CDM Hospital ICU & Dialysis Center

CDM Hospital ICU & Dialysis Center রাজশাহীতে সর্বাধুনিক ICU (মুমূর্ষ রোগী?

At CDM Dialysis & Cardiac Center,
we re-imagine what is possible and redefine the practice of modern
medicine, both in our local
community and across the world.

পানির অপর নাম মৃত্যু! হ্যা, কিডনী বিকল রোগীদের জন্যে পানির অপর নাম মৃত্যু।তাই দিনে ১/২-১ লিটার পর্যন্ত বা চিকিৎসক এর পরা...
02/07/2018

পানির অপর নাম মৃত্যু!
হ্যা, কিডনী বিকল রোগীদের জন্যে পানির অপর নাম মৃত্যু।
তাই দিনে ১/২-১ লিটার পর্যন্ত বা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী পানি পান করুন।

ডায়ালাইসিস এর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান CDM Hospital ICU & Dialysis Centerআমাদের এখানে ডক্টরের তত্ত্বাবধানে ডায়ালাইসিস...
28/06/2018

ডায়ালাইসিস এর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান CDM Hospital ICU & Dialysis Center
আমাদের এখানে ডক্টরের তত্ত্বাবধানে ডায়ালাইসিস দেওয়া হয়।
২৪ ঘন্টা ডক্টর ও নার্স এর মাধ্যমে ডায়ালাইসিস দিয়ে থাকি।

কিডনি রোগ হয়ে গেলে শুধু যে নেফ্রোলজিস্টকে কিডনি রোগের চিকিৎসা করতে হবে, এটি ঠিক নয়। কারণ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকি...
28/06/2018

কিডনি রোগ হয়ে গেলে শুধু যে নেফ্রোলজিস্টকে কিডনি রোগের চিকিৎসা করতে হবে, এটি ঠিক নয়। কারণ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসা সাধারণ ডাক্তাররাও করতে পারে। আমাদের বুঝতে হবে যে কিডনি রোগের কিডনির কার্যক্রমটা কী পর্যায়ে আছে। তার প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বা মাইক্রোঅ্যালবুমিন যাচ্ছে কি না সেটি দেখতে হবে। তখন তাকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে অ্যালবুমিন কীভাবে না যায়, সেই ধরনের ওষুধ দিতে হবে। আমাদের দেশে ১২০ থেকে ১৩০ জন নেফ্রোলজিস্ট আছে। আর আমাদের কিডনি রোগীর সংখ্যা দুই কোটি। এখন সবই যদি নেফ্রোলজিস্ট দেখে, তাহলে প্রতিদিন প্রায় ৯০০ রোগী নেফ্রোলজিস্টকে দেখতে হয়। সেটা তো সম্ভব নয়। আমাদের দেশে কেন, কোনো দেশেই সম্ভব নয়। সেজন্য আমরা মনে করি যে একেবারে প্রাথমিক যত্নের ক্ষেত্রে এই রোগগুলোকে শনাক্ত করতে হবে।

কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগ...
28/06/2018

কিডনি দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখা জরুরি। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে কিডনি রোগের লক্ষণগুলোর কথা।
১. প্রস্রাবে পরিবর্তন
কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না।
২. প্রস্রাবের সময় ব্যথা
প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া- এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে।
৩.প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়।এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ।
৪. দেহে ফোলা ভাব
কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে।
৫. মনোযোগ দিতে অসুবিধা হওয়া
লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিস্কে অক্সিজেন পরিবহন কমে যায়। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়।
৬. সবসময় শীত বোধ হওয়া
কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়। আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে।
৭. ত্বকে র্যাশ হওয়া
কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র্যাশ তৈরি করতে পারে।
৮. বমি বা বমি বমি ভাব
রক্তে বর্জ্যনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে।
৯. ছোটো ছোটো শ্বাস
কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এ ছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন।
১০. পেছনে ব্যথা
কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ।

সিডিএম ডায়ালাইসিস এন্ড কার্ডিয়াক সেন্টার এ ডায়ালাইসিস সংক্রান্ত সকল পরীক্ষা-নিরীক্ষা ৩৫% ছাড়।
28/06/2018

সিডিএম ডায়ালাইসিস এন্ড কার্ডিয়াক সেন্টার এ
ডায়ালাইসিস সংক্রান্ত সকল পরীক্ষা-নিরীক্ষা ৩৫% ছাড়।

সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সিডিএম ডায়ালাইসিস এন্ড কার্ডিয়াক সেন্টারে কিডনী বিকল রোগীদের ডায়ালাইসিস দেওয়া হচ্ছে ।সর্বোচ্চ কম ...
28/06/2018

সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা সিডিএম ডায়ালাইসিস এন্ড কার্ডিয়াক সেন্টারে কিডনী বিকল রোগীদের ডায়ালাইসিস দেওয়া হচ্ছে ।
সর্বোচ্চ কম খরচে উন্নত মেশিনের মাধ্যমে ডায়ালাইসিস দেওয়া হয়।

CDM Intensive care unit (ICU)'scater to patients withsevere and life-threatening illnesses and injuries, which require c...
23/06/2018

