Dental Arena

Dental Arena "Modern dentistry with gentle care." Address: 76, Bospara (Opposite Of Shah Mokhdum College), Boalia, Rajshahi. For Appointment :01773597365

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা নিশ্চিত করেন আমাদের চিকিৎসকবৃন্দ।মহিলা ও শিশুর পর্দা সহিত দন্তচিকিৎসার ব্যবস্থা...
21/10/2025

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা নিশ্চিত করেন আমাদের চিকিৎসকবৃন্দ।

মহিলা ও শিশুর পর্দা সহিত দন্তচিকিৎসার ব্যবস্থা।

আমাদের ঠিকানা :-
বোষপাড়া, বাজার -তালাইমারি রোড(শাহ-মখদুম কলেজ এর পূর্বে), রাজশাহী

যোগাযোগের নম্বর :-01773597365

গুগল ম্যাপ লোকেশন :-
https://maps.app.goo.gl/6qnRYozgejga1CSj9

আপনাদের প্রতিনিয়ত সেবা দিচ্ছেন আমাদের দক্ষ দুইজন দন্ত সার্জনঃডা. মোহা. ফাহিম ফয়সাল বিডিএস(RMU)ওরাল ও ডেন্টাল সার্জনবিএমড...
03/10/2025

আপনাদের প্রতিনিয়ত সেবা দিচ্ছেন আমাদের দক্ষ দুইজন দন্ত সার্জনঃ

ডা. মোহা. ফাহিম ফয়সাল
বিডিএস(RMU)
ওরাল ও ডেন্টাল সার্জন
বিএমডিসি রেজি: ১৭১৫৫

এবং

ডা. হাসনা আক্তার সুমা
বিডিএস(RMU)
ওরাল ও ডেন্টাল সার্জন
বিএমডিসি রেজি: ১৭৩২২

আমাদের কাছে মেয়ে ও শিশুদের জন্য মহিলা দন্ত সার্জন অতি যত্নসহকারে আপনার পর্দা নিশ্চিত করে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

আমাদের ঠিকানা: ৭৬, বোসপাড়া ( শাহ মুখদুম কলেজের পূর্ব দিকে), বাজার-তালাইমারি রোড, বোয়ালিয়া, রাজশাহী।

সিরিয়াল এর জন্য: ০১৭৭৩৫৯৭৩৬৫

সবাইকে শারদীয় দূর্গোৎসব এর শুভেচ্ছা জানাচ্ছি।পূজোর সময়ও দাঁতের যত্ন এবং চিকিৎসার গাফেলতিতে হতে পারে আপনার দাঁতের বিপদ।তা...
30/09/2025

সবাইকে শারদীয় দূর্গোৎসব এর শুভেচ্ছা জানাচ্ছি।

পূজোর সময়ও দাঁতের যত্ন এবং চিকিৎসার গাফেলতিতে হতে পারে আপনার দাঁতের বিপদ।

তাই যেকোনো দাঁতের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি।

আপনার শিশুর দাঁতের ব্যথামুক্ত সুন্দর হাসিমুখ ফিরিয়ে দেয়ায় আমাদের লক্ষ্য।।তাই রাজশাহীতে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা পেতে আজ...
28/09/2025

আপনার শিশুর দাঁতের ব্যথামুক্ত সুন্দর হাসিমুখ ফিরিয়ে দেয়ায় আমাদের লক্ষ্য।।

তাই রাজশাহীতে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা পেতে আজই চলে আসুন।।।

ঠিকানা: ৭৬, বোসপাড়া, শাহ মুখদুম কলেজের পূর্ব দিকে, বোয়ালিয়া, রাজশাহী।

সিরিয়ালের জন্য: 01773597365

বেদনাদায়ক দাঁত নয়, আরামদায়ক হাসি – সেটাই আমাদের লক্ষ্য ✨🦷”“Extra দাঁত, extra problem! 😬  ”
20/09/2025

বেদনাদায়ক দাঁত নয়, আরামদায়ক হাসি – সেটাই আমাদের লক্ষ্য ✨🦷”
“Extra দাঁত, extra problem! 😬 ”

আমাদের সেবাসমূহ আপনাদের সর্বোচ্চ দন্তচিকিৎসা প্রদানের তাগিদে...আমাদের ঠিকানা :-বোষপাড়া, বাজার -তালাইমারি রোড(শাহ-মখদুম ক...
03/09/2025

আমাদের সেবাসমূহ আপনাদের সর্বোচ্চ দন্তচিকিৎসা প্রদানের তাগিদে...

