Society Diabetic Center Rajshahi

Society Diabetic  Center Rajshahi সেবা সমূহ:
√ ডায়াবেটিস ও এর জটিলতা
√ উচ্চ রক্তচাপ √ উচ্চ কোলেস্টেরল
√ হৃদরোগ √ কিডনি রোগ √ শ্বাসতন্ত্রের জটিলতা

৩৩৫/২ সৃষ্টি স্কুলের বিপরীত পাশে

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড...
21/11/2025

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড়তে পারে। কম্পন শুরু হলে সিঁড়ি বা বারান্দায় যাওয়া বিপজ্জনক। বের হওয়ার চেষ্টা করবেন না! সিঁড়িতে লোকের ভীড়, ধাক্কাধাক্কি, অন্ধকার – ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা আহত হয়। Think Fast!

Drop–Cover–Hold On:
বেডরুমে থাকলে খাটের নিচে, ড্রয়িং বা ডাইনিং-এ থাকলে মজবুত টেবিলের নিচে, কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন! বারান্দায় যাবেন না—রেলিং ভেঙে পড়তে পারে
বাথরুম নিরাপদ হতে পারে; বালতি উল্টো করে মাথার ওপর দিয়ে বসে থাকলে অনেকে বেঁচেছে! হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা খুঁজে পাবেন মাথার ওপর রাখুন।

যদি আপনি ১ম/২য় তলায় থাকেন (এটাই সবচেয়ে ভাগ্যবান):
কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন (দরজা জ্যাম হলে বের হতে পারবেন না) ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসুন কিন্তু রাস্তায় এসে বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না – ১০০ ফুট দূরে সরে যান! ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান!

ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে চিৎকার করবেন না—ধুলো ঢোকে, গলা শুকায়, হুইসেল থাকলে বাজান, না থাকলে দেয়ালে বা পাইপে ৩ বার টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল) মোবাইল টর্চ অন রাখুন, কথা বলবেন না—ব্যাটারি বাঁচান,মুখে কাপড় চেপে ধরুন, ধুলো ঢোকা কমবে!

আজ থেকেই যা করবেন, বিছানার পাশে জুতা রাখুন, বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন, ভারী আলমারি, টিভি বা ফ্রিজের অবস্থান এমন রাখুন যাতে পড়ে গেলে আঘাত না হয়,গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন, দরজা কখনো অটো-লক হবে না, চাবি কাছে রাখুন!

ঢাকা, একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টগুলো শহরের প্রধান আবাসন। একটি লাইন মনে রাখুন:

আমি ৪র্থ তলার উপরে – তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি — প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর। প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে।

জীবনকে কখনও কখনও খুব কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি!

দুর্যোগ দেখলে বোঝা যায়!
জীবন মানে শুধু শ্বাস নেওয়া না,
জীবন মানে সচেতন থাকা,
আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

তাই শেষ কথা জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি। এবং সেই শক্তির নামই—Alhamdulillah.

©lifefor pepole

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ 🩵
20/11/2025

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ 🩵

1. টাইপ ২ ডায়াবেটিসে সফল স্টেম সেল ট্রান্সপ্লান্টসাংহাইয়ের এক হাসপাতালে, গবেষকরা রোগীর নিজের রক্তের কোষ থেকে স্টেম সেল ...
15/11/2025

1. টাইপ ২ ডায়াবেটিসে সফল স্টেম সেল ট্রান্সপ্লান্ট

সাংহাইয়ের এক হাসপাতালে, গবেষকরা রোগীর নিজের রক্তের কোষ থেকে স্টেম সেল তৈরি করেছেন, এবং সেগুলোকে ইনসুলিন উত্পাদনকারী আইলেট (islet) কোষে রূপান্তর করে প্রতিস্থাপন করেছেন।

ওই রোগীটি প্রায় ১১ সপ্তাহের মধ্যে ইনসুলিন ইনজেকশন ছেড়ে দিতে সক্ষম হন।

প্রকাশ করা প্রাথমিক রিপোর্ট বলছে যে তার প্যানক্রিয়াসে আইলেট কোষ কার্যকারিতা “পুনরুদ্ধার” হয়েছে।

2. টাইপ ১ ডায়াবেটিসে এক নারী রোগীর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি

একটি রিপোর্ট (SCMP) বলেছে, ২৫ বছরের এক নারী যিনি প্রায় যুগান্তর ধরে টাইপ ১ ডায়াবেটিসে ভুগছিল, গত কিছু মাসে একটি “কোষ ট্রান্সপ্লান্ট” পেয়েছেন এবং স্বাভাবিকভাবে ইনসুলিন উৎপাদন শুরু করেছেন.

