প্রাথমিক চিকিৎসা ও অজানা টিউব

প্রাথমিক চিকিৎসা ও অজানা টিউব আসসালামু আলাইকুম।আমাদের পেইজ থেকে আপনারা সবাই প্রাথমিক সেবা ও জ্ঞানএবং না জানা অনেক তথ্য নিতে পারবেন।
(4)

05/04/2023

রোজার মাস,
আল্লাহ যেন আমাদের ৩০ টা রোজা রাখার তৌফিক দান করে।

আমিন 🙂

ইফতারি বাড়িতে বানিয়ে খাবেন। বাহিরের খাবার খাবেন না 🫠

16/03/2023

সুস্থ থাকার ১০ সূত্রঃ
১. প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে দুই অথবা তিন কি.মি. হাঁটুন ।
এরপর গোসল করে প্রার্থনা করুন ।
এতে মনএবং প্রাণ সতেজ থাকবে ।
২. সব সময় সোজা হয়ে বসুন ।
৩. যখনই খাবার খাবেন তখন ভালো করে চিবিয়ে খাবার গ্রহণকরুন ।
এতে পাচন ক্রিয়া ঠিকথাকবে ।
মোটা হওয়ার প্রধানকারণহলো তৈলাক্ত এবং মিষ্টিজাতীয়খাবার খাওয়া ।
তাই এ ধরনেরখাবার খুব কম খান ।
৪. সম্ভব হলে সপ্তাহে একদিন উপোস করে শরীরে খাবারের সমতা বজায় রাখুন ।
৫. গাড়ি থাকলেও খুব বেশিগাড়ি চালাবেন না ।
বেশিরভাগ সময় হেঁটেই কাজসারুন ।
এতে করে পায়েরমাংসপেশীর ব্যায়াম হবে ।
আপনি দীর্ঘদিন সুস্থ থাকতেপারবেন ।
৬. বেশি পরিমাণে সবুজ শাক -সবজি আর ফলমূল খান ।
৭. নিজের সব কাজ নিজেকরারইচেষ্টা করুন ।
৮. ব্যস্ত থাকাটা শরীর ও মন—দুয়ের পক্ষে ভালো ।
তাইকাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন ।
৯. আপনার রুচি ও ব্যক্তিত্বঅনুয়ায়ী পোশাক পরিধান করুন।
১০. শরীরের নিয়মিত যত্ন নিন ।
লাইক দিয়ে একটিভ থাকুন পেজ এ

14/03/2023

গর্ভাবস্থায় রোজা রাখা

গর্ভাবস্থায় একজন মায়ের স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ক্যালরির প্রয়োজন হয়, তাই স্বাভাবিক সময়ের থেকে তাকে বেশি পরিমাণে খেতে হয়।

পবিত্র রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়, তাই এ সময়ে গর্ভবতী মায়েরা রোজা রাখা না রাখা নিয়ে বেশ দ্বিধায় পড়ে যান। একদিকে রোজা রাখা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, অপরদিকে সারা দিন অভুক্ত থাকলে গর্ভস্থ শিশু সঠিক পুষ্টি পাবে কি না, সে ব্যাপারে অনিশ্চয়তা! যদিও ইসলামি নিয়মানুসারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের রোজা রাখার ওপর শিথিলতার কথা উল্লেখ আছে। তাই গর্ভকালীন অবস্থায় রোজা রাখা অনেকাংশেই নির্ভর করে আপনার শারীরিক অবস্থার ওপর। গর্ভাবস্থায় যদি আপনি সুস্থ-স্বাভাবিক থাকেন ও আপনার গর্ভস্থ শিশুর কোন ক্ষতির সম্ভাবনা না থাকে তাহলে আপনার রোজা রাখতে কোনো বাধা নেই। তবে বেবির কথা চিন্তা করে আপনি রোজা কাজাও করতে পারেন।

গর্ভকালীন সময়কে আমরা তিনটি ট্রাইমেস্টারে ভাগ করে থাকি। প্রথম তিন মাস বেশ জটিল। এ সময়ে মাতৃগর্ভে শিশুর প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়। তাই মায়ের শরীরে সঠিক মাত্রায় পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক এসিড, পানির সরবরাহ জরুরি। তা ছাড়া এ সময়ে বমি বমি ভাব, বমি, খাদ্যে অরুচি, মাথাব্যথা, ওজন কমে যাওয়াসহ কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে। তাই প্রথম তিন মাসে রোজা না রাখাই ভালো।