আমাদের ঠিকানা :-
বোষপাড়া, বাজার -তালাইমারি রোড(শাহ-মখদুম কলেজ এর পূর্বে), রাজশাহী

যোগাযোগের নম্বর :-01773597365

গুগল ম্যাপ লোকেশন :-
https://maps.app.goo.gl/6qnRYozgejga1CSj9

আপনার সেবায়  Dental Arena  সবসময় প্রস্তুত, আমাদের ঠিকানা :-বোষপাড়া, বাজার -তালাইমারি রোড(শাহ-মখদুম কলেজ এর পূর্বে), রাজশ...
30/08/2025

আপনার সেবায় Dental Arena সবসময় প্রস্তুত,

আমাদের ঠিকানা :-
বোষপাড়া, বাজার -তালাইমারি রোড(শাহ-মখদুম কলেজ এর পূর্বে), রাজশাহী

যোগাযোগের নম্বর :-01773597365

গুগল ম্যাপ লোকেশন :-
https://maps.app.goo.gl/6qnRYozgejga1CSj9

সামনের দাঁত ভাংগা এবং রঙ পরিবর্তন হয়ে গেছে,সমাধান নিয়ে আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনতে আজই যোগাযোগ করুন ডেন্টাল অ্যারেনায়-...
22/08/2025

সামনের দাঁত ভাংগা এবং রঙ পরিবর্তন হয়ে গেছে,সমাধান নিয়ে আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনতে আজই যোগাযোগ করুন ডেন্টাল অ্যারেনায়-

🦷❌ মিথ: স্কেলিং করলে দাঁত নড়ে যায়✅ সত্য: দাঁতকে মজবুত রাখার জন্য স্কেলিং দরকার!অনেকের মনে একটা ভুল ধারণা আছে – “স্কেলিং ...
21/08/2025

🦷❌ মিথ: স্কেলিং করলে দাঁত নড়ে যায়
✅ সত্য: দাঁতকে মজবুত রাখার জন্য স্কেলিং দরকার!

অনেকের মনে একটা ভুল ধারণা আছে – “স্কেলিং করলে দাঁত নড়ে যায় বা ক্ষতি হয়”। আসলে বিষয়টা একেবারেই উল্টো!

✅ স্কেলিং মানে দাঁতে জমে থাকা প্লাক, টার্টার ও দাগ পরিষ্কার করা।
✅ এগুলো দীর্ঘদিন জমে থাকলে দাঁতের মাড়ি নষ্ট হয়, দাঁত আসলেই নড়ে যায়।
✅ নিয়মিত স্কেলিং করলে মাড়ি থাকে সুস্থ, দাঁত হয় চকচকে এবং নিঃশ্বাস থাকে ফ্রেশ।

👉 মনে রাখবেন, স্কেলিং দাঁতের কোনো ক্ষতি করে না – বরং দাঁতকে ক্ষতি থেকে বাঁচায়।

হাসি হোক আত্মবিশ্বাসের প্রতীক 😁🌸

MBBS, BDS ব্যতিত কেউ নামের আগে ডাঃ পদবী ব্যবহার করতে পারবেন না।এমন কি হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি যাঁরা প্রাকটিস ক...
20/08/2025

MBBS, BDS ব্যতিত কেউ নামের আগে ডাঃ পদবী ব্যবহার করতে পারবেন না।
এমন কি হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি যাঁরা প্রাকটিস করেন, তারাও কেউ নামের আগে ডাঃ পদবী ব্যবহার করতে পারবেন না

゚viralシfypシ゚viralシ

স্থায়ী দাঁত (Permanent teeth)তোলার প্রধান কারণগুলো হলো—1. দাঁতের বেশিরভাগ অংশ ভেঙ্গে যাওয়া :যখন দাঁতের ক্ষয় (ক্যাভিটি) ...
17/08/2025

স্থায়ী দাঁত (Permanent teeth)তোলার প্রধান কারণগুলো হলো—

1. দাঁতের বেশিরভাগ অংশ ভেঙ্গে যাওয়া :
যখন দাঁতের ক্ষয় (ক্যাভিটি) এত বেশি হয় যে ফিলিং বা রুট ক্যানাল করে বাঁচানো যায় না।

2. দাঁতের মাড়ির রোগ (পেরিওডন্টাল ডিজিজ):
মাড়ি ও হাড় দুর্বল হয়ে দাঁত নড়বড়ে হয়ে গেলে।

3. দাঁত ভাঙা বা আঘাত পাওয়া:
দুর্ঘটনা বা চোটে দাঁত মারাত্মকভাবে ভেঙে গেলে।

4.আক্কেল দাতঁ (Wisdom tooth):
সঠিকভাবে না উঠলে, ব্যথা করলে, পাশের দাঁত বা হাড় ক্ষতি করলে।

5. আকাঁবাকাঁ দাতঁ:
দাঁত বেশি জায়গা নিলে, ব্রেসেস (Orthodontic treatment) দেওয়ার আগে জায়গা তৈরি করতে।

6. সংক্রমণ (Infection):
দাঁতের ভেতরে পুঁজ বা ইনফেকশন ছড়িয়ে গেলে ও অন্যভাবে চিকিৎসা সম্ভব না হলে।

7. টিউমার বা সিস্ট (Cyst):
দাঁতের চারপাশে অস্বাভাবিক টিউমার বা সিস্ট হলে।

゚viralシfypシ゚viralシ

Address

Talaimari-Bazar Road, Bose Para(opposite Of Shah Mokhdum College)
Rajshahi
6100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 13:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dental Arena posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram