16/07/2025
বসে আছি তাই কিছু লিখলাম,,, কাউকে ছোট করে না ,, মনে অনুভূতি প্রকাশ করলাম,,, জীবনের অনেক পথে আমাদের হাঁটতে হয়,,, চাকরি বাঁচাতে মুখ বন্ধ রাখতে হয়,,, প্রতি বাদ করলে চাকরি শেষ,,ভুলকে ভুল ভালো কে ভালো বলতে হয়,,এই হচ্ছে বেকারত্ব দাসত্ব জিবন। 🔬 ল্যাবে অটো মেশিন মানেই নির্ভুল রিপোর্ট — এই ধারণা ভুল! ⚠️তিনটা জিনিসের উপরে নির্ভর করে, ভালো মান সম্মত পারফেক্ট একটা নির্ভুল রিপোর্ট তৈরি করতে যেমন -১. একজন দক্ষ টেকনোলজিস্ট ম্যান ২.ভালো কোয়ালিটির মেশিন ৩. ভালো কোম্পানির রিয়েএজেন্ট, এই তিনটার সমন্বয়ে ভালো রিপোর্ট আশা করতে পারেন, আপনার মেশিন ভাল, আপনার রিয়াজেন্ট ভালো, কিন্তু দক্ষ টেকনোলজিস্ট ম্যান নেই আপনার,একটি প্রতিষ্ঠানে মূল নায়ক এই হচ্ছে একজন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, আপনার প্রতিষ্ঠানের প্রাণেই হচ্ছে ল্যাব, দক্ষ টেকনোলজিস্ট ছাড়া আপনার ল্যাব অচল, মেশিন ভালো, রিয়াজেন্ট ও ভালো কোম্পানির,কিন্তু দক্ষ টেকনোলজিস্ট ম্যান নেই আপনার, কিভাবে ভালো একটা রিপোর্ট আশা করবেন আপনার ল্যাব থেকে, দক্ষর টেকনোলজিস্ট ছাড়া কখনোই ভালো রিপোর্ট আশা করা সম্ভব না ।
অনেকেই মনে করেন, ল্যাবরেটরিতে অটো মেশিন থাকলেই রিপোর্ট নিখুঁত হবে। কিন্তু সত্যিটা হলো — মেশিন একা কখনোই নির্ভুল রিপোর্ট দিতে পারে না।
👉 আসল প্রশ্ন হলো:
✅ কে মেশিনটি চালাচ্ছে?
✅ সে কি প্রশিক্ষিত ও যোগ্য মেডিকেল টেকনোলজিস্ট?
✅ সে কি প্রতিদিন ক্যালিব্রেশন, কন্ট্রোল, QC মানছে?
✅ সে কি মেশিনের পারফরম্যান্স মনিটর করছে?
🧪 একজন দক্ষ টেকনোলজিস্টই পারে অটো মেশিনের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে।
⚙️ মেশিন তো শুধু একটি টুল — কিন্তু ডায়াগনস্টিক কোয়ালিটির আসল কারিগর হচ্ছে একজন দক্ষ টেকনোলজিস্ট মানুষ।
📌 তাই আসুন, শুধু মেশিন নয়, যারা মেশিনকে পরিচালনা করে —
সেই টেকনোলজিস্টদের মূল্যায়ন করি, সম্মান করি।
I am proud to be a medical technologist. 😊
লেখিকা-
Krishna Rani
Medical Technologist (Lab.Medicine)