18/07/2025
আমরা বাঙালিরা আবেগপ্রবণ জাতি—
এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার অনেক সময় দুর্বলতাও।
আমরা "তেলাও মাথায় তেল দিতে" পছন্দ করি। একটি ১ দিনের শিশুর জন্য নেগেটিভ ব্লাড দরকার ছিল—সে পোস্টে ১২০০+ লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে। এমনকি কেউ একজন আমাদের পোস্ট কপি করে দিয়েছিলেন, সেটিও Irfan Sajjad ভাইয়া পর্যন্ত শেয়ার করেছেন।🖤
নিশ্চয়ই এটি খারাপ কিছু নয়, বরং প্রশংসনীয়।
কিন্তু প্রশ্ন হলো—এই রকম সাড়া কি আমরা সব ব্লাড পোস্টে দিই?
একটা শিশুর জন্য যেসব রক্তদাতা আগ্রহ দেখিয়েছেন, তাদের অনেকেই বলেছেন—"শুধু এই শিশুর জন্য দরকার হলে কল করবেন, অন্য ক্ষেত্রে না।"
আমি জানি না এর কারণ কী।
কিন্তু এই একটাই পোস্ট ভাইরাল হওয়াতে, দেশ পেরিয়ে সৌদি আরব, মালয়েশিয়া থেকেও কল পেয়েছি।
ভাবুন একবার!
কিন্তু এমন অনেক অসহায় রোগী আছে—থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস—যাদের প্রতি সপ্তাহে, এমনকি প্রতিদিনও রক্ত দরকার হয়।
আর আমরা?
ব্লাড পোস্ট দেখলেই স্ক্রল করে যাই বা চোখ বুজে এড়িয়ে যাই।
আমরা কি একটু মানসিকতার পরিবর্তন করতে পারি না?
শিশুটির মতো অন্যান্য ব্লাড পোস্টেও যদি আমরা ৫% সাড়া দেই, তাহলে আমি নিশ্চিত—কোনো রোগী রক্তের অভাবে মারা যাবে না।
সবাই ব্লাড দিতে পারবে না, এটা ঠিক।
কিন্তু অন্তত একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার কিংবা পরিচিত কোনো স্বেচ্ছাসেবী বা ডোনারকে মেনশন করেও তো সহায়তা করা যায়।
আসুন, মানবতার পাশে দাঁড়াই।
শুধু ভাইরাল পোস্ট নয়—সব ব্লাড পোস্টে আমরা একটি সাহসের নাম হই। 🖤