Sreepur Islamia Dakhil Madrasah

Sreepur Islamia Dakhil Madrasah এটি রাজশাহী জেলার বাগমারা থানার শ্রী?

03/06/2019
07/12/2017

T

05/11/2015

''তাদের উচিত কম হাসা এবং বেশী কাঁদা ।'' -আত -তাওবাহ: ৮২ ।
''হে আমার জাতি ! এ দুনিয়ার জীবন তো কয়েক দিনের মাত্র । চিরকাল অবস্হান তো পরকালে ।'' -আল মুমিন - ৩৯ ।
''লোকদের হিসাব-নিকাশের সময় খুবই নিকটে এসে গেছে অথচ এখনো তারা গাফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে ।'' --সূরা আম্বিয়া : ১ ।

04/11/2015

হযরত আলী রাঃ থেকে বর্ণিত , আজকের দিনে আমল করার সুযোগ আছে হিসাব নেবার ব্যবস্হা নেই । কিন্তু আগামীকাল শুধু হিসাব আর হিসাব দিতে হবে আমল করতে চাইলেও সুযোগ দেয়া হবে না । ''মিশকাত''

13/10/2015

এটা কেমন কিতাব আমাদের ছোট বড় কোন কাজই এমন নেই যা আমল নামায় লেখা হয়নি । - সূরা কাহাফ : ৪০ .
লান্ঞ্ছনার মধ্যেই পড়ে থাক , আমার সাথে আর কথা বলবে না ।
- সূরা মুমিনুন : ১০৮ .
দৌঁড়াও আল্লাহর দিকে ।
-সূরা জারিয়াত : ৫০ .
তোমাদের রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করে দৌঁড়াও । - সূরা হাদীদ : ২০ .

17/09/2015

কিছু গুরুত্ব পূর্ণ তথ্য।
সবাই শেয়ার করে সংগ্রহে রাখুন
*J.S.C- Junior School Certificate.
*J.D.C- Junior Dakhil Certificate.
*S.S.C- Secondary School Certificate.
*H.S.C- Higher Secondary Certificate.
*A.M— Ante meridian.
*P.M— Post meridian.
*B. A— Bachelor of Arts.
*B.B.S - Bachelor of Business Studies.
*B.S.S- Bachelor of Social Science.
*B.B.A- Bachelor of Business Administration.
*M.B.A- Masters of Business Administration.
*B.C.S- Bangladesh Civil Service.
*M.A. — Master of Arts.
*B.Sc.— Bachelor of Science.
*M.Sc.— Master of Science.
*B.Sc. Ag.— Bachelor of Science in Agriculture.
*M.Sc.Ag.— Master of Science in Agriculture.
*M.B.B.S.— Bachelor of Medicineand Bachelor of
Surgery.
*M.D.— Doctor of Medicine/ Managingdirector.
*M.S.— Master of Surgery.
*Ph.D./ D.Phil.— Doctor of Philosophy(Arts &
Science)
*D.Litt./Lit.— Doctor of Literature/ Doctor
ofLetters.
*D.Sc.— Doctor of Science.
* B.C.O.M — Bachelor of Commerce.
* M.C.O.M — Master of Commerce.
*B.ed- Bachelor of education.
*Dr.— Doctor.
*Mr. — Mister.
*Mrs. — Mistress.
*Miss — used before unmarried girls.
*M.P.— Member of Parliament.
*M.L.A.— Member of Legislative Assembly.
*M.L.C— Member of Legislative Council.*P.M.—
Prime Minister.
*V.P- Vice President./ Vice Principal.
*V.C- Vice Chancellor.
*VIP- Very Very Important Person
*D.C- District Commissioner./ Deputy
Commissioner.
*S.P- Police Super.
*S.I- Sub Inspector.
*RP- Radio Padma
*FM- Frequency Modulation
*Mpsz-Mobile Problem solution Zone.*BD-
Bangladesh

30/08/2015

সহীহ বুখারী (ইফাঃ), ১০/ আযান৫৭৮ সুলাইমান ইব্‌ন হারব্‌ (রহঃ) আনাস (রাঃ) থকে বর্ণিত, তিনি বলেন, বিলাল (রাঃ)- কে আযানের শব্দ দু’বার এবং কাদ-কামাতিস-সালাহ ব্যতীত ইকামাতের শব্দগুলো বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল।
Narrated Anas: Bilal was ordered to repeat the wording of the Adhan for prayers twice, and to pronounce the wording of the Iqama once except "Qad-qamat-is-salat".
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ إِلاَّ الإِقَامَةَ.

30/06/2015

আসুন নবী কারীম (সা:) এর সুন্নত
জিন্দা করি ~
~
☞ Hello এর স্থলে
"আসসালামুআলাইকুম" বলি।
☞ OK এর স্থলে "ইন-শা-আল্লাহ"
বলি।
☞ Bye এর স্থলে "ফি-
আমানিল্লাহ" বলি।
☞ Thanks এর স্থলে
"জাযাকাল্লাহ" বলি।
☞ Nice এর স্থলে "মাশাল্লাহ"
বলি।
☞ Fine এর স্থলে "আলহামদুলিল্লাহ
" বলি।
☞ Great এর স্থলে "সুবহানাল্লাহ"
বলি।
~
≈ আল্লাহ তা'লা নবী কারীম
(সা:) এর সুন্নত মোতাবেক চলার
তৌফিক দান করুন।
~
আমিন

26/06/2015

@@ Aka Munajat kore doa kora jabe joto para
jai tate kono apotti nai....
Tobe Munajat sese Haat Mukhe Musar j
bornona Abu Daud e asese...
Seta joef.
r
joef hobar karone Mukhe Hat Musa Jabe n

26/06/2015

=>Rasul (sm.) er kase hokhon keu dowa
chaito...
tokhon tini...tar mathai orhoba sorire Hat rekhe
doa korten.
_Sohihul Bukhari, Kitabuddoa, Full volium page
number155.
Abar onek somoi tini savavic vabei doa kore
diten...
_Sahihul Muslim, Kitabuddoa Iddhai Hadis
number 2603

26/06/2015

★★★....★★★....★★★
না পড়লে মিস...
# প্রশ্নঃ শিরক কাকে বলে এবং
শিরক করার পরিণতি কি???
# উত্তরঃ শিরক আরবী শব্দ।
যার অর্থ অংশীদার করা।ইসলামের
পরিভাষায় শিরক হলঃ আল্লাহ্
ছাড়া বা আল্লাহর ইবাদত এর
পাশাপাশি অন্যের ইবাদত বা
উপাসনাকে শিরক বলা হয়। সেটা
আন্তরিক,মৌখিক,কিংবা অঙ্গ-
প্রতঙ্গের মাধ্যমে প্রকাশ হোক। আর
যে ব্যক্তি শিরক করে তাকে মুশরিক
বলা হয়।
মুশরিক এর ব্যপারে কুরআনে বর্ণিত
হয়েছে-"নিশ্চয় যে আল্লাহর সাথে
শিরক করবে আল্লাহ্ তার জন্য
জান্নাত হারাম করে দিবেন এবং
তার ঠিকানা হবে জাহান্নাম।"(সূর
া মায়িদাহ-আয়াত নং-৭২)
কত যে কঠিন পরিণতি!!!
কুরআনে আরও বর্ণিত হয়েছে- "যদি
তুমি( আল্লাহর) সাথে শিরক সাব্যস্ত
করো তাহলে তোমার "আমল- কর্ম"
অবশ্যই বিফল হয়ে যাবে এবং তুমি
ক্ষতি গ্রস্থদের অন্তর্ভুক্ত হবে।
"(সূরা যুমার-আয়াত নং- ৬৫)
অর্থাৎ-শিরক করা মাত্রই সমস্ত আমল-
ইবাদত ধ্বংস হয়ে যাবে।
অতএব শিরক বিষয় জ্ঞান অর্জন করে
তা থেকে সাবধান থাকতে হবে
এবং মানুষকেও সাবধান করতে হবে।
আমরা মুসলিম হয়েও জানা এবং
অজানা অবস্থায় অসংখ্য শিরক করে
চলেছি সওয়াবের আশায়...
কিন্তু সওয়াবের যায়গায়
জাহান্নাম ছাড়া আর কিছুই পাওয়া
যাবেনা।
★ আল্লাহ্ আমাদের সকলকে শিরক
বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত
করার তাউফিক দিন....
# আমীন.

