Molla Pharmacy

Molla Pharmacy আপনার জরুরি এবং নিত্য প্রয়োজনীয় যেকো?

01/06/2025

আসলে আপনারা সকলেই জানেন,বিগত বছর গুলোতে অনেক সুস্থ সুন্দর ভাবে রাজশাহী র 'আম নিয়ে কাজ করেছি,প্রতিবারের ন্যায় এই বার আম নিয়ে কাজ করব /করছি ইনশাআল্লাহ।
তাই আমার প্রিয় ভাই ও বোনেরা যারা ফর্মালিন মুক্ত আম নিতে চান, বা আমের এই সিজনে আম নিয়ে ব্যাবসা করে চান , দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল। খুচরা ও পাইকারি দেওয়া হয়।
বি:দ্র:অনেক দ্রুত আম পাঠানোর ব্যাবস্থা করা হয়,ট্রেন বা বাস এর মাধমে পাঠানো হয়,কারন কুরিয়ারে অনেক সময় আম নষ্ট হয়ে যায়।
আমি মুজাহিদ,
বাসা :রাজশাহী সদর,
ফোন:01738-691147 whatsapp

আসলে আপনারা সকলেই জানেন,বিগত বছর গুলোতে অনেক সুস্থ সুন্দর ভাবে রাজশাহী র 'আম নিয়ে কাজ করেছি,প্রতিবারের ন্যায় এই বার আম ন...
23/05/2025

আসলে আপনারা সকলেই জানেন,বিগত বছর গুলোতে অনেক সুস্থ সুন্দর ভাবে রাজশাহী র 'আম নিয়ে কাজ করেছি,প্রতিবারের ন্যায় এই বার আম নিয়ে কাজ করব /করছি ইনশাআল্লাহ। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা যারা ফর্মালিন মুক্ত আম নিতে চান, দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল।
আমি মুজাহিদ,
বাসা :রাজশাহী সদর,
ফোন:01738-691147 whatsapp

26/10/2024

“إيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإنَّمَا مَثَلُ مُحَقَّرَاتِ الذُّنُوبِ كَمَثَلِ قَوْمٍ نَزَلُوا بِبَطْنِ وَادٍ فَجَاءَ ذَا بِعُودٍ وَجَاءَ ذَا بِعُودٍ حَتَّى حَمَلُوا مَا أنْضَجُوا بِهِ خُبْزَهُمْ وَإنَّ مُحَقَّرَاتِ الذُّنُوبِ مَتَى يَأخُذُ بِهَا صَاحِبُهَا تُهْلِكُهُ” وَفِي رِوَايَةٍ: “إيَّاكُمْ وَمُحَقَّرَاتِ الذُّنُوبِ فَإنَّهُنَّ يَجْتَمِعْنَ عَلَى الرَّجُـلِ حَتَّى يُهْلِكَنَّهُ” رواه أحمد (صحيح الجامع: ২৬৮৬ু ২৬৮৭)

‘‘তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও! নগণ্য ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ হল ঐ লোকদের মত যারা কোন মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি (জ্বালানি কাঠ) সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত এতটা লাকড়ি তারা সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো হল। নিশ্চয় নগণ্য ছোট ছোট গুনাহতে লিপ্ত থাকা ব্যক্তিদেরকে যখন সেই নগণ্য ছোট ছোট গুনাহগুলো গ্রাস করবে (পাকড়াও করবে) তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে।’’ অন্য এক বর্ণনায় এসেছে যে, ‘‘তোমরা নগণ্য ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও; কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে অতঃপর তাকে ধ্বংস করে দেয়।’’ (আহমদ, সহীহ আল-জামে’ ২৬৮৬-২৬৮৭)

· পূর্ণতার বলয়ে আবদ্ধ হয়েও আমাদের অভিযোগের শেষ নেই। রিজিক, আবাসস্থল, হাসি, আনন্দ, বন্ধুমহল এবং তামাশার পুরোটাই জীবনে অব্...
18/10/2024

·
পূর্ণতার বলয়ে আবদ্ধ হয়েও আমাদের অভিযোগের শেষ নেই। রিজিক, আবাসস্থল, হাসি, আনন্দ, বন্ধুমহল এবং তামাশার পুরোটাই জীবনে অব্যাহত আছে তবুও, অনুযোগ আর আক্ষেপে এমনভাবে ডুবে যাই, এতো নির্লজ্জ হয়ে জীবন যাপন করি যেনো; সমস্ত প্রাপ্তি এই দুনিয়াতেই আমার হবে।
অপরদিকে, আল-আকসায় চেয়ে দেখি ফিলিস্তিনি শিশুদের দেখি, তাদের মা-বাবা এবং তাদের যাপিত জীবন দেখি। পুরো আকসা যেনো রক্তের সমুদ্র গোলাবারুদের গন্ধ, দগ্ধ দেহ, আদুরে সন্তানের ছিন্নভিন্ন শরীর, আবাসস্থল নেই না আছে আহার এবং পানীয়ের ব্যবস্থা। কি নিদারুণ ব্যথা বয়েও তাদের শাহাদাত আঙুল সদা কালিমার সাক্ষ্য দেয়, জবানে চলমান থাকে রবের জিকির। তাদের ঈমানের জোর তাদেরকে শাহাদাতের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তারা ধ্বংসস্তুপের মাঝেই ঈমানী ফুলের বাগান তৈরী করে, তাদের আর্তনাদ আছে তবে রবের দ্বারে দুঃখ নিয়ে কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ!
অতঃপর; নিজের দিকে তাকিয়ে দেখি কতোই না অধম আমি, পূর্ণ হয়েও কেমন করে অকৃতজ্ঞ হই!

01/10/2024

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ كَٱلْأَنْعَـٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْغَـٰفِلُونَ ( ١٧٩sura araf )

কুরআনে যে হৃদয় প্রশান্ত হয় না, সে হৃদয়ের চিকিৎসা দরকার। এ চিকিৎসাও অধিক হারে তিলাওয়াতের মাঝেই নিহিত! কুরআন-বর্জন এমন অসু...
30/08/2024

কুরআনে যে হৃদয় প্রশান্ত হয় না, সে হৃদয়ের চিকিৎসা দরকার। এ চিকিৎসাও অধিক হারে তিলাওয়াতের মাঝেই নিহিত! কুরআন-বর্জন এমন অসুখ, যার আরোগ্যও কুরআনেই। অনিচ্ছায় পড়তে পড়তে স্বাদ চলে আসবে ইন শা আল্লাহ। শুধু নফসকে শাসিয়ে অভ্যাসটা তৈরি করা দরকার।

– অনেক বেশি মন খারাপ লাগছে? – মনের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে? অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যান। এরপর সিজদায় দুই ন...
29/08/2024

– অনেক বেশি মন খারাপ লাগছে?
– মনের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা কাজ করছে?
অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যান। এরপর সিজদায় দুই নয়নে অশ্রু ছেড়ে দিয়ে কাউকে বলতে না পারা কথাগুলো আপনার রব'কে বলে ফেলুন। দেখবেন, এরপর অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করবেন, ইনশাআল্লাহ।

03/04/2024
আহ রাজশাহীর টাটকা আম খেতে কি মজা, মজা পেতে হলে চলে আসুন রাজশাহী  তে
03/06/2022

আহ রাজশাহীর টাটকা আম খেতে কি মজা, মজা পেতে হলে চলে আসুন রাজশাহী তে

Address

Rajshahi
6206

Telephone

+8801637261281

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molla Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Molla Pharmacy:

Share