30/11/2025
অনিয়ন্ত্রিত খাবার বন্ধ রাখুন, IBS মুক্ত জীবন গড়ুন
IBS (Irritable Bowel Syndrome) এমন একটি সমস্যা যা সরাসরি আমাদের খাবারাভ্যাসের ওপর নির্ভর করে। অনিয়ন্ত্রিত, অযথা ঝাল–ভাজা–তেলে ভাজা খাবার, অনিয়মিত খাওয়া, অতিরিক্ত ফাস্টফুড—এসবই ধীরে ধীরে পেটের সঠিক কার্যকারিতা নষ্ট করে দেয়। আর তখনই শুরু হয়—গ্যাস, পেট ব্যথা, অস্বস্তি, বাথরুমে অস্বাভাবিক যাওয়া–আসা, বমিভাবসহ অনেক উপসর্গ।
✔️ IBS পুরোপুরি লাইফস্টাইল–ভিত্তিক একটি সমস্যা
যতক্ষণ খাবারাভ্যাস নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ কোনো ওষুধেই দীর্ঘমেয়াদি আরাম পাওয়া সম্ভব নয়।
---
কেন অনিয়ন্ত্রিত খাবার IBS বাড়ায়?
• হঠাৎ বেশি খাওয়া বা লম্বা সময় না খেয়ে থাকা
• অতিরিক্ত ঝাল, তেল, মসলা
• প্রসেসড খাবার, সস, কেক, বেকারি ফুড
• অতিরিক্ত চা–কফি
• ডিনার দেরিতে করা
এসব খাবার অন্ত্রকে উত্তেজিত করে, হজমে বিশৃঙ্খলা তৈরি করে এবং IBS ট্রিগার বাড়িয়ে দেয়।
---
IBS মুক্ত জীবনের জন্য করণীয়
🍃 ১. খাবারের নিয়ম ঠিক করুন
দিনে ৩ বেলায় ঠিক সময়ে খাবার খান।
মাঝে হালকা খাবার (ফল/বাদাম/সেদ্ধ খাবার) রাখতে পারেন।
🍃 ২. প্লেটে ৪০% সবজি + ৩০% কার্ব + ৩০% প্রোটিন রাখুন
এতে পেট স্বাভাবিক এবং হজম সহজ থাকে।
🍃 ৩. পানি পর্যাপ্ত পান করুন
IBS রোগীদের পানির অভাব গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও অস্বস্তি বাড়ায়।
🍃 ৪. স্ট্রেস কমান
IBS-এর সবচেয়ে বড় ট্রিগার স্ট্রেস।
প্রতিদিন ১০–১৫ মিনিট হাঁটুন, গভীর শ্বাস–প্রশ্বাস নিন।
🍃 ৫. ট্রিগার খাবার বাদ দিন
কোল্ড ড্রিংক
অতিরিক্ত চা–কফি
ঝাল–মসলাযুক্ত খাবার
ফাস্টফুড
ভাজাপোড়া
🍃 ৬. ঘুম ঠিক রাখুন
রাতে ৭–৮ ঘণ্টা গভীর ঘুম IBS নিয়ন্ত্রণের অন্যতম উপাদান।