09/12/2025
অনেক সফল হওয়া সত্ত্বেও অনেক ছেলেকে তাদের স্ত্রী এমনভাবে কথা বলে যে ছেলেটি সত্যিই নিজেকে দোষী মনে করে। ভাবে—এটাই তার দুর্বলতা, তার জীবনে এবং পরিবারে আসলেই অনেক সমস্যা আছে। স্ত্রী বিষয়গুলো এমনভাবে তুলে ধরে যে মনে হয় পৃথিবীতে একমাত্র সে-ই নাকি খারাপ পরিবার থেকে এসেছে, আর স্ত্রীই খুব “হাই ক্লাস”, সবদিক দিয়ে শ্রেষ্ঠ।
এই ধরনের মানুষের আসল উদ্দেশ্য থাকে অন্যজনকে নিয়ন্ত্রণ করে রাখা—প্রতিনিয়ত তাকে দুর্বল প্রমাণ করা। কিন্তু সেই ছেলেটি কথার প্রতিবাদ করতেও জানে না। জানে না কীভাবে এমন আচরণের জবাব দিতে হয় বা কীভাবে এসব সামলাতে হয়। কারণ, সে মানসিকভাবে খুবই অস্থির। আর তার স্ত্রী তাকে ভালো হওয়ার জন্য সহায়তা না করে বরং আরও বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে।
ছেলেটির মন অসম্পূর্ণ—সে ভেতর থেকে ভেঙে যাচ্ছে। আর এর জন্য প্রথমত দায়ী তার মা, যিনি হয়তো ছোটবেলায় তাকে যথেষ্ট মানসিক নিরাপত্তা বা আত্মবিশ্বাস দিতে পারেননি।