ডা. এমএস রায় ল্যাপারোস্কোপিক পাইলস্ ফিসার ফিস্টুলা সার্জন

  • Home
  • ডা. এমএস রায় ল্যাপারোস্কোপিক পাইলস্ ফিসার ফিস্টুলা সার্জন

ডা. এমএস রায় ল্যাপারোস্কোপিক পাইলস্ ফিসার ফিস্টুলা সার্জন DR. MS ROY
MBBS, BCS (Health), FCPS (Surgery), FACS (USA), Diploma (Colorectal Surgery),
Laparoscopic, Piles, Fissure & Fistula Surgeon

👨🏼‍⚕️ DR. MS ROY
🥇MBBS, BCS (Health), FCPS (Surgery), BCPS,
🥇Diploma in Anorectal Disease
🥇Training in Colorectal Surgery (BSMMU)
🥇EndoLaparoscopic, Piles, Fissure, and Fistula Surgeon
🥇Resident Surgeon (Surgery)
👉🏽Rajshahi Medical College Hospital, Rajshahi

📌ল্যাপারোস্কপিক (পিওথলি পাথর ও অন্যান্য), পাইলস্(অশ্ব), ফিসার(গেজ্), ফিস্টুলা(ভগন্দর) বিশেষজ্ঞ ও সার্জন। স্পেশাল ট্রেনিং ইন ইন্ডিয়া।

আজীব

ন সদস্যঃ
💥সোসাইটি অফ সার্জনস অফ বাংলাদেশ (SOSB)
💥সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অফ বাংলাদেশ (SLESB)
💥এসোসিয়েশন অফ ব্রেস্ট সার্জনস অফ বাংলাদেশ (ABSB)
💥বাংলাদেশ সোসাইটি অফ কোলন এন্ড রেক্টাল সার্জনস (BSCRS)

🏥 রাজশাহী চেম্বার 🏥
রাজশাহী মেট্রোপলিটন হাসপাতাল
সিএন্ডবি মোড়, পুরাতন ১০ তালার সামনে, কাজিহাটা, লক্ষ্মীপুর, রাজশাহী।
রোগী দেখার সময় বিকাল ৩ঃ০০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
মোবাইলঃ 01773411133
বিঃদ্রঃ- শুক্রবার মোবাইলে যোগাযোগ সাপেক্ষে রুগী দেখা হয়।

🔵 ব্যথাহীন সমাধান পাইলস, ফিস্টুলা ও ফিসার সমস্যার! 🔵🌐 আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন রাজশাহী ও খুলনায় চিকিৎসা সেবা সহজলভ...
07/07/2025

🔵 ব্যথাহীন সমাধান পাইলস, ফিস্টুলা ও ফিসার সমস্যার! 🔵
🌐 আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখন রাজশাহী ও খুলনায় চিকিৎসা সেবা সহজলভ্য।

🎯 আপনি যদি দীর্ঘদিন ধরে পাইলস বা ফিস্টুলার সমস্যায় ভুগে থাকেন, বা অপারেশনের ভয় পান — তাহলে জেনে রাখুন, এখন এইসব রোগের জন্য রয়েছে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে চিকিৎসা।

👨‍⚕️ডা. এমএস রায়
✅ এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
✅ এফসিপিএস (সার্জারি), এফএসিএস (আমেরিকা)
✅ ডিপ্লোমা ইন কোলোরেক্টাল এন্ড পেলভিক ফ্লোর সার্জারি (স্পেন)
✅স্পেশাল ট্রেনিং ইন কলোরেক্টাল সার্জারী (BSMMU)
✅ সদস্য ASCRS (USA)

💼 বিশেষজ্ঞ – এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জারি, পাইলস, ফিস্টুলা, ফিসার, কোলোরেক্টাল ক্যান্সার সার্জারি।

🩺 চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত রোগসমূহঃ

🔹 পাইলস (আন্তর্জাতিক লংগাে ও লেজার পদ্ধতিতে অপারেশন)
🔹 এনাল ফিসার (চিরে যাওয়া ও ব্যথাযুক্ত মলদ্বার)
🔹 ফিস্টুলা (মলদ্বারের পাশে ফোড়া বা ছিদ্র)
🔹 রেক্টাল/কোলন ক্যান্সার
🔹 মলদ্বার দিয়ে রক্ত বা পূঁজ পড়া
🔹 মলদ্বার ফুলে যাওয়া, ব্যথা হওয়া
🔹 হার্নিয়া, হাইড্রোসিল অপারেশন
🔹 স্পেশাল ল্যাপারোস্কপিক সার্জারি (সেফ ও ব্যথাহীন)

