Dr Shakib Rahman

জামায়েতের আমীর ডা: শফিকুল রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন "ডা: জাহাঙ্গীর কবীর স্যার" এশিয়া না শুধু পৃথিবীর ওয়ান ...
02/08/2025

জামায়েতের আমীর ডা: শফিকুল রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন "ডা: জাহাঙ্গীর কবীর স্যার" এশিয়া না শুধু পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন। ১৯৮২ সালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে তার ডাক্তারী জীবনে পদার্পণ ।উনি প্রায় ৩০ হাজার কার্ডিয়াক সার্জারী করেছেন।দেশে সর্বপ্রথম সফলভাবে মেক্যানিকাল হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন ।পাশ্ববর্তী দেশ "দেবশেঠির" সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে। কিন্তু দেবশেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকোমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে। আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??
প্রতিবছর এই দেবশেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য।এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।শুধু তাই নয়,দেশে প্রতিদিন কত শত শত মেডিক্যাল এক্সেলেন্সি এর উদাহরণ আছে হিসাব ছাড়া। আমার দেশের ডাক্তার ডা.শরীফুল হালিম ভাই পুরো পৃথিবীতে MRCP(UK) পরীক্ষায় প্রথম হলো, যা দেখে সারাবিশ্বের মেডিকেল জার্নাল অবাক ।নিজের দেশ থেকে কোথায় গেলো তার সম্মাননা? আফসোস দেশটা কখনোই মেধার মূল্যায়ন জানলোনা।
জামায়েতে আমীরকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিব সহো সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন।
©️

So this is blood that was drawn today from a patient, who came in for severe abdominal pain and pain with numbess in the...
13/06/2025

So this is blood that was drawn today from a patient, who came in for severe abdominal pain and pain with numbess in the legs and feet. When it came out it was red, but as it sat it started to look like strawberry milk. This is from high levels of triglycerides due to excessive drinking of alcohol!! We had to send the patient to the ER once they were done with fluids. LET ME SAY IT LOUDER FOR THE ONES IN THE BACK WORRYING ABOUT THE WRONG THINGS!! THIS IS FROM EXCESSIVE ALCOHOL DRINKING!! And if u think I'm talking to u than ur probably exactly who I'm talking too!! I mean who cares about fun if you're dead right?

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খ...
26/04/2025

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।

এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খানার রাস্তায় ফুলকপির মতো দেখতে একটা গ্রোথ বা টিউমার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। মেডিকেল সাইন্স বলে,সবার এই রোগ হয় না। পায়ুপথকে যারা মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাদের এই রোগ হয়।

তাই সন্দেহ থেকেই ছেলেটার হিস্ট্রি নেয়া শুরু হয়। কি করে না করে ইত্যাদি! প্রথমে ইতস্তত করলেও চিকিৎসার খাতিরে সে স্বীকার করে যে,সে একজন গে! তাদের চারজনের একটা গ্রুপ আছে। তারা পরস্পর এই পায়ুপথে মিলিত হয়। এই ছেলে গুলোর একজনের পেনিসে একটা গোটা আছে! (সম্ভবত হিউম্যান প্যাপিলোমা থেকেই হবে)। পরবর্তীতে জানা গেল ছেলেটা HIV পজিটিভ। স্বভাবতই তার সকল পার্টনার HIV পজিটিভই হবে।

ছেলেটার বাসা ঢাকার পাশের এক জেলায়। প্রাইভেসির খাতিরেই এলাকার নামটা গোপন রাখলাম। সাময়িক আলাপনে যা দেখলাম, ছেলেটার বাবা একজন দাড়ি-টুপি ওয়ালা সহজ-সরল আধাশিক্ষিত মানুষ,মাও তাই। কিন্তু ছেলের এই বিষয়ে তারা জানতেন না,এখনো জানেন না। রিপোর্ট দেখে শুধু জেনেছেন ছেলে HIV পজিটিভ।

মাঝে একটা পোস্ট ভাইরাল হয়েছিল রমনা পার্ক ও এই এলজিটিভিদের দৌরাত্য নিয়ে। একটা জেলা শহরের যদি এই অবস্থা হয়,তবে ঢাকা বা বিভাগীয় শহর গুলোর কি অবস্থা!!!