তাদের গবেষণা প্রকাশিত হয়েছে Cell নামক প্রখ্যাত জার্নালে।

প্রতিবেদনে বলা হয়, তার “target glycemic range”-এ থাকার সময় অনেক বৃদ্ধি পেয়েছে, এবং দীর্ঘমেয়াদে ফলাফল দেখার জন্য আরও পর্যবেক্ষণ দরকার।

---

⚠️ সতর্কতা ও সীমাবদ্ধতা:

এটা এখনও “বৃহৎ জনসংখ্যায় প্রমাণিত থেরাপি” নয় — এই ধরনের চিকিৎসা এখনও খুব সীমিত ক্ষেত্রে করা হয়েছে এবং মাত্র কয়েক রোগীর উপর রিপোর্ট করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনও দীর্ঘমেয়াদে (যেমন ৫ বা তার বেশি বছর) এই কোষগুলো কীভাবে কাজ করবে এবং নিরাপদ থাকবে, তা দেখার প্রয়োজন।

এমন থেরাপি অত্যন্ত জটিল এবং খরচবহুল হতে পারে — এটি বড় পরিসরে প্রয়োগ করার আগে আরও গবেষণা ও প্রসার দরকার।

রোগান্তরে রোগপ্রতিরোধ (immune rejection) সমস্যা থাকতে পারে, বিশেষ করে যদি কোষ প্রতিস্থাপন করা হয় — ইমিউনোমডুলেশন বা অন্য পন্থা লাগতে পারে।

---

🔎 সুতরাং, শেষ কথা:

হ্যাঁ, খবরটা ভিত্তিহীন মিথ নয় — কিছু সত্যিই ‘ইতিহাস গড়ার মতো’ অগ্রগতি হয়েছে।

কিন্তু এটা এখনও সাধারণ রোগীদের জন্য সর্বজনীন “ডায়াবেটিস নিরাময়” হিসেবে সব জায়গায় প্রযোজ্য নয়।

এখনও এটি একটি গবেষণা পর্যায়ের থেরাপি, এবং সময় লাগবে ব্যাপক ক্লিনিকাল ট্রায়াল ও নিরাপত্তা মূল্যায়নের জন্য।

📢 আপনি জানেন কি? সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি আক্রান্ত ৫০% এর বেশি রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত। গত কয়েক মাসে হঠাৎ করে অন...
08/11/2025

📢 আপনি জানেন কি? সাম্প্রতিক সময়ে জ্বর, সর্দি আক্রান্ত ৫০% এর বেশি রোগীই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত।

গত কয়েক মাসে হঠাৎ করে অনেকেই তীব্র জ্বর, কাশি এবং শরীর ব্যথায় আক্রান্ত হয়ে পড়ছেন। এর মধ্যে কেউ কেউ রক্ত পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত বলে জানা যাচ্ছে। অন্যান্যদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলোর ফলাফল নেগেটিভ পাওয়া যাচ্ছে।

📍আইইডিসিআর ও আইসিডিডিআর,বি এর পরিচালনায় ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্সের ১৯ টি হাসপাতালের জুলাই’২৫ মাসের তথ্য উপাত্ত পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে, তীব্র জ্বর, কাশি এবং শরীর ব্যথার মত উপসর্গ নিয়ে আসা রোগীদের প্রতি ১০ জনে প্রায় ৬ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত।

জুলাই ২০২৫-এ জ্বর, সর্দি ও গায়ে ব্যথার উপসর্গ নিয়ে আসা ১,৮৪৭ জন রোগীর মধ্যে—
🔺প্রায় ৫৭% ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ছিল
🔺প্রায় ১.৩৫% কোভিড-১৯ আক্রান্ত ছিল