📍 চেম্বার লোকেশন ও সময়সূচিঃ

🟥 রাজশাহী মেট্রোপলিটন হাসপাতাল
সিএন্ডবি মোড়, পুরাতন ১০ তলার সামনে, লক্ষ্মীপুর, রাজশাহী
🗓️ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার
🕒 বিকেল ৩টা – রাত ৮টা

🟦 সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স, খুলনা
📍 ৫৮, বাবু খান রোড, খুলনা
🗓️ প্রতি রবিবার
🕒 বিকেল ৩টা – রাত ৮টা

📞 সিরিয়ালের জন্য সরাসরি যোগাযোগ করুন:
📲 01773-411133
📌 আগেই ফোন করে সিরিয়াল কনফার্ম করে নিন।

✅ কেন আমাদের চিকিৎসা বেছে নেবেন?
🔸 আধুনিক ল্যাপারোস্কপিক, লংগো ও লেজার পদ্ধতি
🔸 ব্যথাহীন অপারেশন
🔸 দ্রুত আরোগ্য ও বাসায় ফেরা
🔸 গোপনীয়তা ও যত্নসহকারে চিকিৎসা
🔸 রোগ বুঝে সিদ্ধান্ত — অপারেশন শুধু প্রয়োজন হলে

🟢 বছরের পর বছর রোগ না বয়ে নিয়ে — সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠুন।

📢 বিশেষ বার্তা:
"একবার চিকিৎসা, আজীবন মুক্তি! সময়ের আগে দেখান, জটিলতা এড়ান।"




Surgery





















06/07/2025

Dr. MS ROY
(Member, American Society Of Colon & Re**al Surgeons)
দ্বারা পরিচালিত "পাইলস্ এন্ড ফিস্টুলা সেন্টার"
এ কেন আসবেন,,,,,
১) অপারেশনের প্রয়োজন না হলে অপারেশন করা হয়না,
২) দালাল মুক্ত, ৩) খরচ অত‍্যন্ত কম
৪) আপনার অসুখের সঠিক ব‍্যাখ‍্যা সহ চিকিৎসা করা হয়।
মোবাইলঃ ০১৭৭৩৪১১১৩৩








সচেতন হোন, পাইলস্(অর্শ্ব) প্রতিরোধ করুণ,,,পাইলস্ এর কারণ জানুন,,,,        মোবাইলঃ 01773411133
02/07/2025

সচেতন হোন, পাইলস্(অর্শ্ব) প্রতিরোধ করুণ,,,
পাইলস্ এর কারণ জানুন,,,,








মোবাইলঃ 01773411133

22/06/2025

এনাল ফিসার(গেজ) সম্পর্কে জানুন,,,,,
Common age: 14 to 40 yrs.
Comman cause: Constipation







18/06/2025

Dr. MS ROY
(Member, American Society of Colon & Re**al Surgeons)

মলদ্বারের যেকোন সমস‍্যা বা অসুখ নিয়ে দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত না হয়ে, লজ্জা ভয় না পেয়ে সঠিক পরামর্শ নিন। মনে রাখবেন প্রাথমিক অবস্থায় অনেক অসুখের সার্জারি প্রয়োজন হয়না।
মোবাইল এবং what's app 01773411133







10/06/2025

পৃথীবির যেসকল দেশ উন্নত এবং তার চিকিৎসা ব‍্যবস্থা উন্নত সে সকল দেশের চিকিৎসকরা কখন দৈনিক বেশি সংখ‍্যক রুগী দেখেন না এবং মাথা থেকে পা পর্যন্ত সকল রোগের চিকিৎসা করেন না। ভাবুন তো আপনি আপনার শিক্ষা জীবনে অনেক বিষয়ে পডেছেন কিন্তু আপনি কি সকল বিষয়ে পারদর্শী! তা যদি না হন তাহলে চিকিৎসক সেটা হবে কেন? এখন আপনিই ঠিক করুণ, যে সকল চিকিৎসক দৈনিক বেশি সংখ‍্যক রুগী দেখেন এবং পা থেকে মাথা পর্যন্ত সকল রোগের চিকিৎসা দেন তার কাছে যাবেন নাকি যে সকল চিকিৎসক দৈনিক কম সংখ‍্যক রুগী দেখেন এবং নিদ্দিষ্ট কিছু রোগের বিষয়ে পরামর্শ দেন তাদের কাছে যাবেন?? শরীর আপনার তাই মনও আপনার আর চিন্তাও আপনার, অযথা পরিবারের বাইরে বেশি অন‍্য কারো কাছে চিকিৎসক নির্বাচনে পরামর্শ না নিয়ে নিজেরা সিদ্ধান্ত নিন তাহলে চিকিৎসা ভালো হবে এবং ঠকবেন না।
Dr. MS ROY
(01773411133)


