Jot-A-Thought

Jot-A-Thought Enjoy Jot a thought page

অনেক সফল হওয়া সত্ত্বেও অনেক ছেলেকে তাদের স্ত্রী এমনভাবে কথা বলে যে ছেলেটি সত্যিই নিজেকে দোষী মনে করে। ভাবে—এটাই তার দুর্...
09/12/2025

অনেক সফল হওয়া সত্ত্বেও অনেক ছেলেকে তাদের স্ত্রী এমনভাবে কথা বলে যে ছেলেটি সত্যিই নিজেকে দোষী মনে করে। ভাবে—এটাই তার দুর্বলতা, তার জীবনে এবং পরিবারে আসলেই অনেক সমস্যা আছে। স্ত্রী বিষয়গুলো এমনভাবে তুলে ধরে যে মনে হয় পৃথিবীতে একমাত্র সে-ই নাকি খারাপ পরিবার থেকে এসেছে, আর স্ত্রীই খুব “হাই ক্লাস”, সবদিক দিয়ে শ্রেষ্ঠ।

এই ধরনের মানুষের আসল উদ্দেশ্য থাকে অন্যজনকে নিয়ন্ত্রণ করে রাখা—প্রতিনিয়ত তাকে দুর্বল প্রমাণ করা। কিন্তু সেই ছেলেটি কথার প্রতিবাদ করতেও জানে না। জানে না কীভাবে এমন আচরণের জবাব দিতে হয় বা কীভাবে এসব সামলাতে হয়। কারণ, সে মানসিকভাবে খুবই অস্থির। আর তার স্ত্রী তাকে ভালো হওয়ার জন্য সহায়তা না করে বরং আরও বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে।

ছেলেটির মন অসম্পূর্ণ—সে ভেতর থেকে ভেঙে যাচ্ছে। আর এর জন্য প্রথমত দায়ী তার মা, যিনি হয়তো ছোটবেলায় তাকে যথেষ্ট মানসিক নিরাপত্তা বা আত্মবিশ্বাস দিতে পারেননি।

মানুষের অন্তর্চক্ষু একসময় বুঝতে পারে—সে আসলে তার আগের সময়গুলোতে বিভ্রান্ত ছিল। এখন সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আ...
05/12/2025

মানুষের অন্তর্চক্ষু একসময় বুঝতে পারে—সে আসলে তার আগের সময়গুলোতে বিভ্রান্ত ছিল। এখন সে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এই বোঝাপড়াটাই এক ধরনের শক্তিশালী হাতিয়ার।

এতে মানুষের কথার বাইরে তাকানোর ক্ষমতা জন্মায়, আবেগের পেছনের রঙগুলো দেখার শক্তি আসে, নিজের ভেতরে যেন এক নতুন পৃথিবী খুলে যায়। তখন আর কেউ অন্ধকারে হেঁটে বেড়ায় না—আলোয় ভর করে হাঁটে।

প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে সে হয়ে উঠতে থাকে ঠিক সেই মানুষ, যাকে একসময় নিজের ভেতরে খুঁজে ফিরত।

04/11/2025
Self respect. Mindfulnessgratitudepositive energypositivityBreak the boundaryStablish own happiness
31/10/2025

Self respect. Mindfulness
gratitude
positive energy
positivity
Break the boundary
Stablish own happiness

19/10/2025

জীবন দর্শনPhilosophy of Life
20/09/2025

জীবন দর্শন
Philosophy of Life

🌍 ১. খনিজ ও মানব প্রভাবআমরা মাটি খুঁড়ে কয়লা, তেল, গ্যাস, লোহা, তামা, সোনা বের করি।খনি তোলার ফলে স্থানীয়ভাবে মাটি ফাঁক...
12/09/2025

🌍 ১. খনিজ ও মানব প্রভাব

আমরা মাটি খুঁড়ে কয়লা, তেল, গ্যাস, লোহা, তামা, সোনা বের করি।

খনি তোলার ফলে স্থানীয়ভাবে মাটি ফাঁকা হয় → ভূমি বসে যায় (subsidence), পানি ঢুকে পড়ে, ক্ষুদ্র ভূমিকম্প হতে পারে।

মানুষের কাছে মনে হয় “সম্পদ ফুরোচ্ছে”।

🌋 ২. প্লেট টেকটনিকস

পৃথিবীর ভূত্বক বড় বড় প্লেট আকারে ম্যান্টলের উপরে ভাসছে।

প্লেটগুলো ক্রমাগত নড়াচড়া করছে:

ধাক্কা খাচ্ছে → পাহাড়, পর্বতমালা তৈরি হচ্ছে।

একটির নিচে ঢুকছে (subduction) → পুরোনো ভূত্বক ম্যান্টলে ফিরে যাচ্ছে।

দূরে সরছে → নতুন সমুদ্রতল, মধ্যমহাসাগরীয় রিজ তৈরি হচ্ছে।

🔹 ৩. সাবডাকশন জোনের ভূমিকা

একটি প্লেট অন্যটির নিচে ঢুকলে চাপ ও তাপে ম্যাগমা তৈরি হয়।

ওপরে আগ্নেয়গিরি গড়ে ওঠে → নতুন ভূত্বক ও নতুন খনিজ তৈরি হয়।

এই প্রক্রিয়ার কারণে পৃথিবী নিজেকে পুনর্ব্যবহার (recycle) করছে।

🌊 ৪. ভারসাম্য/Balance

মানুষের খনিজ তোলার কারণে স্থানীয় ভারসাম্যহীনতা হয়।

কিন্তু ভূতাত্ত্বিক স্কেলে:

প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরি, সাবডাকশন → নতুন ভূত্বক ও খনিজ তৈরি করে

ম্যান্টল এবং লেদার স্তরের চাপ–তাপ ভারসাম্য রক্ষা করে।

ফলে পৃথিবীর ভেতরের শক্তি ও উপরের ভূত্বক দীর্ঘমেয়াদে ভারসাম্য বজায় রাখে।

🔹 ৫. সংক্ষেপে

খনিজ তোলা → স্থানীয় ক্ষতি

প্লেট টেকটনিকস → ভূত্বক পুনর্গঠন

সাবডাকশন + আগ্নেয়গিরি → নতুন ম্যাগমা, খনিজ, পাহাড়

পৃথিবীর দীর্ঘমেয়াদী ভারসাম্য → সবকিছু মিলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়

💡 অর্থাৎ পৃথিবী নিজেকে “ম্যাগমা + প্লেট টেকটনিকস + আগ্নেয়গিরি” এর মাধ্যমে দীর্ঘমেয়াদে ব্যালান্স করে।
মানব প্রভাব সাময়িক, কিন্তু ভূতাত্ত্বিক সময়স্কেলে পৃথিবী আবার তার ভারসাম্য ফিরিয়ে নেয়।
প্লেট টেকটনিকস, সাবডাকশন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, সুনামি—দীর্ঘমেয়াদে পৃথিবীর ভারসাম্য রাখে, কিন্তু মানুষের জন্য ক্ষতি বা বিপদ তৈরি করতে পারে।

Quote of the day
12/09/2025

Quote of the day

Forget all your problems and be happy.       #বাস্তবতা
31/08/2025

Forget all your problems and be happy.
#বাস্তবতা

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jot-A-Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram