
11/08/2025
দেড়শ বছরের অনেক আগে থেকে বাংলা ভাষায় সংখ্যা, গণনা ও গাণিতিক ধারণা শেখানোর জন্য কোন পুস্তক বা পাঠ্যপুস্তক ছিল না।
আনুমানিক ১৮৬২/১৯৬৩ সালে বাংলা ভাষায় সংখ্যা,গণনা ও গাণিতিক ধারণা শেখানোর জন্য সর্বপ্রথম "ধারাপাত" নামে একটি বই প্রকাশ করা হয়,
আর এই কাজটি করেছিলেন নীলমণি মুখোপাধ্যায় নামে এক মহৎ ব্যক্তি।
সেই থেকে পাঠ্যবই হিসেবে সংখ্যা গণনা ও গাণিতিক ধারণা শিক্ষার শুরু হয়।
আজও তারই এই ধারা বহমান আছে।
গত এক দশক আগেও এদেশের বিভিন্ন লাইব্রেরীতে ধারাপাত নামক বইটি পাওয়া যেত,
বর্তমান স্কুলের পাঠ্য বইয়ে ধারাপাতের গাণিতিক এই বিষয়গুলো ঢুকে যাওয়ায় এই বইটি অচল হয়ে পড়েছে।
বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনীএ বইটি প্রকাশ করেছে।
বর্তমানে কিছু প্রকাশনী প্রাথমিক শিশু পাঠ্য হিসেবে এই বইটি প্রকাশ করছে।