06/06/2025
এনাল ফিসার(গেজ) সাধারণত কষা পায়খানা থেকে হয়ে থাকে তবে কোন কোন ক্ষেএে ডায়রিয়া, মলদ্বার বা তার উপরিভাগে টিউমার হলেও হতে পা...
02/06/2025

এনাল ফিসার(গেজ) সাধারণত কষা পায়খানা থেকে হয়ে থাকে তবে কোন কোন ক্ষেএে ডায়রিয়া, মলদ্বার বা তার উপরিভাগে টিউমার হলেও হতে পারে।
Dr. MS ROY
(সিরিয়ালঃ 01773411133)

পাইলস্ (অর্শ্ব) এর কারণ এবং লক্ষণ সমূহ,,, piles কিন্তু মলদ্বার বা তার উপরিভাগে টিউমার(ক‍্যান্সার) হলেও হতে পারে সুতরাং স...
31/05/2025

পাইলস্ (অর্শ্ব) এর কারণ এবং লক্ষণ সমূহ,,,
piles কিন্তু মলদ্বার বা তার উপরিভাগে টিউমার(ক‍্যান্সার) হলেও হতে পারে সুতরাং সতর্ক হওয়া প্রয়োজন। আমি এমন অনেক রুগী পেয়েছি যে সার্জন piles অপারেশন করে দিয়েছে কিন্তু সারছে না, আমার কাছে আসলে মলদ্বার পরীক্ষা করে দেখেছি মলদ্বারে ক‍্যান্সার!!
Dr. MS ROY (সরাসরি 01773411133)


Dr. MS ROYMember, American Society of Colon & Re**al Surgeons (ASCRS)Colorectal & Laparoscopic Surgeon (mobile 017734111...
25/05/2025

Dr. MS ROY
Member, American Society of Colon & Re**al Surgeons (ASCRS)
Colorectal & Laparoscopic Surgeon
(mobile 01773411133)












06/05/2025

Pelvic organ prolapse মূলত pelvic floor defects এর কারণে মূত্রথলি, জরায়ু, যৌনী, মলদ্বার এর যেকোন একটি অথবা সবগুলো একই সাথে নীচের দিকে নেমে আসে,,, আসলে সমস‍্যা মূলত pelvic floor muscle, fascia, ligament, apponeurosis এর weakness এর কারণে। কিন্তু যার কোন দোষই নেই সেই জরায়ুকে কেঁটে ফেলে দিচ্ছে,,, ফলে operation এর পর আরো বেশি সমস‍্যা দেখা দিচ্ছে, অসুখ তো ভালো হচ্ছেনা। আসলে যুগ পাল্টে গেছে আর তাই চিকিৎসক রুগী এবং তার সাথে সংশ্লিষ্ঠ মানুষ গুলোকেও পাল্টাতে হবে। পুরাতন গতানুগতিক চিকিৎসাকে পিছনে ফেলে নুতন নুতন চিকিৎসা প্দ্ধতি এসেছে। এসকল চিকিৎসা পদ্ধতি মাত্র কিছু সংখ‍্যক trained up colorectal surgeon, Surgeon, urogynaecologist দিয়ে থাকে। সুতরাং সতর্ক হোন ভাবুন, জরায়ু হারাবেন নাকি preserve করবেন!! অপারেশন পদ্ধতি কিন্তু সহজ হলেও রুগী,রোগের
ধরন, কি অপারেশন করলে ভালো হবে? অপারেশনের প্রয়োজন কি না? এসকল assessment কিন্তু জটিল!!
আমাদের দেশের অধিকাংশ চিকিৎসক এবং রুগী বা হাসপাতালের সাথে সংশ্লিষ্ট লোকেরা রুগীকে বিভিন্ন ভাবে প্রতারিত করছে।















শুভ নববর্ষ ১৪৩২
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

Address


Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801773411133

Alerts

Be the first to know and let us send you an email when ডা. এমএস রায় ল্যাপারোস্কোপিক পাইলস্ ফিসার ফিস্টুলা সার্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. এমএস রায় ল্যাপারোস্কোপিক পাইলস্ ফিসার ফিস্টুলা সার্জন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share