26/06/2015

"Salatul Istiska" Pani prarthonar Salat,
"Kunute Najela"- Islam Birodhider
biruddhe...Dowa...etc khettre Rasul (sm.)
Sahabider nia hat uthia Doa loresen..
Ja Sohih Hadis dara promanito....
*************
Tai bole Foroz salater por Imam Muktadi ak
satha Hat tule munazat er j system dekha jai ta
sorasori Islam Birodhi kaj.......

26/06/2015

বল্টু পরিক্ষা দিচ্ছে। প্রশ্ন -
নিউটনের সুত্রের বিবরন দাও। বল্টুর
উত্তর
একদিন নিউটন রাস্তা দিয়ে
যাচ্ছেন।তিনি
দেখলেন একটি ছাগল তার সামনে
দিয়ে
যাচ্ছে।তিনি ছাগলটিকে
থামালেন ব্যস
আবিষ্কার হয়ে গেল প্রথম সুত্র কোন
কিছু না
থামালে তা চলতেই থাকে।
এরপর তিনি F বল নিয়ে ছাগলকে
লাথি
মারলেন।ছাগল বলে উঠল ম্যা (MA)।
আবিষ্কার হয়ে গেল দ্বিতীয় সুত্র
F=MA.
এবার তিনি ছাগলকে আরো
জোরে লাথি
দিলেন।ছাগল তাকে এবার তার
শিং দিয়ে
গুতো দিল।
তখন তিনি একটি কথা বুঝতে
পারলেন যা তার
3 নম্বর সুত্র।
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও
বিপরীতমুখী
প্রতিক্রীয়া আছে।
স্যার খাতা দেখে অজ্ঞান

19/06/2015

তরা - শব্বদের মানে ক?

19/06/2015

আমরা মুসলমান। আর আমাদের মধ্য এখন মুনাফেকি আচরণ দেখা যাই।

সুরা বকরাহ তে রয়েচে,,,,
যারা মুনাফিক তারা যখন মুমিনের সাথে মিলত হয় ,তারা বলে আমরা তোমাদের সাথে আচি,আর যখন তারা তাদের শয়তান দলপতির সাথে মিলিত গয়,তখন তারা বলে আমরা তোমাদের সথেআচি, ,,আমরা তো তাদের সথে ঠঠাttা করি।

19/06/2015

একজন মানুষ এর ইহকািলন সান্তি এবং;পরকালিন মুক্তির ★ জন্ন মাদ্রাসা পয়জন ।

03/06/2015

শব্দার্থ :
সদা-সবসময় ।
সংশয়-সন্দেহ , দ্বিধা ।
সংকল্প-মনের দৃঢ ইচ্ছা ।
শুভ্র-সাদা ।
যবে-যখন ।
প্রশমিতে-উপশম ঘটাতে , নিবারণ করতে ।
উপেক্ষা-গ্রাহ্য না করা , অবহেলা করা , গুরুত্ব না দেয়া ।
ছল-ছুতা , ওজর ।
ম্রিয়মাণ-কাতর , বিষাদগ্রস্ত ।

26/05/2015

আগামী ৩১ শে মে থেকে এই মাদ্রাসায় পরিক্ষা অনুষ্ঠিত হবে ।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sreepur Islamia Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share