের জন্য ওষুধ দেওয়া (Ovulation induction):

মহিলাকে কিছু হরমোনাল ইনজেকশন বা ওষুধ দেওয়া হয় যাতে একাধিক ডিম্বাণু (egg) তৈরি হয়।

২. ডিম্বাণু সংগ্রহ (Egg Retrieval):

পরিপক্ব ডিম্বাণুগুলো শরীর থেকে একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে বের করে নেওয়া হয়।

৩. শুক্রাণু সংগ্রহ (S***m Collection):

পুরুষের শুক্রাণু নেওয়া হয় একই দিনে।

৪. ল্যাবরেটরিতে নিষিক্তকরণ (Fertilization):

ডিম্বাণু ও শুক্রাণু ল্যাবে একত্র করে রাখা হয় যাতে প্রাকৃতিকভাবে বা ICSI নামক পদ্ধতিতে নিষিক্ত (fertilize) হয় এবং এম্ব্রিও তৈরি হয়।

৫. এম্ব্রিও স্থানান্তর (Embryo Transfer):

নিষিক্ত হওয়া এক বা একাধিক অ্যাম্ব্রিও ৩-৫ দিন পর মহিলার জরায়ুতে (uterus) প্রতিস্থাপন করা হয়।

৬. গর্ভধারণ নিশ্চিত করা:

প্রায় ১২-১৪ দিন পর রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হয় গর্ভধারণ হয়েছে কিনা।

👉👉 কারা আইভিএফ করতে পারেন?

দীর্ঘদিন সন্তান না হলে (দম্পতির বন্ধ্যাত্ব)

ফেলোপিয়ান টিউব ব্লক থাকলে

PCOS বা অ্যান্ডোমেট্রিওসিসে

পুরুষের শুক্রাণু কম থাকলে বা দুর্বল হলে

বারবার গর্ভপাত হলে

আইভিএফ সফলতার হার:

বয়স, স্বাস্থ্য, এবং সমস্যার ধরন অনুযায়ী ভিন্ন হয়। সাধারণভাবে:

বয়স ৪০-এর নিচে হলে সফলতার হার বেশি

বয়স বেশি হলে হার কমে

06/05/2025

হ্যালো বন্ধুরা।
কেমন আছেন সবাই?

ইনভিটেশন /আয়ুস ভিসা প্রদানের পূর্বেই প্রাক যাচাই করতে হচ্ছে।আপনি মেডিকেল কোন জটিলতায় ভুগতেছেন,কি অবস্থা,কতটা জরুরি।তাই আ...
22/04/2025

ইনভিটেশন /আয়ুস ভিসা প্রদানের পূর্বেই প্রাক যাচাই করতে হচ্ছে।
আপনি মেডিকেল কোন জটিলতায় ভুগতেছেন,কি অবস্থা,কতটা জরুরি।
তাই আজই নক করুণ!
.

Visa will be More transparent.Happy Medical journey.
20/04/2025

Visa will be More transparent.
Happy Medical journey.

ইনবক্স করুন!
20/04/2025

ইনবক্স করুন!

ইনভিটেশন /আয়ুস ভিসা প্রদানের পূর্বেই প্রাক যাচাই করতে হচ্ছে।আপনি মেডিকেল কোন জটিলতায় ভুগতেছেন,কি অবস্থা,কতটা জরুরি।তাই আ...
20/04/2025

ইনভিটেশন /আয়ুস ভিসা প্রদানের পূর্বেই প্রাক যাচাই করতে হচ্ছে।
আপনি মেডিকেল কোন জটিলতায় ভুগতেছেন,কি অবস্থা,কতটা জরুরি।

তাই আজই নক করুণ!
.

19/04/2025

ভারতীয় বিভিন্ন হাসপাতালের আয়ুস ভিসা ও ইনভিটেশন লেটার লাগলে প্রয়োজনে নক করতে পারেন।
ধন্যবাদ।

medical journey

Send a message to learn more

Address

Rajshahi
6100

Alerts

Be the first to know and let us send you an email when South Indian Treatment Plan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to South Indian Treatment Plan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram