Hafij

Hafij Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafij, Rajshahi.

01/01/2024
স্যার একটা কথা কমু?-কি বল?-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?-কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু,পেটে খুব ক্ষিধা লাগছে।-...
01/02/2023

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন?
-কেন? কি করবা?
-বাসায় গিয়া ভাত খামু,পেটে খুব ক্ষিধা লাগছে।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বি না।
-কেন?
-তরকারি নাই। আর লবন দিয়া ভাত খাইতে পারি না।তাই খাইতে পারি নাই।কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-'মা' কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখব।হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।'মা'খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?
হ্যাঁ যাব।
যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!!!সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। আর তাকাবেনই বা কেন??
তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তোনিজেকে নিয়ে ব্যস্ত।হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়।কেউ পাখি,কেউ কিরণমালা!কেউ শীলা!কি বাজে নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি।কিন্তু বুঝতে চাই না এই বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে???
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা দেন।তখন আমরা বলি ভাংতি টাকা নাই। মাফ কর!গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজে অনেকেই যায়।কত টাকা খরচ হয় হিসাব রাখে না।অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।ঐ গরীব লোক গুলোর অপরাধ কি????

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন।আসুন আমাদের যার যা সাম্যর্থ রয়েছে আমরা এদের পাশে দাড়াই।আমাদের বাড়তি খরচের টাকার কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করার চেষ্টা করি।

আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন।

প্রতিটি হারানোয় একেকটা শিক্ষা থাকে হোক সেটি প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস।লেখা: আখলাকুজ্জামান📷: Hafij 🏵️🌼
13/01/2022

প্রতিটি হারানোয় একেকটা শিক্ষা থাকে হোক সেটি প্রিয় মানুষ কিংবা প্রিয় জিনিস।

লেখা: আখলাকুজ্জামান
📷: Hafij 🏵️🌼

দুঃখ য‌দি দাও হে প্রভু শ‌ক্তি দাও স‌হিবা‌রে __________                 রবীন্দ্রনাথ ঠাকুর / বি‌চিত্র পর্যায়।            ম...
13/01/2022

দুঃখ য‌দি দাও হে প্রভু
শ‌ক্তি দাও স‌হিবা‌রে __________

রবীন্দ্রনাথ ঠাকুর / বি‌চিত্র পর্যায়।

মা হলো বর্ষা ঋতু,
মা সব সময়ই সন্তানের জন্যে
হাসিমুখে দুঃখ বরণ করেন।

অথচ সেই মা " কে আমরা বড় হয়ে, কি করে ভুলে যাই, ?
মা যে, বৃদ্ধা বয়সে ও আমাদের নিয়ে ভাবছেন " সব সময়।

কেও বঝলো না,,
13/01/2022

কেও বঝলো না,,

বালিকা, তোমাকেই বলছি......- Doctor কে বিয়ে করো না। কারন, সে তোমায় সময় দিবে না, রোগী নিয়ে ব্যস্ত থাকবে!- Engineer কে ...
04/12/2021

বালিকা, তোমাকেই বলছি......

- Doctor কে বিয়ে করো না। কারন, সে তোমায় সময় দিবে না, রোগী নিয়ে ব্যস্ত থাকবে!

- Engineer কে বিয়ে করো না। কারন, সে প্রোজেক্ট নিয়ে ২৪ ঘন্টা ব্যস্ত থাকবে!

- Teacher কে বিয়ে করো না। কারন, কিছু বছর পর এদের মাথা ঠিক থাকে না!

- Army কে বিয়ে করো না। কারন, ওরা বউ কি তাই-ই বোঝে না!

- Police কে বিয়ে করো না। কারন, ওরা লোকের পাহাড়া দিবে, কিন্তু তোমার না!

- Business man কে বিয়ে করো না। কারন, ওরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবে তোমায় নিয়ে না!

- Politicians কে বিয়ে করো না। কারন, এরা শুধু তোমায় মিথ্যা আশ্বাস দিবে!

- ভাবছো, তাহলে বিয়ে করবে কাকে..? তার সমাধানও আছে!
তুমি বিয়ে করবে আমার মত বেকারকে! যে তোমায় ভালোবাসা দিয়ে তোমার সব চাওয়া পূরণ করবে
যে তোমায় ছেড়ে কখনো দূরে যাবে না! তোমার চোখে কখনো পানি আসতে দিবে না, আর কখনো তোমাকে চোখের আড়াল করবে না....!

ইতি,
বেকার সমাজ থেকে, আমি এক বেকার প্রেমিক। 😍😘😘😘😁🥰

30/09/2021
- একটি ছেলে আর মেয়ে মটর বাইকেযাচ্ছে,মটর বাইকের স্পিড প্রায় 110 Mphএমন সময় মেয়েটা বলে উঠলোজান আস্তে চালাও, ভয়লাগছে ক...
23/08/2021

- একটি ছেলে আর মেয়ে মটর বাইকে
যাচ্ছে,
মটর বাইকের স্পিড প্রায় 110 Mph
এমন সময় মেয়েটা বলে উঠলো
জান আস্তে চালাও, ভয়
লাগছে কিন্তু..
কতক্ষন ধরে বলছি, প্লিজ স্পিড কমাও না আমার খুব ভয় লাগছে প্লিজ স্পিড টা কমাও
ছেলে : তাহলে I Love You বলো।
মেয়ে : I Hate You,
ছেলে : হয় নাই, বল I Love You
মেয়ে : আচ্ছা I Love You.....
এবার স্পিডটা কমাও।
ছেলে : এবার আমাকে জড়িয়ে ধর…
মেয়ে : পারবো না,
ছেলে : তাহলে স্পিডও কমাবো না।
মেয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল এবং
বলল
"আচ্ছা ধরলাম, এবার স্পিডটা কমাও"।
ছেলে : হেলমেটটা খুব বিরক্ত করছে
হেলমেটটা
খোল তো। মেয়েটা ছেলেটার
হেলমেট খোলে
হাতে ধরে রাখল।
ছেলে : ওটা ধরে রেখেছ কেন? ওটা
পড়।
মেয়ে হেলমেটটা পড়ল এবং একটু পর
তাদের
Accident (দুর্ঘটনা) হল।
মেয়েটা অজ্ঞান হয়ে পড়ল।
তারপর যখন মেয়েটার জ্ঞান ফিরল তখন
জানতে পারল ছেলেটা মারা গেছে
এবং তাদের এই
দুর্ঘটনার কারন, বাইকের ব্রেক ফেইল
হয়েছিল।
তখন মেয়েটা বুঝতে পারল, ছেলেটা
অনেক আগেই
বুঝতে পেরেছিল যে বাইকের ব্রেক
ফেইল হয়েছে।
তাই নিজের হেলমেটটা তাকে
পড়িয়ে নিজের জীবনের
বিনিময়ে তার জীবন বাঁচিয়েছে.....💗
- এইটাই ছেলেদের ভালোবাসা
যেটা সব মেয়েরা কখনো বুজবে নাহ...............☺️🥀chelader vlobastai amun

22/08/2021

Right

Rite
04/08/2021

Rite

😂😂😂
17/06/2021

😂😂😂

❤- প্রেম করো?👀- করতাম.!-🙂- আর এখন?  👀- সময় নেই.!-🙂- ছাড়লে কেন?👀   - ছেড়ে গেছে.!-🙂- কারণ ছাড়াই?  👀- ভেবে দেখিনি.!-🙂-...
18/04/2021

❤- প্রেম করো?👀
- করতাম.!-🙂

- আর এখন? 👀
- সময় নেই.!-🙂

- ছাড়লে কেন?👀
- ছেড়ে গেছে.!-🙂

- কারণ ছাড়াই? 👀
- ভেবে দেখিনি.!-🙂

- আটকালে না? 👀
- থাকতে চায় নি.!-🙂

- নতুন কেউ জুটেছিলো কি তার? 👀
- হতে পারে.!-🙂

- নতুন কাউকে খোঁজ নি যে? 👀
- প্রয়োজন হয় নি.!-🙂

- মনে পড়ে না তাকে? 👀
- ভুলি নি তো.!-🙂

- সে যদি ফিরতে চায়? 🙄
- আসতে পারে.!-🙂

- আবার ভালোবাসবে তবে? 👀
- ভালোবাসার শেষ আছে নাকি.!-🙂

- তার মানে, দুজনের আবারো প্রেম হবে? 👀
- আর কেন.!-🙂
- বাহ! তাকে ছাড়া ভালো আছো খুব? 👀
- মন্দও নেই.! -🙂

- জীবন শেষ দেখছি ? 👀
- শেষ আর হলো কই.!-🙂

তার জন্য মায়া হয়না,,? 🌚
প্রতিটি মুহূর্তে হয়,,,😥

-এভাবে আর কতদিন..?🙄
- যতদিন যায়.!-🙂
💔🥀

সবাই মানতে পারে না,,,,
14/04/2021

সবাই মানতে পারে না,,,,

13/04/2021

এটাই বাস্তব জীবন,,,,,,,

Address

Rajshahi

Telephone

+8801774173183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafij posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hafij:

Videos

Share