27/09/2025
IBS-D (Irritable Bowel Syndrome – Diarrhea type) আছে কিনা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে।
IBS-D আছে বোঝার উপায় (সাধারণ লক্ষণ)
ঘন ঘন পাতলা পায়খানা
– দিনে একাধিকবার ডায়রিয়া হয়, তবে সবসময় পানি-পানি নাও হতে পারে।
হঠাৎ টয়লেটে যাওয়ার চাপ
– খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ পায়খানার চাপ আসে।
পেট ব্যথা বা ক্র্যাম্প
– পেট ব্যথা হয়, আর পায়খানা হয়ে গেলে কিছুটা আরাম লাগে।
গ্যাস ও পেট ফাঁপা
– সবসময় পেটে অস্বস্তি, গ্যাস বা ফুলে থাকার অনুভূতি।
মিউকাস (শ্লেষ্মা) মিশ্রিত পায়খানা
– অনেকে সাদা বা হলদেটে শ্লেষ্মা দেখতে পান।
রাতে ঘুম ভেঙে ডায়রিয়া সাধারণত হয় না
– IBS-D এর ক্ষেত্রে ডায়রিয়া সাধারণত দিনের বেলা হয়, রাতে কম হয়।
অবস্থার ওঠানামা
– কখনও উপসর্গ বেশি থাকে, আবার কখনও কমে যায়।