Institute of Health Technology, Rajshahi

Institute of Health Technology, Rajshahi In the path of truth and justice

৩০৩ নাম্বার রুমের ভিডিওটা এই পেজে দেওয়ার পরেই হোস্টেল সুপার মিজানুর রহমান মিলন স্যার আশ্বাস দিয়েছিলেন খুব দ্রুতই এ সমস...
06/08/2025

৩০৩ নাম্বার রুমের ভিডিওটা এই পেজে দেওয়ার পরেই হোস্টেল সুপার মিজানুর রহমান মিলন স্যার আশ্বাস দিয়েছিলেন খুব দ্রুতই এ সমস্যা সমাধান হবে। আলহামদুলিল্লাহ! শামীম ছাত্রাবাসের তৃতীয়তলার জলছাদ পরিবর্তন করে তদস্থলে আরসিসি ছাদের বাজেট পাস হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে! তবে কাজ যেন খুব দ্রুতই শুরু হয়।

18/07/2025

তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহবান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে, আর তারাই সফলকাম।
#সূরাঃ আলে-ইমরান ১০৪

📢 চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ড!নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ? মানবতা আজ লাঞ্ছিত, ন্যায়বিচার কোথায়?🩸 এই নৃশংস...
11/07/2025

📢 চাঁদা না দেওয়ায় নির্মম হত্যাকাণ্ড!
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ?
মানবতা আজ লাঞ্ছিত, ন্যায়বিচার কোথায়?
🩸 এই নৃশংসতার বিচার হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!
#মানবতা_লাঞ্ছিত #চাঁদাবাজদের_বিচার_চাই

10/07/2025

কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

05/07/2025

ধন্যবাদ!! কর্ণিয়া আইএইচটি ম্যাটস্ ভর্তি কোচিং রাজশাহীকে। আমাদের প্রতিষ্ঠানকে জাতির সামনে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
চিকিৎসা বিভাগে অপরিসীম ভুমিকা রাখার পরেও মেডিকেল টেকনোলজিস্ট জাতি আজ পদে পদে অবহেলিত। আর চিকিৎসা বিভাগের একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে অবহেলা করে দেশের সুচিকিৎসা নিশ্চিত কোন দিনই সম্ভব নয়।

22/05/2025

এ যেন ফ্যাসি*বাদের এক নতুন রুপ। রাজশাহী আইএইচটির পদত্যাগ কৃত ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ রকি ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে তার রুমে ডেকে দলবল নিয়ে অত্র প্রতিষ্ঠানের মাহফুজ নামের এক শিক্ষার্থীকে বেধরক পেটাই। অনুসন্ধান করে জানা যায়, ফেসবুক কমেন্টে রকির একজন বন্ধুকে ভাই বলে সম্বোধন না করায় এভাবে পিটিয়েছে মাহফুজকে। নব্য ফ্যা*সিস্ট জন্ম নিচ্ছে নতুন বাংলাদেশে। ব্যবহার একই তবে নাম ভিন্ন। শহীদ মুগ্ধর বাংলায় নব্য ফাসি*স্টদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ।

শুভেচ্ছা ও অভিনন্দন! ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, রাজশাহী ।
30/04/2025

শুভেচ্ছা ও অভিনন্দন! ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, রাজশাহী ।

হ্যা আমরা এতটুকু করতে পারছি।
06/04/2025

হ্যা আমরা এতটুকু করতে পারছি।

আছরের নামাজ পর রাজশাহী আইএইচটিতে রাজশাহীর সকল মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়ে ইফতার মাহফিল।আমন্ত্রণে : মেডিকেল টেকনোলজিস্ট...
14/03/2025

আছরের নামাজ পর রাজশাহী আইএইচটিতে রাজশাহীর সকল মেডিকেল টেকনোলজিস্টদেরকে নিয়ে ইফতার মাহফিল।

আমন্ত্রণে : মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম,রাজশাহী। (MTF)

13/03/2025

মেডিকেল টেকনোলজিস্টরা আবার কখন ডাক্তার হিসেবে পরিচয় দিলো?!!

10/03/2025

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহীর ১ম বর্ষের ফার্মেসী অনুষদের শিক্ষার্থী রশিদা হক মিশরী, GBS রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। তার পরিবার দরিদ্র। চিকিৎসা করার মত আর্থিক সংগতি তার পরিবারের নাই। যদি অত্র প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী বা অন্য কেউ তার চিকিৎসার জন্য সাহায্য করতে চান তাহলে এই বিকাশ নাম্বারে সাহায্যের টাকা পাঠাতে পারেন। এটা রশিদা হক এর নিজস্ব মোবাইল নাম্বার,- ০১৩০০-০৯৯৫৯৮।

ছোট ছোট সাহায্যই রশিদা হকের জীবন বাঁচাতে পারে।

এদেশে আবু সাইদরা বারবার আসুক।মুগ্ধরা পুনর্জন্মা হয়ে ফিরে আসুক ।।  রাবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ইফতারের আয়ো...
03/03/2025

এদেশে আবু সাইদরা বারবার আসুক।
মুগ্ধরা পুনর্জন্মা হয়ে ফিরে আসুক ।।
রাবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ইফতারের আয়োজন করেছে কেন্দ্রিয় মসজিদে প্রতিদিন। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রোভিসি ছাত্রদের সাথে ইফতারে শরীক হয়েছেন। আর তাদের জন্য আলাদা জায়গা,প্যান্ডেল, চেয়ার নাই! জায়গা পেয়েছেন মসজিদের ওজুখানার ওজু করার জায়গায়! হাতে ইফতারের প্যাকেট আট দশ জনের মতোই!!

এটা সাধারন বা উল্লেখ করবার ঘটনা নয় কিন্তু আমরা যারা বাংলাদেশে বেড়ে উঠেছি,এইসব প্রতিষ্ঠানে পড়েছি,আমরা দেখেছি বাংগু ভিসিরা কি ভাবে থাকে! তাদের সাথেও যারা থাকতো দেখলে মনে হতো মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের লিডার আসছে!!

একজন যোগ্য লোক বিশ্ববিদ্যালয় নেতৃত্ব কেন দিবেন রাবি তার প্রমাণ প্রতিদিনই দিচ্ছে। আর এইসব আকাঙ্ক্ষার জন্যই এই দেশ আগস্ট দেখছে!!

ধন্যবাদ স্যার 🤗

Address

Rajpara, Paramedical Road
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Health Technology, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram