Dr. T A Manzer Theta - Urologist and Andrologist

Dr. T A Manzer Theta - Urologist and Andrologist Associate Professor & Head (Urologist)
East-West Medical College, Dhaka

আমার এক শুভাকাঙ্ক্ষী, আমার রোগী সুদূর মক্কায় গিয়ে কাবাঘরের সামনে আমার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।...
17/02/2025

আমার এক শুভাকাঙ্ক্ষী, আমার রোগী সুদূর মক্কায় গিয়ে কাবাঘরের সামনে আমার জন্য দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।

আজকের দিনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে।
ডাক্তার হিসেবে আজকের দিনটা চির স্মরণীয় থাকবে।

আমার মত ছোট মানুষের ডাক্তার হিসেবে সার্থকতা এতোটুকুই।

আলহামদুলিল্লাহ।

09/12/2024

কিডনিতে পাথর এবং হাটের সমস্যা Ejection Fraction-30% নিয়ে রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন। হার্টের চিকিৎসা কার্ডিয়লজি ডাক্তারের পরামর্শ মোতাবেক চালিয়ে দুই মাস অপেক্ষার পরে EF-43% হয়।

হাই রিক্স নিয়ে, অভিজ্ঞ এনেস্থেশিয়ার ডাক্তারের সহায়তায় আমরা অপরেশনে যাই, রোগী আমাদের উপর আস্থা রাখে।

MiniPCNL অপারেশনের মাধ্যমে কিডনির পাথর ১০০% দূর করা সম্ভব হয়। (অপারেশনের আগের এবং পরের ছবি প্রথম কমেন্টে দেওয়া থাকবে )

অপারেশন এর সময় এবং অপারেশন পরবর্তীতে কোন ধরনের সমস্যা ছাড়াই সুন্দরভাবে বাড়ি যান

সাত দিন পরে আজকে আমার কাছে চেম্বারে দেখা করতে আসলে আলহামদুলিল্লাহ রোগী খুব ভালো আছে জানান।

ইউরোলজি বিশেষজ্ঞ .............................ডাঃ টি.এ.মানজার (থিটা)এমবিবিএস এমএস-ইউরোলজি (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ...
05/10/2024

ইউরোলজি বিশেষজ্ঞ .............................
ডাঃ টি.এ.মানজার (থিটা)
এমবিবিএস
এমএস-ইউরোলজি (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), সিসিডি (বারডেম)
মূত্রতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ও সার্জন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ঢাকা
মেম্বার অব আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশন (AUA)
আজীবন সদস্য - বাংলাদেশ এসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন (BAUS)

রোগী দেখার সময়সূচি: .................................
শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত।
ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
Hotline Number : 09666-787823... / 01846179177.

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
উওরা সেক্টর -১৩ , গরীব-ই-নেওয়াজ শাখায়
Address:
House #41, Uttara Garib E Newaz Avenue ,
Sector #13 , Uttara , Dhaka

05/08/2024

আবার মোরা স্বাধীন হলাম।
৫ আগস্ট ২০২৪

03/08/2024

অসহযোগ আন্দোলনে জন্য রোগীদের অর্থনৈতিক অসুবিধা বিবেচনায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত চেম্বারে সকল ইউরোলজি রোগীকে ফ্রী দেখা হবে।

 #ঘন ঘন প্রস্রাব,,,,,      বা প্রস্রাব ধরে রাখতে,,,,,,                  না পারার সমস্যা,,,,, 😥?
23/06/2024

#ঘন ঘন প্রস্রাব,,,,,
বা প্রস্রাব ধরে রাখতে,,,,,,
না পারার সমস্যা,,,,, 😥?

মেয়েদের ঘনঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব ঝরতে থাকার সমস্যা, ক্লিয়ার না হওয়া, চিকন নলে প্রস্তাব হওয়া   ঃইদানিং মেয়েদের...
02/06/2024

মেয়েদের ঘনঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব ঝরতে থাকার সমস্যা, ক্লিয়ার না হওয়া, চিকন নলে প্রস্তাব হওয়া ঃ

ইদানিং মেয়েদের ঘনঘন প্রস্রাব এবং প্রস্রাবের ঝরতে থাকা,প্রসাব পরিপূর্ণ না হওয়া ইত্যাদি সমস্যার রোগী আমরা ইউরোলজিস্টরা চেম্বারে বেশি দেখতে পাচ্ছি।

এ সমস্যার অনেকগুলা কারণ আছে তারমধ্যে আমরা বেশি পাচ্ছি প্রসাবের রাস্তা চিকন হয়ে যাওয়ার(Stricture Urethra) সমস্যা।

এই সমস্যা হলে মহিলা রোগীরা প্রসাব ক্লিয়ার করতে পারে না, প্রসাব করার জন্য বেশি বেশি করে চাপ দেয় ।

