Zamzam Islami Hospital,Rajshahi

Zamzam Islami Hospital,Rajshahi সাধ্যের মধ্যের উন্নত সাস্থ্য সেবার ন?

উন্নত প্রযুক্তি, সর্বোচ্চ সেবামূলক মনোভাব, স্বল্পব্যয়, বাণিজ্যিক নং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে জমজম ইসলামী হাসপাতাল কার্যক্রম শুরু করেছে। মানবিক মূল্যবোধে উজ্জীবিত চিকিৎসকগল ও নিবেদিতপ্রাণ কিছু সমাজসেবীর সম্মিলিত প্রয়াসে রাজশাহীর কেন্দ্রস্থলে এই আধুনিক হাসপাতাল স্থাপনের মাধ্যমে সূচিত হয়েছে এক কল্যাণমুখী সামাজিক আন্দোলন। প্রয়োজনের তুলনায় বর্তমান পদক্ষেপটি ক্ষুদ্র কিন্তু এর লক্ষ্য সুদূরপ্রসারী। রোগী বা

ন্ধব হাসপাতাল মডেলে পরিচালিত হবে আমাদের হাসপাতাল। এখানে সেবার মানকেই সবার উপরে স্থান দেওয়া হয়েছে। সাধারণ মানুয়ের সামর্থের প্রতি দৃষ্টি রেখে রোগ ‍নিরূপণের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার ব্যয় নির্ধারণ করা হয়েছে ন্যূনতম।

জমজম ইসলামী হাসপাতাল এর প্রকৃত মূলধন হলো আমাদের সেবার মান, রোগীর প্রতি আন্তরিক সহানুভূতি এবং সর্বোপরি আপনাদের আস্থা। সকলের সহযোগীতায় মানব কল্যাণের এই প্রয়াস সার্থক হতে পারে।

Address

Kazihata, Laxmipur
Rajshahi
6000

Telephone

+8801711192600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zamzam Islami Hospital,Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category