CDM Intensive care unit (ICU)'s
cater to patients with
severe and life-threatening illnesses and injuries, which require constant, close monitoring and support from specialist equipment and medications in order to ensure
normal bodily functions . They are staffed by highly trained doctors and nurses who specialise in (ICU specialist) caring for critically ill patients. ICU's are also distinguished from normal hospital wards by a higher staff-to-patient ratio and access to advanced medical resources and equipment that is not routinely available elsewhere. Common conditions that are treated within ICU's include acute (or adult) respiratory distress syndrome (ARDS ), trauma , multiple organ failure.
Patients may be transferred directly to an intensive care unit from an emergency department if required, or from a ward if they rapidly deteriorate, or immediately after surgery if the surgery is very invasive and the patient is at high risk of complications.
CDM Hospital ICU & Dialysis Center
Hotline: 01845988898, 01845988889
Laxmipur, Rajshahi

We provide ambulance service in 15 minutes at any place in Rajshahi city corporation. Each of our ambulances has a good ...
20/06/2018

We provide ambulance service in 15 minutes at any place in Rajshahi city corporation. Each of our ambulances has a good system of oxygen and stretcher.
For contact us: 01845988898, 01845988889

ডায়ালাইসিস করে রক্ত থেকে দূষিত কিছু পদার্থ বের করা যায়, কিন্তু এটা কিডনির অন্যান্য কাজ করতে পারে না। ডায়ালাইসিসের রোগীদে...
19/06/2018

ডায়ালাইসিস করে রক্ত থেকে দূষিত কিছু পদার্থ বের করা যায়, কিন্তু এটা কিডনির অন্যান্য কাজ করতে পারে না। ডায়ালাইসিসের রোগীদের পানি ও তরল পানে সতর্কতা অবলম্বন করতে হয়। সব ধরনের খাবার খাওয়া যায় না। কিছু ওষুধও সেবন করতে হয়। তবে ডায়ালাইসিসের রোগীরা অন্যান্য স্বাভাবিক কাজ করতে পারে। নারী হলে সাধারণত গর্ভধারণ না করার পরামর্শ দেওয়া হয়। তবে এ অবস্থায় গর্ভধারণ করলে বেশি বেশি ডায়ালাইসিস করে রক্ত দূষিত পদার্থমুক্ত রাখতে হয়

19/06/2018

হিমোডায়ালাইসিস : এটি মেশিনের মাধ্যমে করতে হয়। এ ক্ষেত্রে রোগীর রক্ত শরীরের বাইরে স্থাপিত মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত হয়। মেশিন শুধু বর্জ্য পদার্থ রক্ত থেকে বের করে নেয়। ক্যাথেটারের মাধ্যমে শিরাপথের রক্ত মেশিনে যায়, পরিশোধিত হয়ে অন্য ক্যাথেটারের মাধ্যমে আবার শরীরে আসে। সাধারণত সপ্তাহে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত হিমোডায়ালাইসিস করতে হয়। প্রতি সেশনে কতটা সময় করতে হবে তা নির্ভর করে রোগীর কিডনির অবস্থার ওপর। কিছু ক্ষেত্রে রোগীর হিমোডায়ালাইসিস বাড়িতেও করা সম্ভব। যেমন—ডায়ালাইসিস করার সময় যে রোগী সুস্থ থাকে বা অবস্থা পরিবর্তিত হয় না, যখন রোগীর অন্য কোনো অসুখ না থাকে।

ডায়ালাইসিস একটি বিকল্প রক্ত পরিষ্কার পদ্ধতি। যার মাধ্যমে রক্তের দূষিত ও ক্ষতিকর পদার্থ এবং অতিরিক্ত পানি প্রস্রাব আকারে ...
19/06/2018

ডায়ালাইসিস একটি বিকল্প রক্ত পরিষ্কার পদ্ধতি। যার মাধ্যমে রক্তের দূষিত ও ক্ষতিকর পদার্থ এবং অতিরিক্ত পানি প্রস্রাব আকারে বের করে দেয়া যায়। সুস্থ মানুষের দেহে কিডনি এমনিতেই এ কাজগুলো করে থাকে। কিন্তু যখন কিডনি বিকল হয় বা রক্ত পরিশোধন করার ক্ষমতা হারায় অথবা ক্ষমতা কমে যায়, তখন রক্ত পরিশোধনের জন্য ডায়ালাইসিস করতে হয়। অনেকে মনে করেন, শুধু দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্তদের ডায়ালাইসিস লাগে; কিন্তু হঠাৎ করে যে কারো ডায়ালাইসিস লাগতে পারে যদি অ্যাকিউট কিডনি ফেইলিওর হয়।

সুস্থ মানুষের দেহে খনিজ ও পানির ভারসাম্য বজায় রাখে কিডনি। রক্তকণিকা তৈরির জন্য অতি আবশ্যক ইরাইথ্রোপয়েটিন ও কোলসিট্রায়াল হরমোনও উৎপাদন করে। ডায়ালাইসিস পদ্ধতিতে রক্ত পরিষ্কার হয়, কিন্তু হরমোন উৎপাদন হয় না।

Can dialysis cure my kidney disease?In some cases of sudden or acute kidney failure, dialysis may only be needed for a s...
18/06/2018

Can dialysis cure my kidney disease?

In some cases of sudden or acute kidney failure, dialysis may only be needed for a short time until the kidneys get better. However, when chronic kidney disease progresses to kidney failure over time, your kidneys do not get better and you will need dialysis for the rest of your life unless you are able to receive a kidney transplant.

Address

Laxmipur, Chowdhury Tower, B-473/474
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when CDM Hospital ICU & Dialysis Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CDM Hospital ICU & Dialysis Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category