এসব এলজিটিভিদের বিষয়ে পোস্ট দেয়ার কারণে আগেও আমার কয়েকজন এলজিটিভিদের সাথে কথা হয়েছে। আমি তাদের কাউন্সেলিং করার চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয়,এদের অধিকাংশ মানুষের মধ্যেই আমি কোনো অনুশোচনা দেখতে পাই নি।

নীরবে নিভৃতে এই এলজিটিভির বিষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কথায়,গানে,নাটকে,সিনেমায় আমরা এদের স্বীকৃতি দিচ্ছি। এসব দেখে বড় হতে থাকা আমাদের আগামী প্রজন্ম ভাবছে, আরে এটা তো স্বাভাবিক ঘটনা,ভূল কিছু নয়!! ধীরে ধীরে গড়ে উঠছে কওমে লুতের মতো একটা প্রজন্ম।

কেউ এই বিষের বিষাক্ততা থেকে মুক্ত নয়। তাই আজই নিজের পরিবারে খোজ নিন। ছেলের মাঝে মেয়েলিপনা বা এর উল্টোটা দেখতে পেলে খতিয়ে দেখুন। প্রয়োজনে ডাক্তারের শরনাপন্ন হোন। নিজের সন্তানকে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে তুলুন।

মনে রাখবেন- সময় গেলে কিন্তু সাধন হবে না.......💔

[ Nazmus Sakib Bappi , SSMC]

সবার জানাটা খুব জরুরী দুর্ঘটনা কখনও বলে আসে না। 😞হঠাৎ আপনি আর আপনার পাশের কেউ দুর্ঘটনায় পড়তে পারেন। অনেক সময়ই দেখা যায় র...
10/04/2025

সবার জানাটা খুব জরুরী
দুর্ঘটনা কখনও বলে আসে না। 😞
হঠাৎ আপনি আর আপনার পাশের কেউ দুর্ঘটনায় পড়তে পারেন।
অনেক সময়ই দেখা যায় রোড এক্সিডেন্ট, মেশিনে বা ধারালো কিছুর আঘাতে আমাদের হাতের আঙুল বা পুরো হাতটাই কেটে পড়ে যায়। পা এর ক্ষেত্রেও হতে পারে।
হসপিটালে নিয়ে আসার পর কাটা জায়গা সেলাই করা সম্ভব হলেও শরীরের হারানো অংশ আর ফিরে পাওয়া যায় না।
অনেকে কাটা আঙুল বা অন্য অংশ সাথে করে নিয়ে আসেন জোড়া লাগিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা পারি না কারন নিয়ম মেনে না নিয়ে আসায় সেটা নষ্ট হয়ে যায়।
আমরা আজ শিখবো কিভাবে এক্সিডেন্ট হলে শরীরের বিচ্ছিন্ন অংশ সাথে করে নিয়ে আসতে হবে জোড়া লাগানোর জন্য।
পদ্ধতিটি কিন্তু খুব সহজ।
প্রথমে পার্শ্ববর্তী কোন ওষুধের দোকান থেকে একটা জোড়া গ্লাভস, একটা নরমাল স্যালাইন এর বোতল আর কিছু গজ ব্যান্ডেজ কিনুন। দুইটা পলিথিন জোগাড় করুন আর কিছু আইস বা বরফ।

প্রথমে গ্লাভস পড়ে নিয়ে নরমাল স্যালাইনের প্লাস্টিকের বোতল কেটে শরীরের বিচ্ছিন্ন অংশটুকু ধুয়ে নিন। তারপর গজ ব্যান্ডেজ সেই নরমাল পানিতে ভিজিয়ে কাটা অংশটা গজ ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে নিন। তারপর একে পলিথিনের প্যাকেটে ঢুকান। এবার একটা পলিথিনে পানি নিয়ে তার ভিতর আইস দিন। আইস ভর্তি প্যাকেটে এবার আগের পলিথিনটি ঢুকান। শেষ, এবার পরিবহন করুন।