একই পর্যবেক্ষণ অনুযায়ী -
-২০২৩ সালের ইনফ্লুয়েঞ্জার সর্বোচ্চ সংক্রমণের হার ছিল জুলাইতে, ২৫%।
-২০২৪ সালে ইনফ্লুয়েঞ্জার সর্বোচ্চ সংক্রমণ দেখা যায় জুনে, ৩৭%।

অর্থাৎ, দেখা যাচ্ছে আগের বছরগুলোর তুলনায় ২০২৫-এর জুন-জুলাই মাসে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ অনেক বেশি।

📊 বাংলাদেশে, ইনফ্লুয়েঞ্জার(ফ্লু) মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর। এই সময় সবাইকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে।

🛡️ #ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে-

✅ফ্লু মৌসুমে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি (মাস্ক পরা, মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া, হাত ধোয়া ইত্যাদি) মেনে চলুন।
✅প্রতি বছর ফ্লু মৌসুম শুরুর আগে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টিকা বা #ফ্লুশট নিন।
✅বিশেষ করে ঝুঁকিপুর্ণ জনগোষ্ঠীর (৬৫ বছরের বেশী বয়সী, যারা হৃদরোগ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের মত দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, স্বাস্থ্যসেবা প্রদানকারী, গর্ভবতী নারী, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু) জন্য ফ্লু টিকা নেওয়া জরুরি।
✅কোন কারণে ফ্লু মৌসুম শুরুর আগে টিকা নিতে না পারলে মৌসুম শুরু হওয়ার পরেও আপনি ফ্লু এর টিকা নিতে পারেন।

📢 Did you know? Over 50% of recent fever and cold cases in Bangladesh are actually caused by influenza.

In recent months, a large number of people have experienced sudden onset of high fever, cough, and body aches. While some have tested positive for dengue or chikungunya, many others tested negative for these diseases.

📍 Under the joint influenza surveillance of Institute of Epidemiology Disease Control & Research - IEDCR and icddr,b, data from 19 hospitals in July revealed that nearly 6 in every 10 patients with symptoms such as high fever, cough, and body aches were diagnosed with influenza.

Among 1,847 patients with fever, cold, and body ache symptoms in July 2025:
🔺 About 57% were infected with influenza
🔺 About 1.35% were infected with COVID-19

The same surveillance data shows that:
• In 2023, the highest influenza infection rate was in July at 25%.
• In 2024, the highest rate was in June at 37%.
This indicates that influenza prevalence in June–July 2025 was significantly higher compared to previous years

📊 In Bangladesh, the period from April to September, spanning summer through the monsoon season, is recognized as the influenza (flu) season.

🛡️ For maximum protection against the influenza virus:
✅ Maintain personal hygiene during the flu season: wear a mask, cover your mouth and nose when sneezing or coughing, wash your hands regularly, and follow other recommended practices.
✅ Get your influenza vaccine or every year before the flu season starts.
✅ Vaccination is especially important for high-risk groups, including:
• People aged 65 and above
• Individuals with chronic conditions such as heart disease, diabetes, or respiratory illnesses
• Healthcare workers
• Pregnant women
• Children aged 6 months to 5 years
✅ If you have missed the vaccination before flu season, you can still get it during the season


03/11/2025

DIABETES DAY, 2025 √📑👨🏻‍⚕️

📍335/2, Opposite Side of Sristy Central School and College.

