AL-Sun Hospital

AL-Sun Hospital আসুন। আমাদের সেবা নিন। আপনার সুস্থতা আমাদের সেবা।

কাল সোমবারসিরিয়াল ০১৭৬৭২৪৩৭৮০ / ০১৭১২৫০২০৩৬
25/05/2025

কাল সোমবার
সিরিয়াল ০১৭৬৭২৪৩৭৮০ / ০১৭১২৫০২০৩৬

22/05/2025
07/05/2025
30/04/2025

ফুটা করে (lapchole) পিত্তথলির পাথর অপারেশন মাত্র ২০,০০০/- টাকায়( ওষুধ সহ)।

কেবিন নিলে-২২,৫০০/-

যোগাযোগ: ০১৭২৪৭৪৩৮৮১/ ০১৭১২৫০২০৩৬

আল-সান হাসপাতাল
বড়হরিশপুর,নাটোর.

বি.দ্র. ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা থাকলে বেশি খরচ হতে পারে.

01712-502036
29/04/2025

01712-502036

০১৭১২-৫০২০৩৬ ০১৭৬৭-২৪৩৭৮০তুলনামুলক কম খরচে সকল হাড়ের অপারেশন করা হয়।
28/04/2025

০১৭১২-৫০২০৩৬
০১৭৬৭-২৪৩৭৮০

তুলনামুলক কম খরচে সকল হাড়ের অপারেশন করা হয়।

রাত ২:৩৭ মিনিট।ঘুম ভেঙে গেছে আপনার।চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে।চুলকাচ্ছে।চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁক...
27/04/2025

রাত ২:৩৭ মিনিট।

ঘুম ভেঙে গেছে আপনার।

চোখ খোলার আগে হাত চলে গেছে কনুইতে।

চুলকাচ্ছে।

চুলকাতে চুলকাতে এবার হাত গেছে আঙুলের ফাঁকে, পেটের পাশে, এমনকি কোমরের নিচে…

“আল্লাহ! এই কীসের চুলকানি!”

ঘুমের মধ্যে পাশেই ঘুমানো ছোট বোনও উঠে পড়েছে।

তারও একই জ্বালা।

এটা শুধু রাবেয়া না—এটা এখন দেশের শতশত মানুষের গল্প।

এই চুলকানির নাম স্ক্যাবিস (Scabies)।



স্ক্যাবিস কী?

একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।

চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে।

সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে।

চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।



চেনার উপায়?

• রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।

• আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।

• একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।

• চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।



কেন এমন হচ্ছে এখন?

• প্রচণ্ড গরম ও ঘাম

• একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার

• অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম

• একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন



কি করবেন?

১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।

২. Permethrin cream বা Ivermectin সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।

৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।

৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।

৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।



চুলকানি মানেই এলার্জি না—

চুলকানি মানেই ঘরোয়া মলম না—

চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!

তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।

নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…

রাত ২:৩৭-এ ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।



©ডা.তোফায়েল আহমেদ

Collected

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খ...
27/04/2025

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।

এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খানার রাস্তায় ফুলকপির মতো দেখতে একটা গ্রোথ বা টিউমার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। মেডিকেল সাইন্স বলে,সবার এই রোগ হয় না। পায়ুপথকে যারা মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাদের এই রোগ হয়।

তাই সন্দেহ থেকেই ছেলেটার হিস্ট্রি নেয়া শুরু হয়। কি করে না করে ইত্যাদি! প্রথমে ইতস্তত করলেও চিকিৎসার খাতিরে সে স্বীকার করে যে,সে একজন গে! তাদের চারজনের একটা গ্রুপ আছে। তারা পরস্পর এই পায়ুপথে মিলিত হয়। এই ছেলে গুলোর একজনের পেনিসে একটা গোটা আছে! (সম্ভবত হিউম্যান প্যাপিলোমা থেকেই হবে)। পরবর্তীতে জানা গেল ছেলেটা HIV পজিটিভ। স্বভাবতই তার সকল পার্টনার HIV পজিটিভই হবে।

ছেলেটার বাসা ঢাকার পাশের এক জেলায়। প্রাইভেসির খাতিরেই এলাকার নামটা গোপন রাখলাম। সাময়িক আলাপনে যা দেখলাম, ছেলেটার বাবা একজন দাড়ি-টুপি ওয়ালা সহজ-সরল আধাশিক্ষিত মানুষ,মাও তাই। কিন্তু ছেলের এই বিষয়ে তারা জানতেন না,এখনো জানেন না। রিপোর্ট দেখে শুধু জেনেছেন ছেলে HIV পজিটিভ।

মাঝে একটা পোস্ট ভাইরাল হয়েছিল রমনা পার্ক ও এই এলজিটিভিদের দৌরাত্য নিয়ে। একটা জেলা শহরের যদি এই অবস্থা হয়,তবে ঢাকা বা বিভাগীয় শহর গুলোর কি অবস্থা!!!

এসব এলজিটিভিদের বিষয়ে পোস্ট দেয়ার কারণে আগেও আমার কয়েকজন এলজিটিভিদের সাথে কথা হয়েছে। আমি তাদের কাউন্সেলিং করার চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয়,এদের অধিকাংশ মানুষের মধ্যেই আমি কোনো অনুশোচনা দেখতে পাই নি।

নীরবে নিভৃতে এই এলজিটিভির বিষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কথায়,গানে,নাটকে,সিনেমায় আমরা এদের স্বীকৃতি দিচ্ছি। এসব দেখে বড় হতে থাকা আমাদের আগামী প্রজন্ম ভাবছে, আরে এটা তো স্বাভাবিক ঘটনা,ভূল কিছু নয়!! ধীরে ধীরে গড়ে উঠছে কওমে লুতের মতো একটা প্রজন্ম।

কেউ এই বিষের বিষাক্ততা থেকে মুক্ত নয়। তাই আজই নিজের পরিবারে খোজ নিন। ছেলের মাঝে মেয়েলিপনা বা এর উল্টোটা দেখতে পেলে খতিয়ে দেখুন। প্রয়োজনে ডাক্তারের শরনাপন্ন হোন। নিজের সন্তানকে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে তুলুন।

মনে রাখবেন- সময় গেলে কিন্তু সাধন হবে না.......💔

[ Nazmus Sakib Bappi , SSMC]

Collected

18/04/2025

আল সান হাসপাতালে ২ জন ডিপ্লোমা ডিগ্রিধারী প্যাথোলজি টেকনোলজিষ্ট প্রয়োজন।

যোগাযোগ: ০১৭২৪৭৪৩৮৮১। ০১৭১২৫০২০৩৬

Address

Boroharishpur, Dhaka Road, NATORE
Rajshahi
6400

Telephone

01767243780

Website

Alerts

Be the first to know and let us send you an email when AL-Sun Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category