মধ্যবর্তী তিন মাসে গর্ভের শিশুর গঠন তৈরি হয়ে যায়। গর্ভবতী মা এ সময় অপেক্ষাকৃত ভালো বোধ করেন। মা ও গর্ভস্থ শিশুর যদি অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে এবং মায়ের ওজন ঠিক থাকে, তাহলে এ তিন মাসে তার রোজা রাখায় কোনো বাধা নেই। তবে সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রথম তিন মাসের মতো শেষ তিন মাসও গর্ভবতী মাকে অধিক সতর্ক থাকতে হয়। এ সময়ে গর্ভের শিশুটি দ্রুত বেড়ে ওঠে। তাই এ সময়ে মা ও গর্ভস্থ শিশুর পুষ্টির বিষয়টি খেয়াল রাখতে হবে। গর্ভাবস্থায় আপনি যদি রোজা রাখতে চান, তাহলে রোজা শুরুর আগেই আপনার গাইনকোলজিস্টের সাথে পরামর্শ করুন।

আপনি যদি রোজা পালন করেন তাহলে অবশ্যই নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন।
* রোজার ক্লান্তি কমাতে বিশ্রামের মাত্রা বাড়িয়ে দিন।
* দুশ্চিন্তামুক্ত থাকুন।
* অতিরিক্ত হাঁটাহাঁটি এবং পরিশ্রম করবেন না।
* ভারী ওজন বহন করবেন না।
* রাত জাগার অভ্যাস পরিহার করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
* পর্যাপ্ত পানি পান করুন।
* ইফতারি ও

09/10/2022

# #জনক কে..?
১। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস
২। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৩। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান
৫। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী
৮। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ
৯। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন
১০। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ
১১।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক
১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকাপ্যাসিওলি
১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা
১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ- হেরোডোটাস
১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস
১৭। গণিতের জনক কে?
উত্তরঃ- আর্কিমিডিস
১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো
১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস
২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ- ইউক্লিড
২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ- আল খাওয়ারেজমী
২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক
২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর
২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল
২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস
২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৩১। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ- দীন বন্ধু মিত্র
৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ- জিওফ্রে চসার
৩৫। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- উইলহেম উন্ড
৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ- হীরালাল সেন
৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- রজার বেকন
৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল
৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ- জর্জ বার্ন

M.H.Limon
#প্রাথমিক_চিকিৎসা_ও_অজানা_টিউব

30/09/2022

যাদের মুখে অতিরিক্ত ব্রন আছে। তারা দিনে ৭-৮ বার পানি দিয়ে মুখ ধুবেন সাথে পরিষ্কার কাপড় দিয়ে মুখ মুছবেন। এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন। ইনশাআল্লাহ দ্রুত ঠিক হয়ে যাবে।

21/08/2022

আজকে আমরা জানবো যে পুস্টি কি?
=পুস্টি হচ্ছে একটি মানুসের সারবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া।এই পুষ্টির কারনে যে কোন জীব অর্থাৎ মানুষের ক্ষয়পুরন,বৃদ্ধিসাধন করে।আবার পুস্তি মেধাবি বুদ্ধি রোগ প্রতিরধ করে,অসুখ বিসুখ থেকে তারাতারি সেরে উঠতে সাহায্য করে।মানুষ কে করমোক্ষম করে।ইত্যাদি।

19/08/2022

আপনি কি জানেন?
আমাদের বেশীর ভাগ লোকেদের বয়স
(১৫-২০) বছর। আর এই বয়সে আমাদের দরকার সবর্চ্চো (কিলোক্যালরি ৩০০০)।
তা আমরা যে যে খাবারে প্রতি গ্রাম এ পাইঃ

🍚 ১ গ্রাম শর্করা থেকে ৪ কিলোক্যালরি।

🥩 ১ গ্রাম আমিষ থেকে ৪ কিলোক্যালরি।

🧀 ১ গ্রাম চর্বি থেকে ৯ কিলোক্যালরি।

১৫ বছর এর কম বা ২০ বছর এর বেশি বয়সের লোকদের আরও কম কিলোক্যালরি লাগে।

কিলোক্যালরি = শক্তি

16/08/2022

যে ১০ টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেনঃ-
১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg. বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)

উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

16/08/2022

সবাই ১ সপ্তাহ ডিম কিনা বন্ধ রাখুন
ডিমের দাম অটোমেটিক কমে যাবে
কারণ এটা পচনশীল

Address

Sirajganj, Shajadpur, Porjona
Rajshahi

Telephone

+8801770344027

Website

https://www.facebook.com/profile.php?id=100079977789174

Alerts

Be the first to know and let us send you an email when প্রাথমিক চিকিৎসা ও অজানা টিউব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রাথমিক চিকিৎসা ও অজানা টিউব:

Share