
21/10/2024
স্ট্রবেরী চাষ ও তার পরিচর্যা:
স্ট্রবেরী একটি খুব সুস্বাদু ফল যা কিনা শীতের শেষে হারভেস্ট করা যায়। এক এক দেশে এক সময়ে এই ফলের চাষ করা হয়। বাংলাদেশে গত ১ দশক ধরে স্ট্রবেরীর চাষ হচেছ এবং ইতোমধ্যে তা জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের দেশে অক্টোবর-নভেম্বর মাসে এর চারা রোপন করলে ভালো হয়। চারা লাগানোর জন্য ৮-১২ ইন্চি উচু করে বেড তৈরী করে বিশেষ ধরনের পলি মালচিং এর ব্যবস্থা করা ভালো। মোটামুটি বেলে দো-আশ মাটিতে এ ফল ভালো জন্মে। ১ বিঘা মাটিতে প্রায় ৫০০০ চারা লাগানো যায়। টিস্যু কালচার চারা থেকে উৎপাদিত চারা গুনে-মানে ভালো হয় আর ফলন ও আশানুরুপ হয়। ১ বিঘা জমিতে প্রায় ২ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ হয়। আবহাওয়া অনুকূলে থাকলে ৪-৫ লক্ষ টাকার স্ট্রবেরী বিক্রী করা যেতে পারে। দেশের বিভিন্ন চায়গায় স্ট্রবেরীর চারা তৈরী করে বিক্রী হচ্ছে। তবে কেনার আগে অবশ্যই জানতে হবে টিস্যু কালজার চারা কিনা । যারা টিস্যু কালচার চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে:৮৮০১৫৫৬৩১১৩১০ (বিকাশ+ হটসঅ্যাপ)।