#2025シ

03/11/2025

💙 ডায়াবেটিস এবং সুস্থতা

🗓️ এই বছরের মূল বার্তা :

১. কর্মক্ষেত্রে ডায়াবেটিস (Diabetes and the Workplace)
কর্মক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্তদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা এবং নিশ্চিত করা যে ডায়াবেটিস যেন তাদের কাজের সুযোগ বা সামগ্রিক সুস্থতার পথে বাধা না হয়।

২. জীবনের বিভিন্ন পর্যায়ে ডায়াবেটিস (Diabetes across Life Stages)
শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে ডায়াবেটিসের প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং যত্নের গুরুত্ব তুলে ধরা। কারণ, প্রতিটি বয়সের মানুষেরই সমন্বিত স্বাস্থ্যসেবার প্রয়োজন।

✨ আমাদের করণীয়:

১) জেনে নিন (Know More): ডায়াবেটিস এবং এর জটিলতা সম্পর্কে নিজের জ্ঞান বৃদ্ধি করুন।
২)সহায়তা করুন (Do More): ডায়াবেটিসে আক্রান্ত সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতি সংবেদনশীল এবং সহায়ক হোন।
৩)সুস্থতা নিশ্চিত করুন (Ensure Well-being): শুধুমাত্র রক্তে শর্করার মাত্রা নয়, বরং মানসিক এবং সামগ্রিক সুস্থতার দিকেও মনোযোগ দেওয়া।
Society Diabetic Center Rajshahi #2025シ

🌿 بَارَكَ اللَّهُ فِيكُمْ وَجَزَاكُمُ اللَّهُ خَيْرًا✨ রাজশাহী বাসীর জন্য দারুণ সুখবর! ✨🎊 সুখবর! সুখবর! সুখবর! 🎊আসসালামু...
30/10/2025

🌿 بَارَكَ اللَّهُ فِيكُمْ وَجَزَاكُمُ اللَّهُ خَيْرًا
✨ রাজশাহী বাসীর জন্য দারুণ সুখবর! ✨
🎊 সুখবর! সুখবর! সুখবর! 🎊

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে উপশহর সোসাইটি ডায়াবেটিক সেন্টার, রাজশাহী আয়োজন করেছে বিশেষ অফার 🎁

📅 ১লা নভেম্বর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত —
🧪 সব প্যাথলজিক্যাল টেস্ট প্যাকেজে ৩৫% বিশেষ ছাড়!
📖 এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য নিবন্ধন ও গাইড বুক সম্পূর্ণ ফ্রি!

👨‍⚕️ অভিজ্ঞ চিকিৎসকগণের মাধ্যমে দেওয়া হচ্ছে উন্নত সেবা —

** ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ

** কোলেস্টেরল ও চর্বি-জনিত সমস্যা

** হার্ট, কিডনি ও ফুট কেয়ার সার্জারি

🕐 তাই দেরি না করে আজই যোগাযোগ করুন! 🏃‍♂️📲

📍 ঠিকানা:
🏥 সোসাইটি ডায়াবেটিস সেন্টার, রাজশাহী
🏠 সৃষ্টি স্কুলের সামনে, বাসা নং: ৩৩৫, সেক্টর–২, উপশহর, রাজশাহী
📞 মোবাইল: ০১৭৩০-১৭১৬২৮

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত প্যাথলজিক্যাল পরীক্ষা- নিরীক্ষা প্যাকেজের ওপর ৩৫% বি...
28/10/2025

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আগামী ১ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত প্যাথলজিক্যাল পরীক্ষা- নিরীক্ষা প্যাকেজের ওপর ৩৫% বিশেষ ছাড় ।

💠এছাড়াও,L.M.A.F পল্লী চিকিৎসা কোর্সে ভর্তি চলছে !
ভর্তি ফি এর ওপর ৩০% বিশেষ ছাড়!!

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন📲।
🏥 সোসাইটি ডায়াবেটিক সেন্টার রাজশাহী
🏠 বাসা নংঃ ৩৩৫- সেক্টরঃ ২
সৃষ্টি স্কুলের সামনে, উপশহর, রাজশাহী।
📞মোবাইলঃ ০১৭৩০-১৭১৬২৮

Address

335/2 Sisty Center School And College Opposite Side
Rajshahi
6202

Opening Hours

Monday 07:30 - 19:30
Tuesday 07:30 - 19:30
Wednesday 07:30 - 19:30
Thursday 07:30 - 19:30
Saturday 07:30 - 19:30
Sunday 07:30 - 19:30

Telephone

+8801730171628

Alerts

Be the first to know and let us send you an email when Society Diabetic Center Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Society Diabetic Center Rajshahi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram