13/08/2025
যে কোন রোগের জন্য ডাক্তার দেখাতে গেলে মানুষ সবার আগে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক খোঁজে, এবং সেই ডাক্তারের পরামর্শ নেয়,
কিন্তুু ফিজিওথেরাপি চিকিৎসা নিতে আসলে সবাই কম টাকায় ফিজিওথেরাপি খোঁজে, তারা জানেই না যে, ফিজিওথেরাপি বাজারের কোন আলু পটল না, যে দর কশা কশি করে কম দামে কিনে নিয়ে গিয়ে রান্না করে খাবো,
মনে রাখবন ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার আগে ১০০ বার চিন্তা করুন, যে যায়গায় ফিজিওথেরাপি চিকিৎসা নিবেন বা নিচ্ছেন তাদের আসলে ফিজিওথেরাপির উপরে কোন রকমের ধারনা, সার্টিফিকেট, অভিজ্ঞতা আছে কিনা
ভুল ফিজিওথেরাপি চিকিৎসায় আপনার শরীরের অনেক বড় রকমের ক্ষতি হবে, যেটা আপনার অজান্তেই হয়ে যাবে।
সঠিক যায়গা খুঁজে বের করে, সঠিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন,নিজেকে সুস্থ রাখুন।
#
#
#
#
#