
29/05/2025
Dysenta -L গরু ছাগলের পাতলা পায়খানার জনিত রোগের জন্য ।বন্যার সময় গবাদিপশুর রোগ বালাই সাধারণত বেশি হয়ে থাকে। এর কারণ দুষিত পানি পান করা। অথবা বেশি পরিমানে খাদ্য গ্রহণ করা। একই কারণে শুধু বয়স্ক পশুদের নয় বাচ্চাদেরও পেট খারাপ হয়।আবার গরমের সময় এই রোগটি বেশী হয়। কোন কোন সময় খামারের দু’চারটি ছাগল অথবা অধিকাংশ ছাগল পাতলা মলত্যাগ করে থাকে।তবে, এতে ভয় পাওয়ার কোন কারণ নেই। এই প্রোডাক্টটি পাতলা পায়খানার জন্য খুবই কার্যকরী।