05/12/2025
ডিসেম্বর মাস জুড়ে বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে দাঁতের চিকিৎসায় বিশাল ছাড়❗❗
নিয়মিত ডেন্টাল এরেনায় ২জন দন্ত চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছেন।
পুরুষ দন্তচিকিৎসক নিয়মিত রোগী দেখছেন:
ডা. ফাহিম ফয়সাল
মুখ ও দন্ত সার্জন
বিডিএস(RMU)
নারী দন্তচিকিৎসক হিসাবে রয়েছেন:
ডা. হাসনা আক্তার সুমা
মুখ ও দন্ত সার্জন
বিডিএস (RMU)
দুইজন দন্তচিকিৎসক দীর্ঘ দিন থেকেই রাজশাহীতে সুনামের সাথে দন্ত চিকিৎসা দিয়ে আসছেন।
নারী ও শিশুদের জন্য বিশেষায়িত মহিলা দন্তচিকিৎসক দ্বারা পর্দার সহীত সকল নারী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আমরা রাজশাহীতে সর্বাধুনিক চিকিৎসা সামগ্রী ব্যবহারের মাধ্যমে ব্যাথামুক্ত এবং সকল চিকিৎসা আপনাকে বুঝিয়ে তারপর আপনার চিকিৎসা সেবা দেয়া হবে। আপনার চিকিৎসার প্রত্যেকটা ধাপ আমাদের নিজস্ব এক্স-রে এর মাধ্যমে প্রদর্শন করা হবে। যা ঠিকভাবে চিকিৎসা বুঝিয়ে পেলেন কিনা তার বাস্তব চিত্র প্রদর্শন করা হবে।
আরেকটি জরুরি বিষয়, বাংলাদেশ সরকার বিডিএস চিকিৎসক ব্যতীত অন্য কোনো ডিগ্রীধারীকে দন্ত চিকিৎসার অনুমতি দেয় নাহ। তাই যেখানেই যেভাবেই চিকিৎসা নেন নাহ কেন বিডিএস নিশ্চিত করেই চিকিৎসা নেন।
আমাদের চেম্বারের ঠিকানা: ৭৬, বোসপাড়া, শাহ মুখদুম কলেজের পূর্বে ২৫০ গজ বিপরীতে, বাজার - তালাইমারী রোড, বোয়ালিয়া, রাজশাহী।
সিরিয়ালের জন্য: ০১৭৭৩৫৯৭৩৬৫