মনে রাখবেন ডাইরেক্ট আইসের ভিতর কাটা অংশ দিবেন না। আমাদের প্রয়োজন ঠান্ডা পানির সংস্পর্শ, আইসের নয়।
যদি এতকিছুর ব্যবস্থা না করতে পারেন অন্তত কাটা অংশটুকু ভালো পানি বা বাজারের মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে তা একটা ভেজা কাপড় এর টুকরা দিয়ে জড়িয়ে নিন। এবার ঠান্ডা পানির প্যাকেট দিয়ে একে জড়িয়ে নিয়ে চলে আসুন।
এইভাবে একটা কাটা আঙুল ১২ ঘণ্টা আর কাটা হাত ৬ ঘণ্টা পর্যন্ত ভালো থাকতে পারে। একে বলে Cold ischaemic time. আর দেশের যে কোন ভালো সেন্টারে এই সময়ের ভিতর যাওয়া যায়।
তবে নিয়ে গেলেই যে ডাক্তার আপনার কাটা অংশটুকু জোড়া লাগাতে পারবেন তা কিন্তু নয়। প্রথমে সেই সেন্টারে অর্থোপেডিক মাইক্রোসার্জারী বা প্লাস্টিক সার্জারি এর ব্যবস্থা থাকতে হবে। এখন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ বা স্পেশালাইজড হসপিটালে এইসব ব্যবস্থা আছে।
শুধু ব্যবস্থা থাকলেই হবে না। আপনার কাটা অংশটুকু জোড়া লাগানোর উপযুক্ত কিনা সেটা বড় ফ্যাক্টর। বেশিরভাগ সময়ই কাটা অংশটা এমনভাবে থেঁতলে যায় বা কেটে যায় যে সেটা পুনরায় ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে। তাই ডাক্তারের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।
সঠিক পদ্ধতি ব্যবহার করে পরিবহন করুন। অন্যদের জানান, শেয়ার করুন। নিজে আরও বিস্তারিত জানতে চাইলে Replantation লিখে গুগলে সার্চ দিন।
অজ্ঞতা যেন আমাদের নিজের, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী থেকে শুরু করে রাস্তার অপরিচিত লোকটির জীবনেও বাঁধা হয়ে না দাঁড়ায়।

প্রাচীন গ্রিসে, নারীদের মেডিসিন অধ্যয়ন করা নিষিদ্ধ ছিল।খ্রিস্টপূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণকারী, অ্যাগনোডিস" তার চুল কেট...
22/03/2025

প্রাচীন গ্রিসে, নারীদের মেডিসিন অধ্যয়ন করা নিষিদ্ধ ছিল।
খ্রিস্টপূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণকারী, অ্যাগনোডিস" তার চুল কেটে পুরুষ বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন। ডাক্তারি শিক্ষা শেষ করে এথেন্সের রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোন পুরুষ তাকে স্পর্শ করুক। কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর সন্তান প্রসব করতে সাহায্য করতে পেরেছিলেন।

গল্পটি শীঘ্রই নারী মহলে মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে যেতে শুরু করে। পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন, পুরুষ হয়ে সে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। তার বিচারে, অ্যাগনোডিস, আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার, তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসাবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

সে কালের নারীরা এই দণ্ডে বিদ্রোহ করেছিল, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদন্ড দিতে হবে। তাদের স্ত্রী এবং অন্যান্য নারীদের চাপ সহ্য করতে না পেরে, বিচারকরা Agnodice এর সাজা তুলে নেন, তারপর থেকে গ্রীসে নারীদের মেডিকেল অনুশীলন করার অনুমতি দেওয়া হয়, তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে।

