
15/07/2025
ডলি বেগম একজন গৃহিণী,বয়স ৫০ বছর।
৩০বছর আগে (ওনার বয়স যখন ২০বছর)
হঠাৎ করে একদিন টিউবওয়েলের হ্যান্ডেলের
আঘাতে উপরের মাড়ির সামনের একটি দাঁত ভেঙ্গে যায়।
সে সময় কোন চিকিৎসা না নেওয়ায় দাঁতটি একসময় বিবর্ণ হয়ে যায়,মাঝেমধ্যে ব্যথা হয়, মাড়ি ফুলে যায়।
গত বছর খানেক আগে বাধ্য হয়ে দাঁতটা তুলে ফেলেন।
তারপরও সমস্যা তার পিছু ছাড়েনি......
মাঝে মাঝেই ব্যথা হচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, পুঁজ আসছে।
কিছুদিন আগে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়,মাড়ি অনেকবেশি ফুলে যায়,খাবার খেতে কষ্ট হয়।
নিকটস্থ ফার্মেসী থেকে বিভিন্ন ঔষধ খেয়েও কোন
সমাধান হচ্ছে না 😢
এরপর.....
গতকাল আমাদের কাছে আসলে,আমরা রোগীর হিস্ট্রি নিয়ে, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সার্জারী করার পরামর্শ দেই।
দীর্ঘ দিনের এই ফোলা নিয়ে রোগীর ছিল অনেক দুশ্চিন্তা, ভয় ও আতংক।
আলহামদুলিল্লাহ...
রোগী এখন ভয় ও শঙ্কা মুক্ত।।
(বাকি অংশ ছবিতে সংযুক্ত )
Thank u for being with us
Team Suzan's Dental,Rajshahi