যেহেতু মহিলাদের প্রসাবের রাস্তা কিছুটা ছোট এবং মাসিকের রাস্তার দিকে সাপোর্ট কম থাকে, তার ফলে মাসিকের রাস্তা দিয়ে প্রসাবে থলি নিচে নেমে যায় যাকে cystocele বলে।

প্রস্রাবের রাস্তা চিকন হওয়ার ফলে পায়খানা রাস্তাও মাসিকের রাস্তা দিয়ে নিচে নেমে যেতে পারে ( Rectocele)।

এই সকল সমস্যা নিয়ে মহিলা রোগীরা মূলত গাইনি ডাক্তারের কাছে যায়। গাইনি বিভাগ যেহেতু প্রসাবের রাস্তার সমস্যা নিয়ে কাজ করে না সুতরাং বেশিরভাগ রোগী পরিপূর্ণ চিকিৎসা পায় না।

এই ধরনের রোগীদের কিছু ছোট অপারেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব।
প্রতিমাসে আমরা দুই থেকে তিনজনের এ ধরনের সমস্যার রোগী আমরা পাচ্ছি এবং অপারেশনের মাধ্যমে তারা সমস্যার সমাধান পাচ্ছে আলহামদুলিল্লাহ।

OTIS Urethrotomy and Anterior colporrhaphy এই ধরনের রোগীর জন্য সমাধান।

23/05/2024

রোগী লিয়াকত আলী, ৪৫ বছর বয়স দুইদিকে কিডনি নালীতে পাথর নিয়ে ভুগছিল।
প্রথমে রাজশাহীতে চিকিৎসা নেন এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসা নেন।
ঢাকায় দুইটি বড় সেন্টারে চিকিৎসা হওয়ার পরে ডায়ালাইসিস শুরু করা হয়। তাকে বলা হয় কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নাই। ততদিন ডায়ালাইসিস চলবে। তিনি ১৬ টি ডায়ালাইসিস নিয়ে আমার কাছে আসে।
সিটি স্ক্যান করে আমরা দেখি রোগীর একদিকে কিডনিতে নল পরানো আছে, আর একদিকে অনেক পুজ জমে আছে এবং কিডনির নল পাথর দিয়ে আটকে আছে।
হাই রিক্স বন্ড নিয়ে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই।
আলহামদুলিল্লাহ ডায়ালাইসিস ছাড়া এখন ১ মাস ধরে রোগী ভালো আছে।
রোগীর অনুমতি সাপেক্ষে ভিডিও দেওয়া হল।

ইউরোলজি বিশেষজ্ঞ .............................ডাঃ টি.এ.মানজার (থিটা)এমবিবিএস এমএস-ইউরোলজি (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ...
15/05/2024

ইউরোলজি বিশেষজ্ঞ .............................
ডাঃ টি.এ.মানজার (থিটা)
এমবিবিএস
এমএস-ইউরোলজি (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), সিসিডি (বারডেম)
মূত্রতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ও সার্জন
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ঢাকা
মেম্বার অব আমেরিকান ইউরোলজিক্যাল এসোসিয়েশন (AUA)
আজীবন সদস্য - বাংলাদেশ এসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন (BAUS)

রোগী দেখার সময়সূচি: .................................
শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত।
ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুন:
Hotline Number : 09666-787823

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ
উওরা সেক্টর -১৩ , গরীব-ই-নেওয়াজ শাখায়
Address:
House #41, Uttara Garib E Newaz Avenue ,
Sector #13 , Uttara , Dhaka

10/04/2024

আলহামদুলিল্লাহ
৩১ টি রোজা করে এই বছর রমজান মাস শেষ করলাম। রোজার শুরু হয়েছিল সৌদির মদিনাতে। আল্লাহ যেন আমাদের সব রোজা কবুল করেন। আমিন।

সকলকে ঈদ মোবারক

পবিত্র ওমরা হজ্ব পালন উপলক্ষে  আগামী (৭-২০)ই মার্চ পর্যন্ত সকল চেম্বার বন্ধ থাকবে।সকলের দোয়া প্রার্থী।
09/03/2024

পবিত্র ওমরা হজ্ব পালন উপলক্ষে আগামী (৭-২০)ই মার্চ পর্যন্ত সকল চেম্বার বন্ধ থাকবে।
সকলের দোয়া প্রার্থী।

সবাইকে ইউরোলজি দিবসের শুভেচ্ছা।
05/03/2024

সবাইকে ইউরোলজি দিবসের শুভেচ্ছা।

Address

Rajshahi
6000

Telephone

+8801722776055

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. T A Manzer Theta - Urologist and Andrologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. T A Manzer Theta - Urologist and Andrologist:

Share

Category