Agnodice প্রথম গ্রীক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। কর্মক্ষেত্রে অ্যাগনোডিসকে চিত্রিত করতে ফলকটি ইতালির ওস্টিয়াতে খনন করা হয়েছিল।

নারীদের জন্য সকল ইতিহাস সৃষ্টি কখনোই কোনদিনও সহজ কোন কাজ ছিলো না। হিমালয় সম পাহাড় একটু একটু করে কেটেই আজকের নারী আমরা। আর একনারীর তখনই প্রকৃত জয়ী হয় যখন অন্য নারী পাশে এসে কাঁধে হাত রাখে।
© Dalia Afroz

Alhamdulliah we won. No one is doctor except MBBS/BDS"এমবিবিএস/বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা নামের আগে ডাঃ পদবী ব্যবহার...
12/03/2025

Alhamdulliah we won. No one is doctor except MBBS/BDS

"এমবিবিএস/বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা নামের আগে ডাঃ পদবী ব্যবহার কর‍তে পারবে না।"
-হাইকোর্ট
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

Alhamdulliah Today From Now Registered Doctor 👨‍⚕of Bangladesh 🇧🇩..This piece of paper took seven years of hard work. Th...
04/02/2025

Alhamdulliah
Today From Now Registered Doctor 👨‍⚕of Bangladesh 🇧🇩..This piece of paper took seven years of hard work. This may seem like a piece of paper to many people, but it took a lot of hard work, patience, and sacrifice to get this.
Kepp me in your prayers for my upcoming life✨

A revolutionary treatment called histotripsy is changing the way doctors fight cancer by using focused ultrasound waves ...
03/02/2025

A revolutionary treatment called histotripsy is changing the way doctors fight cancer by using focused ultrasound waves to break apart tumors.

This FDA-approved therapy, pioneered at Providence Mission Hospital, offers an alternative to radiation and traditional surgeries by using sound and water to target cancer cells precisely. Unlike other treatments, histotripsy doesn’t require incisions and leaves surrounding tissues unharmed. The procedure uses degassed water as a medium to focus ultrasound waves, instantly rupturing cancer cells.

Early studies suggest that liquefying tumors in this way may even help boost the body's natural defenses against cancer.

One patient, Chris Donaldson, credits histotripsy with saving his life after his ocular melanoma spread to his liver, leaving him with limited treatment options. Since undergoing the procedure, his liver has remained cancer-free, and he now looks forward to meeting his future grandchildren.

Experts believe this breakthrough could soon be applied to other cancers, including thyroid and breast tumors, making it a game-changer in oncology. With its success in treating liver cancer, histotripsy could become a powerful tool in the fight against various forms of the disease.

©

এক লোক ফল বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করল—ক্রেতা : আপেলের কেজি কত?বিক্রেতা : ১০ রিয়াল।ক্রেতা : কলা?বিক্রেতা : ৮ রিয়ালক্র...
28/01/2025

এক লোক ফল বিক্রেতার কাছে গিয়ে জিজ্ঞেস করল—
ক্রেতা : আপেলের কেজি কত?
বিক্রেতা : ১০ রিয়াল।
ক্রেতা : কলা?
বিক্রেতা : ৮ রিয়াল
ক্রেতা : কমলা?
বিক্রেতা : ৬ রিয়াল।

ক্রেতা-বিক্রেতা দামাদামী চলছে এমন সময় জনৈকা বয়স্ক মহিলা দোকানে ঢুকেই জিজ্ঞেস করল,
মহিলা : আপেলের কেজি কত?
বিক্রেতা : ৩ রিয়াল।
মহিলা : কলা?
বিক্রেতা : ২ রিয়াল
মহিলা : কমলা?
বিক্রেতা : ২ রিয়াল।

মহিলাটি বলল, এগুলো ১ কেজি করে আমাকে দিন।

ওদিকে পুরুষ ক্রেতাটি তো হতবাক। চোখ রাঙিয়ে দোকানদারকে কিছু বলতে যাবে, এমন সময় সে চোখের ইশারা দিয়ে বলল, একটু অপেক্ষা করুন।

