
02/08/2025
জামায়েতের আমীর ডা: শফিকুল রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন "ডা: জাহাঙ্গীর কবীর স্যার" এশিয়া না শুধু পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন। ১৯৮২ সালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে তার ডাক্তারী জীবনে পদার্পণ ।উনি প্রায় ৩০ হাজার কার্ডিয়াক সার্জারী করেছেন।দেশে সর্বপ্রথম সফলভাবে মেক্যানিকাল হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন ।পাশ্ববর্তী দেশ "দেবশেঠির" সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে। কিন্তু দেবশেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকোমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে। আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??
প্রতিবছর এই দেবশেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য।এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।শুধু তাই নয়,দেশে প্রতিদিন কত শত শত মেডিক্যাল এক্সেলেন্সি এর উদাহরণ আছে হিসাব ছাড়া। আমার দেশের ডাক্তার ডা.শরীফুল হালিম ভাই পুরো পৃথিবীতে MRCP(UK) পরীক্ষায় প্রথম হলো, যা দেখে সারাবিশ্বের মেডিকেল জার্নাল অবাক ।নিজের দেশ থেকে কোথায় গেলো তার সম্মাননা? আফসোস দেশটা কখনোই মেধার মূল্যায়ন জানলোনা।
জামায়েতে আমীরকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিব সহো সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন।
©️