Blood Fighters Finder Rajshahi

Blood Fighters Finder Rajshahi "বেঁচে উঠুক একটি প্রাণ,এসো করি রক্ত দান" আপনি রক্তদানে ইচ্ছুক/ রক্তদানের সময় হয়ে থাকলে আমাদের জানান!

 + বাচ্চার বয়স ৯ দিন এবং  - বাচ্চার বয়স ৫ দিন।রক্তশূন্যতা এবং রক্তে ইনফেকশন বি নেগেটিভ বাচ্চাটার ডাক্তার বলেছে পুরো শরীর...
18/07/2025

+ বাচ্চার বয়স ৯ দিন এবং - বাচ্চার বয়স ৫ দিন।
রক্তশূন্যতা এবং রক্তে ইনফেকশন বি নেগেটিভ বাচ্চাটার ডাক্তার বলেছে পুরো শরীরের ব্লাড চেন্জ করতে হবে,তা নাহলে বাচ্চাকে বাঁচানো যাবে না।
রাজশাহী মেডিকেলের ২৭ নম্বর ওয়ার্ডের ICU ভর্তি আছে বাচ্চা দুইটা এখন জরুরি ভিত্তিতে দুইজনের ২ ব্যাগ ব্লাডের প্রয়োজন ব্লাড থেকে (FFP,RCC,Platelet, whole blood) আলাদা করবে।

যোগাযোগ :01540-689652
রক্তযোদ্ধা এগিয়ে আসুন, আপনার একব্যাগ রক্তদানে একটা বাচ্চার জীবন বেচে যাবে।😥😥

আসসালামুআলাইকুমগতকাল আমরা এই বাচ্চার জন্য ও নেগেটিভ ব্লাডের রিকুয়েস্ট করে একটা পোষ্ট করি পোষ্টটি মুহূর্তের মধ্যেও ভাইরাল...
18/07/2025

আসসালামুআলাইকুম
গতকাল আমরা এই বাচ্চার জন্য ও নেগেটিভ ব্লাডের রিকুয়েস্ট করে একটা পোষ্ট করি পোষ্টটি মুহূর্তের মধ্যেও ভাইরাল হয়ে যায় অনেকেই জানতে চেয়েছেন বাচ্চাটির কথা আল্লাহর রহমতে বাচ্চাটি এখন সুস্থ আছে ডাক্তার বলছে আপাদত আর ব্লাড লাগবে না !!
আপনারা সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন 🤲 আমিন

আমরা বাঙালিরা আবেগপ্রবণ জাতি—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার অনেক সময় দুর্বলতাও।আমরা "তেলাও মাথায় তেল দিতে" পছন্দ করি...
18/07/2025

আমরা বাঙালিরা আবেগপ্রবণ জাতি—
এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার অনেক সময় দুর্বলতাও।
আমরা "তেলাও মাথায় তেল দিতে" পছন্দ করি। একটি ১ দিনের শিশুর জন্য নেগেটিভ ব্লাড দরকার ছিল—সে পোস্টে ১২০০+ লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে। এমনকি কেউ একজন আমাদের পোস্ট কপি করে দিয়েছিলেন, সেটিও Irfan Sajjad ভাইয়া পর্যন্ত শেয়ার করেছেন।🖤

নিশ্চয়ই এটি খারাপ কিছু নয়, বরং প্রশংসনীয়।
কিন্তু প্রশ্ন হলো—এই রকম সাড়া কি আমরা সব ব্লাড পোস্টে দিই?

একটা শিশুর জন্য যেসব রক্তদাতা আগ্রহ দেখিয়েছেন, তাদের অনেকেই বলেছেন—"শুধু এই শিশুর জন্য দরকার হলে কল করবেন, অন্য ক্ষেত্রে না।"
আমি জানি না এর কারণ কী।
কিন্তু এই একটাই পোস্ট ভাইরাল হওয়াতে, দেশ পেরিয়ে সৌদি আরব, মালয়েশিয়া থেকেও কল পেয়েছি।
ভাবুন একবার!

