30/09/2025
পুরুষ বন্ধ্যাত্বের কারণসমূহ: একটি বৈজ্ঞানিক পর্যালোচনা
একসময় সন্তান না হওয়ার জন্য নারীদের দায়ী করা হতো। কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে, পুরুষও সমানভাবে বন্ধ্যাত্বের জন্য দায়ী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর তথ্য অনুযায়ী, বিশ্বে আনুমানিক ৭০ মিলিয়ন মানুষ বন্ধ্যাত্বে ভুগছে এবং এর মধ্যে প্রায় ৩০–৫০% ক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব দায়ী।
রেফারেন্স: Agarwal et al., 2021 → https://scholar.google.com/scholar_lookup?title=Male+infertility&author=Agarwal&publication_year=2021
১. ঘুমের অভাব
পর্যাপ্ত ঘুম টেস্টোস্টেরন উৎপাদন ও শুক্রাণুর মান বজায় রাখতে অপরিহার্য। প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমানো পুরুষদের শুক্রাণুর ঘনত্ব ও গুণমান প্রায় ৩১% পর্যন্ত হ্রাস পায়।
রেফারেন্স: Chen et al., 2016 → https://scholar.google.com/scholar_lookup?title=Sleep+duration+and+sperm+quality&author=Chen&publication_year=2016
২. রাসায়নিক পদার্থ, লুব্রিকেন্ট ও পরিবেশ দূষণ
phthalates, BPA, heavy metals (lead, cadmium) ইত্যাদি টেস্টোস্টেরন কমায় এবং DNA ক্ষতি করে।
রেফারেন্স: Hauser et al., 2015 → https://scholar.google.com/scholar_lookup?title=Male+fertility+and+environmental+toxicants&author=Hauser&publication_year=2015
৩. খাদ্যাভ্যাস ও অপুষ্টি
সামুদ্রিক মাছ, ফল ও শাকসবজি শুক্রাণুর গুণমান উন্নত করে। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত লাল মাংস ক্ষতিকর।
রেফারেন্স:
Attaman et al., 2012 → https://scholar.google.com/scholar_lookup?title=Diet+and+male+infertility&author=Attaman&publication_year=2012
Salas-Huetos et al., 2017 → https://scholar.google.com/scholar_lookup?title=Processed+meat+and+sperm+quality&author=Salas-Huetos&publication_year=2017
৪. মানসিক চাপ
দীর্ঘস্থায়ী স্ট্রেস শুক্রাণুর গুণমান কমায়।
রেফারেন্স: Babore et al., 2020 → https://scholar.google.com/scholar_lookup?title=Stress+and+sperm+parameters&author=Babore&publication_year=2020
৫. স্মার্টফোন, ল্যাপটপ ও রেডিয়েশন
স্মার্টফোন পকেটে রাখলে শুক্রাণুর গতিশীলতা গড়ে ৮–৯% কমে যায়।
রেফারেন্স: Adams et al., 2014 → https://scholar.google.com/scholar_lookup?title=Mobile+phone+use+and+sperm+quality&author=Adams&publication_year=2014
৬. ধূমপান ও অ্যালকোহল
ধূমপান ও অ্যালকোহল শুক্রাণুর DNA ক্ষতিগ্রস্ত করে এবং টেস্টোস্টেরন কমায়।
রেফারেন্স: Sansone et al., 2018 → https://scholar.google.com/scholar_lookup?title=Smoking+and+sperm+quality&author=Sansone&publication_year=2018
৭. স্থূলতা ও হরমোনজনিত সমস্যা
স্থূলতা টেস্টোস্টেরন কমিয়ে শুক্রাণুর সংখ্যা হ্রাস করে। রেফারেন্স: Sermondade et al., 2013 → https://scholar.google.com/scholar_lookup?title=Obesity+and+male+infertility&author=Sermondade&publication_year=2013
৮. সংক্রমণ ও যৌনরোগ
ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, মাম্পস ইত্যাদি পুরুষ বন্ধ্যাত্বের কারণ হতে পারে।
রেফারেন্স: Workowski & Bolan, 2015 → https://scholar.google.com/scholar_lookup?title=Sexually+transmitted+infections+and+male+infertility&author=Workowski&publication_year=2015
---
৯. জেনেটিক ও জন্মগত কারণ
Y-chromosome microdeletions ও Klinefelter syndrome-এর মতো জেনেটিক সমস্যা বন্ধ্যাত্ব ঘটায়।
Y-chromosome microdeletions
পুরুষদের Y ক্রোমোজোমে শুক্রাণু তৈরির জন্য বিশেষ কিছু জিন থাকে।
যদি Y ক্রোমোজোমের কিছু ছোট অংশ (microdeletion) নষ্ট হয়ে যায় বা অনুপস্থিত থাকে, তবে টেস্টিস যথেষ্ট বা স্বাভাবিক শুক্রাণু তৈরি করতে পারে না।
এর ফলে অনেক পুরুষের শুক্রাণুর সংখ্যা খুব কম হয় বা একেবারেই শুক্রাণু তৈরি হয় না।
2. Klinefelter syndrome (47,XXY)
Klinefelter syndrome যা 47, XXY হিসেবেও পরিচিত, একটি ক্রোমোজোমের বিচ্যুতি যেখানে একজন পুরুষের অতিরিক্ত এক্স ক্রোমোজোম থাকে
সাধারণত ক্রোমোজোম সেট হয় 46,XY।
কিন্তু Klinefelter syndrome-এ থাকে একটি অতিরিক্ত X ক্রোমোজোম → অর্থাৎ 47,XXY।
এর কারণে টেস্টিস ছোট হয়ে যায়, টেস্টোস্টেরন হরমোন কম উৎপন্ন হয়, এবং শুক্রাণু উৎপাদন খুব কম বা অনুপস্থিত হয়ে পড়ে।
রেফারেন্স: Krausz & Riera-Escamilla, 2018 → https://scholar.google.com/scholar_lookup?title=Genetics+of+male+infertility&author=Krausz&publication_year=2018
পুরুষ বন্ধ্যাত্ব একটি বহু-কারণনির্ভর স্বাস্থ্যসমস্যা। আধুনিক জীবনধারা, দূষণ, খাদ্যাভ্যাস, মানসিক চাপ, ডিভাইস ব্যবহারের প্রভাব এবং জেনেটিক কারণ মিলেই এর ঝুঁকি বাড়াচ্ছে। প্রজননক্ষমতা রক্ষায় স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, ধূমপান-মদ্যপান পরিহার, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং প্রয়োজনীয় চিকিৎসার হস্তক্ষেপ অপরিহার্য।
বিশেষ দ্রষ্টব্য : প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় অসংখ্য বন্ধ্যাত্ব রোগের সুফল পাওয়া যাচ্ছে।
যোগাযোগ
ডাঃ এস এম ফরিদুল ইসলাম
01845055044