মহিলাটি দাম চুকিয়ে দোকান থেকে বিদায় নেয়ার পর দোকানদার বলল, ভাই! আমার উপর খারাপ ধারণা করবেন না। আমাকে অ-স‍‌ৎ ও ধোঁ-কা-বাজ মনে করবেন না। আল্লা-হর কসম! আমি আপনাকে প্র-তারণা করতে চাইনি।

এই মহিলাটি কয়েকজন 'ইয়াতীম' বাচ্চার মাতা। আমি জানি তারা অভাবী পরিবার। ঐ ইয়াতীমগুলোর জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি। কিন্তু মহিলাটি তা প্রত্যাখ্যান করেছে। সে চায় তার সন্তানরা যেন কারো গ-লগ্রহ না হয়। কারো কাছে হাত বাড়াতে না হয়।

তাই তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক ভেবে-চিন্তে আমি এই পন্থা অবলম্বন করেছি। যেন বুঝতে পারে যে, সে কারো মুখাপেক্ষী নয়।

এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি। সামান্য কিছু হলেও এই অভাবী মহিলা এবং তার ইয়াতীমগুলোর খেদমত করতে চেয়েছি। আমার আমল নামায় কিছু সওয়াব যেন আল্লাহ লিখে দেন।

আল্লাহর কসম, সপ্তাহে সে মাত্র ১ বার আসে। আর যেদিন সে আমার নিকট থেকে ক্রয় করে নিয়ে যায়, সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। অনেক লাভবান হই। কিভাবে যে আমার কাছে রিযিক আসে আমি অনুভব করতে পারি না।

ঘটনা শুনে পুরুষ ক্রেতাটির চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। দোকানদারের মাথায় চুম্বন করে বলল, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন।

- শায়খ আব্দুল্লাহিল কাফি!

বহুদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন ড. বিটা হালাসি।তিনি পেশায় ক্রোয়েশিয়ান ভাইরাস বিশেষজ্ঞ। টিউমার ঠেকাতে বাম স্তন কেটে বা...
18/01/2025

বহুদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন ড. বিটা হালাসি।

তিনি পেশায় ক্রোয়েশিয়ান ভাইরাস বিশেষজ্ঞ। টিউমার ঠেকাতে বাম স্তন কেটে বাদ দেওয়া হয় তাঁর। কিন্তু সেখানে আবার দানা বাঁধে টিউমার। এমনটা ৩য় বারের মতো ঘটে তাঁর সাথে। 'কেমো' সমাধান নয়। আর কোনো পথ খোলা না পেয়ে নিজে নিজেই ভাইরোথেরাপির (ওভিটি) সিদ্ধান্ত নেন তিনি।

এই প্রক্রিয়ায় ভাইরাসের ডিএনএ কিছুটা পরিবর্তন করে সেগুলো অসুস্থ দেহে প্রবেশ করানো হয়। এরা নির্দিষ্ট টিউমার কোষকে টার্গেট করে ধ্বংস করে। ফলে এদেরকে ভাইরাস-অস্ত্রও বলা চলে। ড. বিটা নিজেই ভাইরাসের জৈবিক পরিবর্তন করে তা নিজের দেহে পুশ করেন। অদ্ভুতভাবে সেরেও ওঠেন তিনি।

অনকোলাইটিক ভাইরোথেরাপি (ওভিটি) চিকিৎসাবিজ্ঞানে এখনও খুব বেশি প্রচলিত নয়। বেশিরভাগ ওভিটি এখনও ক্লিনিকাল ট্রায়ালেই সীমাবদ্ধ। সেখানে নির্দিষ্ট নিয়মের পথে না গিয়ে, এভাবে নিজের ওপর প্রয়োগ করায় বিতর্কের শিকার হন ড. বিটা। এমনকি তাঁর গবেষণাপত্র বহু জার্নাল থেকে 'রিজেক্ট' করা হয়।।

© Platform

Address

Shiroil
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Shakib Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Shakib Rahman:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category