11/11/2025
ঘরোয়া উপায়ে জন্ডিস সারবে? শিশুর যত্নে আন্দাজ নয়, দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা।
অনেক বাবা-মা ভাবে নবজাতকের জন্ডিস তো স্বাভাবিক! একটু রোদে রাখলেই ঠিক হয়ে যাবে।
কিন্তু জানেন কি❓
👉 প্রতিটি জন্ডিস একই রকম নয়!
👉 কখনো কখনো এটা হতে পারে গুরুতর লিভার বা রক্তের সমস্যা, যা দ্রুত চিকিৎসা না পেলে শিশুর মস্তিষ্কেও ক্ষতি করতে পারে।
🩺 জন্ডিসের কিছু লক্ষণ যেগুলো অবহেলা করা যাবে না:
চোখ, মুখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া
শিশুর অতিরিক্ত ঘুম ঘুম ভাব
দুধ না খাওয়া বা দুর্বল হয়ে পড়া
মল বা প্রসাবের রঙ গাঢ় হয়ে যাওয়া
টিপস:
✅ নবজাতকের জন্ডিস হলে নিজের মতো চিকিৎসা নয়
✅ শুধুমাত্র শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন
✅ নিয়মিত ফলোআপ করুন ও শিশুর রোদে রাখার সময়সীমা ঠিক রাখুন
📢 নবজাতকের জন্ডিসকে হালকাভাবে নেবেন না - সামান্য দেরিই হতে পারে বড় বিপদ!
ডাঃ আলম ইফতেখার বেলায়েত
এমবিবিএস,
বিসিএস (স্বাস্থ্য)
এমডি পেডিয়াট্রিক(বিএসএমএমইউ)
ফেলো শিশু পুষ্টি ( আমেরিকা)
চেম্বার, : রাজশাহী রয়েল হাসপাতাল, রুম নং-২০৭
লক্ষ্মীপুর, রাজশাহী
সিরিয়ালের জন্য কল করুনঃ 01762685090 (হাসপাতাল) 01789067790 ( ডাক্তারের ব্যক্তিগত সহকারী), 01857895636 (ডাক্তারের ব্যক্তিগত সহকারী)
রোগী দেখার সময়ঃ শনিবার থেকে বৃহস্পতিবার (বিকাল ৪ টা থেকে রাত্রী ৯ টা পর্যন্ত)