কিন্তু এমন অনেক অসহায় রোগী আছে—থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস—যাদের প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিনও রক্ত দরকার হয়।
আর আমরা?
ব্লাড পোস্ট দেখলেই স্ক্রল করে যাই বা চোখ বুজে এড়িয়ে যাই।

আমরা কি একটু মানসিকতার পরিবর্তন করতে পারি না?
শিশুটির মতো অন্যান্য ব্লাড পোস্টেও যদি আমরা ৫% সাড়া দেই, তাহলে আমি নিশ্চিত—কোনো রোগী রক্তের অভাবে মারা যাবে না।

সবাই ব্লাড দিতে পারবে না, এটা ঠিক।
কিন্তু অন্তত একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার কিংবা পরিচিত কোনো স্বেচ্ছাসেবী বা ডোনারকে মেনশন করেও তো সহায়তা করা যায়।

আসুন, মানবতার পাশে দাঁড়াই।
শুধু ভাইরাল পোস্ট নয়—সব ব্লাড পোস্টে আমরা একটি সাহসের নাম হই। 🖤

বাচ্চার বয়স ১ দিন মাএ লাগবে দুর্লভ O- ব্লাড, বাচ্চার জন্ডিস এবং রক্তশূন্যতা ধরা পড়েছে, বাচ্চার গার্জিয়ানেরা কোথাও খুঁজে...
17/07/2025

বাচ্চার বয়স ১ দিন মাএ লাগবে দুর্লভ O- ব্লাড, বাচ্চার জন্ডিস এবং রক্তশূন্যতা ধরা পড়েছে, বাচ্চার গার্জিয়ানেরা কোথাও খুঁজে ১ ব্যাগ ব্লাড ম্যানেজ করতে পারে নি,ডাক্তার বলেছে বাচ্চার শরীরেরর ব্লাড একচেন্জ করলে বাচ্চা হয়তো বাঁচতে পারে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ICU তে ভর্তি আছে জরুরি ভিত্তিতে ব্লাডের প্রয়োজন না হলে বাচানো যাবে না।

ও নেগেটিভ রক্তযোদ্ধা এগিয়ে আসুন।😥😥

রোগীর অবস্থা খুবই খারাপ প্লাটিলেট ২৫,০০০ এ নেমে গেছে প্লিজ এগিয়ে আসুন 😥😥ব্লাড ক্যান্সারের রোগীর জন্য জরুরি ভিত্তিতে ১ ব্...
15/07/2025

রোগীর অবস্থা খুবই খারাপ প্লাটিলেট ২৫,০০০ এ নেমে গেছে প্লিজ এগিয়ে আসুন 😥😥

ব্লাড ক্যান্সারের রোগীর জন্য জরুরি ভিত্তিতে ১ ব্যাগ ও পজেটিভ প্লাটিলেট (O+) প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! কোনো হৃদয়বান ব্যক্তি আছেন দিতে পারবেন? 01522127793

নিজে দিতে না পারলে কয়েকজনকে মেনশান করুন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন 🙏 নইলে রিচ কমে যায় পোস্টে!

12/07/2025

ডোনার ব্লাড দিবে বলে ফোন রিসিভ করছে না 😢😢

থ্যালাসেমিয়া রোগীর জন্য জরুরি ভিত্তিতে ১ ব্যাগ এ পজেটিভ (A+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! কোনো হৃদয়বান ব্যক্তি আছেন দিতে পারবেন? 01522127793

নিজে দিতে না পারলে কয়েকজনকে মেনশান করুন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন 🙏 নইলে রিচ কমে যায় পোস্টে!

থ্যালাসেমিয়া ছোট বাচ্চার জন্য  ইমার্জেন্সি ১ ব্যাগ ( -) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! দূর্লভ বি নেগেটিভ...
06/07/2025

থ্যালাসেমিয়া ছোট বাচ্চার জন্য ইমার্জেন্সি ১ ব্যাগ ( -) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! দূর্লভ বি নেগেটিভ রক্ত সহজে খুঁজে পাওয়া যায়না; আজ বাচ্চার অবস্থা খারাপ গত ২ দিন থেকে ব্লাড খুজে পাওয়া যায় নাই !😢 কোনো হৃদয়বান ব্যক্তি আছেন দিতে পারবেন? 01713706220

নিজে দিতে না পারলে কয়েকজন মেনশান করবেন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন, নইলে রিচ কমে যায় পোস্টে! 😢😢

ছোট বাচ্চাটির অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে ১৫০ এমএল এ পজেটিভ  (A+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে!  কোনো...
04/07/2025

ছোট বাচ্চাটির অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে ১৫০ এমএল এ পজেটিভ (A+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! কোনো হৃদয়বান ব্যক্তি আছেন দিতে পারবেন? 01522127793

নিজে দিতে না পারলে কয়েকজনকে মেনশান করুন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন 🙏 নইলে রিচ কমে যায় পোস্টে!

গত দুইদিনে দুই ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়া হয়েছে হুট করে ডাক্তার রাউন্ডে এসে বলছে আরেো ১৮০ m.l PRBC (১ ব্যাগ ও নেগেটিভ...
02/07/2025

গত দুইদিনে দুই ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়া হয়েছে হুট করে ডাক্তার রাউন্ডে এসে বলছে আরেো ১৮০ m.l PRBC (১ ব্যাগ ও নেগেটিভ (O-) ব্লাড দিতে বাচ্চার শরীরে তা না'হলে বাচ্চার নাকি বেশি সমস্যা হয়ে যাবে।
বাচ্চার মা বার বার কল দিচ্ছিলো তাদের ব্লাড ম্যানেজ করে দেওয়ার কেউ নাই.. আমাদের কাছেও কোনো রক্তদাতা রেডি দেওয়ার মতো।
আপনাদের যাদের রক্তদানের সময় হয়েছে তারা বাচ্চাটাকে বাঁচাতে এগিয়ে আসুন আপনার ১ ব্যাগ রক্তদানে বাচ্চার জীবন বেচে যাবে 😥😥
01522127793

ছোট বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগী তার জন্য জরুরি ভিত্তিতে মাত্র ১৭০ এমএল ও পজেটিভ (O+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ ...
01/07/2025

ছোট বাচ্চাটি থ্যালাসেমিয়া রোগী তার জন্য জরুরি ভিত্তিতে মাত্র ১৭০ এমএল ও পজেটিভ (O+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! কোনো হৃদয়বান ব্যক্তি আছেন যিনি দিতে পারবেন 😢

নিজে দিতে না পারলে কয়েকজনকে মেনশান করুন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন 🙏 নইলে রিচ কমে যায় পোস্টে!
01540-689652

২ দিন ধরে রক্তের ব্যবস্থা হয়নি; থ্যালাসেমিয়া আক্রান্ত ২ টি বাচ্চার জন্য ইমার্জেন্সি ২ ব্যাগ দূর্লভ ও নেগেটিভ (O-) রক্তের...
28/06/2025

২ দিন ধরে রক্তের ব্যবস্থা হয়নি; থ্যালাসেমিয়া আক্রান্ত ২ টি বাচ্চার জন্য ইমার্জেন্সি ২ ব্যাগ দূর্লভ ও নেগেটিভ (O-) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে! প্রতি মাসেই থ্যালাসেমিয়া আক্রান্ত পেসেন্টদের ২/৩ ব্যাগ রক্তের প্রয়োজন হয়! তারা আসলেই অসহায়! 01994-406538

কোনো হৃদয়বান ব্যক্তি আছেন দিতে পারবেন? নিজে দিতে না পারলে কয়েকজনকে মেনশান করুন তবুও না পারলে অন্তত একটা স্টিকার হলেও কমেন্ট করবেন নইলে রিচ কমে যায় পোস্টের 🙂

বাচ্চার মুখ দিয়ে ব্লা*ড উঠছে জরুরী ভিত্তিতে এবি পজেটিভ (AB+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে,অবস্থা খুবই...
27/06/2025

বাচ্চার মুখ দিয়ে ব্লা*ড উঠছে জরুরী ভিত্তিতে এবি পজেটিভ (AB+) রক্তের প্রয়োজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে,অবস্থা খুবই খারাপ ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড ম্যানেজ করতে বলেছে।

AB+ রক্ত যোদ্ধারা এগিয়ে আসুন। আপনার ১ব্যাগ রক্তের বিনিময়ে বাচ্চাটির জীবন বেঁচে যেতে পারে😢

যোগাযোগ : 01949771782

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801603353550

Alerts

Be the first to know and let us send you an email when Blood Fighters Finder Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Blood Fighters Finder Rajshahi:

Share

Category